কালার ইনসাইড

চূড়ান্ত অস্কার মনোনয়ন; দেখে নিন পুরো তালিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৪৯ পিএম, ১৩ জানুয়ারী, ২০২০


Thumbnail

চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার অস্কারের ৯২তম আসরের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) মনোনয়ন পাওয়া সিনেমা ও ব্যক্তির নাম প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় বছরের সবচেয়ে আলোচিত সিনেমা জোকারের পাল্লাই সবচেয় ভারী। ১১টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে জোকার। আগামী ৯ ফেব্রুয়ারী বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯২তম আসর বসবে। সেদিন চূড়ান্ত বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরষ্কার।

এবারের অস্কারের মনোনয়ন তালিকা: 

সেরা চলচ্চিত্র

১. ফোর্ড ভার্সেস ফেরারি; ২. ১৯১৭; ৩. জোজো র‍্যাবিট ; ৪. জোকার; ৫. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৬. দ্য আইরিশম্যান; ৭. ম্যারিজ স্টোরি; ৮. লিটল উইম্যান; ৯. প্যারাসাইট।

সেরা পরিচালক

১. স্যাম মেন্ডেজ (১৯১৭); ২. কুয়েন্তিন তারান্তিনো (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড); ৩. মার্টিন স্করসেসি (দ্য আইরিশম্যান); ৪. বং জুন-হো (প্যারাসাইট); ৫. টড ফিলিপস (জোকার)।

সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম

১. প্যারাসাইট (সাউথ কোরিয়া); ২. পেইন অ্যান্ড গ্লোরি (স্পেন); ৩. লা মিজারেভ (ফ্রান্স); ৪. কর্পাস ক্রিস্টি (পোল্যান্ড); ৫. হানিল্যান্ড (নর্থ ম্যাকেডনিয়া)

সেরা অভিনেতা

১. ওয়াকিন ফিনিক্স (জোকার/আর্থার ফ্লেক-জোকার); ২. অ্যাডাম ড্রাইভার (ম্যারিজ স্টোরি-চার্লি বারবার); ৩. জনাথন প্রাইস (দ্য টু পোপস-পোপ ফ্রান্সিস); ৪. আন্তনিও বান্দেরাস (পেইন অ্যান্ড গ্লোরি-সালভাদর মালো); ৫. লিওনার্দো ডিক্যাপ্রিও (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড-রিক ডালটন)।

সেরা অভিনেত্রী

১. রেনে জেলওয়েগার (জুডি-জুডি গারল্যান্ড); ২. শার্লিজ থেরন (বম্বশেল-মেগান কেলি); ৩. স্কারলেট জোহানসন (ম্যারিজ স্টোরি-নিকোল বারবার)
৪. সার্সা রোনান (লিটন উইম্যান-জোসেফিন `জো` মার্চ); ৫. সিনথিয়া এরিভো (হ্যারিয়েট-হ্যারিয়েট টাবম্যান)

সেরা পার্শ্বঅভিনেতা

১. ব্রাড পিট (ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড-ক্লিফ বুথ); ২. টম হ্যাংকস (অ্যা বিউটিফুল ডে ইন দ্য নেইবরহুড-ফ্রেড রজারস); ৩. অ্যান্থনি হপকিন্স (দ্য টু পোপস-পোপ বেনেডিক্ট সিক্সটিন্থ); ৪. এল পাচিনো (দ্য আইরিশম্যান - জিমি হফা); ৫. জো পেশি (দ্য আইরিশম্যান - রাসেল বাফালিনো)।

সেরা পার্শ্বঅভিনেত্রী

১. লরা ডার্ন (ম্যারিজ স্টোরি-নোরা ফ্যান্‌শ); ২. মার্গোট রবি (বম্বশেল-কায়লা পসপিসিল); ৩. ক্যাথি বেটস (রিচার্ড জুয়েল-বারবারা `ববি` জুয়েল); ৪. স্কারলেট জোহানসন (জোজো র‍্যাবিট-রোজি বেজলার); ৫. ফ্লোরেন্স পিউ (লিটন উইম্যান-অ্যামি মার্চ)

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে

১. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (কুয়েন্তিন তারান্তিনো); ২. নাইভস আউট (রিয়ান জনসন); ৩. ম্যারিজ স্টোরি (নোয়াহ বৌমবাক); ৪. ১৯১৭ (স্যাম মেন্ডেল, ক্রিস্টিন; ৫. প্যারাসাইট (বং জুন-হো, হান জিন-ওন)।

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে

১. জোকার (টড ফিলিপ, স্কট সিলভার); ২. লিটল উইম্যান (গ্রেটা গেরউইগ); ৩. দ্য আইরিশম্যান (স্টিভেন জাইলিয়ান); ৪. দ্য টু পোপস (অ্যান্থনি ম্যাককার্টেন); ৫. জোজো র‍্যাবিট (তাইকা ওয়াইতিতি)।

সেরা সিনেমাটোগ্রাফি

১. ১৯১৭-রজার ডিকিনস; ২. জোকার-লরেন্স শের; ৩. দ্য লাইটহাউজ-জারিন ব্লাশকে; ৪. দ্য আইরিশম্যান-রদ্রিগো প্রিয়েতো; ৫. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড-রবার্ট রিচার্ডসন।

সেরা ফিল্ম এডিটিং

১. প্যারাসাইট; ২. ফোর্ড ভার্সেস ফেরারি; ৩. জোজো র‍্যাবিট; ৪. দ্য আইরিশম্যান; ৫. জোকার।

সেরা অরিজিনাল স্কোর

১. জোকার-হিলদুর গোনাডত্যুর; ২. লিটন উইম্যান-আলেক্সান্ডার ডেসপ্লা; ৩. ১৯১৭-থমাস নিউম্যান; ৪. ম্যারিজ স্টোরি-র‍্যান্ডি নিউম্যান; ৫. স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার-জন উইলিয়ামস।

সেরা ভিজ্যুয়াল এফেক্টস
১. ১৯১৭; ২. অ্যাভেঞ্জার্স: এন্ডগেম; ৩. দ্য আইরিশম্যান; ৪. দ্য লায়ন কিং; ৫. স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার।

সেরা প্রোডাকশন ডিজাইন

১. ১৯১৭; ২. প্যারাসাইট; ৩. দ্য আইরিশম্যান; ৪. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৫. জোজো র‍্যাবিট।

সেরা সাউন্ড এডিটিং

১. ১৯১৭; ২. ফোর্ড ভার্সেস ফেরারি; ৩. জোকার; ৪. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৫. স্টার ওয়ার্স: দ্য রাইজ অব স্কাইওয়াকার।

সেরা সাউন্ড মিক্সিং

১. ১৯১৭; ২. ফোর্ড ভার্সেস ফেরারি; ৩. অ্যাড অ্যাস্ট্রা ; ৪. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড; ৫. জোকার।

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম

১. মিসিং লিংক; ২. ক্লাউস; ৩. আই লস্ট মাই বডি; ৪. হাউ টু ট্রেইন ইওর ড্রাগন: দ্য হিডেন ওয়ার্ল্ড; ৫. টয় স্টোরি ৪।

সেরা অরিজিনাল সং

১. (আই অ্যাম গোনা) লাভ মি অ্যাগেইন-রকেটম্যান ২. ইনটু দ্য আননোন-ফ্রোজেন ২; ৩. আই অ্যাম স্টান্ডিং উইথ ইউ-ব্রেকথ্রু; ৪. স্ট্যান্ড আপ-হ্যারিয়েট; ৫. আই কান্ট লেট ইউ থ্রো ইউওরসেলফ অ্যাওয়ে-টয় স্টোরি ৪।

সেরা কস্টিউম ডিজাইন

১. দ্য আইরিশম্যান; ২. ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড ; ৩. জোজো র‍্যাবিট; ৪. জোকার; ৫. লিটন উইম্যান

সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল

১. জোকার; ২. বম্বশেল; ৩. জুডি; ৪. ১৯১৭; ৫. ম্যালেফিসেন্ট: মিস্ট্রেস অব ইভিল



মন্তব্য করুন


কালার ইনসাইড

সাংবাদিক হতে চেয়েছিলেন আনুশকা

প্রকাশ: ০৫:১০ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ক্যারিয়ারে এখন পর্যন্ত বেশ কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। নিজের অভিনয়গুণে খুব অল্প সময়েই দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। তবে জানেন কি? অভিনেত্রী নয় সাংবাদিক হতে চেয়েছিলেন আনুশকা।

জানা গেছে, সবসময়ই একজন সাংবাদিক হতে চেয়েছিলেন অনুশকা। কিন্তু ভাগ্যের টানে হয়ে গেলেন অভিনেত্রী। সংবাদকর্মী হিসেবে কাজ করার বদলে নিজেই একজন পেজ থ্রির নিউজে থাকেন। আর অভিনেত্রীর এই সফরটাই তখন শুরু হয় যখন ফ্যাশন ডিজাইনার ভেন্ট্রেল রড্রিকস তাকে একটি শপিং মলে দেখেন।

আনুশকাকে সেখানে দেখার পর একটি ফ্যাশন শোতে হাঁটার জন্য বলেন ভেন্ট্রেল রড্রিকস। সেই থেকে শুরু হলো আনুশকার শোবিজে পথ চলা। প্রথমে মডেলিং, পরে সেখান থেকে বলিউড যাত্রা।

২০০৮ সালে ‘রাব নে বানা দি জোড়ি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আনুশকার। আর ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই শাহরুখ খানের সঙ্গে কাজ করেন তিনি। এরপর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা। তাদের সংসারে রয়েছে দুটি সন্তান। মেয়ে ভামিকা এবং ছেলে অকায়। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই দিন পার করছেন এই অভিনেত্রী।

বলিউড   আনুশকা শর্মা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সালমান খানের বাড়িতে হামলায় অভিযুক্তদের রহস্যময় মৃত্যু

প্রকাশ: ০১:৪৯ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

বলিউড স্টার সালমান খানের জীবন থেকে শনির দশা কাটছেই না। এই তো গত এপ্রিলের ১৪ তারিখ তার বান্দ্রার ফ্ল্যাটে হামলা চালান বিষ্ণোই-গ্যাংয়ের সদস্যরা। দুটি গুলি অভিনেতার ফ্ল্যাটের বাইরের দেওয়াল প্রায় ভেদ করে দিয়েছে।

বলিউড ভাইজান খ্যাত সালমান খানের বান্দ্রার ফ্ল্যাটে হামলা চালায় বিষ্ণোই-গ্যাংয়ের সদস্যরা। দুটি গুলি অভিনেতার ফ্ল্যাটের বাইরের দেওয়াল প্রায় ভেদ করে দিয়েছে।

গত মাসের রোববার (১৪ এপ্রিল) সালমানের বাড়িতে হামলা চালাতে বন্দুকবাজদের অস্ত্র সরবরাহ করেছেন সোনু বিষ্ণোই ও অনুজ থাপন নামে দুই ব্যক্তি। ঘটনার পাঁচ দিনের মাথায় দুজনকেই গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। এরপর মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেন অনুজ। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মুম্বাইয়ের সেন্ট জর্জ হাসপাতালে মৃত্যু হয়েছে অনুজের।

সালমনের ফ্ল্যাটে গুলি চালিয়েছিলেন সাগর পাল ও ভিকি গুপ্ত নামে দুজন। ঘটনার দুদিন পরই গুজরাতের ভূজ থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদেই উঠে আসে সোনু ও অনুজের নাম। জানা যায়, দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন অভিযুক্তরা।

গুলিকাণ্ডের পর কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছেন সালমান খান। উদ্বেগে দিন পার করছেন অভিনেতার পরিবারসহ তার অনুরাগীরাও। শোনা গেছে বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন সালমান খান।


সালমান খান   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মধ্যরাতে ফেসবুকে তানজিন তিশার রহস্য ঘেরা পোস্ট

প্রকাশ: ০৯:২৮ পিএম, ০১ মে, ২০২৪


Thumbnail

মধ্যরাতে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেওয়া বা জীবনের গুরুত্বপূর্ণ তথ্য জানানোটা যেন অভ্যাসে পরিণত হয়েছে দেশের বিনোদন অঙ্গনের তারকাদের। এর আগে পরীমণি, মাহিয়া মাহিকে মাঝরাতে এরকম করতে দেখা গেছে। এবার তালিকায় নাম উঠল তানজিন তিশার। দুপুর রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দিলেন কড়া হুঁশিয়ারি। 

গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে তিশা নিজের ফেসবুকে লেখেন, ‘আমি চাইলে আমাদের ইন্ডাস্ট্রির একজন অপরাধীর গল্প শেয়ার করতে পারি। সেই সাহস এবং প্রমাণ আমার আছে।’ 

এরপর অভিনেত্রী লেখেন, ‘মনে রেখো আমি তোমার খারাপ কাজের জন্য তোমাকে সবার সামনে রক্ষা করেছি। বিখ্যাত অভিনেতা হওয়ার আগে একজন ভালো ও বিশ্বস্ত মানুষ হওয়া খুব প্রয়োজন।’

তিশার এমন উত্তপ্ত পোস্ট দেখে নড়েচড়ে বসেন নেটিজেনরা। কাকে এমন হুমকি দিলেন নায়িকা এমনটা যখন ভাবছিলেন অনেকে তখন দেখা যায় ওই পোস্টটি আর নেই। নিজের ফেসবুক থেকে মুছে দিয়েছেন তিনি।

এর আগে মুশফিক আর ফারহানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় তুলকালাম বাঁধিয়েছিলেন তিশা। পরে মিটেও যায় তা। অনেকের ধারণা ফের হয়তো তাকে ঘিরেই রাত দুপুরে ক্ষুব্ধ হয়েছিলেন অভিনেত্রী। তবে রাতের আঁধারেই পোস্ট মুছে দিয়ে বিরত রইলেন অপরাধীর গল্প বলা থেকে। 

বলে রাখা ভালো, মাঝে এই প্রেমজনিত কারণেই ঢাকা মেডিকেলেও ভর্তি হতে হয়েছিল মধ্যরাতে। জানা গেছে, সেই যাত্রায় তিনি আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন। তখনও উঠে আসে সহশিল্পী মুশফিক আর ফারহানের নাম।

তানজিন তিশা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে তাহসান-ফারিণের গান

প্রকাশ: ০৩:১১ পিএম, ০১ মে, ২০২৪


Thumbnail

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ২০১৭ সালে মায়ের ইচ্ছায় অভিনয়ে নাম লেখান। তারপর অংসখ্য নাটক-টেলিফিল্মে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।

গত ঈদুল ফিতরে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছেন তাসনিয়া ফারিণ। ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের গানটি দ্বৈতভাবে কণ্ঠে তুলেন তাহসান খান ও ফারিণ। গানটি ‘ইত্যাদি’-তে প্রচারের পর গত ১৬ এপ্রিল ইউটিউবে মুক্তি পায়। তারপর গানটি যেন লুফে নেন শ্রোতারা।

এখন পর্যন্ত গানটির মোট ভিউ দাঁড়িয়েছে ৯৫ লাখ ৭২ হাজারের বেশি। দর্শক-শ্রোতারা গানটির ভূয়সী প্রশংসা করছেন। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশ অংশে (মিউজিক) ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকার শীর্ষে রয়েছে গানটি।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত উপস্থাপক হানিফ সংকেত। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “প্রিয় দর্শক, ঈদ উপলক্ষে ঈদের বিশেষ ইত্যাদিতে প্রচারিত সবগুলো গানই আপনারা পছন্দ করেছেন জেনে আমরা আনন্দিত। গানটির মধ্যে শিল্পী তাহসান ও তাসনিয়া ফারিণের গাওয়া ‘রঙে রঙে রঙিন হব’ গানটি আপনাদের বিচারে সেরা গান নির্বাচিত হয়ে বাংলাদেশ থেকে ইউটিউব ট্রেন্ডিংয়ে মিউজিক বিভাগে এক নম্বর স্থানে উঠে আসে, যা এখনো অটুট আছে।”

গায়িকা হিসেবে ফারিণকে দর্শক এখন চিনলেও অনেক আগে থেকেই গানের চর্চা করেন তিনি। এ বিষয়ে ফারিণ বলেন, ‘আমি কিন্তু নায়িকার আগে গায়িকা। যশোর থেকে ঢাকায় এসেও গানের চর্চা করেছি। দিনের পর দিন গান শিখেছি। জাতীয়, বিভাগীয় পর্যায়ে গান করেছি। গান গেয়ে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু অভিনয়ের কারণে গানের প্রতিভা এতদিন কেউ জানতে পারেনি।’

‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামে গানের কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল।

তাসনিয়া ফারিণ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

এবার জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

প্রকাশ: ০৮:২৮ পিএম, ৩০ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের আলোচিত-সমালোচিত নায়ক জায়েদ খান। বিভিন্ন সময় তার নানান কর্মকাণ্ডের জন্য সমালোচিত হতে হয়। অন্যদিকে বিভিন্ন ঘটনায় অলরাউন্ডার সাকিব আল হাসানকে হঠাৎ নিজের মেজাজ হারাতে দেখা গেছে। এবার তাকে দেখা গেছে চিত্রনায়ক জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়তে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, সুইমিংপুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে যাচ্ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। তার ঠিক পাশেই দাঁড়ানো ছিল চিত্রনায়ক জায়েদ খান। হঠাৎ দেখা যায়, সাকিব তার হাতে থাকা মোবাইল ফোনটি সুইমিংপুলে ছুড়ে ফেলে দিয়ে হেঁটে চলে যান। কিছু বুঝে ওঠার আগেই সাকিবের এমন আচরণে হতভম্ব হয়ে যান জায়েদ খান। ধারণা করা হচ্ছে, পানিতে ছুড়ে ফেলা ফোনটি জায়েদ খানের।

ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে থাকতে পারে। সেকারণেই হয়তো জায়েদ খানের ওপর চটেছেন সাকিব আল হাসান। শেষমেশ মেজাজ নিয়ন্ত্রণে রাখতে না পেরে হাতে থাকা ফোনটি পানিতে ছুঁড়ে মারেন। 

ভিডিওটি ঠিক কোন জায়গায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে ভিডিওটির বিশ্লেষণে অনুমান করা যায়, সেটি কোনো রিসোর্ট কিংবা হোটেলের সুইমিংপুল হতে পারে।

জানা গেছে, ব্যক্তিগত কাজে গিয়ে সেখানে সাকিবের সঙ্গে দেখা হয় জায়েদ খানের। তখন একে অপরের সঙ্গে কুশল বিনিময়ের মাঝেই ঘটে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা।

যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।

জায়েদ খান   সাকিব আল হাসান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন