কালার ইনসাইড

ঈদে বৈশাখী টেলিভিশনের যত আয়োজন

প্রকাশ: ০৪:৪০ পিএম, ২৫ এপ্রিল, ২০২২


Thumbnail ঈদে বৈশাখী টেলিভিশনের যত আয়োজন

গতকাল ২৩ এপ্রিল বিকেলে ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালা নিয়ে বিনোদন সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বৈশাখী টিভি ভবনে প্রায় অর্ধশত বিনোদন সাংবাদিকদের উপস্থিতিতে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, বৈশাখী টেলিভিশনের মূল লক্ষ্যই হচ্ছে দর্শকদের বিনোদন দেওয়া। আর বিনোদনপ্রিয় মানুষদের কিছুটা বিনোদন দেয়ার জন্যই আমাদের এ আয়োজন। কতটুকু সফল হতে পারব সে বিচারের ভার বৈশাখী টেলিভিশনের দর্শকদের, যাদের ভালোবাসা আর অনুপ্রেরণায় আমরা এতটা পথ পেরিয়ে এসেছি। তবে এবারের ব্যতিক্রমী আয়োজনে সব শ্রেনীর দর্শক যে বিনোদিত হবে এতে কোনো সন্দেহ নেই। 

উল্লেখ্য, বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে ১৮টি নাটক, ৭টি সিনেমা, জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান এবং বিশেষ কমেডি শো ফানি মোমেন্টসহ নানা আয়োজন। 

বিশেষ সংগীতানুষ্ঠানগুলোর মধ্যে ঈদের ৭দিন সকাল ৮.১৫ মিনিটে প্রচার হবে  বৈশাখীর সকালের গান’। লিটু সোলায়মানের প্রযোজনায় অংশ নেবেন দেবলিনা সুর, খুরশিদ আলম, দিনাত জাহান মুন্নী, অনুপমা মুক্তি, চম্পা বনিক, মৌটুসী, ঝিলিক। 

ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী সালমা ও তার দল,  কর্ণিয়া ও মুহিন, বিন্দুকনা, অন্যা আচার্য্য ও সাদিয়া লিজা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও আশিক, রাজিব ও হৈমন্তী রক্ষিত। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন তাসনুভা মোহনা, আফরিন অথৈ, অনন্যা প্রীতি, সানজিদা তন্বী, আইনুন পুতুল, ফারজানা তিথি ও ইশরাত জাহান জুঁই।
শাহ্ আলমের প্রযোজনায় এবং চিত্রনায়িকা তানহা তাসনিয়ার উপস্থাপনায় ঈদের ৭ দিন দুপুর ১.০০টায় প্রচার হবে চলচ্চিত্রের জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’।

দুপুর ১. ৩০ মিনিটে প্রচার হবে বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকে ব্যবহৃত গান নিয়ে বিশেষ অনুষ্ঠান নাটকের গান। দুপুর ১২.৩০ মিনিটে প্রচার হবে কমেডি শো: ফানি মোমেন্ট। বৈশাখী টিভিতে প্রচারিত বিভিন্ন নাটকের হাস্যরস ও ফান নিয়েই এ অনুষ্ঠান। 
ঈদের ৭দিন দুপুর ২.৪০ মিনিট থেকে প্রচার হবে ৭টি সিনেমা। ঈদের দিন প্রচার হবে ‘বউ শাশুরির যুদ্ধ’। আজাদী হাসনাত ফিরোজের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন ফেরদৌস, শাবনূর, সোনিয়া প্রমুখ। ।

ঈদের দ্বিতীয় দিন প্রচার হবে ‘মনে প্রাণে আছ তুমি’। অভিনয় করেছেন মাহিয়া শাকিব খান, অপু বিশ্বাস, মিশা প্রমুখ। পরিচালনা জাকির হোসেন রাজু।

ঈদের তৃতীয় দিন প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। এফ আই মানিকের পরিচালনায় এতে অভিনয় করেছেন মান্না, শাবনূর, পূর্ণিমা, ডিপজল প্রমুখ। 

ঈদের চতুর্থ দিন রয়েছে ‘জমিদার’। শাহীন সুমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, ডিপজল, রুবেল, সিমলা প্রমুখ। 

ঈদের ৫ম দিন রয়েছে ‘মা আমার স্বর্গ’। অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা, ববিতা, মিশা প্রমুখ। পরিচালনা জাকির হোসেন রাজু। 

ঈদের ৬ষ্ঠ দিন প্রচার হবে ‘এক জবান’। অভিনয়ে: ডিপজল, রেসী, জয় চৌধুরী প্রমুখ। পরিচালনা এফ আই মানিক। 

ঈদের ৭ম দিন প্রচার হবে ‘বলো না ভালোবাসি’। অভিনয়ে- ফেরদৌস, পূর্ণিমা, শাবনূর, শাকিল খান প্রমুখ। পরিচালনা সোহানুর রহমান সোহান। 

নাটকগুলোর মধ্যে ৭টি একক, এবং ৭ পর্বের ৪টি ধারাবাহিক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮.১০ মিনিটে। এবার ঈদে ৬টি নাটকেরই গল্প লিখেছেন পুরস্কারপ্রাপ্ত গল্পকার বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এর মধ্যে ২টি একক ও ৪টি ৭ পর্বের ধারাবাহিক। একক নাটক ২টি হলো, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, শহীদুজ্জামান সেলিম অভিনীত ‘ফুর্তির ফসল’, সরদার রোকনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘পোস্টমর্টেম’ নাটকে অভিনয় করেছেন, এ্যালেন শুভ্র, ফজলুর রহমান বাবু, শিল্পী সরকার অপু প্রমুখ।

টিপু আলম মিলনের লিখা ৪টি ৭ পর্বের ধারাবাহিক হলো ফরিদুল হাসানের পরিচালনায় ‘হোটেল ফাইভ স্টার’। অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, অলিউল হক রুমি প্রমুখ। তারিক মুহাম্মদ হাসানের পরিচালনায় ‘ঈদ টুর্নামেন্ট’। এতে অভিনয় করেছেন ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল, রাশেদ সীমান্ত, মিহি আহসান, অলিউল হক রুমি, শফিক খান দিলু প্রমুখ। হানিফ খানের পরিচালনায় ‘তেলবাজী কোচিং সেন্টার’। অভিনয় করেছেন জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সারিকা, মিলন ভট্টপ্রমুখ। আকাশ রঞ্জনের পরিচালনায় ৭পর্বের অপর ধারাবাহিক ‘বার্থডে পুশিং’। এ নাটকে অভিনয় করেছেন- জামিল, স্বাগতা, ম ম মোরশেদ, আবদুল্লাহ রানা, রোজী সিদ্দিকী প্রমুখ।

অপর ৫টি একক নাটকের মধ্যে আসাদুজ্জামান সোহাগের রচনায়, জামাল মল্লিকের পরিচালনায় খায়রুল বাশার, সানজিদা প্রীতি, আবদুল্লাহ রানা অভিনীত ‘বাঁয়ে প্ল্যাস্টিক’, জহির আহমেদের রচনায় রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় ‘সাইরেন মানিক’। অভিনয় করেছেন জাহিদ হাসান, নাবিলা ইসলাম, সুচনা শিকদার প্রমুখ। মেঘ হিমের রচনা ও পরিচালনায় ‘প্রেম আমার’। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনিম তমা, সাবেরী আলম প্রমুখ। এনডি আকাশের রচনায় মজিবুল হক খোকনের পরিচালনায় ‘টিকটক বউ’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ প্রমুখ। সিদ্দিকুর রহমানের রচনা ও পরিচালনায় ঈদের সর্বশেষ একক নাটক ‘ খোদা হাফেজ ঢাকা’। সিদ্দিক ছাড়াও এ নাটকে অভিনয় করেছেন এক ঝাক নতুন মুখ।

বৈশাখী টেলিভিশনের নতুন কনসেপ্ট মেগা নাটক, যা বিগত দুই বছর যাবত প্রচার করে আসছে বৈশাখী টিভি। এবারও ঈদের ৭দিন রাত ১১.৩৫মিনিটে প্রচার হবে ৭টি মেগা নাটক। ঈদের প্রথম দিন প্রচার হবে আকাশ রঞ্জন পরিচালিত সাজু খাদেম, অহনা, নাজিরা মৌ, কচি খন্দকার অভিনীত ‘ব্রেক ফেইল-৩’, দ্বিতীয় দিন শামীম জামান পরিচালিত মোশাররফ করিম, শখ, শামীম জামান, আ খ ম হাসান, ফারুক আহমেদ অভিনীত ‘চশমা পরিবার’, তৃতীয় দিন ফরিদুল হাসান পরিচালিত নাজিরা মৌ, সজল, জামিল, বড়দা মিঠু অভিনীত ‘সুন্দরী বাঈদানী’, চতুর্থ দিন রয়েছে হাসান।

বৈশাখী টেলিভিশন   ঈদ আয়োজন  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মিষ্টি জান্নাতকে চুমু খেতে চেয়েছেন জয়

প্রকাশ: ০৩:৪০ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

দেশের বিতর্কিত উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নানা সময় অতিথিদের আপত্তিকর প্রশ্নের মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি। এবার শাকিব-মিষ্টির বিয়ের গুঞ্জনে যোগ দিয়েছেন জয়।

মিষ্টি জান্নাতকে নিয়ে জয় বলেছেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না।এরপরই তার বিরুদ্ধে মুখ খুলেন মিষ্টি। তার দাবি, শাহরিয়ার নাজিম জয় তাকে চেনেন। তবুও না চেনার অভিনয় করেছেন।

অভিনেত্রী মিষ্টি বলেন, ‘‘জয় ভাইয়াকে দেখলাম, সে বলছেন, ‘ওই যে একটা মেয়ে, শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান। তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী, যেটা মিলে গেছে। তাদের বিয়ে হলেও সেটা টিকবে না।এটা উনি কীভাবে জানল? কীভাবে বলল? এটা আমার প্রশ্ন।’’

এরপর জয় তাকে নিয়মিত কু-প্রস্তাব দিয়েছেন জানিয়ে মিষ্টি জান্নাত আরও বলেন, ‘সে আমাকে চেনে। গত পরশুদিন আমাকে টেক্সট করে বলছে, মিষ্টি কোথায় আছো? চলো লং ড্রাইভে যাই। অথচ, এমন একটা ভাব নিল, সে আমাকে চেনেই না। সে বললো, ওই যে একটা মেয়ে। এটা কেন বলবে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতেন, তাহলে তাকে ধরে থাপড়াতাম। তার প্রোগ্রামে গেলেও এমন করে। অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে।


মিষ্টি   জান্নাত   চুমুজয়  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মেয়েকে সঙ্গে নিয়ে কানে উড়াল দিলেন ঐশ্বরিয়া রাই

প্রকাশ: ০১:১৫ পিএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

প্রতি বছরের ন্যায় ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহরে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকান চলচ্চিত্র উৎসব।শোবিজ দুনিয়ার অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের পর্দা উঠছে মঙ্গলবার (১৪ মে)

প্রতিবারের মতো এবারের আসরেও রেড কার্পেটে হাঁটবেন সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। সেই উদ্দেশেই বুধবার ভারত ছেড়েছেন তিনি। উড়াল দিয়েছেন কান উৎসবে যোগ দিতে। মেয়ে আরাধ্যকে সঙ্গে নিয়েই ভারত ছাড়তে দেখা গেছে ঐশ্বরিয়াকে।

তবে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ ফেলেছে নতুন একটি বিষয়, সেটি হলো ঐশ্বরিয়ার ডান হাত! একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া কোনোভাবে ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার।

এত বড় একটি উৎসবের আগে হাতে কীভাবে ব্যাথা পেলেন ঐশ্বরিয়া, সেই প্রশ্ন তুলেছেন ভক্তরা। চোট নিয়ে এক ভক্ত লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।

২০০২ সালে  কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না পরে হেঁটেছিলেন ঐশ্বরিয়া। ওই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। সেবার অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন নায়িকা। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।


কান   ঐশ্বরিয়া রাই  


মন্তব্য করুন


কালার ইনসাইড

নিপুণের সমালোচনায় জায়েদ খান

প্রকাশ: ০৮:৫১ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন নির্বাচনে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী অভিনেত্রী নিপুণ। রিটে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

বুধবার বিচারপতি নাইমা হায়দার বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি দায়ের করা হয়।

জানা গেছে, নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন। এতে সভাপতি পদে মিশা ২৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি ১৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ডিপজল পেয়েছেন ২২৫ ভোট। ১৬ ভোট কম পেয়ে হেরে যান তার প্রতিদ্বন্দ্বী নিপুণ। তিনি পেয়েছেন ২০৯ ভোট।

এদিকে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে  নিপুণের এই রিটের প্রতিক্রিয়ায় জায়েদ খান  বলেন, ‘একজন মানুষ লোভে পড়ে, যোগ্যতাহীনভাবে একটা চেয়ারকে ধরে রাখার জন্য কতটা নিচে নামতে পারেন সেটা উনি দেখিয়ে দিয়েছেন। ফুলের মালা পরিয়ে দিয়ে বলে গেলেন সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব মেনে নিয়ে ওনার এত দিন পরে মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি।


নিপুণ   সমালোচনা   জায়েদ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের শর্ত কারও সঙ্গে প্রেম করতে পারব না

প্রকাশ: ০৮:১৩ এএম, ১৬ মে, ২০২৪


Thumbnail

‘লাপাতা লেডিস’র মাধ্যমে নির্মাতা হিসেবে বেশ আলোচনায় এসেছেন কিরণ রাও। এরই মধ্যে সাড়া ফেলেছে সিনেমাটি।

গল্পটি নির্মল প্রদেশ নামে একটি প্রত্যন্ত গ্রাম থেকে শুরু। প্রধান চরিত্র তিনটি। এর একটি হলো ফুল কুমারী। চরিত্র রূপায়ণ করেছেন নীতাংশি গোয়েল। সহজ-সরল চরিত্রটি রূপায়ণ করে প্রশংসা কুড়াচ্ছেন ১৬ বছর বয়সী এই তরুণ অভিনেত্রী।

এবার এক সাক্ষাৎকারে নীতাংশি প্রেম নিয়ে কথা বলে এসেছেন আলোচনায়। তিনি বলেন, ‘আমার মা শর্ত দিয়েছেন, কারও সঙ্গে প্রেম করতে পারব না। তবে বন্ধুত্ব থাকতে পারবে, তাদের সঙ্গে কথা বলারও অনুমতি রয়েছে। আসলে এ বয়সে প্রেম করার কথা চিন্তা করছি না আমি।’ নীতাংশির মা রাশি গোয়েল। মা-মেয়ের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ।

২০০৭ সালের ১২ জুন উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেন নীতাংশি গোয়েল। ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করেন ১ কোটি ৪০ লাখ মানুষ। ‘লাপাতা লেডিস’র আগেও কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে এ সিনেমাটি তাকে ব্যাপক পরিচিতি দিয়েছে।


লাপাতা লেডিস  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার শরিফুল রাজের নায়িকা স্বস্তিকা মুখার্জি

প্রকাশ: ০২:৫৬ পিএম, ১৫ মে, ২০২৪


Thumbnail

এবার শরিফুল রাজের নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। গত সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম তার সিনেমা ‘আলতাবানু কখনো জোছনা দেখেনি’র নায়িকা হিসেবে স্বস্তিকার নাম ঘোষণা করেছিলেন। কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। অবশেষে জানা গেল নায়কের নাম।

সিনেমাটিতে স্বস্তিকার বিপরীতে অভিনয় করবেন রাজ। তবে বিষয়টি নিয়ে এখনই কথা বলতে নারাজ নির্মাতা। আর রাজের বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রযোজনা সংস্থার সূত্রে, স্বস্তিকার বিপরীতে শরিফুল রাজ চূড়ান্ত। ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন দিন-তারিখ দেখে শুটিংয়ে নামার অপেক্ষা।

এদিকে বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে এর দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল এই সিনেমায় স্বস্তিকা-রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।


শরিফুল রাজ   নায়িকা   স্বস্তিকা মুখার্জি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন