কালার ইনসাইড

তারকাদের যত বদ অভ্যাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০০ পিএম, ১১ জানুয়ারী, ২০১৯


Thumbnail

কোন মানুষের বদ অভ্যাস নেই? কিছু না কিছু তো আছেই। হয়তো সেটা অনেকে নিজে অনুধাবন করতে পারে না। অভ্যাসের পাশাপাশি বদ অভ্যাস নিয়েই আমাদের জীবনযাপন। তবে সবাই কিন্তু অকপটে নিজের অবঅভ্যাসের কথা স্বীকার করতে পারে না। সেই মনোবল থাকে না। অনেক তারকার সঙ্গে যোগাযোগ করে কয়েকজনের বদ অভ্যাসের কথা শোনা গেছে। তা জানানো হল... 

আফরান নিশো

সিগারেটের নেশাটা একটু বেশিই মনে হয় আমার। যা আসলে ছাড়তে চাইলেও ছাড়তে পারি না। এরজন্য পরিবারের কাছেও বকাঝকা শুনতে হয়। আমার একটা ছেলে আছে। আমি ধুমপান করি বলে ওরও ক্ষতি হয়। কিন্তু ছাড়তে পারি না। এই বদ অভ্যাসটা পরিবর্তন করতে চাই।

অপু বিশ্বাস

ভালো খাবার দেখলে আর নিজেকে সামলাতে পারি না। বিশেষ করে পোলাও, খিচুড়ি আমার ভীষণ প্রিয়। একবাক্যে বললে আমাকে খাদক বলা চলে। নায়িকা হয়েছি, বেশি তো খাওয়া যাবে না। যতটা না জিমে গিয়ে শরীর কমাই, ততটাই আবার খাই। ফলে আমি আমার মতো থেকে যাই। এই পোলাও, মাংস এমন সব খাবার এড়িয়ে চলতে পারলে হয়তো আমি স্লিম থাকতে পারতাম। খাওয়াটাই আমার বদ অভ্যাস বলবো।

মাহিয়া মাহি

প্রচণ্ড রাগি আমি। কথায় কথায় রেগে যাই। তবে সেটা যে সবার সঙ্গে তা নয়। আর রাগটা খুব বেশি সময়ের জন্যও থাকে না। কোনো কারণে পান থেকে চুন খসলেই আমি চিল্লচিল্লী করি ছোটবেলা থেকে। এর জন্য আমার এক বান্ধবীকেও হারাতে হয়েছে। একবার এক বান্ধবীর সঙ্গে খুব রাগ করি। ও অন্য কোন কারণে হয়তো ডিস্টার্ব ছিল। আর আমি ওর ক্লোজ হয়েও যেহেতু এমন রাগারাগি করি। ও সুইসাইড করে। আমার সঙ্গে স্কুলে পড়তো। আমাদের উত্তরাতেই বাসা। ওর মৃত্যুর পর ভেবেছিলাম জীবনে আর কারো সঙ্গে রাগ করবো না। কিন্তু নিজেকে তো বশে আনতে পারি না। এই বদ অভ্যাসটা পরিবর্তন হয়তো হবে আরও বড় কিছু হারালে। আর এই রাগের জন্য ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই ভালো সম্পর্ক নেই। অনেক সময় কাজ হাতছাড়া করি। রাগটা আসলে যেমন আমার ব্যাক্তিগত জীবনের জন্য অসহনীয় তেমনি প্রফেশনেও।

তৌসিফ মাহবুব

আমার অনেক বদভ্যাস আছে। তার মধ্যে একটি হচ্ছে আমার অতিরিক্ত ঘুমাই। এর জন্য তো অনেকের সঙ্গে মনোমালিন্যও হয়। ২০১৫ সালের একটা ঘটনা শেয়ার করি, পরিচালক নির্মাতা ইমরাউল রাফাত ভাইয়ের একটি নাটকের শুটিং। আমার যাওয়ার কথা ছিল সকাল ৮টায়। অ্যালার্মও বেজেছিল। কিন্তু কখন যে অ্যালার্ম বন্ধ করে মনের সুখে ঘুমিয়ে থাকলাম। দুপুর ১২ টায় ঘুম ভাঙলো। বুঝেন অবস্থা স্পটে আমার জন্য কি হয়েছে? অবশ্য তার আগের রাতে অনেক রাত পর্যন্ত শুটিং করেছি। রাফাত ভাই সেদিন বকা একটা দিয়েছিল। তবে গিয়ে দেখি তারা সময়টা অন্য আর্টিস্ট দিয়ে শুটিং করে ম্যানেজ করে নিয়েছে। তবে এখন বউ আছে বলে এটা আর অতটা হয় না। তবে ঘুমটা আমার এক নাম্বার বদ অভ্যাস ধরবো। আর সিগারেট ছিল বদ অভ্যাসের মধ্যে। তবে সেটা এখন অনেক কমিয়েছি। আগে তো প্রতিদিন ছাড়তাম আর ধরতাম।

কুসুম শিকদার

রাত জাগাটা আমার একটা বদ অভ্যাস। অনেক রাত পর্যন্ত জেগে থাকা হয়। প্রায়ই ফজরের আজানের পর ঘুমাতে যাওয়া হয়। তার আগে ঘুমই আসে না। যার কোন কাজ কর্ম আছে। সে তো এইটা মেইনটেইন করতে পারে না। ফলশ্রুতিতে যেটা হয়। অনেক সময় দিনে কাজ না থাকলে ঘুমাই। আর কাজ থাকলে ঘুম ঘুম চোখে ঘুরতে হয়। তবে রাতে জাগার একটা কারণও আছে। আমি যেহেতু লিখি, রাতে কনসেনট্রেশন কিংবা অ্যাটেনশন লেভেলটা অনেক সহজে বাড়ানো যায়। কারণ কোনো ডিস্ট্রার্বনেস থাকে না। এজন্যই রাত জাগাটা প্রিয়। রাতে প্রচুর মুভিও দেখি। তবে সব মিলিয়ে অন্ধকারটা আমার প্রিয়। এটাই আমার বদ অভ্যাস বলবো।

সিয়াম আহমেদ

মানুষজনকে প্রয়োজনের বেশি উপকার করি। এটা খুব বাজে একটা বদভ্যাস আমার, যার জন্য আমাকে ভুগতেও হয়। আর যাদের উপকার করি, তাদের আবার কাজের সময় পাই না। মানুষের উপকার করা বন্ধ করে দেওয়া তো কোনো সমাধান না। তাই আমি আমার মতোই থাকি। এটা যদি বদভ্যাস হয়, এটাকে সঙ্গী করেই পথ চলতে হবে। আরেকটা বদভ্যাস আছে, সেটা নিজের মেজাজ হারিয়ে ফেলি। কেউ একটা অন্যায় করছে, সেটা একবার বা দুইবার দেখতে পারি। তৃতীয়বার সে আমার যত সিনিয়রওই হোক। জবাব দিয়ে ফেলি। তার যেটা করণীয়, সেটা তাকে বলবোই। এই আপষটুকু করতে পারি না নিজের সঙ্গে। পরিবারের মানুষ তো বলে এটা বদ অভ্যাস। আমার মনে হয় না এটা বদ অভ্যাস।


বাংলা ইনসাইডার/এমআরএইচ

 



মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লাবণ্যময়ী সেই ভাইরাল হাসি নিয়ে মুখ খুললেন পিয়া

প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়া জান্নাতুল এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে সেই কথা শুনে লাবণ্যময়ী হাসি দিচ্ছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যস্, এই হাসিতেই ঘায়েল নেটিজেনরা। বিভিন্ন গানের সঙ্গে ভিডিওটি জুড়ে দিয়ে তৈরি হচ্ছে রিলস ও মিম।

রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে যাওয়া কিংবা যাকে নিয়ে চারদিকে এত হইচই, এবার পিয়া জান্নাতুলই মুখ খুললেন বিষয়টি নিয়ে। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মোটেই আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ বুঝি, যারা ২ সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে আবার ১ সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।

পিয়ার ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে ‘জাতীয় ক্রাশ’বলে ডাকছেন। কেউ কেউ তো সোশ্যালমিডিয়ায় অবলীলায় লিখেও ফেলছেন, ‘প্রেমে পড়ে গেলাম। আহ্ কী হাসি!’

বিষয়টিকে ‘দোষের’ দেখছে না পিয়া জান্নাতুল। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি কনটেন্ট বা রিলস যে যেটাই তৈরি করছেন, তাদের বেশিরভাগই তরুণ-যুবক। আর তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে।

পিয়া আরও বলেন, আসলে এগুলো এখন ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে। আর যখন যে ট্রেন্ড আসে, সবাই সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন।


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন   পিয়া জান্নাতুল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন