ইনসাইড বাংলাদেশ

রাশিয়া, চীন, ফ্রান্স কি বাংলাদেশে মার্কিন মিশন রুখতে পারবে?

প্রকাশ: ০৫:০০ পিএম, ০৭ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail রাশিয়া, চীন, ফ্রান্স কি বাংলাদেশে মার্কিন মিশন রুখতে পারবে?

বাংলাদেশ এখন কূটনীতিবিদদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। আজ বাংলাদেশ সফরে এলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে জি-২০ সম্মেলনে যোগ দিতে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোসহ বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার হবার কথা রয়েছে। এরপরই বাংলাদেশ সফরে আসবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। সবকিছু মিলিয়ে এই কূটনৈতিক তৎপরতার একটি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। তা হলো- বাংলাদেশের আগামী নির্বাচন। 

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সম্পূর্ণ মিশনে রয়েছে। তারা বারবার বলছে, বাংলাদেশের আগামী নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক। অর্থাৎ এই নির্বাচনে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করতে হবে। আর সেটি যদি না করা হয়, তাহলে বাংলাদেশের নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র গ্রহণযোগ্যতা দেবে না, এটি মোটামুটি নিশ্চিত। আর এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে নতুন ভিসা নীতিও ঘোষণা করেছে। এই বাস্তবতায় বাংলাদেশ রাশিয়া, চীন, ফ্রান্সসহ বিভিন্ন দেশের সাথে আলাদা করে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে এবং তারই অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো সফরে এলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। প্রশ্ন হচ্ছে মার্কিন মিশন কি রুখতে পারবে রাশিয়া, চীন বা ফ্রান্স? বাংলাদেশ কি মার্কিন যুক্তরাষ্ট্রের এই কৌশলকে অন্যান্য দেশগুলোর মাধ্যমে প্রতিহত করতে পারবে?

রাশিয়া এখন বিশ্ব কূটনীতিতে অনেকটাই একঘরে হয়ে পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর প্রায় বন্ধুহীন রাশিয়ার পাশে দাঁড়িয়েছে চীন। তাছাড়া রাশিয়া এখন নানারকম অর্থনৈতিক সংকটের মধ্যেও হাবুডুবু খাচ্ছে। এ অবস্থায় ল্যাভরভের বাংলাদেশ সফর যতটা না বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। বন্ধুত্বের খোঁজেই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন। একাত্তরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আর তাই এখন যেন মার্কিন নিষেধাজ্ঞার পরও রাশিয়ার সঙ্গে বাংলাদেশ সম্পর্ক অটুট রাখে, সেটি ল্যাভরভের সফরের প্রধান উদ্দেশ্য। তবে রাশিয়া -ইউক্রেন যুদ্ধের পর বাংলাদেশ ইতিমধ্যেই একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে এবং একাত্তরের বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছে। আর সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর কিছুটা হলেও ক্ষুব্ধ, তার প্রমাণ পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন পদক্ষেপে। কিন্তু বাংলাদেশ ঝুঁকি নিয়েও রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছে এবং রাশিয়ার প্রতি বাংলাদেশের বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য বাংলাদেশ এখনো সজাগ, সচেতন এবং সক্রিয়। এরকম বাস্তবতায় রাশিয়া যে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশন খুব একটা রুখতে পারবে এমনটি নয়। 

চীন বাংলাদেশের ব্যাপারে সরাসরি এবং স্পষ্ট অবস্থান ব্যক্ত করেছে। চীন জানিয়ে দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করবে না। চীন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায়, গণতন্ত্রের ধারাবাহিকতা চায় এবং বর্তমান সরকারের সঙ্গে তাদের যে অর্থনৈতিক সম্পর্ক সেটাকে এগিয়ে নিতে চায়। তার অর্থ এটাই যে, চীন এই মুহূর্তে বাংলাদেশে সরকার পরিবর্তনের ব্যাপারে একমত নয়। তাছাড়া বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরস্পর মুখোমুখি অবস্থায় রয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় চীনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পরাজয় সকলেরই জানা। এই বাস্তবতায় চীন আগামী নির্বাচনে মার্কিন কৌশল ঠেকাতে কতটুকু কাজ করবে? 

কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছে, চীনের সহায়তায় বাংলাদেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা থেকে রক্ষা পাবে বটে, তবে রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন অভিপ্রায় বন্ধ করার ক্ষেত্রে চীন খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না। 

আর ফ্রান্স এখন ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিতীয় ক্ষমতাধর শক্তি। ইউরোপিয়ান ইউনিয়ন বিভিন্ন ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিন্ন অবস্থান নিয়ে কাজ করছিল। তবে বাংলাদেশের ব্যাপারে তাদের ভিন্ন অবস্থান সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইমানুয়েল মাখোঁ বাংলাদেশ সফর করছেন। ধারণা করা হচ্ছে, এই সফরের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশের নির্বাচন নিয়ে একটি আলাদা অবস্থান গ্রহণ করবে। সেটি বাংলাদেশের জন্য ইতিবাচক হবে। 

তবে বাংলাদেশের রাজনীতিতে এই দেশগুলোর চেয়ে সবচেয়ে বড়ো ফ্যাক্টর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত। এই দুটি দেশের ভূমিকা কি হবে তার উপরে নির্ভর করছে বাংলাদেশের আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎ। 


রাশিয়া   চীন   ফ্রান্স   বাংলাদেশ   মার্কিন মিশন রুখতে পারবে?  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ময়মনসিংহে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা


Thumbnail

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ মে) দুপুরে পরিচালিত অভিযানে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার আমিরাবাদ হাউজিং ও পলিটেকনিক এলাকায় নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিকগণকে ২ মামলায় ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

মসিক আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জানান,নির্মাণাধীন ভবন বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা জরিমানার আওতায় আনা হবে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান। 

 

অভিযানকালে খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য,ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে। এডাল্টিসাইড ও লার্ভিসাইড প্রয়োগের পাশাপাশি ও পরিস্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। সচেতনতা বৃদ্ধিতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। 


এডিস মশা   লার্ভা   জরিমানা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ জাতীয় মানবাধিকার কমিশনের

প্রকাশ: ০৫:৩৩ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

মানবাধিকার সুরক্ষার তাগিদে দক্ষতা ও সক্ষমতার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ওপরে গুরুত্বারোপ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার (৯ মে) কমনওয়েলথ ফোরাম ফর ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনস এর বার্ষিক সম্মেলনে তিনি এই গুরুত্বারোপ করেন। সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ সহ সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক অংশগ্রহণ করেন। 

সম্মেলনে প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনা ২০২২-২০২৪ বিষয়ে আলোচনা হয় এবং ‘ক্রীড়া এবং মানবাধিকার’ বিষয়ে একটি উপস্থাপনা পেশ করা হয়। উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ কমনওয়েলথ ফোরাম ফর ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনসের স্টিয়ারিং কমিটির একজন সদস্য।  

এছাড়াও, গতকাল জাতীয় মানবাধিকার কমিশনের মাননীয় চেয়ারম্যান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মানবাধিকারের বিভিন্ন দৃষ্টিকোণ ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। 

জাতীয় মানবাধিকার কমিশন   ড. কামাল উদ্দিন আহমেদ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নিজ নামে প্রকল্প না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৪:২৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

নিজের নামে প্রকল্প গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজের নাম ব্যবহার করে আর যাতে প্রকল্প না নেয়া হয়।

বৃহস্পতিবার (৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাশেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম।

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম বলেন, নিজের নাম ব্যবহার করে আর প্রকল্প যাতে না নেওয়া হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরকল্পনামন্ত্রী আরও জানান, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া আব্দুস সালাম বলেন, সভায় খুলনা শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং চট্টগ্রামে একটি বার্ন ইউনিট স্থাপনসহ ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম, উবায়দুল মুকতাদির চৌধুরী, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান প্রমুখ।

প্রকল্প   প্রধানমন্ত্রী   এনইসি সম্মেলন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচনে ৩৬ শতাংশ ভোট পড়েছে : ইসি আলমগীর

প্রকাশ: ০৩:৪৫ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথমধাপের ১৩৯ উপজেলায় ৩৬.১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।  বৃহস্পতিবার (৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

তিনি বলেন, প্রথম ধাপের উপজেলা ভোটে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়, সেখানে ভোট পড়েছে ৭৩.১ শতাংশ।


উপজেলা   নির্বাচন   ইসি আলমগীর  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চট্টগ্রামে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত

প্রকাশ: ০৩:৩২ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট নিহত হয়েছেন। তার নাম অসীম জাওয়াদ। তিনি প্রশিক্ষণ বিমান—YAK130’র পাইলট স্কোয়াড্রন লিডার। এ ঘটনায় আহত হওয়া অপরজন উইং কমান্ডার সোহানের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুর্ঘটনার দুই ঘণ্টার মাথায় দুপুর সাড়ে ১২টার দিকে অসীমকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ট্টগ্রাম পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা গণমাধ্যমকে জানান , বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার ও কো-পাইলট উইং কমান্ডার প্যারাসুট দিয়ে নেমে এলে তাদের আহত অবস্থায় উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর ১২টার দিকে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে একজনের মৃত্যু হয়। আহত অপরজন উইং কমান্ডার সোহানের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমানবাহিনীর ওয়াইএকে-১৩০ নামক যুদ্ধবিমানটি উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায়। বিমানে থাকা দুজন আরোহী প্যারাশুট দিয়ে নেমে যান। পরে বিমানটি চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে নৌবাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধারকাজ চালান।

 

 


চট্টগ্রাম   যুদ্ধবিমান   নিহত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন