কালার ইনসাইড

আলো ছড়াচ্ছে যে শিশু শিল্পীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:০০ পিএম, ২০ জানুয়ারী, ২০১৯


Thumbnail

‘দীপু নাম্বার টু’ সিনেমার অরুণ সাহা এখন কর্পোরেট চাকরিজীবী। পড়াশুনা করেছেন বিদেশে। মাঝেমধ্যে টুকুটাক গান গাইলেও শোবিজে নেই। বছর দুই আগে বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। এখন আর দেখা যাচ্ছে না। বিজ্ঞাপন, নাটক বা চলচ্চিত্রে এমন অনেক শিশুশিল্পী আছে যারা নিজস্ব অভিনয়গুণে দর্শকদের কাছে আলাদা পরিচিতি পেয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে কেউ বড় হয়েছেন আবার কেউ সবেমাত্র তাদের অভিনয়যাত্রা শুরু করেছেন। এসব শিশুশিল্পীর অনেকেই সদর্পে এখনো নিজস্ব অভিনয় প্রতিভা দেখিয়ে চলছেন। শোবিজ অঙ্গনের এমন শিশুশিল্পীদের নিয়ে আজকের আয়োজন:

হারিয়ে গেছে:

১৯৮০ সালে মুক্তি পায় ‘ছুটির ঘন্টা’। স্কুল বাথরুমে আটকা পড়ে নির্মম মৃত্যুর শিকার হওয়া গল্পের সেই খোকন বা মাস্টার সুমনকে আজও ভুলেনি দর্শকরা। এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাস্টার সুমন। অনেকদিন তার কোন খোজ পাওয়া যাচ্ছে না। এমিলের গোয়েন্দা বাহিনীর ‘টিপটিপ’র খবরও নেই কারও কাছে।

জাতীয় চলচ্চিত্র পাওয়া শিশুশিল্পী:

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে যারা শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। তারা হলেন-আদনান, আজাদ রহমান শাকিল, সুমন, ইলোরা গহর, সজীব, আজাদ রহমান শাকিল, বিন্দী হুসাইন, আঁখি আলমগীর, জয়, কামরুন্নাহার আজাদ স্বপ্না, রাসেল, সুরর্ণা শিরীন, তুষার, দুদোল, জয়সন, বেবি সিমী, অনিক, শিলা আহমেদ, তন্ময়, অরুণ সাহা, নিশি, রাসেল ফরায়েজী, প্রিয়াংকা, অমল, হৃদয় ইসলাম, প্রার্থনা ফারদিন দিঘী, সৈয়দা ওয়াহিদা সাবরীনা, সেমন্তী, মামুন, স্বচ্ছ, আবির হোসেন অংকন, যারা যারিব, সাঁঝবাতি।

উল্লেখ্য, এর মধ্যে বেশিরভাগই হারিয়ে গেছেন। অভিনয়ের সঙ্গে নেই। 

শিশু থেকে বড় তারকা:

আঁখি আলমগীর এখন বড় গায়িকা। তিশাও বড় অভিনেত্রী। মীম বড় হয়ে অতটা সুবিধা করতে পারেনি। টুকটাক অভিনয় করলেও সংসার ধর্ম নিয়েই ব্যস্ত। ইলোরা গহরও বড় হয়ে অভিনয়ে নিয়মিত আছেন।  বাণিজ্যিক সিনেমায় বেশ আলোচিত নাম দিঘী। তারকা দম্পতি দোয়েল ও সুব্রত তনয়া দীঘি।  গ্রামীণফোনের ‘ময়নাপাখি’ বিজ্ঞাপনটির মাধ্যমেই রাতারাতি তারকাখ্যাতি অর্জন করে নিয়েছিল দীঘি। এরপর শিশুশিল্পী হিসেবে

একের পর এক অভিনয় করেছে সিনেমাতে। এখন আর সেই ছোট্টটি নেই। এখন তিনি কৈশোর বয়স পেরিয়ে তারুণ্যে। সময় সুযোগ হলেই বড় পর্দায় নায়িকা হওয়ার অপেক্ষায় দিঘী। ‘দীপু নাম্বার টু’ শিশুতোষ চলচ্চিত্রের দুষ্টু ছেলে তারেক চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল শুভাশীষ রায়। জানা যায়, উনিশ বছর পর শুভাশীষ আবার চলচ্চিত্র নির্মাণে মন দেন। বেশকিছু স্বল্পদৈর্ঘ্য সিনেমা নির্মাণ করেছে শুভাশিষ। ‘রিন ওয়াসিং’ পাউডারের বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসে পূজা। ‘ভালোবাসার রঙ’ ছবির মধ্য দিয়ে শিশুশিল্পী হিসেবে প্রথম বড় পর্দায় আসা। নায়িকা হিসেবেও পূজার চারটি ছবি মুক্তি পেয়েছে।

এখন তাক লাগাচ্ছে যারা:

এ সময় শিশুশিল্পী হিসেবে সবচেয়ে আলোচনায় আছে রাইসা। ‘যদি একদিন’ সিনেমায় তাহসানের মেয়ের চরিত্রে অভিনয় করেছে। এর আগে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছে রাইসা। রাইসার বয়স ৯। পড়ে রাজধানীর আজিমপুর এলাকার গ্রিনলাইন স্কুলে।

শরিফুলের ‘বেসম্ভব ঠান্ডা’ আর ‘অয়েল ইয়ুর ওন মেশিন’ -এর মতো সংলাপ বেশ জনপ্রিয়তা পায়। রবির বিজ্ঞাপনচিত্রের আলোচিত শিশুশিল্পী শরিফুল ইসলামকে এখন প্রায়শই নাটকে দেখা যাচ্ছে। আয়নাবাজি সিনেমাতেও অভিনয় করেছে শরিফুল।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সাঁঝবাতি প্রযোজক হাবিবুর রহমানের নাতনি।‘শঙ্খচীল’ সিনেমায় প্রসেনজিতের মেয়ের চরিত্রে অভিনয় করেছে। শঙ্খচিল-এর ডানায় উড়ে সফলতা পেয়েছেন বারো কিংবা তেরো বছরের এই কিশোরী। সিনেমায় তার ‘মনোমুগ্ধকর’ অভিনয়ে উচ্ছ্বাসিত অনেকেই! বর্তমানে পড়াশুনা নিয়েই ব্যস্ত। মাঝেমধ্যে বিজ্ঞাপনে দেখা যায় সাঁঝবাতিকে।

ইমেল হকের নির্মাণে অসাধারণ টেলিফিল্ম ‘মায়া ও মমতার গল্প’ তে অভিনয় করে তাক লাগিয়েছে চটপটে অরিত্র। মাত্র পাঁচ বছর বয়সেই নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছে। অনন্য মামুনের ‘বন্ধন’ ছবিতে কাজ করছে।

কথাশিল্পী ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের চলচ্চিত্র ‘ঘেটু পুত্র কমলা’র কেন্দ্রীয় চরিত্র কমলা চরিত্রে অভিনয় করে মামুন মাত্র ১১ বছর বয়সেই জয় করে নিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আরও পুরস্কার। পুরো নাম হাসান ফেরদৌস মামুন খান। মামুন বিভিন্ন চলচ্চিত্র, নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছে।

আদনান আল রাজীবের ‘বিকাল বেলার পাখি’ নাটকটিতে অভিনয় করে তাক লাগায় নমনী। মাত্র চার বছর বয়সেই ৬০ টির বেশি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছে সাফানা নমনী। অভিনয় করেছে ‘পোড়ামন টু’ ছবিতে।

ডাকনাম প্রাপ্তি ,পুরো নাম চৌধুরী জাওয়াতা আফনান। স্কুলে পড়াকালীন সময়ে পরিচালক মোরশেদুল ইসলাম ‘আমার বন্ধু রাশেদ’ চলচ্চিত্রের জন্য চরিত্র নির্বাচনে স্কুলে আসেন। আফনান বর্তমানে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছে।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের ‘গোল্ডেন এ প্লাস’ নাটকে ব্যাপক প্রশংসিত হয় অনিন্দ্য। অনিন্দ্য এর আগে অভিনয় করেছে পরিচালক বিজনের ‘মাটির প্রজার দেশে’ চলচ্চিত্রে। বিজ্ঞাপন ও নাটক দু মাধ্যমেই সমানতালে অভিনয় করছে অনিন্দ্য।

পুরো নাম নুজহাত রাইয়ানা দিশা। বয়স ছয়। এরমধ্যেই কাজ করেছে নাটক, টেলিফিল্ম, মিউজিক ভিডিওসহ কয়েকটি শর্ট ফিল্মেও। সম্প্রতি একটি সিরিয়ালের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছে মিষ্টি হাসির এই শিশুশিল্পী।

বাংলা ইনসাইডার/এমআরএইচ/বিকে



মন্তব্য করুন


কালার ইনসাইড

বিশ্রামে যাচ্ছেন বলিউড বাদশাহ!

প্রকাশ: ০১:২১ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

বলিউড বাদশাহ শাহরুখ খান এক বছরেই জাওয়ান, পাঠান এবং ডাঙ্কির মতো হিট ছবি উপহার দিয়েছেন সিনেমা প্রেমিদের। বর্তমানে নতুন ছবির কাজ শুরুর আগে বিশ্রাম নিতে পারেন বলিউডের এই কিং খান। বিশ্রাম সেরে এ বছরের জুনে তিনি তার পরবর্তী ছবির শ্যুটিং শুরু করতে চান।

শুক্রবার (৩ মে) ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শাহরুখ খান।

অভিনেতা বলেন, আমার মনে হচ্ছে আমার একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনটি সিনেমা পরপর করে ফেলেছি। যার জন্য আমার শরীরে অনেক ধকল গেছে। আমি কলকাতা নাইট রাইডার্স দলকে বলেছিলাম যে এইবার শুধু মূল ম্যাচে আসব।

সৌভাগ্যবশত, আমার পরবর্তী ছবির শ্যুটিং আগস্ট থেকে শুরু হবে বা হয়তো জুলাই। যদিও আমরা জুনে শুরু করার প্ল্যান করছি। আমি সব হোম ম্যাচে আসতে চাই কারণ কলকাতা আমার বাড়ির মতো। তবে শাহরুখ ছবির নাম বা অন্যান্য বিবরণ প্রকাশ করেননি।

এদিকে, শাহরুখকে স্টেডিয়ামে প্রায়ই তার ছোট ছেলে আব্রাম নিয়ে আসতে দেখা গেছে।


বলিউড বাদশাহ   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ইউনিসেফের রাষ্ট্রদূতের দায়িত্বে কারিনা কাপুর

প্রকাশ: ১০:২২ এএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

বলিউডে জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। প্রায় দু'দশক ধরে জনপ্রিয়তার শীর্ষে থেকে বলিউড ইন্ড্রাষ্ট্রিতে রাজত্ব করে যাচ্ছেন তিনি। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা। অবিনেত্রী নিজের মত করেই দায়িত্ব পালন করেন, হোক সেটা বলিউড কিংবা নিজের পারিবারিক স্থান থেকে। কারিনা দুই সন্তানের মা, ঘর-সংসার এবং কাজ সবই সমান তালে চালাচ্ছেন। এবার আরও বড় এক দায়িত্ব পেলেন তিনি। ইউনিসেফের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন বলিউডের সুপারস্টার কাপুরকন্যা।

শনিবার (৪ মে) নিজেই ইনস্টাগ্রামে এক পোস্টে এ খবর জানান কাপুরকন্যা। তিনি লেখেন, আমার জন্য খুব আবেগের একটা দিন। UNICEF-এর রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়ে আমি ধন্য়।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছেন কারিনা কাপুর। শুরুটা হয়েছিল সেই ২০১৪ সালে সেলেব্রিটি অ্যাডভোকেট হিসেবে। এবার সেই পদ থেকেই উত্তরণ হয়ে সরাসরি ইউনিসেফ-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডরের দায়িত্ব পেলেন তিনি।

এ প্রসঙ্গে কারিনা বলেন, গত দশ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করছি। গত বছরগুলোতে দেশের শিশু এবং নারীদের অধিকার রক্ষার জন্য আমাদের টিম যে কাজগুলো করেছে, তাতে আমি সত্যিই গর্বিত। আমি প্রতিদিন অনুপ্রেরণা পাই সেগুলো থেকে। আশা রাখি ভবিষ্যতেও এই সংস্থার সঙ্গে যুক্ত থেকে কাজ করে যাব।


ইউনিসেফ   রাষ্ট্রদূত   কারিনা কাপুর   বলিউড  


মন্তব্য করুন


কালার ইনসাইড

যশের ছবি থেকে যে কারণে সরলেন কারিনা কাপুর

প্রকাশ: ১০:০৫ পিএম, ০৪ মে, ২০২৪


Thumbnail

দক্ষিণী সিনেমার রকিং স্টার যশের সিনেমা পুরো বিশ্বে ব্যাবসায় রেকর্ড গড়েছে। ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’ এর পর গীতু মোহনদাসের ‘টক্সিক’ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন যশ।

জানা যায়, ‘টক্সিক’ এই সিনেমায় যশের বোনের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। এমনকী, ‘ক্রু’ ছবির প্রচার চলাকালীন পরোক্ষভাবে সেই ইঙ্গিত দিয়েছিলেন বলিউড বেবো নিজেই। কিন্তু সে আশা যেন উড়ে গেল কাপুরের মতো। সম্ভাবনার বাস্তব রূপ আর দেখতে পাবেন না দর্শক।

ড্রাগ মাফিয়াদের প্রেক্ষাপটে নির্মিত হবে এই সিনেমাটি। স্বাভাবিকভাবেই ‘কেজিএফ’ খ্যাত যশকে নিয়ে উন্মাদনা দর্শকমহলে। সম্প্রতি একটি বিবৃতি দেওয়া হয়েছে এই সিনেমার নির্মাতার তরফ থেকে। দর্শকের মধ্যে উত্তেজনা দেখে টিম টক্সিক খুবই আনন্দিত। তবে সিনেমাটি নিয়ে কোনো মিথ্যে তথ্য ছড়াতে বারণ করেছেন নির্মাতা।

এদিকে সিনেমার জন্য চলছে জোরদার প্রস্তুতি। ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রান্ত থেকে অভিনেতাদের বাছাই করা হয়েছে। কিন্তু যশের বিপরীতে কে অভিনয় করবেন তা নিয়ে শুধু নির্মাতা নয়, যশ-প্রেমীরাও ছিলেন বেশ চিন্তিত। অবশেষে যশের নায়িকা হিসাবে কিয়ারা আদভানি চূড়ান্ত করা হয়েছে। নির্মাতা মনে করছেন, যাদের কাস্ট করা হয়েছে তারা শতভাগ উপযুক্ত।

অন্যদিকে ধোঁয়াশা রেখেই সিনেমাটি থেকে সরে গেলেন কারিনা। জানা যায়, তারিখ নিয়ে সমস্যার কারণেই অভিনেত্রীর এমন সিদ্ধান্ত। নির্মাতার তরফেও তারিখ বদল করার কোনও সম্ভাবনা নেই। স্বভাবতই ঘটনাটি নিয়ে কিছুটা হতাশ বেবোর অনুরাগীরা। তার পরিবর্তে কাকে কাস্ট করা হবে সে অপেক্ষায় সিনেপ্রেমীরা।


যশ   কারিনা কাপুর   বলিউড   দক্ষিণী সিনেমা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়ে ক্ষমা চাইলেন অভিনেত্রী

প্রকাশ: ০৭:২৯ পিএম, ০৩ মে, ২০২৪


Thumbnail

বলিউড অভিনেত্রী রাগিনি খান্না। তার আরেক পরিচয় তিনি বরেণ্য অভিনেতা গোবিন্দর ভাগনি। কয়েক দিন আগে এ অভিনেত্রী ধর্মান্তরিত হওয়ার ঘোষণা দিয়ে হইচই ফেলে দেন। কিন্তু এ ঘোষণা দেওয়ার একদিন পরই নিজ ধর্মে ফেরার কথা জানান এই অভিনেত্রী।

কয়েক দিন আগে রাগিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী বলেন, আমি ঘোষণা করছি যে, এখন থেকে খ্রিস্টান ধর্মের ঐতিহ্য, রীতিনীতি অনুসরণ করব।

রাগিনি এ ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টা পর একটি ভিডিও পোস্ট করে ক্ষমা চান। এতে তিনি বলেন, আমি রাগিনি খান্না। আমার পূর্বের রিলস ভিডিওর জন্য ক্ষমা চাইছি। যাতে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণের কথা জানিয়েছিলাম। আমি পুনরায় আমার শিকড়ে ফিরে এসেছি। এখন থেকে হিন্দু সনাতন ধর্ম অনুসরণ করব।

রাগিনি খান্না একাধারে মডেল-অভিনেত্রী ও সঞ্চালক। ২০০৮ সালে হিন্দি ভাষার টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর অনেক সিরিয়ালে কাজ করেছেন।

২০১১ সালে রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘টিন থাই ভাই’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে। পরের বছরই পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন রাগিনি। এরপর আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী।

বলিউড   রাগিনি খান্না  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ব্র্যাড পিটকে পেছনে ফেলে জনপ্রিয়তায় এগিয়ে শাহরুখ খান

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ০৩ মে, ২০২৪


Thumbnail

জনপ্রিয়তার দিক থেকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক ব্র্যাড পিটকেও পেছনে ফেলে দিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। নিজের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও জনপ্রিয়তার শিখরে তিনি।

বলিউড বাদশাহ তখন বার্লিনে, সিনেমার শুটিং চলছে পুরোদমে। সেই সময় শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে ইউরোপ থেকে কাতারে কাতারে মানুষ এসেছেন, প্রিয় নায়ককে এক পলক দেখার আশায়। শুটিংয়ের জন্য ১ কিলোমিটার জায়গা জুড়ে নিষেধাজ্ঞা জারি ছিল। ব্যারিকেডের বাইরে পোস্টার হাতে অভিনেতাকে শুভেচ্ছা জানান অনুরাগীরা। অভিনেতাও প্রায় এক ঘণ্টা সময় দিয়েছিলেন তাদের। শাহরুখের নজিরবিহীন স্টারডম!

সহ-অভিনেতা আলি খান ছিলেন শুটিং ফ্লোরে। তার কথায়, ‘আমরা বার্লিনে যে হোটেলে ছিলাম, কিছু দিন আগে ব্র্যাড পিট এবং কুয়েন্টিন ট্যারেন্টিনো সেই হোটেলেই ছিলেন। বার্লিনে তাদেরও একটি সিনেমার শুটিং চলছিল সেই সময়। তাদের ইউনিটের সদস্যরাই আমাদের সিনেমাতে ছিলেন। তাদের মুখে শুনলাম, শাহরুখের জন্মদিনে এত মানুষ ঢল, এর আগে কোনও শুটিংয়ে এত ভিড় দেখা যায়নি। এমনকি ব্র্যাড পিট যখন ছিলেন তখনও এত মানুষের দেখা মেলেনি।

‘অ্যা মাইটি হার্ট’ সিনেমাতে অ্যাঞ্জেলিনার সঙ্গে অভিনয় করেছিলেন আলি খান। প্রয়াত অভিনেতা ইরফান খানও ছিলেন সেই সিনেমায়। সেই সিনেমার প্রযোজক ছিলেন ব্র্যাড পিট। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে পার্টির আয়োজন করা হয়। 

এ প্রসঙ্গে আলি বলেন, ‘সিনেমার সেটের বাইরে অ্যাঞ্জেলিনা একেবারেই সাধারণ মানুষের মতো। আমি, আমার স্ত্রী আর অ্যাঞ্জেলিনা অনেক গল্প করলাম পার্টিতে। বিশেষত আমার স্ত্রীর সঙ্গে সন্তানের পরিচর্যা, তাদের খাবার ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় কথা বলেছিলেন অ্যাঞ্জেলিনা।’


ব্র্যাড পিট   জনপ্রিয়তা   শাহরুখ খান   বলিউড  


মন্তব্য করুন


বিজ্ঞাপন