কালার ইনসাইড

‘থাগস অব হিন্দুস্তান’, ভালোর চেয়ে খারাপ বেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫১ পিএম, ০৮ নভেম্বর, ২০১৮


Thumbnail

উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল বলিউডের আলোচিত ছবি ‘থাগস অব হিন্দুস্তান’। আজ ৮ নভেম্বর সর্বোচ্চ সংখ্যক হলে মুক্তি পেয়ে ইতিমধ্যে রেকর্ড গড়েছে ছবিটি। হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ভারতের ৫ হাজার এবং বিদেশে ২ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মোট ৭ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে ছবিটি ভারতীয় ছবির ইতিহাসে রেকর্ড গড়েছে। আবার ছবিটি নিয়ে বিশেষজ্ঞদের প্রত্যাশাও তুঙ্গে। বলিউডের বাণিজ্য বিশ্লেষকেরা মনে করেন প্রথম দিনই ৫০ কোটি রুপি আয় করবে ‘থাগস অব হিন্দুস্তান’। সেই ফলাফল জানতে অন্তত আগামী দিন শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু তার আগে চলচ্চিত্র বিশেষজ্ঞরা ছবিটি দেখে কি মতামত দিয়েছেন, সেদিকে চোখ রাখা যাক-

ছবির অভিনয়শিল্পী ও কলাকুশলী

‘থাগস অব হিন্দুস্তান’ পরিচালনা করেছেন ‘ধুম ৩’ খ্যাত পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য। ছবিতে প্রধান থাগ অর্থাৎ ডাকাত সর্দার ‘খোদাবক্স আজাদ’-এর চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। স্বল্প সময়ের ডাকাত ফিরিঙ্গি মাল্লা চরিত্রে আমির খান। নর্তকী সুরাইয়া চরিত্রে ক্যাটরিনা কাইফ, তীরোন্দাজ জাফিরা চরিত্রে ফাতিমা সানা শেখ এবং নিষ্ঠুর ব্রিটিশ অফিসার জন ক্লাইভ চরিত্রে অভিনয় করেছেন ইংরেজ অভিনেতা লয়েড ওয়েন। এছাড়া ভারতের ছোট পর্দার জনপ্রিয় মুখ রনিত রায়কেও দেখা গেছে ছবিতে।

কাহিনী

ব্রিটিশ শাসনামলে ১৯৭৫ সালের ভারতবর্ষের প্রেক্ষাপট দেখানো থাগস অব হিন্দুস্তান ছবিতে। ঠিক যে সময়ে ক্লাইভ লয়েড রাজা মির্জার সাম্রাজ্য দখল করে। একজন বাবার হত্যার বদলা নিতে ব্রিটিশদের বিরুদ্ধে তাঁর মেয়ের লড়াইকে কেন্দ্র করে মূলত ছবির গল্প। খুব সাধারণ দৃষ্টিতে গতানুগতিক প্রতিশোধের কাহিনী। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন রাজকুমারী জাফিরা (ফতিমা সানা শেখ)। ঘটনাক্রমে জাফিরার পরিচয় হয় সে সময়ের ডাকাত সর্দার এবং বিপ্লবী খুদাবক্স আজাদ (অমিতাভ বচ্চন) এর সঙ্গে। আজাদের কাছে তিনি তীর/ধনুক চালানোর দক্ষতা অর্জন করেন। এক সময় দক্ষ তীরোন্দাজে পরিণত হন জাফিরা। কিন্তু ১১ বছর পর জাফিরা এবং আজাদের পরিচয় হয় ব্রিটিশদের গুপ্তচর ফিরিঙ্গি মাল্লার ( আমির খান) সঙ্গে। ফিরিঙ্গি খুবই ধূর্ত চরিত্রের একজন। তাঁকে মূলত পাঠানো হয় আজাদকে ধরতে। খুব কৌশলে আজাদের বাহিনীর মধ্যে ঢুকে পড়ে ফিরিঙ্গি। এক সময় তাঁদের মধ্যে যুদ্ধ বাঁধে। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।

ছবির চিত্রনাট্য বিশ্লেষণ

ভারতীয় সংবাদমাধ্যম ‘কইমই’ ছবির চিত্রনাট্যকে নব্বইয়ের দশকের গতানুগতিক কাহিনী, বাবার খুনের বদলা নেওয়ার মতো উল্লেখ করেছেন। তাঁদের মতে, ব্লকবাস্টার হওয়ার মতো ছবিতে যথেষ্ট উপাদান রয়েছে। কিন্তু সে অনুযায়ী চিত্রনাট্য মোটামুটি নড়বড়ে।

অভিনয়

কয়েকটি অ্যাকশন দৃশ্যে অমিতাভকে বেশ বিবর্ণ লাগছিল। এর জন্য অবশ্য বিগ-বি’র বয়সকে দায় দেওয়া হয়েছে। তবে ছবিতে তাঁর গুরুগম্ভীর সংলাপ প্রশংসার দাবীদার। এদিকে সবসময় আমির খানের ছবির অপেক্ষায় থাকে ভক্তরা। সেদিক থেকে বিগত কয়েক বছরের ছবিতে তাঁর অভিনয়ের তুলনায় এই ছবিতে বেশ নিষ্প্রভ ছিলেন আমির। সেদিক থেকে দুর্দান্ত অভিনয় করে আবারও নিজের দক্ষতা প্রমাণ করেছেন `দঙ্গল` খ্যাত ফতিমা। এছাড়া ছবিতে ক্যাটরিনার উপস্থিতি শুধুমাত্র বাড়তি চমক ছাড়া তেমন কিছুই নয়।

নির্দেশনা/ সংগীত

বিশেষজ্ঞদের মতে, ছবির পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য এই ছবিকে অনেকটাই তাঁর আগের ছবি ‘ধুম ৩’ এর আদলে করেছেন। সে হিসেবে পর্দায় দেখতে ভালো লাগলেও টেকনিক্যাল অনেক ত্রুটি রয়েছে। তবে ছবির অ্যাকশন দৃশ্যের কোরিওগ্রাফি প্রশংসার দাবীদার। এছাড়া গোটা ছবিতে স্পেশাল ইফেক্টসের কাজ দর্শকদের মুগ্ধ করবে। খানিকটা পাইরেটস অব দ্য ক্যারেবিয়ান ছবির ধাঁচে ছবিতে ঠগীদের এই ছবিতে তুলে ধরা হলেও, ভারতীয় প্রাক স্বাধীনতা প্রেক্ষাপটে তা অনেকটা বেমানন বলছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে নাকি একঘেঁয়েমিতে গিয়ে ঠেকেছে ছবিটি।

ছবির সংগীত পরিচালনা করেছেন অজয় অতুল। তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আরেক সংগীত পরিচালক জন স্টুয়ার্ট আদুরি। দু’জনের প্রচেষ্টায় গোটা ছবির আবহ সংগীত বেশ প্রাসঙ্গিক এবং মোহনীয় হয়ে উঠেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ছবির ভালো-মন্দ

‘থাগস অব হিন্দুস্তান’-কে বেশ ঝকঝকে ছবির তকমা দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া এর আবহ সংগীত বিশেষভাবে প্রশংসার দাবীদার। তবে ছবিতে অনেক কিছু দেখানোর চেষ্টা করা হলেও কিছুটা একঘেঁয়ে।

সবশেষে দর্শক ছবিটিকে কিভাবে নিয়েছে, সেটা সপ্তাহ শেষের বক্স অফিস হিসেবেই উঠে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘কইমই’ ছবিটিকে ৫ এরমধ্যে ২ এবং ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ দিয়েছে মাত্র ১। 

সূত্রঃ কইমই ডট কম    

 

বাংলা ইনসাইডার/ এইচপি                          



মন্তব্য করুন


কালার ইনসাইড

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান

প্রকাশ: ০৩:১১ পিএম, ০১ মে, ২০২৪


Thumbnail

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান। তারপর অংসখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

গত ঈদুল ফিতরে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি দ্বৈতভাবে কণ্ঠে তুলেন তাহসান খান ও ফারিণ। গানটি ‘ইত্যাদি’-তে প্রচারের পর গত ১৬ এপ্রিল ইউটিউবে মুক্তি পায়। তারপর গানটি যেন লুফে নেন শ্রোতারা।

এখন পর্যন্ত গানটির মোট ভিউ দাঁড়িয়েছে ৯৫ লাখ ৭২ হাজারের বেশি। দর্শক-শ্রোতারা গানটির ভূয়সী প্রশংসা করছেন। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশ অংশে (মিউজিক) ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে গানটি।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেত। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।”

গায়িকা হিসেবে ফারিণকে দর্শক এখন চিনলেও অনেক আগে থেকেই গানের চর্চা করেন তিনি। এ বিষয়ে ফারিণ বলেন, ‘আমি কিন্তু নায়িকার আগে গায়িকা। যশোর থেকে ঢাকায় এসেও গানের চর্চা করেছি। দিনের পর দিন গান শিখেছি। জাতীয়, বিভাগীয় পর্যায়ে গান করেছি। গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এতদিন কেউ জানতে পারেনি।’

‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

তাসনিয়া ফারিণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

প্রকাশ: ০৮:২৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়। অন্যদিকে বিভিন্ন ঘটনায় অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়তে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায়, সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের।

ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সেকারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন। 

ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায়, সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে।

জানা গেছে, ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জায়েদ খানের। তখন একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।

যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

জায়েদ খান   সাকিব আল হাসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত

প্রকাশ: ০৬:২৯ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

এবার অস্ট্রেলিয়ায় স্টেজ শো করেছেন জায়েদ খান। রোববার মেলবোর্নের টাউন হলে এই অনুষ্ঠানটি হয়েছে। সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক। স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।

অনুষ্ঠানে ফিগার দেখিয়ে অস্ট্রেলিয়া প্রবাসী ভক্তদের মাথা ঘুরিয়ে দিলেন ঢাকাই ছবির মোস্ট এলিজিবল ব্যাচেলর জায়েদ খান। স্টেজে পারফর্ম করতে করতে একপর্যায়ে জামা খুলে ফেলেন সুদর্শন এই নায়ক। এরপর স্থির হয়ে দাঁড়িয়ে দুই হাতের পেশী ফোলাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শক সারিতে থাকা জায়েদ ফ্যানরা। এ ছাড়া ভক্তদের অনুরোধে মেলবর্নের ওই অনুষ্ঠানে দিতে হয়েছে ডিগবাজিও। এসময় স্টেজে বেজে চলছিল জায়েদের লেস্টেস্ট সুপার-ডুপার হিট সং ‘বিড়ি খাইলে হয় ক্যানসার’ গানটি।

অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়েছেন জায়েদ খান। রোববার মেলবোর্নের টাউন হলে হয়েছে অনুষ্ঠানটি। সেখানকার বাঙালি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন ‘সোনার চর’ সিনেমার এই নায়ক। স্টেজ থেকে ‘শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত’ বলে শ্লোগান দিচ্ছিলেন দর্শকরা। বিষয়টিতে বেশ মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন জায়েদ খান।

অনুষ্ঠানের একপর্যায়ে জায়েদ খানকে ডিগবাজি দেওয়ার জন্য চিৎকার করে অনুরোধ করেন দর্শকরা। এ বিষয়ে জায়েদ বলেন, বেশির ভাগ দর্শকই ডিগবাজির জন্য অনুরোধ করছিলেন। তাই ডিগবাজি না দিয়ে কোনো উপায় ছিল না। স্টেজে দর্শকের জন্যও ডিগবাজি দেওয়ার ব্যবস্থা ছিল। তাতে তিনজন দর্শক অংশগ্রহণ করেছেন। ডিগবাজিতে যিনি প্রথম হয়েছেন, সেই দর্শককে জায়েদের ছবিসহ বালিশের কভার উপহার দেওয়া হয়েছে। নায়কের হাত থেকেই পুরস্কার গ্রহণ করেছেন বিজয়ী দর্শক।

জানা গেছে, অস্ট্রেলিয়ায় আরও একটি পারফর্ম করবেন জায়েদ। আগামী ৫ মে সিডনির ওরিয়ন ফাংশন সেন্টারে বৈশাখী আড্ডা অনুষ্ঠিত হবে। সেখানে অতিথি হিসেবে পারফর্ম করবেন এই নায়ক।

জায়েদ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ে করছেন শাকিব খান, জানেন পাত্রী কে?

প্রকাশ: ১০:২৩ এএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং।

নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে।
 
গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।
 
নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে।
 
শাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।

এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।
 
শোনা যাচ্ছে, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব। আর তাই এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং।


বিয়ে   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


বিজ্ঞাপন