কালার ইনসাইড

‘আমি কোন সুপারস্টার নই, একজন সৃজনশীল লোক মাত্র’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৪১ পিএম, ১৪ মার্চ, ২০১৮


Thumbnail

ভারতীয় চলচ্চিত্রের ধারা বদলে দেওয়ার অন্যতম কাণ্ডারি তিনি। পর্দায় চরিত্র নিয়ে বিভিন্ন পরীক্ষানিরীক্ষা চালানোর পাশাপাশি অসংখ্য ব্যাবসাসফল ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। সম্প্রতি ‘হিন্দুস্তান টাইমস’ কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’, চীনে তাঁর জনপ্রিয়তা, ছবির বক্স অফিস সংঘর্ষ এবং পরিবার নিয়ে বিভিন্ন কথা বলেছেন। সাক্ষাৎকারের কিছু অংশ বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য তুলে ধরা হল-

যেখানে ১০০ থেকে ২০০ কোটি রুপি ব্যাবসা করলে একটি ছবিকে বক্স অফিস হিট ধরা হয়; সেখানে আপনার অভিনীত ছবি দঙ্গল এবং সিক্রেট সুপারস্টার প্রায় ২০০০ কোটি রুপি ব্যাবসা করেছে। এছাড়া চীনেও ৭৫০ কোটি রুপি ব্যাবসা করেছে। এমন ঈর্শনীয় সাফল্য কিভাবে ব্যাখ্যা করবেন?

চীনে আমি দুর্ঘটনাক্রমে জনপ্রিয়তা পেয়েছি। অনেকেই জানে না, চীনের মানুষ আমাকে চিনতে শুরু করেছে ‘থ্রী ইডিয়টস’ ছবির মাধ্যমে। ওই সময় ছবিটি পাইরেসি হয়ে চীনে পৌঁছেছিল। আমি মনে করি ছবির বিষয়টি চীনের মানুষের সঙ্গেও সম্পৃক্ত। এরপর তাঁরা ‘পিকে’ এবং ‘সত্যমেভ জয়তি’সহ আমার বিভিন্ন কাজ অনুসরণ করতে লাগলো। যখন ‘দঙ্গল’ সেখানে মুক্তি পেল তখন তো তাঁরা আমার কাজের সঙ্গে আগে থেকেই পরিচিত, তাই ‘দঙ্গল’ একটু বাড়তি সুবিধা পেল। দেখুন, ভারতে ৫ হাজার সিনেমা হলের বিপরীতে চীনে ৪৫ হাজার হল রয়েছে। আর এই ৪৫ হাজারের মধ্যে ‘দঙ্গল’ ১১ হাজার হলে মুক্তি পেয়েছে ভাবা যায়!

ভারত ও চীনের মতো দুটি জনবহুল দেশের ভক্তরা তো আপনাকে গোটা বিশ্বে সুপারস্টার বানিয়ে দিল...

দেখুন, আমি কখনো চিন্তাই করি না আমি একজন সুপারস্টার। আমি সব সময় কাজ নিয়ে ভাবি। মানুষ আমার কাজকে উপভোগ করে এতে আমি সত্যিই অভিভূত হই। আমি মনে প্রাণে একজন সৃজনশীল মানুষ, সুপারস্টার নই। তবে এটা ঠিক যে, এই দুটি দেশে জনপ্রিয় হওয়া মানে ৩ বিলিয়ন মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া। কারণ পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষ এই দুটি দেশে বাস করে। যেখানে আমেরিকা ইউরোপ মিলিয়ে প্রায় প্রায় ১৪শ মিলিয়ন মানুষের বসবাস।

চীনে ছবির প্রচারে গিয়ে ভক্তদের নিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছে?

এক কথায় অবিশ্বাস্য! অসাধারণ অভিজ্ঞতা! আমদের দেশের দর্শকের সঙ্গে তাঁদের আবেগের জায়গা প্রায় এক। তাঁদের প্রতিক্রিয়া ভারতীয়দের মতই। চীনের সংস্কৃতিতে তারকাদের সঙ্গে সাক্ষাতে উপহার দেওয়ার রীতি রয়েছে। সেখানে প্রচুর উপহার পেয়েছি। সাংহাইয়ে একটি ফিল্ম স্কুল পরিদর্শনে গেলে সেখানকার এক তরুণী আমার ‘পিকে’ চরিত্রের মতো একটি পুতুল নিজ হাতে বানিয়ে আমাকে উপহার দেয়। এটা তাদের কাছ থেকে পাওয়া আমার সেরা উপহার। আমি ওই মেয়েটার নামটি পর্যন্ত জানার সুযোগ পাই নি। যদি তার সঙ্গে আরো একটু কথা বলতে পারতাম...

আপনার পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ আগামী দিওয়ালিতে অক্ষয় কুমার ও রজনীকান্ত অভিনীত ছবি ২.০ ছবির সঙ্গে বক্স অফিস সংঘর্ষে লিপ্ত হচ্ছে.. ছবির একজন অভিনেতা হিসেবে এটা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে না?

দেখুন, ভারতে মাত্র ৫ হাজার হল রয়েছে। বড় বাজেটের ছবির যেকোনো প্রযোজক চাইবে বেশীরভাগ হলে তাঁর ছবি মুক্তি পাক। বক্স অফিস সংঘর্ষ যেকোনো ছবির জন্য ক্ষতিকর। যতটা সম্ভব এটি এড়িয়ে যাওয়া উচিত। কিন্তু মাঝে মধ্যে হয়ে উঠে না। আগামী ক্রিসমাসে অনেকগুলো ছবি পাইপ লাইনে রয়েছে। এখানে রেশারেশির কিছু নেই। চলচ্চিত্রে আমারা সবাই বন্ধু। যদি আমরা একে অপরকে সাহায্য করি তাহলে সব সমস্যা সমাধান হয়ে যায়। ছবি ভাল হলে লোকে দেখতে চাইবে নইলে দেখবে না। ‘সিক্রেট সুপারস্টার’ এর সঙ্গে রোহিত শেঠির ‘গোলমাল অ্যাগেইন’ সংঘর্ষে জড়িয়েছিল। প্রথমদিনের আয় দেখে আমি বুঝলাম তাঁরা আমাদের চেয়ে অনেক ভাল ব্যাবসা করেছে। আমি সঙ্গে সঙ্গে রোহিতকে ফোন দিয়ে প্রস্তাব দেই যেসব হলগুলো আমার ব্যাবহার করছি না সেগুলো তাঁদেরকে দিয়ে দিতে।

শ্রীদেবীর মৃত্যুতে আপনি অনেক ভেঙ্গে পড়েছিলেন...

আমি শ্রীদেবীর কতটা ভক্ত সেটা বলে বুঝানো যাবে না। সে ছিল আমার পছন্দের তালিকায় ১ নম্বরে। আমি সবে তখন চলচ্চিত্রে প্রবেশ করেছি, একটি ম্যাগাজিন থেকে প্রস্তাব আসলো শ্রীদেবীর সঙ্গে কাজ করতে। শুটিং করার সময় আমি তাঁর সামনে কতটা ঘাবড়ে গিয়েছিলাম বলে বোঝাতে পারব না। তিনি মুহূর্তেই বুঝতে পেরেছিলেন ছেলেটি প্রেমে পড়ে গেছে। তাঁর মৃত্যু আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

আপনার সন্তানরা আপনার কাজের সঙ্গে কতটা জড়িত?

আমার বড় ছেলে জুনায়েদ (২৪) আমার সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজ করছে। শুধু ছবিতে না, আমার এনজিও ‘পানি ফাউন্ডেশন’ সহ আমি যা করি সব। মেয়ে ইরা (২০) নেদারল্যান্ডসের আট্রেস্ট বিশ্ববদ্যালয়ে চিত্রকলায় পড়ছে। সে খুব ভাল আঁকিয়ে। আমি তাকে লেগে থাকতে বলছি। আর আমার ছয় বছর বয়সী ছোট ছেলে আজাদ আমার সঙ্গেই বেশীরভাগ সময় কাটায়।

 

 

বাংলা ইনসাইডার/এইচপি/এমআরএইচ   

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ে করছেন শাকিব খান, জানেন পাত্রী কে?

প্রকাশ: ১০:২৩ এএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং।

নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে।
 
গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।
 
নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে।
 
শাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।

এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।
 
শোনা যাচ্ছে, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব। আর তাই এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং।


বিয়ে   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


বিজ্ঞাপন