ইনসাইড বাংলাদেশ

যেভাবে তৈরি হচ্ছে বাংলাদেশবিরোধী প্রচারণা

প্রকাশ: ০৮:০০ পিএম, ১৭ জানুয়ারী, ২০২২


Thumbnail যেভাবে তৈরি হচ্ছে বাংলাদেশবিরোধী প্রচারণা

মার্কিন যুক্তরাষ্ট্র ২৭ জুন বাংলাদেশি নাগরিকের গুম হওয়ার একটি তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই তালিকাটি হস্তান্তর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বিভাগকে দেয় যে, এই নিখোঁজ তালিকায় যাদের নাম আছে তারা সত্যি সত্যি নিখোঁজ হয়েছে কিনা, কার কি অবস্থা, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রদানের জন্য। সেই আলোকে পুলিশ এই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দেয় যে, এদের ব্যাপারে হালনাগাদ তথ্য সংগ্রহ করার জন্য। হালনাগাদ তথ্য সংগ্রহ করতে পুলিশ ঠিকানা অনুযায়ী কথিত নিখোঁজ হওয়া ব্যক্তিদের বাড়িতে যায় এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে। যাই জিজ্ঞাসা করা হোক না কেন সে ব্যাপারে তাদের বিবরণে লিপিবদ্ধ করে এবং তাদেরকে স্বাক্ষর করতে বলে।

এই ঘটনাটি নিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক খবর প্রকাশ করে যে, গুম হওয়া ব্যক্তিদের বাসায় গিয়ে পুলিশ জোর করছে এবং সাদা কাগজে সই নিচ্ছে। আসলে ব্যাপারটি সম্পূর্ণ অসত্য। সাদা কাগজে সই নেওয়া হয়নি। ওই বাড়িতে গিয়ে পুলিশ প্রথমেই জানতে চেয়েছে যে, ওই ব্যক্তি আসলেই গুম হয়েছে কিনা, কতদিন ধরে নিখোঁজ রয়েছে, সর্বশেষ তাদের কার সাথে দেখা হয়েছিল ইত্যাদি তথ্য এবং থানায় তারা জিডি করেছে কিনা, কার সঙ্গে যোগাযোগ করেছে ইত্যাদি। যখন পুলিশ পুরো বিষয়টিকে লিপিবদ্ধ করলো, করার পর তাদেরকে সেটি পড়তে দিয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে। এটিকে একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রচার করছে যে, গুম হওয়া ব্যক্তিদের বাড়িতে গিয়ে জোরপূর্বক সাদা কাগজে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে এবং তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে৷ এই পত্রিকার প্রতিবেদনটি প্রকাশিত হবার সাথে সাথে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই মায়ের ডাক এবং আইন সালিশ কেন্দ্র এ নিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে যে, গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে হয়রানি করা হচ্ছে, চাপ প্রয়োগ করা হচ্ছে। সেই দুইটি এনজিওর বক্তব্যের সূত্র ধরেই আবার পরদিনই জাতীয় প্রেসক্লাবে মায়ের ডাকের উদ্যোগে রাজনৈতিক আবরণে একটি সমাবেশ হয়েছে। সেই সমাবেশে মাহমুদুর রহমান মান্না, আসিফ নজরুলের মতো সরকারবিরোধী লোকজন উপস্থিত থেকে এ নিয়ে বেশ বক্তব্য রেখেছেন।

এই বক্তব্যের পরপরই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (যেটি আগে থেকেই বর্তমান সরকারবিরোধী হিসেবে পরিচিত এবং যুদ্ধাপরাধীদের সহায়তা জানানোর জন্য বিতর্কিত এবং সমালোচিত) প্রতিবেদনে দাবি করেছে যে, বাংলাদেশে যে গুমের ঘটনাগুলো সরকার তদন্ত তো করছেইনা, বরং সরকার এটার আত্মপক্ষ সমর্থনের বিভিন্ন পথ খুঁজছে। এই হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনের সুপারিশমালায় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডাসহ বেশকিছু দেশের প্রতি। সেই সমস্ত সুপারিশগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, সুস্পষ্টভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার কথা বলা হয়েছে এবং বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে সুস্পষ্ট একটি অবস্থান গ্রহণ করা হয়েছে এই সুপারিশগুলোতে। জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র বা কানাডা এখন হয়তো এই প্রতিবেদনগুলো নিয়ে কাজ করবে।

পাঠক লক্ষ্য করুন যে কিভাবে একটি ঘটনাকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। যে তালিকাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন থানায় দিয়েছিল সে তালিকা অনুযায়ী গুম হওয়া ব্যক্তিদের তথ্য হালনাগাদ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন বাড়িগুলোতে যাচ্ছিলো তখন সেটাকে হয়রানি, চাপ প্রয়োগ হিসেবে দেখানো হলো এবং সেটি কোন রকম যাচাই-বাছাই ছাড়াই আন্তর্জাতিক গণমাধ্যমের বিষয়বস্তু হলো। ঠিক এটি একটি ঘটনা এবং ঠিক এভাবেই বাংলাদেশবিরোধী অপপ্রচার সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং দেশের শীর্ষস্থানীয় দুটি দৈনিক পত্রিকা এই অপপ্রচারের মূল সূত্র হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা যদি সবগুলো ঘটনা বিশ্লেষণ করি তাহলে দেখবো যে, একই চেইনে বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে যার উৎসভূমি বাংলাদেশই।

যুক্তরাষ্ট্র  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ওমরাহ হজ্জ করতে সৌদি পৌঁছেছেন বস্ত্র ও পাটমন্ত্রী

প্রকাশ: ১০:৫৩ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

পবিত্র ওমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যে এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি-১৩৭ যোগে পরিবারের সদস্যদের নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। রাতে সৌদি আরব পৌঁছান মন্ত্রী।

পাটমন্ত্রী মক্কায় পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও ওমরাহ পালন ছাড়াও মক্কা ও মদিনায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজরিত বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করবেন। 

ওমরাহ পালন শেষে আগামী ৪ মে তার দেশে ফেরার কথা রয়েছে।


ওমরাহ হজ্জ   সৌদি আরব   বস্ত্র ও পাটমন্ত্রী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

প্রকাশ: ১০:৩০ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

পাবনার সাঁথিয়ায় অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার ভল্ট থেকে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যাংকের প্রধান তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরের দিকে অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর নানা তথ্য-উপাত্ত সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সাঁথিয়া থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হলেন, সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর এলাকার মৃত জান বক্সের ছেলে ও অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখার প্রিন্সিপ্যাল অফিসার আবু জাফর, ওই ব্যাংকের ব্যবস্থাপক সুজানগর দুর্গাপুর গ্রামের হারুন বিন সালাম ও ব্যাংকের ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী বেড়া উপজেলার নতুন ভারেঙ্গা গ্রামের মৃত শুশীল চক্রবর্তীর ছেলে। টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ওই শাখার ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী।

সাঁথিয়া থানা ও অগ্রণী ব্যাংক সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অগ্রণী ব্যাংক রাজশাহী বিভাগীয় ও পাবনা আঞ্চলিক শাখা থেকে ৫ কর্মকর্তা বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আকস্মিক অডিটে আসেন অগ্রণী ব্যাংক কাশিনাথপুর শাখায়। অডিট শেষে সেখানে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা আর্থিক অনিয়ম দেখতে পান। পরে ওই অডিট কর্মকর্তা সাঁথিয়া থানাকে অবহিত করলে পুলিশ অভিযুক্ত ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অগ্রণী ব্যাংক পাবনা আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক রেজাউল শরীফ বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভাগীয় অফিস থেকে ৫ সদস্যের অডিট টিম ব্যাংকে অডিট শুরু করেন। সেখানে দিনভর জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন পুলিশসহ অডিট কর্মকর্তারা। পরে রাতে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান, আটককৃতদের ৫৪ ধারা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। অর্থ আত্মসাৎ ও অন্যান্য বিষয়গুলো দুদক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।


অগ্রণী ব্যাংক   গ্রেপ্তার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রকাশ: ০৯:২২ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বোরো ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ওই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, অন্যান্য দিনের মতো ওমর রাতে তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। তবে অন্যান্য রাতে আশপাশে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানক্ষেতে অবস্থান করছিলেন। রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে একদল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে ওমরের ওপর আক্রমণ চালায়।

এসময় তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে হত্যা করে হাতির দল। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমরকে দেখতে না পেয়ে ঘটনাস্থলে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

এদিকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থল পরিদর্শনে যান। ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  


বন্যহাতি   কৃষক   মৃত্যু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

প্রকাশ: ০৮:৩৮ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

সাজাপ্রাপ্ত মামলার আসামি চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। মাসুদুল ইসলাম কচুয়া উপজেলার বিতারা গ্রামের মৃত সরাফত আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাসুদুল ইসলামের বিরুদ্ধে মতিঝিল থানার জিআর মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ২০২৩ সালের ৩১ ডিসেম্বর দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


জামায়াত   সেক্রেটারি   গ্রেপ্তার  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: ০৮:২২ এএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরা-ক্লাওচা-উয়ুয়া এবং রানি সুথিদা বজ্রসুধা-বিমলা-লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা ও রানির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে, এদিন সকালে জাতিসংঘের এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএনএসক্যাপ) ৮০তম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ছয়দিনের সরকারি সফরে থাইল্যান্ডে যান। ২৪ থেকে ২৯ এপ্রিল সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

বাংলাদেশ ও থাইল্যান্ড দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তির জন্য আলোচনার আগ্রহপত্রসহ বেশ কয়েকটি সহযোগিতার নথিতে স্বাক্ষর করবে।

বাংলাদেশ এবং থাইল্যান্ড সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করতে পারে। শক্তি সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সম্পর্ক সম্প্রসারণের জন্য পর্যটন খাতে সহযোগিতা এবং শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আরও দুইটি সমঝোতা স্মারকও স্বাক্ষর করতে পারে দুই দেশ।


থাইল্যান্ড   প্রধানমন্ত্রী   সৌজন্য সাক্ষাৎ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন