ইনসাইড বাংলাদেশ

বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের উল্লাস

প্রকাশ: ০৮:০০ এএম, ১৮ অগাস্ট, ২০২৩


Thumbnail বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর পাকিস্তানের উল্লাস।

পঁচাত্তরের ১৬ আগস্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ফোন করেন ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত (১৯৭৩-৭৭) হেনরি আলফ্রেড বাইরোডকে। এ সম্পর্কে বাইরোড ১৭ আগস্ট মার্কিন পররাষ্ট্রদপ্তরকে এক তারবার্তায় লিখেছেন, ‘ভুট্টো গত রাতে আমাকে টেলিফোন করেন। কথার শুরুতেই তিনি বললেন, “আমি জানতাম, আপনারা খারাপ লোক নন, বাংলাদেশে অভ্যুত্থান ঘটাবেন না। কিন্তু সোভিয়েতরা অন্য রকম ভাবছে বলে মনে হয়।” 

মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি জোসেফ জন সিসকো বাইরোডের এই তারবার্তার গুরুত্ব বিবেচনা করে ১৮ আগস্ট ১৯৭৫ তা দিল্লি এবং ঢাকা, কাবুল ও মস্কোর মার্কিন দূতাবাসে পৃথকভাবে পাঠান। ওই তারবার্তায় বাইরোড আরও লেখেন, ‘আমি তাঁকে (ভুট্টো) বললাম, আমি যখন খবরের কাগজে পড়েছি বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট পাশ্চাত্যপন্থী এবং রুশদের পছন্দের নন, তখনই আমি ধরে নিয়েছি যে, সোভিয়েতরা এমন একটি অভিযোগ করবেই। (আমি অবশ্য তাঁকে বলিনি, ভারতীয়রাও তেমনই ভাবতে পারে।)’

এই বার্তা ও অন্যান্য তারবার্তা সাক্ষ্য দেয় যে, পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো পঁচাত্তরের পটপরিবর্তনের পর ঢাকা- ইসলামাবাদের মধ্যে বিশেষ সম্পর্ক গড়তে যথেষ্ট ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি খন্দকার মোশতাকের কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশের নাম পাল্টে তাকে ইসলামি প্রজাতন্ত্র হিসেবে উল্লেখ করেন এবং শিশু ইসলামি প্রজাতন্ত্রকে বাঁচাতে মুসলিম বিশ্বের প্রতি আবেদন জানান। পাকিস্তানি জনগণ ও সৌদি আরবকে তিনি মোহাবিষ্ট করেছিলেন এই ইসলামি প্রজাতন্ত্রের কল্পিত বুলি দিয়ে। 

তবে এটাও লক্ষণীয় যে,বাংলাদেশের নাম পাল্টানোর প্রশ্নে যুক্তরাষ্ট্রের কোনো উদ্বেগ প্রকাশ পেয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবমুক্ত করা ও তাদের সূত্রেই পাওয়া পঁচাত্তরের এসব গোপনীয় দলিল থেকে আরও দেখা যাচ্ছে, বাংলাদেশে ভারতীয় সামরিক অভিযান হতে পারে—এই ধারণা যাতে ব্যাপক প্রচার পায় তার জন্য ইসলামাবাদ সুপরিকল্পিতভাবে ভূমিকা রেখেছিল। ঢাকার অভ্যুত্থানকারীদের সেই প্রচারণা মনঃপূত হয়েছিল। ঢাকা ও ইসলামাবাদ এ সময় যে ওই বিষয়ে ওয়াশিংটনের কান ভারী করার জোর চেষ্টা চালিয়েছিল, দলিলগুলোতে তা স্পষ্ট।


বঙ্গবন্ধু   হত্যাকাণ্ড   পাকিস্তান   উল্লাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নওগাঁয় গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ

প্রকাশ: ০৪:২৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

নওগাঁর বদলগাছী উপজেলায় যৌতুকের দাবীতে রিক্তা বানু নামে এক গৃহবধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ করা হয়েছে।

 

সোমবার (১৩ মে) সকালে গৃহবধুর মা এ অভিযোগ করেন। গৃহবধূর মা’র জবানবন্দি গ্রহন করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার।

 

এরপর তিনি মামলাটি সংশ্লিষ্ট বদলগাছী থানায় এজাহার হিসেবে লিপিবদ্ধ করার আদেশ দেন। একই সাথে ঘটনাটি অনুসন্ধান পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা শাখা (ডি.বি) নওগাঁকে নির্দেশ দেন।

 

আদালত সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার বারফলা গ্রামের পিন্টু রহমানের সাথে চলতি বছরের ৩০ জানুয়ারী বিয়ে হয় রিক্তা বানুর। বিয়ের পর থেকেই পিন্টু রহমান দুই লাখ টাকা যৌতুক দাবী করে আসছিল। চলতি বছরের ২৯ এপ্রিল ছামদুলের ছেলে পিন্টু রহমান, কুরানার ছেলে ছামদুল, ছামদুলের স্ত্রী রওশন আরা, গোলা সোনারের ছেলে বাবুল সোনার যৌতুকের জন্য বাদীর মেয়ের মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করে।

 

এঘটনায় গৃহবধূর মাতা বদলগাছী থানায় মামলা করতে গেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) মামলা গ্রহন করতে অপারগতা প্রকাশ করেন। মৃত গৃহবধূর মাতা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে নালিশী মামলা দায়ের করেন।


গৃহবধূ হত্যা   বিষ প্রয়োগ   যৌতুক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: লক্ষ্মীপুর সদর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


Thumbnail লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ২৯ মে ৩য় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচনের এই পর্বে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনও। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

 

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা পদ্মাসন সিংহ। 

 

নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (আনারস), জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ), বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা রহমত উল্যা বিপ্লব (ঘোড়া), মোঃ আবুল কাশেম (দোয়াত কলম) ও মোঃ নিজাম উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন। 

 

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো হাফিজ উল্যা (মাইক), সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ (উড়োজাহাজ), জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী (বই), মোঃ ইয়াছিন আরাফাত (তালা) ও মোঃ মাসুদুর রহমান (চশমা) প্রতীক পেয়েছেন। 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা (ফুটবল), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার (হাঁস প্রতীক) ও সেলিনা খানম (পদ্মফুল) প্রতীক পেয়েছেন। 

 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৩৭ জন, পুরুষ ভোটার ৩ লাখ ২১ হাজার ৪০৩ জন ও তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৯২ টি। 

৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।


উপজেলা নির্বাচন   ৩য় ধাপ   প্রতীক বরাদ্দ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন

প্রকাশ: ০২:৫২ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় ছিল গত ১০ মে। মনোনয়নপত্র বাছাইয়ের গত ১১ মে দিন ধার্য ছিল। ১৬ মে পর্যন্ত বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি ১৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৯ মে। সবশেষ আগামী ৫ জুন ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ মে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। তার একদিন পর ৮ মে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এরপরেই নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

গত ১৬ মার্চ ওই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ২৩ এপ্রিল আসনটিতে উপনির্বাচনের জন্য তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। 


উপজেলা নির্বাচন   ঝিনাইদহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

প্রকাশ: ০১:৫৮ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মোঃ ইলিয়াসকে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ মে) ভোরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উখিয়ার আশ্রয় শিবিরের ক্যাম্প- এক্সটেনশনের সি-এর নম্বর ব্লকে থাকতেন রোহিঙ্গাদের হেড মাঝি মোঃ ইলিয়াস। ভোরের দিকে তার ঘরের দরজা ভেঙে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে এবং সেখানে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোঃ ইলিয়াসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 


হেড মাঝি   রোহিঙ্গা ক্যাম্প   হত্যা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ জনের মৃত্যু, আটক ৩

প্রকাশ: ০১:২৯ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মোটরসাইকেল প্রার্থীর সমর্থক আব্দুল আলিম নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

 

রোববার (১২ মে) দিবাগত রাতে ঢাকায় হাসপাতলে নেওয়ার পথে আব্দুল আলিমের মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলী ছেলে। 

 

এঘটনায় আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত একরাম আলীর ছেলে চাঁন মিয়া (৬০), রাসেল (২২) ও আবুল হোসেন (৬৫) ।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল আলিম চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন। ৮ মে নির্বাচন ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলামের সরকার বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর আমিনুল ইসলামের কর্মী চাঁন মিয়া, রাসেল, আবুল বাবলু, মান্নান, সাদ্দাম ও খালেক মেম্বারের নেতৃত্বে আব্দুল আলীমের ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। ওইদিন তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন চিকিৎসকরান। অবস্থা অবনতি হলে সেখান থেকে রোববার দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, ‘নির্বাচনের দিন রাতে দুপক্ষের মধ্য মারামারি হয়। তারা একে অপরের চাচাতো ভাই। তারা দুজন দুই প্রার্থীর সমর্থক ছিলেন। আব্দুল আলীম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'


নির্বাচন পরবর্তী সহিংসতা   মৃত্যু   আটক  


মন্তব্য করুন


বিজ্ঞাপন