ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জ নির্বাহী প্রকৌশলী’র খুঁটির জোর কোথায়?

প্রকাশ: ০৯:৪১ এএম, ১০ সেপ্টেম্বর, ২০২৩


Thumbnail

স্থানীয় সরকার মন্ত্রীর কঠোর নির্দেশনা দেওয়ার পরও সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে কেন গড়িমসি করা হচ্ছে। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে  নির্বাহীর খুঁটির জোর কোথায়?

 

গত ২৭ আগষ্ট সন্ধায় এলজিইডির প্রধান কার্যালয়ে ‘উন্নয়ন প্রকল্পের টার্গেট বাস্তবায়নে অগ্রগতি-বিলম্ব নিয়ে’ মাঠ পর্যায়ের প্রকৌশলীদের সাথে ‘ভার্চুয়াল সভা’ অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জে এলজিইডির ‘উন্নয়ন প্রকল্পের টার্গেট’ পুরণ না হওয়ার পাশাপাশি ‘সরকারি তহবিল ফেরত’ যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগের কারনে সভার শুরুতেই নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের দুর্ণীতির বিস্তর অভিযোগ করে নানান কথা বলেন মন্ত্রী । আর এ জন্যই তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নিতে প্রধান প্রকৌশলীকে তাৎক্ষনিক নির্দেশ প্রদান করেন।'

 

কিন্তু ইতিমধ্যে ১২ দিন অতিবাহিত হলেও সেই শাস্তিমুলক ব্যবস্থা নেয়া হয়নি। নাম প্রকাশে অনেকেই বলছেন ব্যবস্থা নেয়া তো দূরের কথা উল্টো নানা কায়দায় নির্বাহী প্রকৌশলী সফিকুলকে নানাভাবে সহায়তা করছে এলজিইডির কর্তৃপক্ষ এমন গুঞ্জনও রয়েছে। এর আগে সিরাজগঞ্জের তাড়াশের ‘ভদ্রাবাতি খাল খননে’ সরকারি ৩ কোটি টাকা লোপাটের অভিযোগ উঠে নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম এবং তার নিজ দপ্তরের প্রকৌশলীদের বিরুদ্ধে। এসব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সচিত্র সংবাদ প্রকাশিত হলে মন্ত্রীর দৃষ্টিগোচর হয়। সেজন্য নির্বাহী প্রকৌশলীর প্রতি সভায় বিরুপ মন্তব্য ও তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন মন্ত্রী। 

 

এছাড়া, টেন্ডার-কোটেশন ছাড়া কামারখন্দে রাস্তা সংস্কার প্রকল্প বাস্তবায়ন, এ উপজেলায় কাজ না করেই বিল উত্তোলন, সংবাদ প্রকাশের পর তরিগড়ি করে কিছু নিন্মমানের কাজ বাস্তবায়ন এবং উর্ধ্বতনের ‘অনাপত্তি সনদ’ ছাড়া বিধি-বর্হিভুতভাবে তাড়াশ, রায়গঞ্জ ও কাজিপুরে মেরামত-সংস্কার কাজে ঠিকাদারদের ৩০ কোটি টাকার চুড়ান্ত বিল পরিশোধ নিয়ে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠে। বিভিন্ন গণমাধ্যমে এসব নিয়ে সিরিজ সংবাদ প্রকাশিত হয়। এলজিআরডি মন্ত্রী ওইসব সংবাদ দেখে সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের প্রতি চরম অসন্তষ্টু হন'। মুঠোফোনে প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন বলেন, নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে। তদন্তে অভিযুক্ত হলে তারপর দেখা যাবে।’ অন্যদিকে, অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আপনারা নিউজ করে কি করবেন, দেখা যাবে। কারা ব্যবস্থা নেবেন। চেষ্টা করে দেখেন, শেষ পর্যন্ত কামিয়াব হন কি,না। 

 

অন্যদিকে, গণমাধ্যমে সংবাদ প্রকাশ দেখে উর্ধ্বতনের নির্দেশে পাবনার নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম ‘খাল খননের লোপাটের’ ঘটনার তদন্ত করেছেন। তার তদন্তেও শেষ পর্যন্ত অভিযুক্ত হন সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম। এ প্রসঙ্গে নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাব বলেন,‘সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাড়াশের ভদ্রবাতি খাল খনন নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করেছেন, মাঠ পর্যায়ে তদন্তকালে আরো ভয়াবহ দুর্নীতির প্রমান মেলেছে। যেনতেন ভাবে খাল খনন করে সিংহভাগ সরকারি টাকা লোপাটে ইতিমধ্যেই তার বিরুদ্ধেই প্রতিবেদনও তৈরী করা হচ্ছে।’

 

প্রসঙ্গত: তাড়াশে ‘ভদ্রাবতি’ খাল খননে ভুয়া মাস্টারোলে মাটি কাটার কাজে মৃত শ্রমিকদের ‘জীবিত’ দেখিয়ে নির্বাহী প্রকৌশলী ও নিজদপ্তরের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা প্রায় তিন কোটি লোপাট করে। এরপর কামারখন্দের ঝাঐল-ভারাঙ্গায় টেন্ডার কোটেশন  না করেই প্রায় সাড়ে ১৭ লাখ ব্যায়ে ৩টি স্থানে নামেমাত্র হেরিংবন কাজ করানো হয়। সরকারী ‘পরিপত্র’ উপক্ষো করে গায়ের জোরে নির্বাহী প্রকৌশলী নিজ দপ্তরের ৩০ কোটি টাকার মেরামত ও সংস্কার কাজের ‘চুড়ান্ত বিল’ পরিশোধে করেন। এরমধ্যে সাড়ে ১২ কোটি টাকার রাস্তা তাড়াশ-কুন্দইল-বারুহাস’ (আইডি নং-১৮৮৮৯২০১৬ ও ১৮৮৬১২০০৩), রায়গঞ্জের নিমগাছি-সলঙ্গা রাস্তা (আইডি নং-১৮৮৬১২০০৩), কাজিপুরের মনসুরনগর ইউনিয়ন-ছালালহাট রাস্তা (আইডি নং-১৮৮৫০৩০১৫) ও ৮১ মিটার পিএসসি গার্ডার সেতুর নির্মাতা ।  কাজিপুরের সোনামুখী-ভানুডাঙ্গা রাস্তা (আইডি নং-১৮৮৫০২০০৮)ও সোনামুখী-হরিনাথপুর রাস্তা (আইডি নং-১৮৮৫০২০০৪) রয়েছে।


সিরাজগঞ্জ   অনিয়ম   দূর্নীতি   নির্বাহী প্রকোশলী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ভোক্তা পর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম

প্রকাশ: ০৩:০৯ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৪২ টাকা থেকে ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে নতুন এ দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে, টানা ৮ মাস বাড়ার পর গত এপ্রিল মাসে কমেছিল এলপি গ্যাসের দাম। ৩ এপ্রিল মার্চ মাসের তুলনায় ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া গত মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতে ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে বৃহস্পতিবার অটোগ্যাসের দামও কমিয়েছে বিইআরসি। মে মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৩ টাকা ৯২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আর গত এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৬ টাকা ২১ পয়সা নির্ধারণ করেছিল সংস্থাটি। আর মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬৮ টাকা ৫ পয়সা নির্ধারণ করা হয়। আর গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যা মূসকসহ নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৬৭ টাকা ৬৮ পয়সা ও ৬৫ টাকা ৬৭ পয়সা।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, মে মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫৮০ মার্কিন ডলার ও ৫৮৫ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫৮৩ দশমিক ২৫ মার্কিন ডলার বিবেচনায় মে মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

উল্লেখ্য, ২০২৩ সালে ৫ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। গত বছরের জানুয়ারি, মার্চ, এপ্রিল, জুন ও জুলাই মাসে কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম বেড়েছিল ফেব্রুয়ারি, মে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে।


ভোক্তা   এলপি গ্যাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিমানযোগে দেশে পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত বাংলাদেশিদের মরদেহ

প্রকাশ: ০২:৪১ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত আট বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুর সাড়ে ১২টায় আট বাংলাদেশির মরদেহ এসভি৮০৮ বিমানযোগে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

এর আগে, মঙ্গলবার (৩০ এপ্রিল) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অব. আবুল হাসনাত মুহাম্মাদ খায়রুল বাশারের (তিউনিসিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত) উপস্থিতিতে মিশনের কর্মকর্তারা মরদেহগুলো তিউনিস আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করেন।

নিহত আট বাংলাদেশি হলেন, মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ির নয়ন বিশ্বাস, একই উপজেলার খালিয়ার মামুন শেখ ও সজল, একই উপজেলার বাজিতপুর নতুনবাজারের কাজি সজীব ও কবিরাজপুরের কায়সার, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদীর রিফাত, দিগনগরের রাসেল এবং গঙ্গারামপুর গোহালার ইমরুল কায়েস ওরফে আপন।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি নৌকায় অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন নিহত হন। নিহত অন্যজন পাকিস্তানের নাগরিক। ওই নৌকায় প্রায় ৫২ অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা ভূমধ্যসাগর হয়ে ইউরোপে যাচ্ছিলেন। 


ভূমধ্যসাগর   মরদেহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশ: ০২:৩০ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

অরাজনৈতিক ও বেসরকারী উন্নয়ন সংস্থা বন্ধু মিতালী ফাউন্ডেশনের উদ্যোগে নওগাঁয় দিন ব্যাপি ফ্রী মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। মে দিবস উপলক্ষে বুধবার (১ মে) জগৎসিংহপুর বন্ধু মিতালী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে ও বন্ধু মিতালী ফাউন্ডেশনের উদ্যোগ ফ্রী মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সেবা অনুষ্ঠিত হয়। 

 

উক্ত ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মোহাম্মদ ইকবাল শাহরিয়ার রাসেল সিআইপি।


এ সময় উপস্থিত ছিলেন বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাজিম উদ্দিন তনু, চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ মামুনসহ বন্ধু মিতালী ফাউন্ডেশনের সকল কর্মকর্তা ও কর্মচারী ।

দিন ব্যাপী এই ফ্রী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার দরিদ্র নারী ও পুরুষের মাঝে ফ্রি চিকিৎসা পত্র ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।


বন্ধু মিতালী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন তনু বলেন, ‘সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকা ও গন মানুষের সেবা করা বন্ধু মিতালী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মেডিসিন, ডায়াবেটিস, রক্তের গ্রুপ নির্নয়, হেপাটাইটিস বি ভাইরাস পরীক্ষা, জন্ডিস পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজার অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন।’

  
এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধান অতিথি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, মানুষের সেবায় সবসময় কাজ করছেন বন্ধু মিতালী ফাউন্ডেশন। প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু নওগাঁ শহরে নয়, পুরো দেশজুরে এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।


মেডিকেল ক্যাম্প   স্বাস্থ্যসেবা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

শনিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

প্রকাশ: ০১:৫৮ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

শনিবার থেকে যথারীতি মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম চলবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। আগামী শনিবার থেকে (৪ মে) দেশের সব মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান   শিক্ষা মন্ত্রণালয়  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রাজধানীতে পরিবহন চাঁদাবাজি, মূলহোতাসহ গ্রেপ্তার ১১

প্রকাশ: ০১:১০ পিএম, ০২ মে, ২০২৪


Thumbnail

রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহন থেকে চাঁদা আদায়ের অভিযোগে চক্রের অন্যতম মূলহোতা মারুফসহ ১১ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃতরা হল, মূলহোতা মো. মারুফ (৩৮), মো. ইমরান হোসেন (৩৫), মো. জাকির হোসেন (২৩), মো. রায়হান (২২), মো. চয়ন (১৮), মো. আপন (১৮), মো. রুহুল আমিন (৪০), মো. আল আমিন (২৫), মো. তানজির (২৪), মো. এহসান আহম্মেদ সজীব (২৬) ও মো. আরিফুল হাসান শাওন (১৮)।

এসময় তাদের কাছ থেকে আদায় করা চাঁদার নগদ ১২ হাজার ৩২০ টাকা এবং ১১টি কাঠের লাঠি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২ মে) র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল এ তথ্য জানান।

তিনি বলেন, ২ মে ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা ১০ মিনিট পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে পরিবহন চাঁদাবাজ চক্রের অন্যতম মূলহোতাসহ ১১ জনকে গ্রেফতার করা হয়।

এএসপি সোহেল আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।


রাজধানী   পরিবহন   চাঁদাবাজি   গ্রেপ্তার  


মন্তব্য করুন


বিজ্ঞাপন