ওয়ার্ল্ড ইনসাইড

ইউক্রেন যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে!

প্রকাশ: ১১:৫২ এএম, ২৬ মে, ২০২৩


Thumbnail

রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। সাবেক এই প্রেসিডেন্ট বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় মিত্রদের একজন। শুক্রবার (২৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রাশিয়ার বার্তাসংস্থা আরআইএ’র বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষ মিত্র দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের পর দীর্ঘসময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শীর্ষস্থানীয় এই মিত্র ভিয়েতনাম সফরের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ ওই মন্তব্য করেন।

ভিয়েতনাম সফরের সময় দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘এই সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।’

ইউক্রেন নাৎসি রাষ্ট্র বলে মস্কোর দাবির পুনরাবৃত্তি করে রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট বলেন, ‘যতদিন দেশটিতে এই ধরনের (সরকার) ক্ষমতায় থাকবে, সেখানে দেখা যাবে তিন বছরের যুদ্ধবিরতির পর দুই বছর ধরে সংঘাত হচ্ছে এবং এগুলোর সবকিছুরই বার বার পুনরাবৃত্তি হবে।’

এর আগে গত জানুয়ারিতে মেদভেদেভ বলেন, ইউক্রেনে রাশিয়া পরাজিত হলে পারমাণবিক যুদ্ধ শুরু করতে পারে তার দেশ। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ সেসময় বলেন, ‘পরমাণু শক্তিধর দেশগুলো বড় ধরনের সংঘাতে কখনই হারেনি। কারণ এর ওপর তাদের ভাগ্য নির্ভর করে।’



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সোমালিয়ায় উগান্ডার ৫৪ সেনা নিহত

প্রকাশ: ১২:৩৮ পিএম, ০৪ জুন, ২০২৩


Thumbnail

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের একটি ঘাঁটিতে আল-শাবাবের হামলায় ৫৪ জন উগান্ডার সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। খবর আল জাজিরা।

বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে আল-শাবাব যোদ্ধারা বুলমারের ঘাঁটিতে এক সপ্তাহ আগে হামলা চালায়।

এদিকে গত ২৬ মে আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হয় যে, আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ সেনা নিহত হয়েছে। তবে মুসেভেনি শনিবার জানিয়েছেন যে, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ওই সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, আমাদের সেনারা ওই ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আগে গত সপ্তাহে মুসেভেনি জানান, উগান্ডার সেনা সদস্যরা হতাহত হয়েছেন। তবে সে সময় হামলা বা হতাহতের বিস্তারিত তথ্য তিনি জানাননি। ওই সেনা সদস্যরা আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়ায় (এটিএমআইএস) দায়িত্ব পালন করছিলেন।

পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকারকে উৎখাত করতে ২০০৬ সাল থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে আল শাবাব। তারা সেখানে নিজেদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়।

২০২২ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে এটিএমআইএস-এর ২২ হাজার সেনা সদস্য।



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

দুইজন বাদে সব নতুন মুখ নিয়ে মন্ত্রিসভা গঠন করলেন এরদোয়ান

প্রকাশ: ০৯:৪৩ এএম, ০৪ জুন, ২০২৩


Thumbnail

দুইজন বাদে সব নতুন মুখ নিয়ে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পর তার গঠিত মন্ত্রিসভা প্রকাশ্যে এসেছে।

আল জাজিরার খবর অনুসারে, সাবেক অর্থনৈতিক প্রধান এবং আন্তর্জাতিকভাবে প্রশংসিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে কোষাধ্যক্ষ এবং অর্থমন্ত্রী নিয়োগ করেছেন এরদোয়ান। 

তৃতীয় মেয়াদে এরদোয়ান শনিবার শপথ নেন। এরপর তিনি মন্ত্রিসভা গঠন করেন। অধিকাংশ মন্ত্রিসভায় নতুন মুখ যুক্ত করেছেন এরদোয়ান। শুধুমাত্র স্বাস্থ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেননি।

খবর অনুসারে, নবনিযুক্ত কোষাধ্যক্ষ এবং অর্থমন্ত্রী মেহমেত সিমসেক ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী ছিলেন। ২০১৮ সাল পর্যন্ত তিনি উপ প্রধানমন্ত্রী হিসেবে সমগ্র তুরস্কের অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন। ওই বছর তুর্কি মুদ্রা ক্রাশ করলে তিনি পদত্যাগ করেন। বর্তমান তুরস্কে জীবনযাপনের ব্যয় বৃদ্ধি পেয়েছে। এই অবস্থায় এরদোয়ানের নিয়োগ করা অর্থমন্ত্রী দেশের অর্থব্যবস্থায় অনেক সংস্কার আনবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। 

এরদোয়ানের নিয়োগ করা উল্লেখযোগ্য মন্ত্রীবৃন্দ হলো- পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার, স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া, শিক্ষামন্ত্রী ইউসুফ তেকিন, বিচারমন্ত্রী ইলমাজ তাঙ্ক, ব্যবসা বিষয়ক মন্ত্রী ওমের বোলাত।



মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো নিয়ে নৌজোটের পরিকল্পনা ইরানের

প্রকাশ: ০৯:৩৯ এএম, ০৪ জুন, ২০২৩


Thumbnail

ইরান জানিয়েছে, সৌদি আরবসহ উপসাগরী দেশগুলোর সঙ্গে ( সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমানবাহরাইনতারা নৌজোট গড়বে। এই জোটের মধ্যে থাকবে ভারত এবং পাকিস্তানও।এই জোটের আকার কেমন হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। তবে তিনি বলেছেন, শীঘ্রই এই জোট গঠন করা হবে।

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আবহে পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। সাত বছর পর ইরান সৌদি আরব সম্প্রতি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা এসেছে। এছাড়াও ইরান-সৌদির সম্পর্ক পুনঃস্থাপনের আচমকা ঘোষণায় মধ্যস্থতা করে তাক লাগিয়ে দিয়েছে চীন। সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরাইলের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষর করেছিলো। দেশটি গত বছর ইরানের সঙ্গে তাদের আগের সম্পর্ক পুনঃস্থাপন করেছে।

অনেকেই ইরান-সৌদি সম্পর্কের নতুন মোড়কে এই অঞ্চলে চীনের একটি নীরব কূটনৈতিক অভ্যুত্থান বলে অভিহিত করছেন। বিশ্লেষকরা বলছেন, এটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মোড়লগিরির অধ্যায়ের ইতি টানবে।


সৌদি আরব   ইরান   মধ্যপ্রাচ্য  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোদি

প্রকাশ: ০৮:১৮ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন মোদি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওড়িশা রাজ্যের বালাসোরে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার ( ৩ জুন) এই পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, ‘এই দুর্ঘটনায় দায়ীদের ‘কঠোর শাস্তি দেওয়া হবে’।’ খবর  এনডিটিভির।

মোদি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন সরকার তাদের পাশে দাঁড়িয়েছে।’

এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতের সবচেয়ে মারাত্মক রেল দুর্ঘটনা এটি। এতে অন্তত ২৬১ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। সেখানে কটক জেলার একটি হাসপাতালে আহতদের সঙ্গেও দেখা করেছেন মোদি।  

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওড়িশার বালাসোরে দুটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন দুর্ঘটনায় কবলিত হয়। বলা হচ্ছে, মানুষের ভুলের কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ ঘটনায় আহত ও নিহতদের উদ্ধারে ১৮ ঘণ্টা সময় লেগেছে উদ্ধারকারীদের।


ট্রেন   দুর্ঘটনাস্থল   পরিদর্শন   মোদি  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

প্রকাশ: ০৮:০৭ পিএম, ০৩ জুন, ২০২৩


Thumbnail প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান।

টানা তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার স্থানীয় সময় দুপুরে শপথ নেন এই বর্ষীয়ান নেতা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনবার্গ, বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানসহ ৭৮টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানে এরদোয়ান বলেছেন, ‌তিনি সংবিধান, আইনের শাসন, গণতন্ত্র ও আতাতুর্কের মূলনীতি মেনে চলবেন। তিনি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের নীতিও মানবেন। আজকেই মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ঘোষণা করবেন এরদোয়ান।

জানা যায়, শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এরদোয়ান দেশটির আনিতকবীর অঞ্চলে কামাল আতাতুর্কের সমাধিস্থল পরিদর্শন করবেন। পরে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের জন্য একটি নৈশভোজেরও আয়োজন করা হবে।

২৮ মে দ্বিতীয় দফা ভোটে এরদোয়ান ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন। 

সূত্র: আল জাজিরা


প্রেসিডেন্ট   শপথ   এরদোয়ান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন