ইনসাইড বাংলাদেশ

যশোর-২ আসনে মনোনয়ন প্রত্যাশী তোফায়েল জামাতা ডাক্তার তুহিন

প্রকাশ: ০২:১১ পিএম, ১২ নভেম্বর, ২০২৩


Thumbnail

আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ডা. মোঃ তৌহিদুজ্জামান তুহিন। অতি সম্প্রতি তিনি সাংবাদিক সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন। এ আসনে বর্তমান সংসদ সদস্য সরকার দলীয়  বর্তমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মোঃ অধ্যাপক নাসির উদ্দীন। 

 

ডা. মোঃ তৌহিদুজ্জামান তুহিন যশোরের ঝিকরগাছা-চৌগাছা  উপজেলার সদর ইউনিয়নের (বর্তমানে পৌরসভা) কৃর্তিপুর গ্রামের বাসিন্দা।  এছাড়া তিনি ১৯৬৯ সালের গন অভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর ভিপি, মুজিব বাহিনীর অন্যতম নেতা, স্বাধীনতার সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব, বাংলাদেশ আওয়ামীলীগের প্রবীণ নেতা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রেসিডিয়াম মেম্বার, বর্তমানে উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সফল শিল্প ও বাণিজ্য মন্ত্রী জনাব তোফায়েল আহমেদের একমাত্র জামাতা। বর্তমানে পেশায় তিনি একজন স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ। 

 

ডা.  তৌহিদুজ্জামান তুহিন বাবা প্রয়াত আলহাজ্ব আব্দুল ওয়াহাব ছিলেন একজন সরকারী চাকুরীজীবি এবং মাতা দৌলতুন্নেছা ছিলেন একজন গৃহীনি। তার স্ত্রী তসলিমা আহমেদ জামান ও একজন চিকিৎসক। এই চিকিৎসক দম্পতির একমাত্র পুত্র সন্তান তানজিম আহমেদ জামান (প্রিয়) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কাইনেসিওলজি বিষয়ে পড়াশুনা করছেন।

 

নয় ভাই-বোনের মধ্যে ডা. তৌহিদুজ্জামান তুহিন সপ্তম। তিনি ঝিকরগাছা বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর ঝিকরগাছা এম এল পাইলট হাই স্কুল থেকে ১৯৮৪ সালে চারটি বিষয়ে লেটার মার্কসসহ কৃতিত্বের সহিত এস এস সি পাশ করেন। তার ১৯৮৬ সালে ঝিনাইদহ সরকারী কেসি কলেজ থেকে চারটি বিষয়ে লেটার মার্কসসহ পাশ করেন।  

 

ভাই-বোনের মধ্যে প্রথম আছিয়া খাতুন। তিনি একজন গৃহিনী। তার মেজো বোন রাজিয়া সুলতানা। তিনি একজন গৃহিনী। তৃতীয় ইঞ্জিনিয়ার কামরুজ্জামান বিএসসি ইঞ্জিনিয়ার(সিভিল)সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী, পওর, পানি উন্নয়ন বোর্ড। চতুর্থ শামীম সুলতানা চৌধুরী। তিনি একজন গৃহিনী। পঞ্চম শাহিন সুলতানা। তিনি একজন গৃহিনী। ষষ্ঠ প্রফেসর ড. এস এম হাসানুজ্জামান, বিএসসি (সম্মান), ফার্স্ট ক্লাস সেকেন্ড, এম এসসি ইন ফিজিক্স (ঢাকা বিশ্ববিদ্যালয়) ফার্স্ট ক্লাস সেকেন্ড, পিএইচডি ইন প্লাজমা ফিজিক্স (টোকিও জাপান), সাবেক অধ্যাপক ঢাকা কলেজ, বর্তমানে আমেরিকায় অধ্যায়নরত হিউস্টন টেক্সাস। অস্টম মোঃ ওহিদুজ্জামান ডিপ্লোমা টেকনোলজি। তিনি পেশায় একজন ব্যবসায়ী। নবম মোঃ মনিরুজ্জামান বিকম। তিনি একজন আমদানি-রফতানি কারক ও ব্যবসায়ী।

 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি ডা, তৌহিদুজ্জামান তুহিন একজন মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে তিনি রাজনৈতিক কার্যক্রম শুরু করে দিয়েছেন। তিনি সভা, সমাবেশ, উঠোন বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন। বর্তমান সরকারের উন্নয়নের হ্যান্ডবিল ভোটারদের হাতে তুলে দিচ্ছেন ও ভোটারদের বিভিন্ন আশ্বাস প্রদান করছেন।

 

এছাড়াও বিভিন্ন ইউনিয়নসহ হাটবাজার, চায়ের দোকানে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় করছেন এবং বিভিন্ন গাছ বা সুবিধাজনক স্থানে বিলবোর্ড, ব্যানার টাঙ্গিয়ে ভোটারদের মনোযোগ আকর্ষণ করছেন। অসুস্থ নেতাকর্মীদের বাড়ি-বাড়ি গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন। ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেভাগে নেতা কর্মীদের সমর্থন আদায়ে শোডাউন দিচ্ছেন।

 

যশোরের ঝিকরগাছা-চৌগাছা এই দুই উপজেলা নিয়ে সংসদীয় এই আসনে ভোটারের সংখ্যা ৪,৫৩,২৩৮ জন। দুই উপজেলার মনোনয়ন প্রার্থীরা এখন ব্যস্ত সময় পার করছেন।

 

বর্তমান আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক নাসির উদ্দীন, সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম মনির, সাবেক বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মাদ আলী রায়হান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. এ.বি.এম আহসানুল হক আহসান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তফা আশীষ ইসলাম দেবু, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম হাবিবুর রহমান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহব্বায়ক গিলবার্ট নির্মল বিশ্বাসসহ ঝিকরগাছার কৃর্তিপুর গ্রামের কৃতি সন্তান ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন ও প্রার্থী হতে চায়। তবে আওয়ামী লীগের নির্বাচনী কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সিদ্ধান্ত নিবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে হবে নৌকার মাঝি।

 

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আওয়ামীলীগ নেতা ডা. তৌহিদুজ্জামান তুহিন  বলেন, চৌগাছা-ঝিকরগাছার সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে চায়। উপজেলার গরীব অসহায় মানুষের পাশের থেকে অবহেলিত সমাজ তথা দুস্থ গরীব অসুস্থ রোগীদের সেবা, বিধবা ভাতা , বয়স্কভাতা, গরীব মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার ব্যায়ভার সহ সকল সমস্যার সমাধানের অঙ্গীকার নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর যোগ্য কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা করছি।

 

তিনি আরও বলেন, সম্পূর্ণ একক প্রচেষ্টায় আমার মরহুম পিতামাতার নামে প্রতিষ্ঠা করেছি দৌলতুন্নেসা-ওয়াহাব ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি ঝিকরগাছার হাসপাতাল রোডে অবস্থিত। এখানে দীর্ঘদিন ধরে বিনামুল্যে এবং নামমাত্র মূল্যে এলাকার বীরমুক্তিযোদ্ধা, এতিম, দুঃস্থ, এতিম, অসচ্ছল, অসহায়, প্রতিবন্ধী ও জন্মগত হৃদরোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছি। এ ধারা অব্যহত থাকবে ইনশাল্লাহ। 


যশোর   মনোনয়ন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন