কালার ইনসাইড

তাঁরা জার্মানির সমর্থক, প্রেডিকশন কী?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭:৩৪ পিএম, ২৩ জুন, ২০১৮


Thumbnail

বরাবরের মতো বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের বাইরেও রয়েছে সমর্থিত দল, সেই ক্ষেত্রে জার্মানির সমর্থকের সংখ্যা তুলনায় বেশি।

মাঠের চৌহদ্দি পেরিয়ে সমর্থনের এই উন্মাদনা সারা বিশ্বের সাধারণ মানুষ ছাড়াও ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যে। আবেশ পড়েছে বাংলাদেশেও। কেন প্রিয়, ব্যাখ্যাও দিচ্ছেন দল সমর্থনের। জানালেন আজকের ম্যাচের প্রেডিকশন:

এফ এস নাঈম

ছোটবেলা থেকেই জার্মানির সাপোর্ট করি। খেলা বোঝার পরে জার্মানি করারও কারণ রয়েছে। কারণ হচ্ছে জার্মানির পুরো টিমে সবসময়ই টিমওয়াইজ একটা অ্যাক্ট থাকে। জার্মানি এ পর্যন্ত চারবার বিশ্বকাপ নিয়েছে। অনেক দলেই টিমওয়াইজ অ্যাক্ট থাকে না, বড় দলগুলোতে এক বা দুইজন সুপারস্টার থাকে। সেখানে দেখা যায় মিডফিল্ডার না হয় স্ট্রাইকার স্টার থাকে। কিন্তু জার্মানি এমন একটা টিম যেখানে টিমটাই এগিয়ে থাকে একসাথে এবং জার্মানির খেলা দেখলে অনেকে আমরা হাসির ছলে বলি, মনে হয় রোবট খেলছে। আসলে রোবট না, মানুষই খেলছে। জার্মানির লং পাসে খেলে। গোল হল ফুটবলের সৌন্দর্য্য। গোল দিবে কিংবা খাবে। এটাই জার্মানির ধর্ম। আজকের খেলায় প্রেডিকশন ৩-১ গোলে জিতবো আমরা।

সাবিলা নূর

এবার জার্মানি কাপ নেওয়ার মতো অবস্থায় আছে কি না, সেটা বলা টাফ। কারণ এবার পর্তুগাল ও স্পেন, তারা ভালো পজিশনে আছে। আর জার্মানির প্রথম ম্যাচে হেরে যাওয়া তো এখন দ্বিতীয় রাউন্ডে যাওয়াটাই কষ্টসাধ্য করে দিয়েছে। সত্যি বললে, ২০১৪ থেকে ২০১৮ থেকে বর্তমান জার্মানির অবস্থা একটু খারাপ। এবার হট ফেভারিট হচ্ছে ব্রাজিল আর ফ্রান্স। কিন্তু জার্মানি কোনো দিন ফেভারিট ছিলও না। সেখান থেকেই তারা ভালো খেলে। আজকের ম্যাচে প্রেডিকশন ২-১ গোলে জিতবো আমরা। তবে গোল আরও বেশি হবে। তা যে দলই দিক।

তৌসিফ মাহবুব

আমি ও আমার বউ, দুজনেই জার্মানির সাপোর্টার। আমি জার্মানি করি ইউনিটির জন্য। কারণ আমার কথা হচ্ছে,  যেখানে এই ইউনিটি আছে, সেখানেই জয় সম্ভব। জার্মান দলে কোনো সুপারস্টার নেই। এভারেজ দল নিয়ে ওরা ওয়ার্ল্ডকাপ খেলে। সেখানে ১১ জনই ভালো খেলে। এই জিনিসটা আমি আমার কাজের ক্ষেত্রেও অনেক বেশি দেখি। ইউনিটি ইস দ্য মেইন থিং। আমার কো আর্টিস্ট, আমার ডিকেরকটর, টিমের সঙ্গে আমি যদি সিংক না হই, সেই কাজ কিন্তু ভালো হবে না। যেদিন আমি সিংক থাকি না, সে দিন কাজ ভালো হয় না। যেদিন আমরা সবাই সিংক থাকি, সেদিন একটা খারাপ কাজও ভালো হয়। তো, সিংকে থাকার বিষয়টা, ইউনিটি থাকার বিষয়টা, এ বিষয়গুলো জার্মানির থেকে শেখার আছে। গতবারের চ্যাম্পিয়নস দলটির অবস্থা সত্যিকার অর্থে তেমন ভালো নেই। তবে আশাবাদি। কীভাবে যেন তাঁরা গোল দেয়। একটা দুইটা তিনটা করে আট গোল দেয়ারও রেকর্ড রয়েছে। নাম বলবো না গত বিশ্বকাপে ফেভারিট কোন দলকে সাতটাও খাইয়েছে। এবারও এমন কিছু হলে আশ্চর্য্য হওয়ার কিছু নেই। আজকের ম্যাচে প্রেডিকশন ৪-২ গোপলে জিতবো আমরা।

জার্মানির খেলা:

এবার প্রথম রাউন্ডে জার্মানি খেলছে গ্রুপ ‘এফ’-এ। এ গ্রুপে জার্মানির প্রতিপক্ষ মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া। জার্মানি বনাম মেক্সিকোর খেলা হয়েছে ১৭ জুন। ১-০ গোলে হেরেছে জার্মানি। আজ ২৩ জার্মানি বনাম সুইডেনের ম্যাচ। খেলাটি বাংলাদেশে টিভি পর্দায় দেখা যাবে রাত ১২ টায়। আর জার্মানি বনাম দক্ষিণ কোরিয়ার খেলা ২৭ জুন। টিভিতে প্রচার হবে সে দিন রাত ১২ টায়।

জার্মানির অন্যান্য রেকর্ড:

বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় অন্যতম সফল তিনটির দলের মধ্যে জার্মানি একটি। এখন পর্যন্ত দলটি চারবার ফিফা বিশ্বকাপ শিরোপা জয় করেছে। এ ছাড়াও তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছে। দলটি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগের তিনবার ও বিশ্বকাপ ফুটবলে চারবার রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। ফুটবল ইতিহাসে জার্মানি-ই একমাত্র দেশ, যারা পুরুষ ও নারী উভয় ফুটবল বিশ্বকাপে শিরোপা অর্জন করতে সমর্থ হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন দল জার্মানি। যারা গত ২০১৪ সালের বিশ্বকাপে শিরোপা জয় করেছিল।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



মন্তব্য করুন


কালার ইনসাইড

অভিনেত্রী স্ত্রীর মৃত্যুশোক স্বামীর আত্মহত্যা

প্রকাশ: ০২:৫৯ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

গত ১২ মে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তেলেগু অভিনেত্রী পবিত্রা জয়রাম। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। হিট তেলেগু টেলিভিশন ধারাবাহিকত্রিনয়নীতে তিলোত্তমার ভূমিকায় অভিনয় করেছিলেন পবিত্রা। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় গুরুতর আহত হয় স্বামী অভিনেতা চন্দ্রকান্ত।

দুর্ঘটনায় গাড়িতে তিনিও ছিলেন। তবে স্ত্রীর মৃত্যুর পর একেবারে ভেঙে পড়েন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। গত শুক্রবার তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। শনিবার (১৮ মে)  এক প্রতিবেদনে তথ্য জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।


অভিনেত্রী   মৃত্যুশোক   স্বামী   আত্মহত্যা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

৫৪ হাজার কোটি টাকার মালিক অভিনেত্রী শারমিনের শ্বশুর

প্রকাশ: ০১:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ওয়েব সিরিজহীরামাণ্ডিতে অভিনয় করেছেন বলিউডের নবাগত অভিনেত্রী শারমিন সেহগল। ১৯৯৫ সালে ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া শারমিনের বর্তমান বয়স ২৮ বছর। যদিও অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে খুব একটা ছাপ ফেলতে পারেননি তিনি। 

মামা সঞ্জয় লীলা বানসালির সহকারী পরিচালক হিসেবে শোবিজাঙ্গনে যাত্রা শুরু করেন সেহগল। বলিউডের শীর্ষ পরিচালক বানসালির সঙ্গে খামোশি, দেবদাস এবং ব্ল্যাকের মতো অনেক বড় বড় প্রজেক্টে কাজ করেছেন শারমিন।

ব্যক্তিজীবনে ২০২৩ সালের নভেম্বরে শারমিন সেহগল ব্যবসায়ী আমান মেহতাকে বিয়ে করেছেন। আমান বিজনেস টাইকুন সমীর মেহতার ছেলে। সমীর এবং তার ভাই সুধীর মেহতা টরেন্ট গ্রুপের প্রধান। মেহতা ভাইদের সাম্রাজ্য ফার্মা, পাওয়ার, গ্যাস এবং ডায়াগনস্টিক সেক্টরজুড়ে বিস্তৃত।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, ২০২৪ সালের হিসেবে সমীর মেহতার মোট সম্পত্তির পরিমাণ .৪৪ বিলিয়ন ইউএস ডলার বা ৫৩ হাজার ৮০০ কোটি টাকা। টরেন্ট ফার্মাসিউটিক্যালস মেহতা ব্রাদার্সের মূল কোম্পানি। ব্রিটিশ ম্যাগাজিন ফোর্বসের মতে, সংস্থাটি বছরে ৩৫ হাজার কোটি টাকা আয় করে।


কোটি টাকা   অভিনেত্রী   শারমিন   শ্বশুর  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বোল্ড লুকে দিশা পাটানি

প্রকাশ: ০১:১৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানি। যদিও অভিনয়ের থেকে নিজের সাহসী খোলামেলা রূপের জন্যই বেশি আলোচনায় থাকেন তিনি।

নিজের বোল্ড লুকের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই পারদ চড়ান দিশা। এবারেও তার ব্যত্যয় ঘটেনি। সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। সেখানে গিয়েই উষ্ণতা ছড়ালেন ভক্তদের মাঝে।

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝ সমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পড়ে ছবি দিয়েছিলেন তিনি। তবে এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। একটুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে দিশাকে প্রায় কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।


বোল্ড লুক   দিশা পাটানি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিরাট আনুশকা সংসার, সন্তান নিয়ে খুশি

প্রকাশ: ১১:০৮ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি নিজের অবসর জীবনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিরাট কোহলি। আর এদিকে আনুশকা খুব শিগগিরই হয়তো অভিনয় জীবন থেকে মুখ ফেরাবেন। তবে বিরাট-আনুশকা খুশি সংসার, সন্তান নিয়ে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট ছেলে অকায় মেয়ে ভামিকাকে নিয়ে অজানা তথ্য প্রকাশ্যে আনেন।

গত পাঁচ বছর ধরে কোনও ছবি মুক্তি পায়নি আনুশকার। মেয়ের জন্মের পর শুধুচাকদহ এক্সপ্রেসছবিটি করেছেন তিনি। অবশ্য সেটি আজও মুক্তি পায়নি।

অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তার জীবনে অগ্রাধিকার পায় তার সন্তানরা। এবার বিরাটের অবসরের জল্পনা উঠতেই শোনা যাচ্ছে, দুই ছেলেমেয়ে স্ত্রী আনুশকার সঙ্গে লন্ডনেই লোকচক্ষুর আড়ালে থাকবেন কোহলি-দম্পতি।

তবে, ছেলে অকায় বেশ ছটফটে হয়েছে বলে জানালেন বাবা বিরাট। আর মেয়ে ভামিকা নাকি তিন বছর বয়সেই ব্যাট ঘোরাতে শিখে গেছে! বিরাট অবশ্য এখন থেকেই কিছু অনুমান করতে চান না। তার কথায়, এখনই কিছু বলা যাচ্ছে না। ওদের যা খুশি, বড় হয়ে সেটাই হবে।


লন্ডন   অবসর   বিরাট   আনুশকা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

কানে রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা

প্রকাশ: ০৯:৩২ এএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কান চলচ্চিত্র উৎসব ২০২৪- রেড কার্পেটে নজর কাড়লেন কিয়ারা আদবানি। সাদা হাই স্লিটেড পোশাকে তিনি যেন ঝলমলে প্রজাপতি। মুহূর্তেই ভাইরাল সেই ভিডিও।

বলিউড অভিনেত্রী ফ্যাশন আইকন কিয়ারা ফ্রেঞ্চ রিভেরা থেকে নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। একটি অফ-হোয়াইট পোশাকে যেন পরী। ১৭ মে চলচ্চিত্র উৎসব থেকে তার প্রথম লুকের আভাস দিয়ে ইনস্টাগ্রামে ঝড় তুলেছেন তিনি।

প্লাঞ্জ নেকলাইন হাই-স্লিটেড গাউনের সঙ্গে কিয়ারা পরেছিলেন হিরের দুল এবং হাই-হিল। তার পোশাক ডিজাইন করেছেন লক্ষ্মী লেহর প্রবাল গুরুং ছিলেন স্টাইলিংয়ের দায়িত্বে।

গালা ইভেন্টে কিয়ারা আন্তর্জাতিক সিনেমার ল্যান্ডস্কেপে ভারতের ক্রমবর্ধমান প্রভাবের উপর জোর দেবেন বলে জানা  গেছে। অনুষ্ঠানটি সারা বিশ্বের নারীদের একত্রিত করবে এবং বিনোদন শিল্পে তাদের অবদানের স্বীকৃতি দেবে। এই মুহূর্তে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা


কান   রেড   কার্পেট   কিয়ারা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন