ইনসাইড বাংলাদেশ

উদ্বিগ্ন আমলারা কি বিএনপির সঙ্গে যোগাযোগ করছে?

প্রকাশ: ০৯:০০ পিএম, ০১ অগাস্ট, ২০২৩


Thumbnail

গতকাল জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমলাদের উদ্দেশ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যে, আন্দোলনে ভয় পাবার কিছু নেই। তিনি আমলাদের শুকনো মুখ না রাখার জন্য পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে কৌতুহল সৃষ্টি করেছে। তিনি জনপ্রশাসন পদক অনুষ্ঠানে কেন এ ধরনের মন্তব্য করলেন। 

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বক্তব্য তাৎপর্যপূর্ণ এবং প্রধানমন্ত্রীর কাছে পর্যাপ্ত তথ্য থাকার কারণে তিনি এই মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সচিবালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে, আমলাদের মধ্যে কাজের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। বেশ কিছু আমলা এখন ফাইলপত্র সই করতে দ্বিধান্বিত। তারা সচিবালয়ের কাজকর্ম স্থবির করে দিয়েছেন। অনেক আমলা মনে করছেন যে, সামনে কি হয় এটা দেখার জন্য অপেক্ষা করি। কোন কোন আমলা গুরুত্বপূর্ণ নথিতে মতামত দিতে সময়ক্ষেপন করছেন। ফলে সরকারি কাজ স্থবির হয়ে গেছে। 

একাধিক সূত্রগুলো বলছে যে, যারা পদোন্নতি বঞ্চিত তাদের মধ্যে অনেকে এখন নতুন করে বিএনপিপন্থি হচ্ছেন। বিএনপির সঙ্গে অনেকে যোগাযোগ রক্ষা করছেন। বর্তমান সরকারের আমলে ব্যাপক পদোন্নতি দেয়া হয়েছে। এখন অতিরিক্ত সচিব হিসেবে রয়েছেন প্রায় ছয়শ এর বেশি কর্মকর্তা। এরা সবাই সচিব হতে চান।কিন্তু সচিব হতে পারেন না। অতিরিক্ত সচিব হিসেবে নবম ব্যাচের অনেকে চাকরিতে আছেন যারা সচিব হতে পারেননি। অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই অবস্থা দশম, একাদশ এবং ত্রয়োদশ ব্যাচের। ত্রয়োদশ ব্যাচ থেকে সচিব করা শুরু হয়েছে। অতি সম্প্রতি ১৫ তম ব্যাচ থেকে একজন সচিব হয়েছেন। তবে সেটি একটি ব্যতিক্রমী ঘটনা। তিনি অবসরে যাওয়ার আগে তাকে সচিব করে অবসর দেয়া হয়েছে। এটি তার অবদানের স্বীকৃতি বলেই প্রশাসনের সূত্রগুলো বলছে। কিন্তু যারা সচিব হতে পারেননি, সচিব হওয়ার দৌড়ে যারা পিছিয়ে গেছেন তারা এখন অন্য রুপে আবির্ভূত হচ্ছেন। যেহেতু এখন ১৩ তম ব্যাচ থেকে সচিব করা হচ্ছে কাজেই নবম, দশম, একাদশ ব্যাচের কর্মকর্তারা আশা ছেড়ে দিয়েছেন। তারা এখন মনে করছেন তাদের আর সচিব হওয়া হবে না। আর এ কারণে এদের মধ্যে অনেকেই গোপনে বা প্রকাশ্যে বিএনপির সঙ্গে করছেন। এদের কেউ কেউ সরকারের সমালোচনায় এখন মুখর।

সূত্রগুলো বলছে, প্রশাসনের মধ্য স্তরে বিশেষ করে যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পর্যায়ে প্রচুর বিএনপিপন্থি আমলা রয়েছেন। সরকার গত ১৫ বছরে পদোন্নতির ক্ষেত্রে উদার নীতি গ্রহণ করেন। অতিরিক্ত সচিব পর্যন্ত একজনের পদোন্নতি হয় প্রায় বিনা বাধায়। আর এ কারণেই অনেকে বিএনপি এবং জামায়াতপন্থিরা উপসচিব থেকে যুগ্ম সচিব এবং যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব হয়েছেন। তারাই এখন প্রশাসনের অন্দর মহলে নানা রকম অস্বস্তি এবং আতঙ্ক তৈরি করছে।

বিভিন্ন সূত্রগুলো বলছে, শুধুমাত্র যে তারা বিএনপির সঙ্গে যোগাযোগ করছেন এমন না। নানা রকম গুজব ছড়ানোর ক্ষেত্রেও তারা ভূমিকা রাখছেন। সচিবালয়ের কোন কোন মন্ত্রণালয়ে দেশ বিরোধী ইউটিউব কন্টেন্ট ঘটা করে ৫/৬ জন আমলা বসে এক সাথে দেখছেন এবং সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করছেন। বিভিন্ন বিষেয় নিয়ে তাদের মধ্যে নেতিবাচক কথাবার্তা শোনা যাচ্ছে। আবার কোন কোন আমলা বিশেষ করে যারা সরকারের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত তারাও এখন বিএনপির দিকে ঝুঁকে পড়ার চেষ্টা করছে। আর এ কারণেই প্রধানমন্ত্রী আমলাদের এই বার্তাটি দিয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, আমলারা যা করছেন তার অধিকাংশ খবরই প্রধানমন্ত্রীর কাছে আছে।

আমলা   বিএনপি   সরকার   প্রধানমন্ত্রী   সচিব   সচিবালয়  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

প্রকাশ: ০২:৩৯ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, আজ শনিবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে নিয়ামতি ইউনিয়নের ডালমারা গ্রামে এই ঘটনা ঘটে। এতে গৃহবধূ সোনিয়া বেগম (৩১), তার ৯ বছরের মেয়ে রেজমি আক্তার ও ৫ বছরের ছেলে সালমান মোল্লা নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


বিদ্যুৎস্পৃষ্ট   মৃত্যু  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রাজধানীর চার এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি: ডিএমপি

প্রকাশ: ০৩:০০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী ও উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা বেশি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ঢাকার ৫০টি থানা এলাকার মধ্যে ১০টি এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অপরাধ লক্ষ্য করা যায়।

শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। 

ডিএমপি কমিশনার বলেন, ‘আজকের কিশোর আগামী দিনে নেতৃত্ব দেবে। ৯ থেকে ১৮ বছর বয়সী কেউ অপরাধ করলে আমরা তাকে কিশোর অপরাধী বলছি। এই বয়সী কিশোররা দলবদ্ধভাবে অপরাধ করলে তাকে আমরা বলছি ‘কিশোর গ্যাং’।

তিনি বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে প্রতিকার ও প্রতিরোধমূলক কার্যক্রম করে থাকে পুলিশ। মসজিদে জুমার দিনে ওসিরা কিশোর গ্যাং বিষয়ে বক্তব্য দিয়েছেন।

কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে পুলিশের বিভিন্ন সভা-সমাবেশও করা হয়েছে। স্কুলে-স্কুলে গিয়েও কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে আসল কাজ হবে পরিবার থেকে। পরিবার থেকে মা, বাবা বড় ভাই-বোন এক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে জানান ডিএমপি কমিশনার।

মোবাইলের দুটি দিক উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, একটি নেতিবাচক অন্যটি ইতিবাচক। একটি মোবাইল একটি লাইব্রেরি, একটি জ্ঞান ভাণ্ডার। মোবাইলের পজিটিভ দিক শিক্ষার্থীরা যেন ব্যবহার করে সেই শিক্ষাটা অভিভাবকদের দিতে হবে।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।


রাজধানী   কিশোর গ্যাং   ডিএমপি   কমিশনার হাবিবুর রহমান  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে তাপদাহে দূর্বিসহ জনজীবন, বৃষ্টির আশায় ইস্তিসকা’র নামাজ

প্রকাশ: ০২:২৮ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail জয়পুরহাটে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায়

প্রচন্ড তাপ প্রবাহে জয়পুরহাটে জনজীবন দূর্বিসহ হয়ে পরেছে। জয়পুরহাটে আজ শনিবার (২৭ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী পর্যন্ত উঠানামা করছে।

অতিরিক্ত তাপদাহের কারনে প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন মজুর ও খেটে খাওয়া শ্রমজীবী মানুষরা। তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ ডাবের পানি সহ বিভিন্ন পানীয় জাতীয় পান করে তৃষ্ণা নিবারন করছে। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের জন্য সেলাইন পানির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, বৃষ্টির জন্য ওলামা পরিষদের আয়োজনে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইস্তিসকার নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লীরা। নামাজে ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদে খতিব মাওলানা শরিফ উদ্দিন। আরো উপস্থিত ছিলেন জেলা ওলামা পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, সভাপতি মাওলানা আল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ অন্যরা।


তীব্র তাপপ্রবাহ   ইস্কিকার নামাজ   অতিষ্ট জনজীবন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রোববার থেকে খুলছে স্কুল, বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক

প্রকাশ: ০২:০০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

চলমান তাপদাহের মধ্যে রোববার (২৮ এপ্রিল) থেকে খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে বন্ধ থাকবে সব প্রাক-প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।  

শনিবার (২৭ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, চলমান তাপপ্রবাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়সমূহ ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোতে শ্রেণি কার্যক্রম চালুর বিষয়ে নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

আগামী ২৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। দুই শিফটে পরিচালিত বিদ্যালয়গুলোর ১ম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট পৌনে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলমান থাকবে। প্রাক-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ২৮ এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখায় যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।


স্কুল   বন্ধ   প্রাক-প্রাথমিক   প্রাথমিক   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চিফ হিট অফিসার ডিএনসিসির কেউ নন: মেয়র আতিক

প্রকাশ: ০১:৫৬ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর তাপপ্রবাহ নিয়ন্ত্রণে কাজ করা চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কেউ নন। এমনকি, ডিএনসিসির অফিসে তার জন্য নির্ধারিত কোনও বসার জায়গাও নেই।

শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বায়ুদূষণ রোধ ও তীব্র দাবদাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চিফ হিট অফিসার বুশরা আফরিনের নিয়োগ ও বেতন ভাতা প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মেয়র বলেন, আমি দেখছি কয়েকদিন যাবত চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছেন সিটি করপোরেশন থেকে বেতন পাচ্ছেন, আসলে এটা সঠিক নয়। হিট অফিসার নিয়োগ পেয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক) থেকে। সারা বিশ্বে ৭ জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের পরামর্শ দেবে কিন্তু সরাসরি কাজ করবে না।

মেয়র আতিক বলেন, চিফ হিট অফিসার আমাদের সাজেশন (পরামর্শ) দেবে। কাজ কিন্তু আমাদের সকলকে করতে হবে। হিট অফিসার কোনও কাজ করবে না। সিটি করপোরেশন থেকে তিনি একটি টাকাও পান না। আমি আগেও বলেছি, সিটি করপোরেশনে তার কোনও বসার ব্যবস্থাও নেই। তার কোনও চেয়ারও নেই। 

তিনি আরও বলেন, তারা বিশ্বের ৭টি দেশে নারী হিট অফিসার নিয়োগ করেছেন। আমি তাদের বলেছিলাম নারী কেন নিয়োগ করেছে, তারা বলেছে, নারীরা গরমের অনুভবটা বেশি করতে পারে। এ জন্যই তারা নারী হিট অফিসারদের নিয়োগ করেছে।


চিফ হিট অফিসার   ডিএনসিসি   মেয়র আতিক  


মন্তব্য করুন


বিজ্ঞাপন