কালার ইনসাইড

বলিউডের হৃদয় ছোঁয়া বন্ধুত্বের সিনেমা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৮ পিএম, ০২ অগাস্ট, ২০২০


Thumbnail

বলিউড ফিল্মডোমে ‘বন্ধুত্ব’ একটি হৃদয় ছোঁয়া শব্দ। তাই হয়তো প্রায় ছবিতেই দেখা যায়, বিভিন্ন চরিত্রের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক।

কেবল বন্ধুত্বের কাহিনী নিয়ে বলিউডে নির্মাণ করা হয়েছে বেশ কিছু ছবি। এসব ছবির বানিজ্যিক সাফল্য উল্লেখ করার মতোই। বন্ধুত্ব নিয়ে নির্মিত বলিউডের তুমুল জনপ্রিয় সেরা ১০ ছবি নিয়ে বাংলা ইনসাইডারের এই আয়োজন।

শোলে

বলিউড-ফিল্মের বন্ধুত্ব নিয়ে যখন কথা উঠে তখন জয়-ভিরুর বন্ধুত্বের কথা বলতেই হয়। ১৯৭৫ সালে ‘শোলে’ ছবিটিতে তুলে ধরা হয়েছে জয় আর ভিরুর বন্ধুত্বের অসাধারণ দৃষ্টান্ত। এই দুটি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র। পরস্পরের প্রতি জয়-ভিরুর অসামান্য ত্যাগ-ই ছবিতে তাদের বন্ধুত্বের শ্রেষ্ঠতা প্রমাণ করে। ‘শোলে’ ছবির বন্ধুত্বের কাহিনী আজও হিন্দি ছবির  ভক্তদের কাছে ভীষণ স্মৃতিময় হয়ে আছে।

সত্য

বন্ধুত্ব নিয়ে আরেকটি চমৎকার ছবি ‘সত্য’ রিলিজ পায় ১৯৯৭ সালে। আন্ডার ওয়ার্ল্ডের কাহিনীর উপর নির্মিত এই সিরিয়াস মুভিতে সত্য আর ভিকু মাত্রাহের বন্ধুত্বের নিদর্শন তুলে ধরা হয়। অভিনেতা মনোজ বাজপেয়ি এবং চক্রবর্তী এই ছবিতে দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেন। তাদের বন্ধুত্ব প্রমানিত হয় যখন  সত্য আন্ডার ওয়াল্ড ছেড়ে দেবার সিদ্ধান্ত নেন, আর ভিকু দুবাইতে তাকে সকল নিরাপত্তার প্রতিশ্রুতি দেন। সত্য তখন সজোড়ে বলে উঠেন ‘মুম্বাই কা কিং কৌন ভিকু মাহাত্রে।’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

কুচ কুচ হোতা হে

১৯৯৮ সালে নতুন প্রজন্মের বন্ধুত্বের বিষয়টি মাথায় রেখে ‘কুচ কুচ হোতা হে’ ছবিটি নির্মিত হয়। শাহরুখ ও কাজল অভিনীত এই ছবিটিতে তাদের বন্ধুত্বের নানা মজার মজার বিষয় তুলে ধরা হয়েছে প্রায় অর্ধেক ছবি জুড়ে। তাদের দুই বন্ধুর মজার চরিত্র দুটি ‘বেট্টি আর্চি’ আর ‘ভেরোনিকা’ নামের জনপ্রিয় কার্টুন চরিত্রের উপর ভিত্তি করে দাঁড় করানো হয়।

দিল চাহাতা হে

সমকালীন বন্ধুত্বকে অনেকেই মনে করেন ঠুনকো। চলতি সময়ের কয়েকজন বন্ধুর মধ্যকার গভীর আন্তরিকতার প্রতিচ্ছবি ফুটে উঠে ২০০০ সালে মুক্তি ‘দিল চাহাতা হে’ ছবিটির কাহিনীতে। ছবিতে ভিন্ন ভিন্ন লাইফ স্টাইলে অভ্যস্থ তিন বন্ধুর গভীর বন্ধুত্ব দর্শক হৃদয়ে স্থায়ীভাবে রেখাপাত করে। এতে পরস্পরের বন্ধুর চরিত্রে অভিনয় করে আমির খান, সাইফ আলী খান ও অক্ষয় খান্না।

রাঙ দে বাসান্তি

বন্ধুত্বের গল্প নিয়ে ২০০৬ সালে মুক্তি পাওয়া সুন্দর একটি ছবি ‘রাঙ দে বাসন্তি’। বেশ কজন অভিনেতা নিয়ে দেশপ্রেম নির্ভর এই ছবিটির প্রতিটি মুহূর্তে বন্ধুত্বকে বড় করে তুলে ধরা হয়েছে। এতে দেখা যায় আমির খান, সিদ্ধার্থ, জোশি, মাধবন ও কুনল কাপুর ভালো বন্ধু হলেও ছোট ছোট বিষয়ে তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। কিন্তু বিপদের সময় সবাই একে অন্যের পাশে এসে দাঁড়ায়। ছবির একটি চরিত্রে মাধবন যখন মারা যায় তখন তার বন্ধুরা প্রতিশোধ নেবার পণ করে এবং তারা সবাই বন্ধুর জন্য প্রান বিসর্জন দেয়।

পেজ থ্রি

২০০৫ সালের বাস্তবধর্মী ‘পেজ থ্রি’ ছবিটি  বন্ধুত্বের গল্প নিয়ে দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এতে দেখা যায় তিনটি মেয়ের মাঝে সত্যিকারের বন্ধুত্ব, পাশাপাশি থাকা অবস্থায় এই বন্ধুত্বের অনুভূতি কারো কাছেই ধরা পড়ে নি। এই তিন কন্যার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পুর্ণ ভিন্ন। ছবিটির অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা ছিলেন অনুভূতি পরায়ন, সন্ধ্যা মৃদুল ছিলেন বাস্তবধর্মী এবং তারা সারমা ছিলেন দ্বিধাগ্রস্ত। এতটা অমিলের পরও তাদের বন্ধুত্বের ব্যাপারে তারা ছিলেন একমত।

হে বেবী

‘হে বেবি’ ছবিটি কমেডি নির্ভর ছবি। অক্ষয় কুমার,রিতেশ দেশমুখ এবং ফারদিন খান অভিনীত এই ছবিটিতে বন্ধুত্বের মজার মজার ঘটনা তুলে ধরা হয়েছে। এর মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে বন্ধুত্বের গভীরতা।

জানে তু ইয়া জানে না

বলিউডের তরুণ নায়ক ইমরান খানের প্রথম ছবি এটি। বন্ধুত্বের গল্পের উপর গড়ে ওঠা ‘জানে তু ইয়া জানে না’ ছবিটিতে বন্ধুর জন্য বন্ধুর আন্তরিকতা দারুনভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এতে দুই বন্ধুর মধ্যে বন্ধুত্ব থেকে ভালোবাসা খুঁজে নেওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে।

নিউ ইয়র্ক

কবির খান পরিচালিত ‘নিউ ইয়র্ক’ ছবিটির কাহিনী গড়ে উঠেছে  তিনটি বন্ধুর গভীর বন্ধুত্বকে কেন্দ্র করে। জন আব্রাহাম,ক্যাটরিনা কাঈফ এবং নিল নিতিন মুখেশ অভিনীত এই ছবিটিতে বন্ধুত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনাকে তাদের কেন্দ্র করে। ছবিটির কাহিনী দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে।

থ্রি ইডিয়টস

২০১০ সালের ‘থ্রি ইডিয়টস’ সত্যিকার অর্থে বন্ধুত্বে গল্প নিয়ে হাসি-আনন্দে শ্রেষ্ঠ ছবি। তিন বন্ধু রানচোনদাশ (আমির খান), ফারহান কোরেশি (মাধবন) এবং রাজু রাসতোগি (সারমান জোসি)-এর রঙচঙে বন্ধুত্বের কাহিনী নিয়ে এই মজার ছবি। ছবিটির প্রতিটি চরিত্রকে দেখলেই খুব চেনা আর বাস্তব। এতে যখন মাধবন এবং সারমান কলেজের রেজাল্ট নিতে গিয়ে তাদের বন্ধু আমির খানের রেজাল্ট দেখে তখনই বেরিয়ে আসে ছবির বক্তব্য। মজার সেই বক্তব্যটি হলো ‘বন্ধু রেজাল্ট খারাপ করলে কষ্ট হয়, কিন্তু বন্ধুর রেজাল্ট যখন নিজের চেয়ে ভালো হয় তখন আরো বেশি কষ্ট হয়। ’



মন্তব্য করুন


কালার ইনসাইড

গভীর রাতে রহস্যজনক স্ট্যাটাস, সকালে মিলল অভিনেত্রীর লাশ

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

শোবিজ অঙ্গনে আবারও শোক সংবাদ। সম্প্রতি বিহারের ভাগলপুরে নিজের ফ্ল্যাটে ভারতীয় ভোজপুরি সিনেমার অভিনেত্রী অমৃতা পাণ্ডেকে মৃত অবস্থায় পাওয়া যায়। সিলিং ফ্যানে শাড়ি দিয়ে ঝুলন্ত অবস্থা উদ্ধার করা হয় তার মরদেহ। যদিও এ অভিনেত্রীর ফ্ল্যাট থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিনেত্রী অমৃতার মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় একটি নোট শেয়ার করেছিলেন। রিপোর্ট বলছে, অমৃতা তার স্বামীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। কিন্তু তিনি সম্প্রতি ভাগলপুরে একটি বিয়ের জন্য তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

শনিবার (২৭ এপ্রিল) গভীর রাত পর্যন্ত জেগে ছিলেন অমৃতা এবং তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে একটি নোট পোস্ট করেছেন। কয়েক ঘণ্টা পরে, তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ রিপোর্ট অনুসারে, হোয়াটসঅ্যাপে অমৃতার নোটে লেখা ছিল, কেনো দুই নৌকায় ভাসছিল জীবন, নৌকা ডুবিয়ে জীবন সহজ করে দিয়েছি।

অমৃতার ঘনিষ্ঠ আত্মীয় এবং পরিচিতরা জানিয়েছেন, অভিনেত্রী বেশ কিছুদিন ধরে বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক সমস্যার সঙ্গে লড়াই করছিলেন এবং তিনি এর জন্য চিকিৎসাও করাতে চেয়েছিলেন।

তদন্ত শুরু হলেও, পুলিশ সন্দেহ করছে যে তার আত্মহত্যার কারণ হতাশা। সিটি এসপি শ্রী রাজ জানিয়েছেন যে অমৃতার মৃত্যুর ঘটনায় একটি হাই প্রোফাইল তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এসপি আনন্দ কুমারের নির্দেশে একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। অমৃতার পরিবার এবং তার স্বামী এখনো জনসমক্ষে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

অমৃতা দিওয়ানাপান সিনেমায় ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদবের সঙ্গে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

ভোজপুরি সিনেমা   অমৃতা পাণ্ডে  


মন্তব্য করুন


কালার ইনসাইড

বঙ্গবন্ধুর সমাধিতে শিল্পী সমিতির শ্রদ্ধা

প্রকাশ: ০২:০৮ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজলের নেতৃত্বে তারা গেল শনিবার (২৮ এপ্রিল) বিকেলে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সহসভাপতি ডিএ তায়েব, সহসাধারণ সম্পাদক আরমান, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, কোষাধ্যক্ষ কমল, কার্যনির্বাহী সদস্য সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, চুন্নু ও সনি রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, নাহিদা আশরাফ আন্না, ডি জে সোহেলসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

গত ১৯ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হয়। মিশা সওদাগর পেয়েছেন ২৬৫ ভোট এবং ২২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল।


বঙ্গবন্ধু   শিল্পী সমিতি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

অপু বিশ্বাস কেন ঢালিউডের ‘গসিপ কুইন’ জানাল ইমন

প্রকাশ: ০১:০৬ পিএম, ২৯ এপ্রিল, ২০২৪


Thumbnail

ঈদ উপলক্ষে বরাবরই তারকাদের নিয়ে আড্ডার আয়োজন করে বেসরকারি টেলিভিশনগুলো। বিভিন্ন ব্যান্ডের ফটোশুটে প্রায় তাদের একসঙ্গে দেখতে পাওয়া যায় ঢালিউড কুইন অপু বিশ্বাস ও তরুন নায়ক ইমন খান কে। কাজের সূত্র ধরেই দুই তারকার বন্ধুত্ব গাঢ় হয়েছে। বন্ধুত্বের জায়গা থেকেই এবারে ইমন অপু বিশ্বাসকে ঢালিউডের ‘গসিপ কুইন’ বলেন। 

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হাজির হয়েছিলেন ইমন। ওই অনুষ্ঠানে ‘জানতে চাই’ নামের একটি অংশ নায়কের কাছে উপস্থাপক জানতে চান ঢালিউডের ‘গসিপ কুইন’ কে। এমন প্রশ্নের জবাবে অবলীলায় ইমন অপু বিশ্বাসের কথাবলেন।

ইমন একটু হেসেই বলেন, অপু বিশ্বাসের কাছে ঢালিউডের সব খবর থাকে। মানে অপু বিশ্বাসকে সবাই বলে নায়ক মান্না ভাই। আগে মান্না ভাইয়ের কাছে সব ধরনের খবর থাকত। এখন থাকে তার কাছে। সে জানে ইন্ডাস্ট্রিতে কোথায় কী হচ্ছে। এমনকি সে খুব সঠিক তথ্যও দিয়ে দেয়।

ব্যক্তি জীবনের নানান বিষয় নিয়ে আলোচনায় থাকেন অপু বিশ্বাস। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে এবং বিচ্ছেদ নিয়েই বেশি আলোচনা চলে এই অভিনেত্রীকে নিয়ে। বর্তমানে নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী।


অপু বিশ্বাস   ঢালিউড   ‘গসিপ কুইন’ ইমন খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

হানিফ সংকেতের ফেসবুক হ্যাক

প্রকাশ: ১০:৪২ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের অফিশিয়াল ফেসবুক পেজ রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় হ্যাক হয়েছিল। পেজটির দখলে নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত ছবিও পোস্ট করেন হ্যাকাররা। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ নিয়েছে।

ফেসবুক পেজ ফিরে পাওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে পেজে দেয়া এক পোস্টে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কে বা কারা পেজটি হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।’

এতে আরও বলা হয়, ‘আমাদের এই পোস্ট দেয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন, সে জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

হানিফ সংকেত   ফেসবুক  


মন্তব্য করুন


কালার ইনসাইড

লাবণ্যময়ী সেই ভাইরাল হাসি নিয়ে মুখ খুললেন পিয়া

প্রকাশ: ০৩:৩০ পিএম, ২৮ এপ্রিল, ২০২৪


Thumbnail

সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়া জান্নাতুল এর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন একটি বিষয় নিয়ে কথা বলছেন। আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে সেই কথা শুনে লাবণ্যময়ী হাসি দিচ্ছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। ব্যস্, এই হাসিতেই ঘায়েল নেটিজেনরা। বিভিন্ন গানের সঙ্গে ভিডিওটি জুড়ে দিয়ে তৈরি হচ্ছে রিলস ও মিম।

রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে যাওয়া কিংবা যাকে নিয়ে চারদিকে এত হইচই, এবার পিয়া জান্নাতুলই মুখ খুললেন বিষয়টি নিয়ে। গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, মোটেই আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ বুঝি, যারা ২ সেকেন্ডে ওপরে ওঠাতে পারে, তারা পরে আবার ১ সেকেন্ডেই নামিয়ে ফেলতে পারে।

পিয়ার ভিডিওটি দেখে তরুণদের একটি বড় অংশ তাকে ‘জাতীয় ক্রাশ’বলে ডাকছেন। কেউ কেউ তো সোশ্যালমিডিয়ায় অবলীলায় লিখেও ফেলছেন, ‘প্রেমে পড়ে গেলাম। আহ্ কী হাসি!’

বিষয়টিকে ‘দোষের’ দেখছে না পিয়া জান্নাতুল। তিনি বলেন, আমি বুঝতে পেরেছি কনটেন্ট বা রিলস যে যেটাই তৈরি করছেন, তাদের বেশিরভাগই তরুণ-যুবক। আর তাদের জীবনে এখনো অনেক কিছু দেখার বাকি আছে।

পিয়া আরও বলেন, আসলে এগুলো এখন ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে। আর যখন যে ট্রেন্ড আসে, সবাই সেটাকেই অনুসরণ করে। এটাতে দোষের কিছু দেখছি না।

উল্লেখ্য, ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জিতে আলোচনায় আসেন পিয়া জান্নাতুল। এরপর ২০০৮ সাল থেকে র‍্যাম্প মডেলিং দিয়ে তার কর্মজীবন শুরু। পরবর্তীতে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ারও সাফল্য অর্জন করেন।


ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন   পিয়া জান্নাতুল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন