ইনসাইড বাংলাদেশ

বর্ণিল আয়োজনে সারা দেশে বসন্ত বরণ

প্রকাশ: ০৫:৫৮ পিএম, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail

আজ পহেলা ফাল্গুন। আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। হরেক রকমের বাহারি ফুল ও পত্রপল্লবে প্রকৃতি আজ বর্ণিল। বসন্তের মাতাল সমীরণে প্রকৃতিতে নিজেদের অস্তিত্ব প্রকাশ করছে টকটকে লাল রাঙা পলাশ। তাই বর্ণিল আয়োজনে সারা দেশে বসন্ত বরণ করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি (হাবিব আহমেদ) : রাজশাহীতে বর্ণিল আয়োজনে বরণ করা হলো ঋতু রাজ বসন্তকে। বসন্ত বরণ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই নেয়া হয় নানা প্রস্ততি। স্কুল, কলেজ বিনোদন কেন্দ্রগুলোও সাজানো হয়েছে বর্ণিল সাজে। নব বসন্তকে বরণ করে নিতে এবার রাজশাহীতে ব্যতিক্রম আয়োজন ছিল।

সকাল সাড়ে ৯ টার দিকে ঋতুরাজ বসন্তকে বরণ কওে নিতে রাজশাহী কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রাজশাহী নগরীর জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাজশাহী কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। বিশাল এই শোভা যাত্রার নেতৃত্ব দেন রাজশাহী কলেজ অধ্যক্ষ আব্দুল খালেক।

র‌্যালীতে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা ছিলেন বর্ণিল বাসন্তী সাজে। বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোপায় ফুল অথবা রিং জড়িয়ে শোভা যাত্রায় অংশ নেয় তরুণীর দল। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছে তারা। তরুণরাও সেজেছে তাদের আপন রঙে। তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দেয় কবির কবিতার লাইন ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’। রাজশাহী কলেজের বিএনসিসির সজ্জিত ব্যান্ড দল এই শোভা যাত্রার সৌন্দর্য বহুগুন বাড়িয়ে দেয়।

কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বসন্তকে স্বাগত জানিয়ে বলেন, বসন্ত আর ভালোবাসা দিবস দুটি মিলে গেছে। বাঙ্গালীর যে সংস্কৃতি তা কাজে লাগিয়ে এবং প্রকৃতির রঙ বদলের সাথে ফুলে ফুলে ছড়িয়ে গেছে ফাগুনের উন্মাদনা। বসন্তের শুভ বার্তা বাংলাদেশর মানুষের জন্যও মঙ্গল বয়ে আসুক এই কামনা করেন তারা।

অপর দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে প্রশাসন ভবনের সামনে বসন্ত উৎসবে মেতে ওঠেন সংগীত বিভাগের শিক্ষার্থীরা। এসময় তারা নেচে-গেয়ে স্বাগত জানায় ঋতুরাজ বসন্তকে। করোনা মহামারীর জন্য আগের বছরগুলোতে বসন্ত উৎসব পালন করতে না পারার আক্ষেপ মেটাতে এবার নির্দিষ্ট স্থানে বন্দি না থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উৎসব আয়োজন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এদিকে আগামীবার থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ কে সাথে নিয়ে কেন্দ্রীয়ভাবে বসন্ত উৎসব পালনের কথা জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এদিকে বসন্ত বরণ ও বিশ্ব ভালবাসা দিবস এক দিনে হওয়ায় মানুষের মধ্যে আনন্দ একটু বেশি ছিল। সকাল থেকেই লোকজনদের বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে দেখা যায়। বিশেষ করে সকালের দিকে রাজশাহীর পদ্মাধারে লোকসমাগম ছিল চোখে পড়ার মত। তবে বিকেল পড়ার পর থেকে পদ্মা ধার বিনোদন প্রেমিদের পদচারণায় মুখর হয়ে উঠে। কেউ বন্ধু নিয়ে আবার কেউ বান্ধবি নিয়ে ঘুরতে বের হয়েছেন পদ্মার ধারসহ বিনোদন কেন্দ্রগুলোতে। এছাড়াও অনেকেই স্বপরিবারে একটু বিনোদনের জন্য হাজির হয়েছেন পদ্মার পাড়ে। বসন্ত বরণ ও বিশ^ ভালবাসা দিবসকে কেন্দ্র করে দিনভর বিনোদন লোকজন হৈহুল্লোড় আনন্দে দিন পার করেছেন।

নাটোর প্রতিনিধি (মোঃ সাজেদুল ইসলাম) : নাটোরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে  ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ই ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। পরে বটতলায় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসন্ত বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এন এস কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

বসন্ত বরণে শিক্ষার্থীরা নানা রংয়ে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করে নেয়। এসময় শিক্ষার্থীরা হাতে ফুল ও মাথায় ফুলের তোরা দিয়ে নিজেকে সাজিয়ে তোলেন। এসময় কলেজ চত্বরে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বসন্তের প্রথম দিন সঙ্গে ভালবাসা দিবসও।

শিক্ষার্থী ইয়ামিন আক্তার বলেন, ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। সেই সঙ্গে ভালোবাসা দিবস বসন্তকে কয়েকগুণ আনন্দ বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সবাইকে ভালোবাসা ও বসন্তের শুভেচ্ছা। সারাদিন আজ অনেক আনন্দে কাটাব। নুরজাহান আক্তার নামে আরেক শিক্ষার্থী বলেন, আজ বসন্ত বরণের দিন। সারা বছর চেয়ে থাকি কবে বসন্ত আসবে। বসন্তে কলেজে বন্ধু-বান্ধবীরা মিলে সবাই অনেক আনন্দ করি। সারাদিন সহপাঠিদের সঙ্গে ঘুরে বেড়াই আর খাই-দাই যা ভাষায় প্রকাশ করা যাবে না। অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম বলেন, পহেলা ফাল্গুন বাঙালির নিজস্ব উৎসব। এ উসব জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়। এর মাধ্যমে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা চান কলেজের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে হিংসামুক্ত পরিবেশে বড় হোক। তারা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক।

গোপালগঞ্জ প্রতিনিধি (হায়দার হোসেন) : ঋতুর পরিক্রমায় এসেছে ঋতুরাজ বসন্ত। মঙ্গলবার(১৪ ফেব্রুয়ারি) এস, এম মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে স্কুল প্রাঙ্গণে বসন্ত বরণে মিলিত হয় শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ। বাসন্তী রঙের শাড়ি, হলুদ রঙের পাঞ্জাবি আর রঙ-বেরংয়ের ফুলের সাজসজ্জা উৎসব প্রাঙ্গণকে বর্ণিল করে তোলে। প্রিয়জনের হাত ধরে আসা মানুষ গুলো বসন্ত উৎসবের গানে মেতে ওঠেন।

এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বসন্তকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বরন করে নেয়া হয়। বিকেলে জেলা শিল্পকলা একাডেমী ও জেলা প্রশাসনের উদ্যোগেও বসন্ত বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেরা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ মুন্সী আতিয়ার রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া পারভিন প্রমুখ বক্তব্য রাখেন।

বেনাপোল প্রতিনিধি (শেখ নাছির উদ্দীন) : মঙ্গলবার যথাযথ মর্যাদা ও বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষে বিএসএফ ও বিজিবি উভয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মন্তব্য করেন তারা।

এছাড়াও শান্তিপূর্ণ ভাবে কাজ করার জন্য একে অপরের সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা আবশ্যক বলে মন্তব্য করেন বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষাবাহিনী। এ সময় বিজিবি-বিএসএফের মধ্যে রিট্রিট সিরিমনি (প্যারেড) প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিদায়ী অধিনায়ক লে,. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী,নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল আহমেদ হাসান জামিল,উপ অধিনায়ক মেজর সেলিমুদদোজা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কলকাতা আইজি অতুল ফুলজেলে,ডিআইজি রাকেশ কুমার সহ আরো অফিসার বৃন্দ।

ইবি প্রতিনিধি (মুতাছিম বিল্লাহ রিয়াদ) : ক্যালেন্ডারের পাতায় আজ পহেলা ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ। শীতের খোলস পাল্টে প্রকৃতি তার রূপ বদলাতে শুরু করেছে। খুলে দিয়েছে দক্ষিণা দুয়ার। সে দুয়ারে বইছে ফাল্গুনী হাওয়া। ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্তের আগমন। এই বসন্তকে বরণ করে নিতে বরাবরের মতই ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেতে উঠেছে রঙিন উৎসবে।

দিনটি উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০ টায় বাংলা বিভাগের আয়োজনে ক্যাম্পাসে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা হলুদ শাড়ি ও খোপায় ফুল গুঁজে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। শিক্ষার্থীদের বসন্তের সাজে ক্যাম্পাস হয়ে উঠেছে প্রাণবন্ত। শোভাযাত্রা শেষে ক্যাম্পাসের বাংলা মঞ্চে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এদিকে বসন্ত বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে চারুকলা বিভাগও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেছেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি যে সকল বিশ্ববিদ্যালয় আছে, যারা বাঙালি সংস্কৃতি নিয়ে বিভিন্ন আয়োজন করে, এটাকে ধারণ করে এবং পরিপুষ্ট করার প্রচেষ্টায় লিপ্ত থাকে আমার মনে হয় তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় অন্যতম। তিনি বলেন, বসন্তই বিশ্বের বাসনা। আমাদের পরিচয়, আমরা জাতিতে বাঙালি। বিশ্বর একমাত্র বাংলাদেশে ১২ মাসে নির্দিষ্ট ৬ ঋতুর উপস্থিতি ঘটে। হয়তো জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েকটা বছর কখনও কখনও এ ঋতুর উপস্থিতির কিছুটা পরিবর্তন ঘটেছে। ভিসি আরও বলেন, ৬ ঋতুর আন্দোলিত এ দেশ যাঁরা গড়ে দিয়ে গেছেন, এ গড়ার পিছনে যে আন্দোলন শুরু হয়েছিল, যে বীজ রোপিত হয়েছিল, কিংবা যে বীজের অঙ্কুরোদগম ঘটেছিল সেটা ছিল আমাদের ভাষা আন্দোলন। আজ সেই ভাষার মাস। এ ভাষা আন্দোলনের অন্যতম সংগঠক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ভাষা শহিদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, শুধু পঠন-পাঠনের মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। বাঙালি সংস্কৃতি চর্চায় আরও এগিয়ে যেতে হবে। আমরা বাঙালি, আমাদের সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। অপর বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, বসন্ত উৎসব বাঙালির চেতনা ও সংস্কৃতির উৎসব। বাঙালি সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে এ বিশ্ববিদ্যালয় কাজ করবে এ প্রত্যাশা রাখি। বাংলা বিভাগের সভাপতি প্রফেসর গাজী মোঃ মাহবুব মুর্শিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বসন্ত উৎসব উদযাপন কমিটির আহবায়ক বাংলা বিভাগের প্রফেসর ড. মোঃ সরওয়ার মুর্শেদ। সভা সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. বাকী বিল্লাহ বিকুল ও রোজী আহমেদ।

বসন্ত বরণ   সারা দেশে বসন্ত বরণ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

‘ভিসানীতি-র‌্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে লু’র সফরে আলোচনা হবে’

প্রকাশ: ০৪:৫৭ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র আসন্ন ঢাকা সফরে আলোচনা করা হবে। সোমবার (১৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিষয়গুলো (র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি) আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই। সেগুলো নিয়ে অবশ্যই আমরা আলোচনা করবো। সেগুলো (র‌্যাবের নিষেধাজ্ঞা ও ভিসানীতি) যেন সহজীকরণ হয় বা উঠে যায় তা নিয়ে মার্কিন প্রশাসনে এরই মধ্যে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টে আলোচনা হয়েছে। আলোচনায় এ প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার লক্ষ্যে উভয় দেশ কাজ করছি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। প্রধানমন্ত্রী চতুর্থবার নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট চিঠি লিখে সম্পর্ক এগিয়ে যাওয়ার বা নতুন উচ্চতায় নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছেন। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করবো। সেখানে অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে সহযোগিতা আছে।

দুদিনের সফরে আগামীকাল মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন ডোনাল্ড লু। ঢাকা সফরের সময় তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এর পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া লুর নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গত বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।


পররাষ্ট্রমন্ত্রী   ড. হাছান মাহমুদ   ডোনাল্ড লু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

গোপালগেঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ১

প্রকাশ: ০৪:৫৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকার আরোহী শের খান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২ জন গুরুতর ।

সোমবার (১৩ মে) সকাল ৮ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুপুরের কলেজ মোড় নামক স্থানে নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এর একটি বাস ঢাকা থেকে ছেড়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে ঘটনা স্থলেই প্রাইভেটকার আরোহী নিহত হয়, এতে অপর দুইজন আহত হয়।

নিহত শের খান (৪৫) ঢাকা মিরপুর-২ এর রুপনগর আবাসিক এলাকার ছিদ্দিক খানের ছেলে। অপর দুই আহতরা হলেন প্রাইভেটকার চালক সোহেল ও নড়াইল এক্সপ্রেসের যাত্রী নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মোস্তফার ছেলে হাফিজুর (৪০) ।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, মুকসুদপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মারাত্মক আহতদেরকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন এবং অপর দুই জন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিতসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, ‘ঘাতক বাসটিকে আটক করা হলেও বাস চালক পালিয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


সড়ক দুর্ঘটনা   বাস-প্রাইভেটকার সংঘর্ষ   নিহত  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শাহজাদপুর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রকাশ: ০৪:৪৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শাহজাদপুর উপজেলা নির্বাচনে ৮ জন চেয়ারম্যানসহ মোট ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

 

আজ সোমবার (১৩ মে) সকাল ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন এডিসি (রেভিনিউ) মোঃ ইমরান হোসেন।

 

প্রতিদ্বন্দ্বী ৮ জন চেয়ারম্যান প্রার্থী হলেন, মোঃ হালিমুল হক মিরু (আনারস), এডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু (কাপ পিরিচ), মুস্তাক আহমেদ (কৈ মাছ), মোঃ সাইফুল ইসলাম (টেলিফোন), গোলাম সাকলাইন (হেলিকপ্টার), ইসমাইল সুমন (দোয়াত কলম), ইউনুস আলী (ঘোড়া), এ্যাড. হুমায়ুন (মোটরসাইকেল)।

 

এছাড়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মাহবুবে সোবাহান শেখ সজল মিন্টু (টিউবওয়েল), মারুফ হোসেন সুনাম (চশমা), সাইফুল ইসলাম প্রিন্স (তালা), ফারুক সরকার (মাইক) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

অপরদিকে, মহিলা ভাইস চেয়ারম্যানদের মধ্যে মৌসুমী সরকার বাবলা পেয়েছেন হাঁস প্রতীক, লাবনী পেয়েছেন কলস প্রতীক ফুটবল প্রতীক পেয়েছেন প্রিয়া।


উপজেলা নির্বাচন   প্রতীক বরাদ্দ   চেয়ারম্যান   ভাইস চেয়ারম্যান   মহিলা ভাইস চেয়ারম্যান  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নওগাঁয় গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

প্রকাশ: ০৪:২৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

নওগাঁর বদলগাছী উপজেলায় যৌতুকের দাবীতে রিক্তা বানু নামে এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ করা হয়েছে।

 

সোমবার (১৩ মে) সকালে গৃহবধুর মা এ অভিযোগ করেন। গৃহবধূর মা’র জবানবন্দি গ্রহন করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

 

এরপর তিনি মামলাটি সংশ্লিষ্ট বদলগাছী থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দেন। একই সাথে ঘটনাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা শাখা (ডি.বি) নওগাঁকে নির্দেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার বারফলা গ্রামের পিন্টু রহমানের সাথে চলতি বছরের ৩০ জানুয়ারী বিয়ে হয় রিক্তা বানুর। বিয়ের পর থেকেই পিন্টু রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল। চলতি বছরের ২৯ এপ্রিল ছামদুলের ছেলে পিন্টু রহমান, কুরানার ছেলে ছামদুল, ছামদুলের স্ত্রী রওশন আরা, গোলা সোনারের ছেলে বাবুল সোনার যৌতুকের জন্য বাদীর মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে।

 

এঘটনায় গৃহবধূর মাতা বদলগাছী থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মামলা গ্রহন করতে অপারগতা প্রকাশ করেন। মৃত গৃহবধূর মাতা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে নালিশী মামলা দায়ের করেন।


গৃহবধূ হত্যা   বিষ প্রয়োগ   যৌতুক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: লক্ষ্মীপুর সদর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


Thumbnail লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ২৯ মে ৩য় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচনের এই পর্বে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনও। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

 

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা পদ্মাসন সিংহ। 

 

নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (আনারস), জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ), বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা রহমত উল্যা বিপ্লব (ঘোড়া), মোঃ আবুল কাশেম (দোয়াত কলম) ও মোঃ নিজাম উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন। 

 

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো হাফিজ উল্যা (মাইক), সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ (উড়োজাহাজ), জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী (বই), মোঃ ইয়াছিন আরাফাত (তালা) ও মোঃ মাসুদুর রহমান (চশমা) প্রতীক পেয়েছেন। 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা (ফুটবল), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার (হাঁস প্রতীক) ও সেলিনা খানম (পদ্মফুল) প্রতীক পেয়েছেন। 

 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৩৭ জন, পুরুষ ভোটার ৩ লাখ ২১ হাজার ৪০৩ জন ও তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৯২ টি। 

৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।


উপজেলা নির্বাচন   ৩য় ধাপ   প্রতীক বরাদ্দ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন