ইনসাইড বাংলাদেশ

তফসিল ঘোষণা: সংলাপ হবে কী?

প্রকাশ: ০৮:০৫ পিএম, ১৫ নভেম্বর, ২০২৩


Thumbnail


জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের দিন ঘোষণা করেছেন। রাজনৈতিক সঙ্কট, অচলাবস্থা এবং প্রধান দুটি রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করলেন।

জাতির উদ্দেশে ভাষণে প্রধান নির্বাচন কমিশনার সংঘাতের পথ পরিহার করে সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন। আজ যখন নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছিল,  তার আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাথে সাক্ষাত করেন। ওবায়দুল কাদেরকে তিনি শর্তহীন সংলাপের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহের অবস্থান পুনর্ব্যক্ত করেন এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করেন। কিন্তু আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে নির্বাচনের তফসিল ঘোষণার মুহূর্তে সংলাপের ব্যাপারে আওয়ামী লীগ আগ্রহী নয়। এরকম সংলাপের কোনো সুযোগ নেই বলেও আওয়ামী লীগের বিভিন্ন নেতারা মনে করছেন। অন্যদিকে বিএনপি এখন পর্যন্ত সংলাপের ব্যাপারে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পেশ করেনি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গত রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তিনি সংলাপ রাজনৈতিক দলগুলোকে সংলাপ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সংলাপে আনার জন্য রাষ্ট্রপতির উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এখন প্রশ্ন তৈরি হচ্ছে যে, নির্বাচনের তফসিল ঘোষণার পর কী সংলাপ সম্ভব? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে রাজনৈতিক সংলাপের পর শেষ পর্যন্ত উন্মুক্ত রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর সময় দ্রুত ফুরিয়ে আসছে। কারণ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ৩০নভেম্বর।যা করার এই ৩০নভেম্বরের মধ্যে করতে হবে।

কারণ যদি বিএনপি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয় বা বিএনপির সঙ্গে কোনও সমঝোতা করতে হয়, তাহলে তাঁর অন্তত ২৮ নভেম্বরের মধ্যে সবকিছু করতে হবে। এই স্বল্প সময়ের মধ্যে। অর্থাৎ মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো কী দীর্ঘদিনের সঙ্কট এবং অচলাবস্থা এবং দূরত্ব কাটিয়ে উঠতে পারবে। এটি এখন রাজনৈতিক অঙ্গনে প্রধান প্রশ্ন।

তবে বিভিন্ন পশ্চিমা দূতাবাসগুলোর আশা করছেন যে নির্বাচনের তফসিল ঘোষণার পরও একটি সংলাপের সুযোগ রয়েছে। তবে এই সংলাপের উদ্যোগ কে গ্রহণ করবে তা নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। আওয়ামী লীগ মনে করে যে, এখন যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে, কাজেই নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় দায়, দায়িত্ব নির্বাচন কমিশনের। আর তাই এখন সরকার কোনও গুরুত্বপূর্ণ বা নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না। সংবিধানে সে সুযোগ নেই সংবিধানে।

যখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তখনই সরকারের দায়িত্ব৷ রুটিন দায়িত্বের মধ্যে চলে যায় এবং নিত্য দৈনন্দিন কাজকর্ম ছাড়া নির্বাচন কমিশনের পক্ষে আর কোনও কিছু করাই সঙ্গত এবং সাংবিধানিকভাবে সমিতির হয় না। এরকম বাস্তবতায় সরকার যে সংলাপের উদ্যোগ নেবে না, এটা বলাই বাহুল্য৷ আর সংলাপের উদ্যোগ যদি আওয়ামী লীগ সরকার গ্রহণ না করে, সেক্ষেত্রে সংলাপ কী ভাবে হবে সেটি নিয়ে প্রশ্ন, আওয়ামী লীগ আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, যে সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশন নিতে পারে এবং নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনের এই উদ্যোগে বিএনপি অংশগ্রহণ করতে পারে।

এর আগেও নির্বাচন কমিশন সংলাপের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু বিএনপি সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে বিএনপি এখন বিএনপি নেতারা বলছেন যে একতরফা ভাবে তফসিল ঘোষণার মধ্য দিয়েনির্বাচনের সংলাপের পথ রুদ্ধ করে দিল সরকার। সরকারের এই একতরফা নির্বাচন করতে চায় এইজন্যই তাঁরা নির্বাচনের তফসিল তাড়াহুড়ো করে ঘোষণা করলো। এই ধরনের তফসিল দেশকে আবার সংঘাতের পথে নিয়ে যাবে বলেই বিএনপির নেতারা মনে করছেন, তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এখনো এখন দেখার বিষয় শেষ পর্যন্ত নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো নাটকীয়ভাবে কোনও সমঝোতায় আসতে পারে কি না।


নির্বাচন   তফসিল   সংলাপ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করবে সরকার

প্রকাশ: ১০:৪৯ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

তাপপ্রবাহকে দুর্যোগ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলায় সরকার প্রস্তুত আছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মো. মহিববুর রহমান বলেন, তাপপ্রবাহের মাত্রা দিন দিন আরও বাড়তে পারে। আমরা এটা অ্যাডজাস্ট করতে চাই। ভবিষ্যতে তাপপ্রবাহ হলে তা মোকাবিলার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের সব প্রস্তুত আছে।

তিনি বলেন, আমাদের যে পরিবেশ-পরিস্থিতি তাতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে দুর্যোগ হিসেবে বিবেচনা করা যায়। আমরা সেভাবেই এগোচ্ছি।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, গত মাসে তাপপ্রবাহের সময় আমরা প্রোগ্রাম রেডি করে ফেলেছিলাম। সারা দেশে পানি, স্যালাইন, ছাতা দেয়ার উদ্যোগ নিয়েছিলাম। পরে আবহাওয়া অধিদফতর বৃষ্টির পূর্বাভাস দিলো, বৃষ্টিও হলো

প্রতিমন্ত্রী বলেন, তাপপ্রবাহ থেকে মানুষকে রক্ষা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও সংসদ ভবনের দক্ষিণ পাশে দুটি ক্যাম্প করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেটি স্পিকারের উদ্বোধন করার কথা ছিল। এ দুই স্থান থেকে পানি, স্যালাইন, ছাতাসহ বিভিন্ন উপকরণ দেওয়ার প্রস্তুতি ছিল। মানুষ এখানে আশ্রয় নিতে পারত। সব রেডি ছিল কিন্তু বৃষ্টি হওয়ায় তা আর হয়নি।

ব্যক্তিগত উদ্যোগে আমার নির্বাচনী এলাকায়ও আমি তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানান উদ্যোগ নিয়েছিলাম, যোগ করেন দুর্যোগ প্রতিমন্ত্রী।

তাপপ্রবাহ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জিলকদ মাসের চাঁদ দেখা গেছে

প্রকাশ: ১০:১০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার (১০ মে) থেকে পবিত্র জিলকদ মাস গণনা করা হবে।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।

সভায় জিলকদ মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া গেছে।

জিলকদ মাস  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ফরিদপুরে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর জয়: কৃতজ্ঞতা জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: ১০:০০ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

ফরিদপুর জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইমান আলীর বিজয় উপলক্ষে ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

বৃহষ্পতিবার (৯ মে) ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মো ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম চৌধুরীর ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমান আলীকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

উল্লেখ,  এবারের স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক দেয়া থেকে বিরত রয়েছে আওয়ামী লীগে।

যদিও ফরিদপুরের স্থানীয় অনেকে প্রশ্ন করছেন আওয়ামী লীগ যেখানে দলীয় প্রতিক দেয়নি সেখানে ফরিদপুর জেলা আওয়ামী লীগ কিভাবে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিল।

ফরিদপুর   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশ: ০৯:১৬ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

বিদ্যুৎ সংকটের এই সময়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসভবন এলাকায় লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদে চলমান দ্বিতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা জানান তিনি। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রধানমন্ত্রী বলেন, গেল কিছুদিন তীব্র গরমে কিছুটা লোডশেডিং হয়েছে। আমরা তা স্বীকার করি। আমি নির্দেশ দিয়েছি লোডশেডিং গ্রামে নয়, এখন থেকে বিদ্যুৎ সংকটে লোডশেডিং হবে গুলশান-বনানীতে। বিদ্যুৎ প্রতিমন্ত্রীর বাসভবন এলাকায়ও লোডশেডিংয়ের নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশেষ আইন নিয়ে সমালোচনা কেন? পৃথিবীতে এমন কোনো দেশ নেই, যারা ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। কিন্তু প্রতিদিন এটা নিয়ে চিল্লাচিল্লি শুনি। ওই আইনে কাউকে দায়মুক্তি দেয়া হয়নি। 
  
সামিটের বিলম্ব বিদ্যুৎ উৎপাদনের জন্য জরিমানা আদায় হয়েছে বলেও জানান এই সংসদ নেতা। তিনি বলেন, বিশেষ আইন নিয়ে যারা কথা বলছেন, সমালোচনা করছেন তারা অর্বাচীন।
 
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ নিয়ে সমালোচনা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, অথচ সেটাই সবচেয়ে ক্লিন বিদ্যুতের সোর্স। রূপপুরে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী   লোডশেডিং  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নতুন সরকারের প্রথম বাজেট ঘোষণা ৬ জুন

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ০৯ মে, ২০২৪


Thumbnail

আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট ঘোষণা করা হবে আগামী বৃহস্পতিবার (৬ জুন)। নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীরও এটি প্রথম বাজেট।

তাকে সহায়তা করবেন দেশের প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এদিন উত্থাপিত হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুন। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে।

২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার। যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সরকারের এবারের বাজেট হবে ব্যয় সংকোচনমূলক। এটি তৈরি হচ্ছে অত্যন্ত সুকৌশলে। প্রতি বছর বাজেটের প্রবৃদ্ধি সংকোচনমূলক ধরেই এবারের হিসাব প্রাক্কলন করা হয়েছে। ফলে বাজেটের আকার এবার খুব বেশি বাড়ছে না।


নতুন সরকার   বাজেট ঘোষণা   জাতীয় সংসদ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন