কালার ইনসাইড

ঈদের যত ধারাবাহিক নাটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:০০ পিএম, ১১ অগাস্ট, ২০১৯


Thumbnail

ঈদ মানেই আনন্দ। ঈদের খুশীর সাথে বিনোদনের মাত্রা বাড়িয়ে দিতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর প্রস্তুতি কম নেই।  দর্শক শ্রোতাদের  বিনোদন দিতে তারা আয়োজন করেছে বিভিন্ন অনুষ্ঠানমালার। প্রিয় পাঠক আকাশ সাংস্কৃতির এই বিশাল চ্যানেলের ভিড়ে আপনার কাছে যদি অনুষ্ঠান সূচি থাকে তাহলে অনুষ্ঠান দেখা মিস হবে না আপনার। ঈদে টিভিতে অনুষ্ঠান সূচিতে ধারাবাহিক নাটকের খোঁজ দেওয়া হলো:

এটিএন বাংলা

(ঈদের দিন থেকে ১০ দিন, ১৫ আগস্ট বাদে)

লেকুর এভারেস্ট জয় (রাত ৯টা ৩০ মিনিট) : রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম।

একটি ডিভোর্সের জন্য (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) : রচনা ও পরিচালনা মোহন খান। অভিনয়ে সজল, মৌসুমী হামিদ, নাজিরা মৌ, অর্ষা, নাসিম, প্রাণ রায়।

চ্যানেল আই

(ঈদের আগের দিন থেকে ৮ দিন)

খালি খালি নোয়াখালী (সন্ধ্যা ৬টা ১০ মিনিট) : রচনা ফরিদুর রেজা সাগর, পরিচালনা আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল।

একুশে টেলিভিশন

(ঈদের দিন থেকে ৭ দিন)

জুনিয়র আর্টিস্ট (সকাল ১০টা ৩০ মিনিট) : রচনা রাজীম মনি দাস, পরিচালনা কাজী সাইফ আহমেদ। অভিনয়ে মীর সাব্বির, রওনক, জামিল, রুনা খান, মনিরা মিঠু, নাজিরা মৌ, আরফান আহমেদ।

বংশ মর্যাদা (সন্ধ্যা ৬টা ২০ মিনিট) : রচনা ও পরিচালনা মিজানুর রহমান লাবু। অভিনয়ে শিল্পী সরকার অপু, ফারুক আহমেদ, ঝুনা চৌধুরী, মিথিলা।

জামাই হাজির (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) : রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে চিত্রলেখা গুহ, হুমায়রা হিমু, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, সাজু খাদেম, এজাজুল ইসলাম, অহনা।

মামা ভাগ্নের চরিত্র ফুলের মত পবিত্র (রাত ১১টা ২০ মিনিট) : গল্প জাহিদ হোসেন শোভন, রচনা এম এম দুলাল, পরিচালনা রাশেদ বিপ্লব। অভিনয়ে চিত্রলেখা গুহ, মুনিরা মিঠু, অহনা, হুমায়রা হিমু, ইমতু, জাহিদ হোসেন শোভন।

এনটিভি

(ঈদের দিন থেকে ৮ দিন, ১৫ আগস্ট বাদে)

বিহাইন্ড দ্য পাপ্পি (সন্ধ্যা ৬টা ১০ মিনিট) : রচনা তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি। পরিচালনা রেদওয়ান রনি। অভিনয়ে মোশাররফ করিম, ফারুক আহমেদ, অপর্ণা ঘোষ, মৌসুমী হামিদ, রোবেনা রেজা জুঁই, সুমন পাটোয়ারী।

কুহক (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট) : রচনা মেজবাহউদ্দিন সুমন ও শিহাব শাহীন, পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তানজিন তিশা, পলাশ, মিলি বাশার, আমিনুর রহমান বাচ্চু, সাবিহা জামান।

আরটিভি

(ঈদের দিন থেকে ৭ দিন)

ম্যানেজ মকবুল (দুপুর ২টা) : রচনা পলাশ মাহবুব, পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল।

আনমাইন্ডফুল (সন্ধ্যা ৭টা ৫০ মিনিট) : রচনা আশরাফুল চঞ্চল, পরিচালনা শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, আনিকা কবির শখ, শামীম জামান, শিল্পী সরকার অপু।

হেভিওয়েট মিজান (রাত ৯টা ৩৫ মিনিট) : রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আরফান আহমেদ, শাহনাজ খুশি, আহসান হাবীব নাসিম, সাজু খাদেম, নাবিলা ইসলাম।

বাংলাভিশন

(ঈদের দিন থেকে ৭ দিন)

কবুল বলিল কে (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট) : রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, অপর্ণা ঘোষ, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, ফারুক আহমেদ, আরফান, মারজুক রাসেল, শাহনাজ খুশি, রোবেনা রেজা জুঁই।

আলাল-দুলাল (রাত ৮টা ৪০ মিনিট) : রচনা মুনতাহা বৃত্তা, পরিচালনা আবু হায়াত মাহমুদ। অভিনয়ে জাহিদ হাসান, সালাহ্উদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, শবনম ফারিয়া, তানিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম।

চরিত্র—ভাড়াটিয়া (রাত ৯টা ৫৫ মিনিট) : রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, এজাজুল ইসলাম, শামীমা নাজনীন, সাজ্জাদ রেজা।

অতঃপর শিক্ষিত বউ (রাত ১১টা) রচনা কাজী শাহীদুল ইসলাম, পরিচালনা সালাহ্উদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, শারমীন জোহা শশী, ছন্দা, আহসানুল হক মিনু, সালাহ্উদ্দিন লাভলু, সায়রা স্মৃতি, সুকন্যা ইসলাম।

বৈশাখী টেলিভিশন

(ঈদের দিন থেকে ৭ দিন)

হিসাবের পাগল (সন্ধ্যা ৬টা ২০ মিনিট) : রচনা ও পরিচালনা শাহরিয়ার সুমন। অভিনয়ে জাহিদ হাসান, ছন্দা, রুনা খান, ঊর্মিলা শ্রাবন্তী কর, জামিল হোসেন।

মফিজের লাইফস্টাইল (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) : রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা এস এম শাহীন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি, সানজিদা তন্ময়, বৃষ্টি ইসলাম, তাসনুভা তিশা।

জামাই বাজার (রাত ৯টা ১৫ মিনিট) : রচনা টিপু আলম মিলন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে অহনা, রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি, শেলী আহসান।

লো প্রেসার (রাত ১০টা ৩০ মিনিট) : রচনা টিপু আলম মিলন, পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, ফারুক আহমেদ, নাবিলা ইসলাম।

ভানুমতি ডট কম (রাত ১১টা ১০ মিনিট) : রচনা ও পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে অপর্ণা ঘোষ, সাজু খাদেম, এ্যানি খান, আরফান আহমেদ, আমিরুল হক চৌধুরী, তারিক স্বপন, নিমা রহমান।

ঈদ ধারাবাহিক ‘বোকা জামাই’, নাগরিক

চ্যানেল নাইন

(ঈদের দিন থেকে ৬ দিন)

মুশকিল আসান ডট কম (বিকেল ৫টা ৫০ মিনিট) : পরিচালনা ফিরোজ খান। অভিনয়ে তাসনিয়া ফারিন, ফারহান, মৌরি, সেলিম, তানভীর, আফ্রি সেলিনা।

জিটিভি

(ঈদের দিন থেকে ৭ দিন)

ফ্যামিলি সিক্রেট (রাত ১০টা ৩০ মিনিট) : পরিচালনা তুহিন হোসেন। অভিনয়ে সালাহ্উদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, মিশু সাব্বির, সারিকা, শিল্পী সরকার অপু।

এসএ টিভি

(ঈদের দিন থেকে ৬ দিন)

চিড়িয়াখানা (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) : পরিচালনা আহসানুল হাসান। অভিনয়ে ভাবনা, নিলয়, রোজী সিদ্দিকী, শহিদুল আলম সাচ্চু, আফ্রি সেলিনা।

মাছরাঙা

(ঈদের দিন থেকে ৭ দিন)

২৫/২ কাঠমন্ডু ভ্যালি (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) : রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, প্রাণ রায়, নাবিলা ইসলাম, কল্যাণ কোরাইয়া।

দীপ্ত টিভি

(ঈদের দিন থেকে ৭ দিন)

ভাইজান (সন্ধ্যা ৭টা) : রচনা মমিনুল ইসলাম, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাবিলা ইসলাম, আলীরাজ, সুমনা সোমা, তোফা হাসান, জামিল।

নাগরিক টিভি

(ঈদের দিন থেকে ৭ দিন)

বোকা জামাই (সন্ধ্যা ৬টা) : রচনা লিটু সাখাওয়াত, পরিচালনা এস এম শাহীন। অভিনয়ে সাজু খাদেম, আরফান আহমেদ, অপর্ণা ঘোষ।

বাকীর নাম ফাঁকি (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) : রচনা ও পরিচালনা সোহাগ কাজী। অভিনয়ে মীর সাব্বির, অহনা, অলিউল হক রুমি, হায়দার আলী।

এক্সফেল ফয়েজ (রাত ৭টা ২০ মিনিট) : রচনা ও পরিচালনা শামীম জামান। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, জামিল, অহনা।

মিস্টার হেলানম্যান (রাত ৯টা) : রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে জাহিদ হাসান, আনিকা কবির শখ।

তিন রাস্তার ভূত (রাত ৯টা ৪০ মিনিট) : চিত্রনাট্য ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে রিয়াজ, সারিকা, এজাজুল ইসলাম, শরীফ খান দিলু, তারিক স্বপন।

বাংলা ইনসাইডার



মন্তব্য করুন


কালার ইনসাইড

বিয়ে করছেন শাকিব খান, জানেন পাত্রী কে?

প্রকাশ: ১০:২৩ এএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ব্যক্তিগত জীবনে বিয়ে ও বিচ্ছেদ টানাপোড়েনের মধ্য দিয়ে গেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অপু বিশ্বাস ও বুবলী এই নায়কের দুই সাবেক স্ত্রী হলেও বাবা হিসেবে দুই সন্তান আব্রাম ও শেহজাদের যাবতীয় দায়িত্ব পালন করছেন তিনি। তবে এবার নতুন সম্পর্কের পথে হাঁটতে চলেছেন ঢালিউড কিং।

নায়কের পরিবারের মতে, অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব খান। আর এ কারণেই শাকিবের পরিবারে চলছে বিয়ের তোড়জোড়। খুব শিগগিরই বিয়ে করবেন অভিনেতা। এর জন্য শাকিবের সম্মতিতে পাত্রী দেখাও শুরু হয়েছে।
 
গুঞ্জন চলছে, যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে শাকিবের।
 
নাম প্রকাশ না করার শর্তে শাকিবের পরিবারের এক সদস্য জানিয়েছেন, যখনই সিনেমা মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কথা বলতে শুরু করেন অপু ও বুবলী। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। আর এ কারণেই শাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে।
 
শাকিবের পরিবারের ওই সদস্য আরও বলেন, দুজনই এখন শাকিবের অতীত। অথচ তারা এখনও শাকিবের সঙ্গে সম্পর্ক আছে বলে দাবি করছেন। আমরা তাই বেশ বিরক্ত।

এদিকে শাকিবের বাড়িতে যাওয়ায় নিষেধ রয়েছে অপু ও বুবলীর। এ ছাড়া তারা দুজন যদি কোনো সাক্ষাৎকারে শাকিবকে নিয়ে কোনো মিথ্যাচার করেন তবে সে বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনাও রয়েছে শাকিবের পরিবারের।
 
শোনা যাচ্ছে, দুবার নিজের পছন্দে বিয়ে করে জটিলতায় পড়েছেন শাকিব। আর তাই এবার পরিবারের পছন্দেই সম্মতি দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে জমকালো আয়োজনে চলতি বছরের শেষের দিকেই বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং।


বিয়ে   শাকিব খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


বিজ্ঞাপন