কালার ইনসাইড

দাগ দূর করার জন্য বালি দিয়েও দাঁত পরিষ্কার করেছি: চঞ্চল চৌধুরী

প্রকাশ: ০২:০৩ পিএম, ২৯ জুলাই, ২০২২


Thumbnail দাগ দূর করার জন্য বালি দিয়েও দাঁত পরিষ্কার করেছি: চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী যে বহুমাত্রিক, তা বলা বাহুল্য। দর্শক তাকে নিয়মিতই বহু ধরনের চরিত্রে অভিনয় করতে দেখছেন। কি নাটক, কি সিনেমা-অভিনয়ের সব শাখাতেই তার অভিনয় নৈপুণ্যে দর্শক মুগ্ধ হন। বলা হয়, ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা বড় পর্দায় খুব একটা সফল হন না। তবে এর ব্যতিক্রমও রয়েছে, প্রখ্যাত অভিনেতা হুমায়ূন ফরিদী, রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফাদের মতো অভিনেতা-অভিনেত্রীরা চলচ্চিত্রে ব্যাপক সাফল্য পেয়েছেন। এ ধারাবাহিকতায় চঞ্চল চৌধুরীও রয়েছেন। মঞ্চ থেকে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে চঞ্চল চৌধুরী গিয়াস উদ্দিন সেলিমের মনপুরা সিনেমার মাধ্যমে বড় পর্দায় এসেই ব্যাপক আলোড়ন তোলেন। তারপর মনের মানুষ, টেলিভিশন, আয়নাবাজি, দেবী, পাপপূন্য দিয়ে সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন। ফলে তার অভিনীত সিনেমার প্রতি দর্শকের আলাদা আগ্রহ রয়েছে। তার সিনেমার জন্য তারা অপেক্ষা করেন। 



‘তুমি বন্ধুৃ কালা পাখি’ আমি যেন কী’, বসন্তকালে তোমায় বলতে পারিনি’-এমন কথার গানটি এখন সব শ্রেণীর দর্শক- শ্রোতার মুখে মুখে শোনা যায়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ার  কল্যাণে এটি দারুণ ভাইরাল। সাতশ’র বেশি এরইমধ্যে গানটি কাভার হয়েছে। নির্মাতা মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ সিনেমার গান এটি। সিনেমাটি শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। গানের মতো হাওয়ায় ভাসছেন এ অভিনেতাও। গানের সঙ্গে তার পারফমেন্স বেশ প্রশংসা পাচ্ছে।

এতে তাকে দেখা যাবে চাঁন মাঝির চরিত্রে। টানা ৪৫ দিন এ সিনেমার শূটিংয়ের জন্য গভীর সমুদ্রে ছিলেন বলে জানান তিনি। এ সময় কী ধরনের প্রতিকূলতার মুখে পড়েছেন তারা? প্রশ্নের উত্তরে তার ভাষ্য, প্রথমেই সমুদ্রের বড় বড় ঢেউয়ের সঙ্গে আমাদের পাল্লা দিতে হয়েছে। আর আমি যেহেতেু হেড মাঝি অর্থাৎ প্রধান মাঝি তাই আমাকে মাছ ধরার সেই ট্রলারের হাল ধরতে হয়েছে। হালটি ছিল বিশাল একটি গাছের মতো। একইসঙ্গে সমুদ্রের বিশাল ঢেউয়ের সঙ্গে আমাকে সত্যিকারভাবে ট্রলারটি চালাতে হয়েছে। ২০২২ সালে এসে কেমন সিনেমা হওয়া উচিত সেটি জেনে-বুঝেই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। 

এ সিনেমার কাজের অভিজ্ঞতা কেমন? উত্তরে তার ভাষ্য, এ সিনেমার শূটিং হয়েছে গভীর সমুদ্রে। এর মধ্য দিয়ে আমাদের দেশে প্রথমবারের মতো গভীর সমুদ্রে কোন সিনেমার শূটিং হলো। এর আগে বিভিন্ন সিনেমা-নাটকের শূটিং সমুদ্র পাড়ে হয়েছে।চাঁন মাঝি চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য আমাকে প্রতিদিন বিশটির মতো পান খেতে হতো। যেটা আমার জন্য বেশ কষ্টকর ছিল। কারণ বাস্তবে আমি পান খাই না। পান খেতে খেতে একটা সময় আমার দাঁতে কালো দাগ পড়ে যায়। এ কালো দাগের জন্য প্রথম কয়েকদিন মেকাপ করে দাঁতকে কালো করা হতো। পরবর্তীতে প্রায় এক বছর লেগেছে দাঁতের এ কালো দাগ যেতে।



আমি বাসায় অনেক দিন বালি দিয়েও দাঁত পরিষ্কার করেছি এ দাগ দূর করার জন্য। সিনেমার ‘সাদাসাদা কালাকালা’ যে গানটি সব শ্রেণীর দর্শক-শ্রোতা লুফে নিয়েছেন সেই গানের শুটিং নিয়েও কথা বলেন এ অভিনেতা। কেন এমন আয়োজনে গানটির শুটিং হলো? তিনি বলেন, গভীর সমুদ্রে যারা মাছ ধরতে যায় তারা একসঙ্গে ১৫-২০ দিনের জন্য যায়। মাছ ধরার ট্রলারে বড় একটা ঘর থাকে। সেখানে তারা মাছগুলো সংরক্ষণ করে। তারপর একটা সময় যখন মাছের সেই ঘর ভরে যায় তারা একটু আনন্দ-বিনোদন করে। আমরা সভ্য সমাজে যেটাকে পার্টি বলি। সেই পর্টি করার জন্যই তখন তারা আশপাশের মাছ ধরার ট্রলার বা নৌকাগুলোকে আমন্ত্রণ জানায়। এমন গল্প নিয়েই গানের শুটিং করা হয়েছে।


হাওয়া   চঞ্চল   গান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

২৬ মে বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক বুরাক

প্রকাশ: ০৮:১৯ এএম, ২০ মে, ২০২৪


Thumbnail

নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশে আসার তারিখ জানালেন কুরুলুস উসমানের বুরাক ওজচিভিত। রোববার (১৯ মে) সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় আগামী ২৬ মে বাংলাদেশে আসার কথা জানান তিনি।

জানা গেছে, বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণেই বাংলাদেশে আসছেন বুরাক ওজচিভিত। এটাই হবে বাংলাদেশে তার প্রথম সফর।

ভিডিও বার্তায় বুরাক বলেন, বাংলাদেশ তোমায় সালাম। আমি এখন ইস্তাম্বুলে আছি। আমার সব দর্শকদের বলছি, আমি বাংলাদেশে আসছি। তারিখটি তোমরা মনে রেখো। সেটা হলো ২৬ মে। সেদিন সবার সঙ্গে দেখা হবে।

প্রসঙ্গত, বুরাক ওজচিভিত উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেক ভক্ত-অনুসারী তার।


বাংলাদেশ   কুরুলুস উসমান   বুরাক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন