ইনসাইড বাংলাদেশ

নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা, ফলাফল শূণ্য

প্রকাশ: ০৭:০১ পিএম, ০৪ জানুয়ারী, ২০২৩


Thumbnail

বিএনপি এবং এর সমমনা দল, ১১ দলীয় জোট, ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চসহ সরকার বিরোধী দলগুলো স্বাধীন নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিসহ বিভিন্ন দাবি করে চলমান যুগপৎ আন্দোলনের নামে স্বাধীন নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, নির্বাচন কমিশন স্বাধীন না হলে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা বিপুল পরিমাণ ভোটের ব্যবধানে জয়লাভ করতে পারতেন না। স্থানীয় সরকার নির্বাচনেও নৌকা বিরোধী প্রার্থীদের জয়লাভ করা সম্ভব হতো না। বস্তুত, যারা নির্বাচন বিমুখ, তারাই নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছেন, কিন্তু ফলাফল শূণ্য।  

স্থানীয় সরকার নির্বাচনে দেখা গেছে, আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীদের ভরাডুবি। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এমনকি উপজেলা নির্বাচনেও একাধিক বিদ্রোহী প্রার্থী কিংবা বিএনপি অথবা জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীদের জয়জয়কার দেখা গেছে। এ ছাড়া, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটে অনিয়ম হওয়ায় তা বাতিল করে নির্বাচন কমিশন। পরে বুধবার (৪ জানুয়ারি) পুন:নির্বাচনের দিন ধার্য্য করে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে প্রিতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন বলেও দাবি করেছেন দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা।          
   
জানা গেছে, বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা- ৫ আসনের পুন:নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গত ২৩ জুলাই মারা গেলে তার সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণের মধ্যে সিসি ক্যামেরায় এক-তৃতীয়াংশ কেন্দ্রে অনিয়মের চিত্র সামনে এলে, ভোট চলাকালেই নির্বাচন বন্ধের নির্দেশ দেয় ইসি। পরে গত ৬ ডিসেম্বর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনের পুনর্ভোটের জন্য ৪ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে নির্বাচন কমিশন।

গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, বুধবার (৪ জানুয়ারি) গাইবান্ধা- ৫ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন সকাল পৌনে ৯টার দিকে সাঘাটার কামালেরপাড়া ইউনিয়নে ফলিয়া দীঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট হচ্ছে। এখানে কারচুপির কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। আমার বিজয় নিশ্চিত।’

এদিকে জাতীয় পার্টির প্রার্থী এএইচএম গোলাম শহীদ রঞ্জু সকাল ৮টা ৩৫ মিনিটে সাঘাটার বোনারপাড়ায় কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। এ সময় অভিযোগ করে তিনি বলেন, ‘তার বহু এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা বুথের ভেতরে ঢুকে ভোটারদের নৌকায় চাপ দিতে বলছেন। পথে পথে ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের অভিযোগ করেছেন। ভোট সুষ্ঠু ও কারচুপিমুক্ত হলে জয় নিশ্চিত।’

অন্যদিকে বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় নির্বাচন কমিশনার রাশেদা খানম বলেছেন, ‘গত ১২ অক্টোবরের উপ-নির্বাচনে চরম অনিয়ম হলেও আজকের ভোটে এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি।’

ইসি রাশেদা খানম সাংবাদিকদের বলেন, ‘গত ১২ অক্টোবর এই আসনে অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ পুনর্ভোট হচ্ছে। সেই ভোটে আমরা ঢাকা থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি, ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন এবং ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। সেখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনো আমাদের চোখে পড়েনি।’

সূত্র জানায়, গাইবান্ধা-৫ আসনের সংসদ-সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১২ অক্টোবর উপ-নির্বাচনের দিন ধার্য হয়। ভোটে অনিয়ম করায় তা বাতিল করা হয়। ১৪ নভেম্বর ওই অনিয়মের প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্তে ১২৫ জন প্রিসাইডিং কর্মকর্তা ও পাঁচ কেন্দ্রের পাঁচজন পুলিশ উপ-পরিদর্শকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানান সিইসি কাজী হাবিবুল আউয়াল।

রাজনৈতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, গত বছরের (২০২২) ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জনের মধ্যে ২ লাখ ৮০ হাজার ৯৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তেমন কোনও অনিয়ম ও সংঘর্ষ ছাড়াই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইভিএমের মাধ্যমে। নির্বাচনে জাতীয় পার্টির মোস্তাফিজুর রহমান মোস্তফা ১ লাখ ৪৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া ২২ হাজার ৩০৬ ভোট পেয়ে চতুর্থ হয়ে জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমিরুজ্জামান জামান ৪৯ হাজার ৮৯২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ৩৩ হাজার ৮৮৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লতিফুর রহমান।

তাঁরা (রাজনৈতিক পর্যবেক্ষক) বলছেন, ২০২৪ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের নির্বাচনের ঠিক এক বছর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল খুবই তাৎপর্যপূর্ণ। রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ইভিএমে। অর্থাৎ যারা ইভিএমের বিরোধিতা করেছিলেন তাদের জন্য এটি একটি শিক্ষণ হওয়া উচিত। ইন্টারনেটের ধীরগতির কারণে কোথাও কোথাও কিছু সমস্যা তৈরি হলেও ভোট খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে। বিকাল চারটার মধ্যে যারা কেন্দ্রে পৌঁছাতে পেরেছিলেন তারা ভোট দিতে পেরেছেন। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলা যায় নির্বাচন কমিশন সফলভাবে নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে। এ জন্য তাদের বাহবা দেওয়া উচিত। একই সঙ্গে ইভিএমে ভালো নির্বাচন করা সম্ভব, তা-ও প্রমাণিত হয়েছে। ভোটারের আঙুলের ছাপ এবং ভোটার আইডি কার্ড একসঙ্গে দেওয়ার পরেই ইভিএমে ভোট দেওয়া সম্ভব। ইভিএমকে যারা বিতর্কিত করতে চায় তারা এবার নিজেদের অবস্থান পরিবর্তন করবে বলে আশা করছি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি কিংবা সার্ভার সমস্যায় যদি কোনও সমস্যা তৈরি হয়, এই নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে আগামীতে ইসিও ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু একটি রাজনৈতিক দল এসব বিষয় নিয়েই ইভিএম এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করা চেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ইতিমধ্যেই নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন -তা প্রমাণিত হয়েছে। 

এ ছাড়াও, গত কয়েক বছরে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ বিভিন্ন উপদলে বিভক্ত হয়েছে। অনেক ক্ষেত্রেই এলাকায় পরিচিত এবং ত্যাগী নেতারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এমনকি উপজেলা নির্বাচনেও এই বিষয়টি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে। ফলে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, নয়তো জাতীয় পার্টির প্রার্থী, না হয় বিএনপি দলীয় প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ স্বাধীন না হয়ে সরকার দ্বারা পরিচালিত হতো, তাহলে কোনোভাবেই নৌকা প্রতীকের প্রার্থী ছাড়া অন্য কারো জয়লাভের সুযোগ ছিলো না। এসব ঘটনা থেকেও বর্তমান নির্বাচন কমিশনের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনার প্রমাণ মেলে বলে জানিয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।    

পত্রিকায় প্রকাশিত খবর থেকে জানা গেছে, রংপুর সিটি নির্বাচনে ২২৯টি কেন্দ্রের মধ্যে প্রায় ১৫০টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পোলিং এজেন্ট ছিল না। যে সব কেন্দ্রে পোলিং এজেন্ট ছিল তারাও অনেক আগেই ভোটকেন্দ্র ছেড়ে চলে গেছেন। এমনকি, অনেক জায়গায় প্রার্থীর পোস্টার পর্যন্তও দেখা যায়নি। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হলেও নেতাকর্মীদের একাংশ তার পক্ষে অবস্থান নিয়েছিলেন, কেউ গোপনে, কেউ সরাসরি। অনেক সময় দলের বিভিন্ন কার্যক্রমে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। তারই পরিপ্রেক্ষিতে নেতাকর্মীরা হয়তো বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়। এসব কারণেই রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ভরাডুবি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং স্বাধীন নির্বাচন কমিশনের কোন হাত নেই বলেও জানান তাঁরা।  

তাঁরা বলছেন, এই নির্বাচনেও জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মোস্তফিজার নির্বাচন চলাকালীন সময়ে ইভিএম এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। নির্বাচন চলাকালীন সময়েও তিনি নির্বাচন কমিশন এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ইভিএম নিয়ে সমালোচনা করে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। পরে নির্বাচনে জয়লাভের পর তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। এ থেকেও প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সক্ষম। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ বা বিতর্কিত করার বিন্দু পরিমাণ অবকাশ নেই।

নির্বাচন কমিশন   ১১ দলীয় জোট   ১২ দলীয় জোট   গণতন্ত্র মঞ্চ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন