নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯:৪৭ এএম, ১৯ নভেম্বর, ২০২১
বাংলাদেশ থেকে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নামে আইনি নোটিশ পাঠিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এস এম মাসুম বিল্লাহ ও আইনজীবী জর্জ চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) রেজিস্ট্রি ও ই–মেইলযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তাপস কান্তি বল।
দেশে সামাজিক যোগাযোগমাধ্যমটির অপব্যবহার রোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এর বাণিজ্যিক প্রতিষ্ঠান মেটার প্রধান জাকারবার্গসহ আরো চার ব্যাক্তির কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে।
অন্য যে চারজনকে নোটিশ পাঠানো হয়েছে, তাঁরা হলেন বিটিআরসির চেয়ারম্যান, ডাক ও টেলিযোগাযোগসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক।
নোটিশ গ্রহণের তিন দিনের মধ্যে কোনো ধরনের বিলম্ব ছাড়াই দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অপব্যবহার ও ফেসবুকের কার্যক্রম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। এতে ব্যর্থ হলে আইন অনুসারে উপযুক্ত আদালতে প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
আইনজীবী তাপস কান্তি বল বলেন, ‘১৩ অক্টোবর ফেসবুক পোস্টে দাবি করা হয়, দুর্গাপূজার সময় কুমিল্লার একটি পূজামণ্ডপে কোরআন রাখা হয়েছে। মণ্ডপে কোরআন রাখা নিয়ে ভিডিও–ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষ করে ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজব ফেসবুকে ভাইরাল হয়। এতে ঘৃণাসূচক বক্তব্যসহ অন্য বিষয়ের অবতারণা হয়। যাঁদের নোটিশ পাঠানো হয়েছে, তাঁরা এসব রোধ ও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন।’
মন্তব্য করুন
গ্রামীনফোন নিষেধাজ্ঞা বিটিআরসি
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
টিকটক টেক্কা নতুন ফিচার নিয়ে আসছে মেটা
মন্তব্য করুন
ক্ষতিকর সফটওয়্যার র্যানসামওয়্যারে আক্রান্তদের সংখ্যা বিশ্বে দিন দিন বেড়ে চলেছে। ২০১৩ সালে প্রথম ক্রিপ্টোলকারের আবির্ভাবের পর থেকে আমরা র্যানসমওয়্যার এর একটি নতুন যুগ দেখতে পাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের স্প্যাম মেসেজ এবং এক্সপ্লয়িট কিট এর মাধ্যমে উদ্দেশমূলকভাবে র্যানসমওয়্যার সমৃদ্ধ এনক্রিপ্টেড ফাইল ছড়ানো ছড়ানো হচ্ছে...