ইনসাইড বাংলাদেশ

বিএনপিকে নিয়ে হতাশা বাড়ছে কূটনীতিকদের

প্রকাশ: ০৬:০০ পিএম, ০৪ নভেম্বর, ২০২৩


Thumbnail

কিছুদিন আগেও কূটনীতিকদের পরামর্শে বিএনপি কাজ করত। বিএনপির নেতারা কূটনীতিক পাড়ায় যেতেন। চা চক্র বা নৈশভোজে মিলিত হতেন এবং তাদের একান্ত অনুগত বাধ্যগত ছেলের মত কূটনীতিকদের নির্দেশ পালন করতেন। কূটনীতিকরা তাদেরকে যেভাবে কাজ করতে বলত, সেভাবেই তারা কাজ করতেন। বিভিন্ন পশ্চিমা দেশের কূটনীতিকদের বিএনপিকে নিয়ে একটি আগ্রহের জায়গা ছিল। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন অর্থপূর্ণ এবং অংশগ্রহণমূলক হবে না, এ জন্যই তারা কোন কোন ক্ষেত্রে প্রচ্ছন্নভাবে সরকারের বিরুদ্ধে একটি অবস্থান গ্রহণ করেছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিএনপির ওপর কূটনীতিকরা শুধু হতাশ নন, ক্ষুব্ধও বটে। বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপি যে কাণ্ড করেছে এবং তারপর যে ধরনের কর্মসূচিগুলো গ্রহণ করছে সে ধরনের কর্মসূচির সাথে একমত নয় পশ্চিমা দেশের কূটনীতিকরা। তারা বিএনপিকে সহিংসতার পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ আন্দোলনের পথ বেছে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। 

উল্লেখ্য যে, ব্রিটিশ রাষ্ট্রদূত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানেও তিনি সহিংস আন্দোলনের বদলে একটি সমঝোতাপূর্ণ অবস্থান এবং সংলাপের ওপর গুরুত্বারোপ করেছেন বলে জানা গেছে। এছাড়াও তিনি বিএনপিকে নির্বাচনে যাওয়ার ব্যাপারেও পরামর্শ দিয়েছেন। তবে মঈন খান তাকে জানিয়ে দিয়েছেন যে তার হাতে কিছু নেই। তিনি একা কিছু করতে পারবেন না। বিএনপির সব সিদ্ধান্তই আসে লন্ডন থেকে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালিত হয়। অবশ্য মঈন খান এটিও বলেছেন যে, যেভাবে সরকার বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় করছে, তাতে এই পরিস্থিতিতে আলোচনা করা সম্ভব নয়। 

তবে বিএনপির বর্তমান কর্মসূচির প্রতি সমর্থন নেই অধিকাংশ দেশের কূটনীতিকদের। বরং তারা মনে করছেন যে বিএনপির জন্য সবচেয়ে ভাল হবে আন্দোলন স্থগিত করা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ তৈরি করা। বিএনপি যদি আন্দোলনের কর্মসূচি বন্ধ করে তাহলেই তাদের জন্য এটি সম্মানজনক হবে। কারণ এই ধরনের কর্মসূচি বিএনপিকে আরও জনবিচ্ছিন্ন করবে বলেও কূটনীতিকরা মনে করেন। 

বিএনপি বলছে যে, তাদেরকে সরকার আন্দোলনে যেতে বাধ্য করছে। বিশেষ করে দলের শীর্ষ নেতাদের গ্রেপ্তার এবং হয়রানির ফলে বিএনপির সামনে আর কোন পথ খোলা নেই৷ এখন যদি বিএনপি কিছুই না করে, চুপচাপ ঘরে বসে থাকে, তাহলে সরকার আরেকটি ‘প্রহসনের নির্বাচন’ করবে। আর এই যুক্তিতেই তারা অবরোধের মত কর্মসূচিগুলো দিতে চাচ্ছে। 

তবে অবরোধের মত কর্মসূচি দিয়ে বিএনপির কী লাভ হবে? এরকম প্রশ্নের উত্তরে বিএনপি নেতারাও কোন কিছু বলতে পারেননি। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই বাস্তবতায় এতদিন ধরে এই ধরনের কর্মসূচি দেয়ার মত সামর্থ্য বিএনপির নেই। তাছাড়া জনগণও এ ধরনের কর্মসূচির সাথে এতদিন থাকবে না। কারণ অর্থনৈতিক চালিকাশক্তি যদি বন্ধ হয়ে যায় তাহলে জনগণই সবচেয়ে বিপদে পড়বে। বিএনপির এই বোধোদয় গুলো হচ্ছে না জন্যই কূটনীতিকরা হতাশ। 

তাছাড়া আগে যেভাবে বিএনপির কূটনীতিকদের পরামর্শ শুনত, তাদের নির্দেশিত পথে চলত, এখন তেমনটি হচ্ছে না। বরং এখন বিএনপির নেতারা কূটনীতিকদেরকে বিশ্বাস করতে পারছেন না। 

বিএনপির অনেক নেতাই মনে করছেন যে কূটনীতিকরা বোধহয় আওয়ামী লীগের জন্য কাজ করছেন এবং বিএনপিকে ব্যবহার করতে চাইছেন। এটিকে তারা ২০১৮’র নির্বাচনের মতোই এটিকে ফাঁদ হিসেবে মনে করছেন। এরকম পরিস্থিতিতে বিএনপির শেষ সম্বল কূটনীতিকদের সমর্থন, সেটিও তারা হারাতে বসেছে।

বিএনপি   কূটনীতিক   নির্বাচন   আওয়ামী লীগ   বাংলাদেশের নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উপজেলা নির্বাচন: লক্ষ্মীপুর সদর উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


Thumbnail লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ২৯ মে ৩য় ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচনের এই পর্বে অনুষ্ঠিত হবে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের নির্বাচনও। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

 

সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রির্টানিং কর্মকর্তা পদ্মাসন সিংহ। 

 

নির্বাচনে চেয়ারম্যান পদে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী (আনারস), জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু (কাপ পিরিচ), বর্তমান ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা রহমত উল্যা বিপ্লব (ঘোড়া), মোঃ আবুল কাশেম (দোয়াত কলম) ও মোঃ নিজাম উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন। 

 

ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান মো হাফিজ উল্যা (মাইক), সাবেক শ্রমিক লীগ নেতা মামুনুর রশিদ (উড়োজাহাজ), জেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইউসুফ পাটওয়ারী (বই), মোঃ ইয়াছিন আরাফাত (তালা) ও মোঃ মাসুদুর রহমান (চশমা) প্রতীক পেয়েছেন। 

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা (ফুটবল), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার (হাঁস প্রতীক) ও সেলিনা খানম (পদ্মফুল) প্রতীক পেয়েছেন। 

 

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার আতিকুল ইসলাম চৌধুরী জানান, সদর উপজেলার ২১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৬ লাখ ১৯ হাজার ৬৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৯৮ হাজার ২৩৭ জন, পুরুষ ভোটার ৩ লাখ ২১ হাজার ৪০৩ জন ও তৃতীয় লিঙ্গের ৫ জন ভোটার। মোট ভোট কেন্দ্র ১৯২ টি। 

৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।


উপজেলা নির্বাচন   ৩য় ধাপ   প্রতীক বরাদ্দ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন নিয়ে ইসির প্রজ্ঞাপন

প্রকাশ: ০২:৫২ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় ছিল গত ১০ মে। মনোনয়নপত্র বাছাইয়ের গত ১১ মে দিন ধার্য ছিল। ১৬ মে পর্যন্ত বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি ১৭ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৯ মে। সবশেষ আগামী ৫ জুন ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৬ মে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। তার একদিন পর ৮ মে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। এরপরেই নির্বাচনের সময়সূচি পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে ইসি।

গত ১৬ মার্চ ওই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মারা যান। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরে গত ২৩ এপ্রিল আসনটিতে উপনির্বাচনের জন্য তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। 


উপজেলা নির্বাচন   ঝিনাইদহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

প্রকাশ: ০১:৫৮ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি মোঃ ইলিয়াসকে ঘর থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (১৩ মে) ভোরে উপজেলার রোহিঙ্গা ক্যাম্পের এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উখিয়ার আশ্রয় শিবিরের ক্যাম্প- এক্সটেনশনের সি-এর নম্বর ব্লকে থাকতেন রোহিঙ্গাদের হেড মাঝি মোঃ ইলিয়াস। ভোরের দিকে তার ঘরের দরজা ভেঙে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে নিয়ে এবং সেখানে তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোঃ ইলিয়াসের মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান। 


হেড মাঝি   রোহিঙ্গা ক্যাম্প   হত্যা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ জনের মৃত্যু, আটক ৩

প্রকাশ: ০১:২৯ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত মোটরসাইকেল প্রার্থীর সমর্থক আব্দুল আলিম নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

 

রোববার (১২ মে) দিবাগত রাতে ঢাকায় হাসপাতলে নেওয়ার পথে আব্দুল আলিমের মৃত্যু হয়। নিহত আব্দুল আলিম উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলী ছেলে। 

 

এঘটনায় আটককৃতরা হলেন, একই গ্রামের মৃত একরাম আলীর ছেলে চাঁন মিয়া (৬০), রাসেল (২২) ও আবুল হোসেন (৬৫) ।

 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল আলিম চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের মোটরসাইকেল প্রতীকের কর্মী ছিলেন। ৮ মে নির্বাচন ভোটগ্রহণ শেষে প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের প্রার্থী আমিনুল ইসলামের সরকার বিজয়ী হন। বিজয়ী হওয়ার পর আমিনুল ইসলামের কর্মী চাঁন মিয়া, রাসেল, আবুল বাবলু, মান্নান, সাদ্দাম ও খালেক মেম্বারের নেতৃত্বে আব্দুল আলীমের ওপর হামলা চালায়। তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। ওইদিন তাকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করেন চিকিৎসকরান। অবস্থা অবনতি হলে সেখান থেকে রোববার দিবাগত রাতে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

 

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, ‘নির্বাচনের দিন রাতে দুপক্ষের মধ্য মারামারি হয়। তারা একে অপরের চাচাতো ভাই। তারা দুজন দুই প্রার্থীর সমর্থক ছিলেন। আব্দুল আলীম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'


নির্বাচন পরবর্তী সহিংসতা   মৃত্যু   আটক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বজ্রপাতে প্রাণহানি কমাতে কাজ করে যাচ্ছে সরকার: দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী

প্রকাশ: ০১:২৮ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান বলেছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বজ্রপাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে কাজ করে যাচ্ছে সরকার।

সোমবার (১৩ মে) সচিবালয়ের অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিজ মেরী মাসদুপুই সাক্ষাৎ করতে এলে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মহিববুর রহমান বলেন, সম্প্রতি বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বজ্রনিরোধক যন্ত্র স্থাপন করাসহ এ বিষয়ক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে কার্যকর কর্মসূচি গ্রহণ করা হবে।


বজ্রপাত   সরকার   প্রতিমন্ত্রী   মহিববুর রহমান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন