কুড়িগ্রামে
মঞ্চ মাতালেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর ও
চিত্রনায়ক ফেরদৌস। জেলার নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০
বছর পূর্তি ও নতুন কমিটির
অভিষেক উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর
সেই অনুষ্ঠানেই মঞ্চ মাতান আঁখি-ফেরদৌস।
শনিবার
(১৮ মার্চ) বিকেলে উপজেলার ডিএম একাডেমি ফুটবল
মাঠে ওই অনুষ্ঠানটির আয়োজন
করা হয়।
এ সময় তাদেরকে একনজর
দেখতে ও অনুষ্ঠান উপভোগ
করতে মাঠে হাজার হাজার
নারী-পুরুষের ঢল নামে। অনেককেই
জায়গা না পেয়ে পাশের
ভবনের ছাদ থেকে অনুষ্ঠান
উপভোগ করতে দেখা গেছে।
নাগেশ্বরী
উপজেলার বণিক সমিতির ৫০
বছর পূর্তি ও নতুন কমিটির
অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কুড়িগ্রাম জেলার সভাপতি ও সাবেক সংসদ
সদস্য একে এম মোস্তাফিজুর
রহমান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক মোস্তফা জামান ও পৌর মেয়র
মোহাম্মদ হোসেন ফাকু।
দ্বিতীয়
পর্যায়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি
গোলাম মোস্তফা। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল দেশবন্ধু গ্রুপ।
নাগেশ্বরী
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান
জানান, নাগেশ্বরী উপজেলা বণিক সমিতির ৫০
বছর পূর্তি ও নতুন কমিটির
অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ২০
থেকে ২৫ হাজার মানুষ
উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম নাগেশ্বরী আঁখি আলমগীর ফেরদৌস
মন্তব্য করুন
ইনস্টাগ্রামে সালমানের ফলোয়ারের সংখ্যা ৫৯.৫ মিলিয়ন। তবে তিনি ফলো করেন মাত্র ৩৬ জনকে। আর এই ৩৬ জনের মাঝে দুইজন অভিনেতার প্রাক্তন প্রেমিকা!
সালমান ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের ফলো করেন। এছাড়াও জ্যাকুলিন, ডেইজি শাহ্, সুরোজ পাঞ্চোলি, লুলিয়া ভেন্তুরকে ফলো করেন। আর ফলো করেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও সঙ্গীতা বিজলানিকে।
সালমান ও সঙ্গীতার বাগদান হয়ে গিয়েছিল। তাদের বিয়ের দিনক্ষণও ঠিক করা হয়েছিল। ১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল তাদের। কার্ডও ছাপানো হয়েছিল। কিন্তু সঙ্গীতা যখন জানতে পারেন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলির প্রেমে মজেছেন অভিনেতা, তখন বিয়ের মাত্র এক মাস আগে সম্পর্ক ভেঙে দেন সঙ্গীতা।
সালমান ক্যাটরিনা সম্পর্কও মাত্র কয়েক বছর টিকেছিল। সালমান এবং ক্যাটরিনার সম্পর্কের মাঝে ঢুকে পড়েছিলেন রণবীর কাপুর। ক্যাটরিনার সঙ্গে রণবীরের সম্পর্কের কারণেই নাকি সালমানের সঙ্গে তার প্রেম ভেঙে যায় বলে শোনা যায়। তবে সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব টিকিয়ে রেখেছেন তারা।
সালমান খান ইনস্টাগ্রাম ক্যাটরিনা কাইফ সঙ্গীতা বিজলানি
মন্তব্য করুন
ওসি হারুন আশফাক নিপুণ মোশাররফ করিম
মন্তব্য করুন
সাদিয়া জাহান প্রভা স্ক্যান্ডাল
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ইনস্টাগ্রামে সালমানের ফলোয়ারের সংখ্যা ৫৯.৫ মিলিয়ন। তবে তিনি ফলো করেন মাত্র ৩৬ জনকে। আর এই ৩৬ জনের মাঝে দুইজন অভিনেতার প্রাক্তন প্রেমিকা! সালমান ইনস্টাগ্রামে পরিবারের সদস্যদের ফলো করেন। এছাড়াও জ্যাকুলিন, ডেইজি শাহ্, সুরোজ পাঞ্চোলি, লুলিয়া ভেন্তুরকে ফলো করেন। আর ফলো করেন সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ ও সঙ্গীতা বিজলানিকে।