ইনসাইড বাংলাদেশ

২৭ জুলাই: তৎপর কূটনীতিকপাড়া

প্রকাশ: ০৮:০০ পিএম, ২৬ জুলাই, ২০২৩


Thumbnail

সকাল আটটা। এই সকালেই আমেরিকান ক্লাব সরগরম। বিএনপির দুই নেতাকে প্রাতঃরাশের আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তাদের সঙ্গে সকালের নাস্তার ফাঁকে ফাঁকে রাজনীতির গতি-প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। আগামীকালের সমাবেশে কি হতে যাচ্ছে, বিএনপির পরিকল্পনা কি ইত্যাদি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয় বলে একাধিক সূত্র জানিয়েছে। এ বৈঠকে যোগ দেননি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বরং আমীর খসরু মাহমুদ এবং শামা ওবায়েদের সঙ্গে সকালের নাস্তা সাড়েন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। এটি দিয়েই দিনের শুরু এবং তারপর সারাদিনই কূটনীতিকপাড়ায় ছিল নানা রকম ব্যস্ততা। বিভিন্ন কূটনৈতিক মহল দফায় দফায় আগামীকাল কি হতে যাচ্ছে, সমাবেশে কি ধরনের ঘোষণা দেওয়া হবে, আওয়ামী লীগ কি করবে ইত্যাদি বিষয় নিয়ে আলাপ আলোচনা এবং পরামর্শ করেছেন বলে জানা গেছে। 

আওয়ামী লীগের অন্তত দুজন নেতার সঙ্গে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ করেছেন। তারা জানতে চেয়েছেন আওয়ামী লীগ আগামীকালের সমাবেশে কি করতে চাচ্ছে। প্রধান দুটি রাজনৈতিক দলের সমাবেশের ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সহিংস উঠবে কিনা এ নিয়েও কূটনৈতিক মহলের মধ্যে আলাপ আলোচনা করতে শোনা গেছে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর ব্যাপক আগ্রহ রয়েছে। আগামী কাল যখন সমাবেশ হচ্ছে তখন ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক প্রতিনিধি বাংলাদেশ সফর করছেন। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে তাদের প্রকাশ্য অবস্থান অব্যাহত রেখেছে। তবে আগামীকাল ঢাকায় কি হতে পারে—এ নিয়ে কূটনৈতিক মহলে অন্যরকম তৎপরতা রয়েছে। ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে ভ্রমণ সর্তকতা জারি করেছে। একই রকম সর্তকতা জারি করা হয়েছে অস্ট্রেলিয়াসহ আরও কয়েকটি দেশের পক্ষ থেকে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কূটনৈতিক মহল চাইছে একটি রাজনৈতিক সংলাপ। কিন্তু আওয়ামী লীগ বিএনপি কেউই এখনও কোনো রাজনৈতিক সংলাপের ব্যাপারে আগ্রহী নয়। বরং তারা রাজপথে এর ফয়সালা হবে বলে ঘোষণা দিয়েছেন। কূটনৈতিক মহল মনে করছেন যে আগামীকাল আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের ফলে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। তবে বিএনপির পক্ষ থেকে যে প্রতিনিধিদল মার্কিন 

রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেছেন তারা আশ্বস্ত করেছেন যে বিএনপির পক্ষ থেকে কোনো রকমের সহিংসতা করা হবে না। তবে বিএনপির নেতা স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ মনে করেন যে আওয়ামী লীগ আগামীকালের সমাবেশে উস্কানি দিতে চাইছে এবং তারা ‘গায়ে পড়ে ঝগড়া’ করতে চাইছে। এরকম পরিস্থিতিতে বিএনপি কি করবে—এমনটি জানতে চেয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত। তবে বিএনপির নেতারা বলছেন, তারা সহনশীলতার পরিচয় দিবে। তারা চায় একটি শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি, যেখানে জনগণকে সম্পৃক্ত করে তারা সরকার পতনে বাধ্য করবে। 

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের মনোভাবও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশগুলো জানার-বোঝার চেষ্টা করছে। তারা বুঝতে চাইছে যে আওয়ামী লীগ কেন বিএনপির পাল্টা কর্মসূচি দিল। আওয়ামী লীগের পক্ষ থেকে একাধিক নেতা বলেছেন, বিএনপি রাজপথে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। একটি সহিংস পরিস্থিতি তৈরি করে দেশের জনগণকে জিম্মি করতে চায়। কাজেই দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এখানে চুপ করে বসে থাকতে পারে না। তবে কূটনৈতিক মহল এখন পর্যন্ত বিশ্বাস করছে যে, রাজনৈতিক সমাবেশের পরও সমঝোতার সুযোগ আছে এবং এই সমাবেশকে শান্তিপূর্ণ করার পর দুই দলেরই উচিত একটি সমঝোতার দিকে এগিয়ে যাওয়া এবং রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে সংলাপের সূচনা করা। 

২৭ জুলাই   কূটনীতিকপাড়া   মার্কিন যুক্তরাষ্ট্র   পিটার ডি হাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অনলাইনে যাত্রীদের পোর্ট ট্যাক্স আদায় কার্যক্রমের উদ্বোধন


Thumbnail

ভারত ভ্রমণে বাংলাদেশী পাসপোর্টধারীদের যাত্রা সহজ ও ভোগান্তি কমাতে অনলাইনে যাত্রীদের পোর্ট ট্যাক্স আদায়ে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান চৌধুরী ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর কার্যক্রম উদ্ভোধন করেছেন। বেনাপোলসহ বাংলাবান্ধা, বুড়িমারী ও নাকুগাঁও স্থলবন্দরের যাত্রীরা এই সুবিধার আওতায় আসবে বলে তিনি জানান। 

 

আজ রবিবার (১২ মে) বেলা ১২ টার দিকে ওয়েবসাইটের মাধ্যমে এই পোর্ট ট্যাক্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন করা হয়। ইস্যুর দিন থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত এই পোর্ট ট্যাক্সের মেয়াদ থাকবে।

 

যাত্রীদের পোর্ট ট্যাক্সের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা হেড অফিসে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর।

 

আগে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বেনাপোল স্থলবন্দর যাত্রী টার্মিনাল থেকে পাসপোর্টধারীদের পোর্ট ট্যাক্স পরিশোধ করতে হতো। এখন থেকে দেশের যেকোন স্থান থেকে অনলাইনে পোর্ট ট্যাক্স কেটে আসতে পারবেন বলে জানান, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক পরিচালক রেজাউল করিম।

এ সময় ঢাকায় ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা মিজানুর রহমান (যুগ্ম-সচিব), যুগ্ম প্রকল্প পরিচালক ও আইসিটি ডিভিশন সভাপতি, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবীর (যুগ্ম-সচিব) ও সদস্য (ট্রাফিক), বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বেনাপোলে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম, বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম, বেনাপোল চেকপোস্ট কাস্টম কর্মকর্তারা  গোয়েন্দা সংস্থা ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা। 


পোর্ট ট্যাক্স   স্থল বন্দর   সহজ যাত্রা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত

প্রকাশ: ০২:৫৪ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা

আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তিএই শ্লোগানে নওগাঁয় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার (১২ মে) সকাল ১০ টার দিকে নওগাঁর রুমিয়া নার্সিং ইনস্টিটিউট এর উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়।

শোভাযাত্রাটি রুমিয়া নার্সিং ইন্সটিটিউট বকুলতলী হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নওগাঁ সদর উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রুমিয়া নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রহমাতুল ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. ময়নুল হক দুলদুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েশ উদ্দিন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি রোটারিয়ান চন্দন কুমার দেব, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুরাদ হোসেন, পরিচালক আনতারা ফাহমিদা, কাজী কামাল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক মাগফুরুল হাসান বিদ্যুৎ।  

আলোচনা সভা শেষে নার্সেস এর প্রতিষ্ঠাতা মিস ফ্লোরেন্স নাইটিংগেলের ২০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটা হয়। এমসয় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী শিক্ষার্থী এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আন্তর্জাতিক নার্সেস দিবস   শোভাযাত্রা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সন্তানদের ওপর চাপ প্রয়োগ না করতে অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশ: ০২:০০ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ফলাফল নিয়ে অভিভাবকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফেল করেছে বলে গালমন্দ করবেন না। ফেল করেছে এতেই তো তাদের মনোকষ্ট। তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে। পড়াশোনার দিকে আরও মনোযোগী করতে হবে। গালমন্দ করলে তারা সেটা নিতে পারবে না। এ সময় ফলাফল নিয়ে সন্তানদের ওপর চাপ প্রয়োগ না করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি।

রোববার (১২ মে) সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, মেধা বিকাশের লক্ষ্যেই নতুন কারিকুলামে পরিবর্তন আনা হয়েছে। সরকার শিক্ষাখাতের ব্যয়কে বিনিয়োগ মনে করে। এছাড়া এবারের ফলাফলেও মেয়েরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রসঙ্গত, রোববার (১২ মে) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এরপর ১১টার দিকে নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।

এবছর সবচেয়ে বেশি পাশের হার যশোর বোর্ডে। এই বোর্ডের ৯২ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। অপরদিকে সবচেয়ে কম পাশের হার সিলেট বোর্ডে। এই বোর্ডে ৭৩ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন ও ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন।

এদিকে, ঢাকা বোর্ডে পাশের হার ৮৯ দশমিক ৩২ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৯ দশমিক ২০ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮২ দশমিক ৮০ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯ দশমিক ১৩ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৮ দশমিক ৪০ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৯ দশমিক ২৫ শতাংশ ও ময়মনসিংহ বোর্ডে ৮৪ দশমিক ৯৭ শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন। এছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৭৯ দশমিক ৬৬ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৮ দশমিক ৯২ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তা শেষ হয় ১২ মার্চ। এবছর মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। সারাদেশের ৩ হাজার ৭৯৯ কেন্দ্রে ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা   শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী   এসএসসি   ফলাফল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পা দিয়ে লিখে এসএসসিতে জিপিএ-৫ পেল রাব্বি

প্রকাশ: ০১:৫৬ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

পা দিয়ে লিখে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে রাব্বি। সে স্বাভাবিক জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পর্শে তার দুটি হাত কাটা যায়।

রাব্বি সীতাকুণ্ডর ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। সে হাজী তোবারাক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

রাব্বির বাবা বজলুর রহমান বলেন, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমার ছেলের মনোবল ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছে কৃতিত্ব। অগণিত মানুষের দোয়া ও ভালোবাসা আমার ছেলের সঙ্গে আছে।

রাব্বি বলে, আমি যে শারীরিক প্রতিবন্ধী সেটা কখনো আমি চিন্তা করিনি। আমার মনোবল সব সময় শক্ত ছিল। ভবিষ্যতে শিক্ষাজীবন শেষ করে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন রাব্বি।

ভাটিয়ারী হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তি লাল আচার্য্য বলেন, শারীরিক প্রতিবন্ধী হওয়ার পরেও রাব্বি অন্যান্য শিক্ষার্থীদের চেয়ে ভালো ফলাফল করায় আমরা মুগ্ধ। সে জীবনে অনেক বড় হোক এই প্রত্যাশাই করি। 



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৪ পালিত

প্রকাশ: ০১:৪৪ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail জয়পুরহাটে আন্তজার্তিক নার্স দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা

জয়পুরহাটে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১২ মে) বেলা ১১ টায় শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের করা হয়।

জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউটের আয়োজনে শোভাযাত্রা শেষে নার্সিং হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জয়পুরহাট নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ প্রভাষক আকলিমা খাতুন।

এসময় বক্তব্য রাখেন ইন্সট্রাক্টর ফারজানা খাতুন, শাহানারা বেগম, আয়েশা সিদ্দিকা ও জয়পুরহাট জেনারেল হাসপাতালে সহকারি স্টাফ নার্স সুফিয়া বেগম প্রমুখ। এসময় অন্যান্য বেসরকারি নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় নার্সিং শিক্ষা ও নার্সিং পেশায় জড়িত সকল সম্মানিত সদস্যকে নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।


আন্তর্জাতিক নার্স দিবস   শোভাযাত্রা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন