ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশের জন্য সুসংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:০০ এএম, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮


Thumbnail

স্বল্পোন্নত দেশের তকমা আর নয়। এমন দেশের তালিকায় থেকে শিগগিরই বেরিয়ে আসছে বাংলাদেশ। সবগুলো শর্ত পূরণ করে জাতিসংঘের কাছ থেকে এখন শুধু ঘোষণা পাওয়ার অপেক্ষা। আগামী মার্চেই আসতে পারে সেই শুভ বার্তা।

জাতিসংঘের পরামর্শক সংস্থা ইকোসকের ‘কমিটি ফর ডেভেলপমেন্ট’ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের জন্য সুপারিশ করেছে। স্বল্পোন্নত দেশের গন্ডি উত্তরণের জন্য জাতিসংঘের যে তিনটি শর্ত পূরণ করতে হয়, তাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।

এই স্বীকৃতি বাংলাদেশের জন্য এক অনন্য মাইলফলক। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরনের জন্যে জাতিসংঘের শর্তগুলো হলো: মাথাপিছু গড় আয়, মানবিক সম্পদ সূচক, অর্থনৈতিক ঝুঁকি সূচক।

মাথাপিছু গড় আয় স্বল্পন্নোত দেশ থেকে বের হওয়ার একটি অন্যতম সূচক। বিশ্বব্যাংকের এটলাস পদ্ধতির আলোকে নির্ধারিত মাথাপিছু গড় আয়ের এক হাজার ২৪২ ডলার বাংলাদেশ অতিক্রম করেছে। ১৯৭২-৭৩ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় ছিল মাত্র ১২৯ মার্কিন ডলার। চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে হয়েছে এক হাজার ৬১০ ডলার। এ হিসাবে গত ৪৪ বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় বেড়েছে প্রায় ১১ গুণ।

মানব উন্নয়ন সূচকে স্বল্পোন্নত থেকে বেরুবার জন্য অন্তত ৬৬ পয়েন্ট প্রয়োজন ছিল বাংলাদেশের, যা ইতিমধ্যেই অর্জিত হয়েছে। ১৯৭১সালে আমাদের দেশের মানুষের গড় আয়ু ছিল ৪৭ বছর তা আজ প্রায় ৭২ বছর। ১৯৭১ সালের দিকে ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার ছিল প্রতি হাজারে ২২২ দশমিক ৭ জন। এখন তা প্রতি হাজারে ৩৪ দশমিক ২ জন। সাক্ষরতার হার গত নয় বছরে ৪৪ শতাংশ হার বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ৩০ শতাংশে উন্নীত হয়েছে।

অর্থনৈতিক ঝুঁকি সূচকেও বাংলাদেশ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন করেছে। এই সূচকে নূন্যতম ৩২ বা তার কম স্কোর থাকতে হয়। বাংলাদেশের বর্তমান স্কোর ২৪ দশমিক ৯। দারিদ্রতা দূরীকরণে বাংলাদেশের সফলতা সারা বিশ্বকে বিস্মিত করেছে। ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২৮ শতাংশ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার। রপ্তানি আয় ৩৫ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

এই তিনটি শর্ত পূরণ করায় জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে যে বাংলাদেশ আর নিন্ম আয়ের দেশ নয়। জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএনসিডিপি) মার্চে তাদের পরবর্তী বৈঠক বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার জন্যে সুপারিশ করবে।

একটা সময় বাংলাদেশ বিশ্বের কাছে পরিচিত ছিল ক্ষুধা ও দারিদ্রের প্রতীক হিসেবে। বন্যা আর দূর্যোগের দেশ হিসেবে ছিল দুর্নাম। সেই অবস্থা থেকে বাংলাদেশের আজকের অবস্থান কোনো রূপকথা নয়।

স্বাধীনতার পর বাংলাদেশ কে নিয়ে আশাবাদী মানুষ সারা বিশ্বে খুব কম ছিল। বাংলাদেশকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্যের অভাব ছিল না। সেই বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে অনেক দেশ আমাদের তাদের রোল মডেল ভাবতে শুরু করেছে ইতিমধ্যেই।

বাংলাদেশ শুধুই জাতিসংঘের দেওয়া শর্তই পূরণ করে নাই, অনান্য ক্ষেত্রেও অর্জন করেছে ইর্ষনীয় সাফল্য অর্জন করেছে ।

খাদ্য উৎপাদনে বাংলাদেশ অসামান্য সফলতা অর্জন করেছে। ২০১৭ সালে বাংলাদেশ ৩ দশমিক ৯৭ কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন করেছে। ২০০৬-০৭ সালে বার্ষিক খাদ্য উৎপাদন ছিল ২ দশমিক ৮৪ কোটি মেট্রিক টন।

২০১৮ সালে জানুয়ারির প্রথম দিনেই ৩৪ কোটি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ বর্তমানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে।

‘সবার জন্য বিদ্যুৎ’ প্রধানমন্ত্রীর এই ভিশনের আলোকে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২০০৮ সালের তিন হাজার ২৬৪ মেগাওয়াট থেকে বর্তমানে ১৬ হাজার ৩৫০ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অর্জন ইউনেস্কো কর্তৃক স্বীকৃত।

তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ একটি বিপ্লবের স্বাক্ষী। মোবাইল টেলিফোন সিমের সংখ্যা ২০১৭ সালে ১৩ কোটি ছাড়িয়ে গেছে। বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৭ কোটির উপরে।

বাংলাদেশের এই স্বপ্ন পূরণের গল্প পৃথিবীর দারিদ্রপীড়িত রাষ্ট্র গুলোর জন্য আজ অনুপ্রেরণায় উৎস। বাংলাদেশেকে এখন কেউ ক্ষুধা, বন্যার দেশ বলবে না। করুণা আর অবজ্ঞায় তাকাবে না।

বাংলাদেশের নাগরিকরা আজ সারা বিশ্বে বাড়তি মর্যাদা পাবে। বাংলাদেশের অভিবাসীরা পাবে সম্মান। সবুজ পাসপোর্ট আর হবে না তাচ্ছিল্যের পাত্র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ক্রমেই এগিয়ে চলছে। পদ্মা সেতু, মেট্রো রেল,রূপপুর পারমানবিক প্রকল্প্র, ১০০টি অর্থনৈতিক অঞ্চল, মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র,পায়রা গভীর সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট, ১২ টি হাই-টেক পার্ক, সারাদেশে ৫০০০ এর বেশি ডিজিটাল সেন্টার এসবই বাংলাদেশের উন্নয়নের জলন্ত উদাহরণ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের সফলতার পেছনে প্রধানমন্ত্রীর কিছু উদ্যোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। যেমন, নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন,শিক্ষা সহায়তা, একটি বাড়ি একটি খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিতি ক্লিনিক, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এবং সবার জন্য বিদ্যুৎ।


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে তাপদাহে দূর্বিসহ জনজীবন, বৃষ্টির আশায় ইস্তিসকা’র নামাজ

প্রকাশ: ০২:২৮ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail জয়পুরহাটে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

প্রচন্ড তাপ প্রবাহে জয়পুরহাটে জনজীবন দূর্বিসহ হয়ে পরেছে। জয়পুরহাটে আজ শনিবার (২৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে।

অতিরিক্ত তাপদাহের কারনে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন মজুর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ ডাবের পানি সহ বিভিন্ন পানীয় জাতীয় পান করে তৃষ্ণা নিবারন করছে। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য সেলাইন পানির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, বৃষ্টির জন্য ওলামা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে খতিব মাওলানা শরিফ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ অন্যরা।


তীব্র তাপপ্রবাহ   ইস্কিকার নামাজ   অতিষ্ট জনজীবন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রোববার থেকে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

প্রকাশ: ০২:০০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

চলমান তাপদাহের মধ্যে রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বন্ধ থাকবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  

শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

আগামী ২৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।


স্কুল   বন্ধ   প্রাক-প্রাথমিক   প্রাথমিক   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক

প্রকাশ: ০১:৫৬ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর তাপপ্রবাহ নিয়ন্ত্রণে কাজ করা চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেউ নন। এমনকি, ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত কোনও বসার জায়গাও নেই।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ ও বেতন ভাতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি দেখছি কয়েকদিন যাবত চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয়। হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দেবে কিন্তু সরাসরি কাজ করবে না।

মেয়র আতিক বলেন, চিফ হিট অফিসার আমাদের সাজেশন (পরামর্শ) দেবে। কাজ কিন্তু আমাদের সকলকে করতে হবে। হিট অফিসার কোনও কাজ করবে না। সিটি করপোরেশন থেকে তিনি একটি টাকাও পান না। আমি আগেও বলেছি, সিটি করপোরেশনে তার কোনও বসার ব্যবস্থাও নেই। তার কোনও চেয়ারও নেই। 

তিনি আরও বলেন, তারা বিশ্বের ৭টি দেশে নারী হিট অফিসার নিয়োগ করেছেন। আমি তাদের বলেছিলাম নারী কেন নিয়োগ করেছে, তারা বলেছে, নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে। এ জন্যই তারা নারী হিট অফিসারদের নিয়োগ করেছে।


চিফ হিট অফিসার   ডিএনসিসি   মেয়র আতিক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বাগেরহাটে ট্রাক চাপায় নিহত ৩

প্রকাশ: ০১:০৩ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail বাগেরহাটে ট্রাক-ভ্যান সংঘর্ষ

বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। শনিবার (২৭ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

এ ঘটনায় নিহতরা হলেন, রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার জানান, ‘মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ইঞ্জিনচালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল নামে এক যাত্রীর মৃত্যু হয়। আহত হয় চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

তিনি আরও বলেন, মরদেহগুলো রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনার সাথে জড়িত ট্রাকটি কাটাখালী হাইওয়ে থানা পুলিশ আটক করেছে।

এ ছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।


দূর্ঘটনা   ট্রাক চাপা   সড়ক দূর্ঘটনা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: এমপি-মন্ত্রী সবার দৃষ্টি এখন গণভবনে

প্রকাশ: ০১:০০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

উপজেলা নির্বাচনে দলীয় সভানেত্রীর নির্দেশনা অমান্য করে যেসব এমপি-মন্ত্রীরা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদের প্রার্থী করেছেন তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত আসে তা জানতে দৃষ্টি সবার গণভবনে। 

৩০ এপ্রিল সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকে ১৬টি এজেন্ডা রাখা হয়েছে।  

জেলা নেতা থেকে শুরু করে উপজেলা ভোট করছেন এমন একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। 

জানা গেছে, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের পরিবারের সদস্য, আত্মীয়স্বজনদের প্রার্থী হতে নিষেধ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের সভানেত্রীর এই নির্দেশনা অমান্য করে প্রথম ধাপে কমপক্ষে ১৪ জন এমপি-প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন প্রার্থী রয়েছেন। পরবর্তী ধাপের নির্বাচনগুলোয়ও মাঠে আছেন আরও অনেক এমপি-মন্ত্রীর স্বজন। নিজেদের বাঁচাতে এমপি ও তাদের স্বজনরা নানা যুক্তি সামনে আনছেন। এতে বিব্রত ও ক্ষুব্ধ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অমান্য করা এমপি-মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা তৈরি করছেন তারা। 

কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক সম্পাদকরা রিপোর্টে এ তালিকা তুলে ধরবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। দায়িত্বপ্রাপ্ত একাধিক এ তথ্য জানিয়েছেন। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলীয় সভানেত্রীর নির্দেশনা যারা মানবেন না তাদের দল করার প্রয়োজন আছে কি না প্রশ্ন থেকে যায়। কারণ, দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় প্রধানের আনুকূল্য নিয়েই তারা দলের এমপি-মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা হয়েছেন। তারা সভানেত্রীর নির্দেশনা মানবেন না- এটা হতে পারে না। সে কারণে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। যেন ভবিষ্যতে আর কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করতে সাহস না দেখায়। 

দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, দলের নির্দেশনা অমান্য করে যেসব এমপি-মন্ত্রীর স্বজনরা উপজেলা নির্বাচন করছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। এগুলো তারা ৩০ এপ্রিল দলীয় সভানেত্রীর সামনে উপস্থাপন করবেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে নির্দেশনা দেবেন, সেই মোতাবেক তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন।


উপজেলা নির্বাচন   এমপি   মন্ত্রী   গণভবন  


মন্তব্য করুন


বিজ্ঞাপন