ইনসাইড বাংলাদেশ

ভোট নয়, পেছাতে পারে মনোনয়ন জমা দেওয়ার তারিখ

প্রকাশ: ০৬:০০ পিএম, ২১ নভেম্বর, ২০২৩


Thumbnail

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারি নির্ধারিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, এমনকি জাতীয় পার্টি পর্যন্ত নির্বাচনের সময় কয়েকদিন পেছানোর বিষয়টি বিবেচনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে নির্বাচন কমিশন বিএনপির অপেক্ষায় আছেন এখনও। গতকাল একজন নির্বাচন কমিশনার বলেছেন যে, বিএনপি যদি এখন নির্বাচনে আসতে চায় তাহলে তাদের জন্য একটা ব্যবস্থা করতে রাজি আছেন তারা। স্পষ্টতই তিনি নির্বাচনের সময় পরিবর্তনের ব্যাপারে একটি ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে নির্বাচনের মূল তারিখ পেছানোর কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ এ ধরনের প্রস্তাবের সাড়া দেবে না। বরং আওয়ামী লীগ মনে করে যে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন এক-দুই দিন পিছিয়ে দেওয়া যেতে পারে। এখন নির্বাচনের মনোনয়নের জমা দেওয়ার দিন ৩০ নভেম্বর। সেই তারিখটি কিছুটা পরিবর্তন করলেও করা যেতে পারে এবং অন্যান্য দিনগুলো সমন্বয় করা যেতে পারে। তবে কোন অবস্থাতেই নির্বাচনের ভোটের তারিখ পেছানো যাবে না। আওয়ামী লীগ করছে যে নির্বাচনের তারিখ পেছালেই দেশকে একটি সাংবিধানিক সঙ্কটের দিকে নিয়ে যাওয়া হবে এবং সেটি সম্ভব নয়। 

বর্তমান সংসদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ২৯ জানুয়ারি। অর্থাৎ ২৯ জানুয়ারির মধ্যেই একটি নতুন সংসদ নির্বাচনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে হবে। মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে এর আগে জাতীয় পার্টির দুই পক্ষ যখন দেখা করেছেন, তখন মহামান্য রাষ্ট্রপতি সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছেন। নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর কয়েকটা দিন হাতে রাখতে হয় নানা রকম বাস্তবতা। বিশেষ করে কোন আসনে যদি গোলযোগ হয়, কোন আসনে যদি ভোটগ্রহণ নিয়ে কোন রকমের সমস্যা হয় সেগুলো মিটিয়ে এবং নির্বাচন কমিশন সমস্ত নির্বাচনকে যাচাই বাছাই করে তার পরেই গেজেট প্রকাশ করবে এবং ৭ জানুয়ারি নির্বাচন হলে গেজেট প্রকাশের ক্ষেত্রে চার-পাঁচ দিন সময় লেগে যেতে পারে। এমনকি একটি উপনির্বাচনের গেজেট প্রকাশ করার ক্ষেত্রেও এক সপ্তাহ সময় লেগেছিল। কাজেই জাতীয় নির্বাচনে সবগুলো আসনের গেজেট প্রকাশ করার করার বিষয়টির জন্য সময় দেওয়া প্রয়োজন। 

দ্বিতীয়ত, গেজেট প্রকাশের পর নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা আছে। সেটিও সময়সাপেক্ষ ব্যাপার। এরপর যে দল বিজয়ী হবে সেই দলকে মহামান্য রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন ইত্যাদি আনুষ্ঠানিকতা করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর সেক্ষেত্রে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত লাগবে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে। আর তাই সরকার কোন অবস্থাতেই ৭ জানুয়ারির নির্বাচনের তারিখ পেছাতে রাজি নয়।

সরকারের একজন দায়িত্বশীল নেতা বলেছেন যে, তারা ভেবেছিলেন যে নির্বাচন তিন বা চার তারিখ অনুষ্ঠিত হবে। সেখানেই চার দিন পিছিয়ে দেওয়া হয়েছে। চার দিন অনেক বেশি সময়। তবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থেকে নির্বাচনের প্রচারণা পর্যন্ত সময় একটা বড় ধরনের সময় দেওয়া আছে। এই সময়টাকে আঁটোসাঁটো করা যেতে পারে এবং আঁটোসাঁটো করে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ানো যেতে পারে। 

আওয়ামী লীগ এখন আর মনেও করছে না যে বিএনপি নির্বাচনে আসবে। বিএনপির নির্বাচনের আসার সুযোগও বন্ধ হয়ে গেছে। এরকম বাস্তবতায় শেষ পর্যন্ত বিএনপিকে ছাড়া যে নির্বাচন হবে তা মোটামুটি নিশ্চিত মনে। আর এটিই যদি হয় তাহলে আওয়ামী লীগ কোনো অবস্থাতেই ৭ জানুয়ারি ভোটের তারিখ পেছাবে না।

নির্বাচন   নির্বাচন কমিশন   বিএনপি   আওয়ামী লীগ   তফসিল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ইসিতে এসে সাংবাদিকদের প্রশ্নে ক্ষেপে গেলেন শাহজাহান ওমর

প্রকাশ: ০৫:১৮ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুরে হঠাৎ নির্বাচন ভবনে আসেন ঝালকাঠি-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। সিইসির কার্যালয়ে প্রায় ১০ মিনিটের মতো অবস্থান করেন তিনি। 

এ সময় সাংবাদিকরা সাক্ষাতের কারণ জানতে চাইলে ক্ষেপে যান ব্যারিস্টার শাহজাহান ওমর। তিনি বলেন, ইসিতে কেন এসেছি কেন বলব? আমি কেন এসেছি, এই বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি!

আপনাকে তলব করেছিল অনুসন্ধান কমিটি, না কি আপনি আইন ভঙ্গ করেছেন- এমন প্রশ্নের জবাবে শাহজাহান ওমর বলেন, আইন জানেন? কে বলল, আমি আইন ভেঙেছি?

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপি থেকে সম্প্রতি বহিস্কার হয়েছেন ব্যারিস্টার এম শাহজাহান ওমর (বীর উত্তম)। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন।

শাহজাহান ওমর   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রার্থিতা ফিরে পেতে ২৩ জনের আপিল

প্রকাশ: ০৪:২৫ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

মনোনয়ন বাতিল ও গ্রহণ নিয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর)  থেকে শুরু হয়েছে প্রার্থীদের আপিল। সকাল থেকে আপিলের জন্য মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা ভিড় করছেন করেছে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে। বেলা সাড়ে ৩টা পর্যন্ত ২৩ জন প্রার্থী আপিল আবেদন জমা দিয়েছেন।

রাজধানীর আগারগাঁও অবস্থিত নির্বাচন কমিশনের ভবনের সামনে ১০টি অস্থায়ী ক্যাম্পে এ আপিল আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানির মাধ্যমে রায় ঘোষণা করা হবে। ১১টি অঞ্চলকে ভাগ করে ১১টি বুথ নির্ধারণ করা হয়েছে। 

মনোনয়নপত্র বাছাইয়ে মোট ৭৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বর্তমান সংসদ সদস্যদের কারও-কারও মনোনয়নপত্র বাতিল হয়েছে। 

বাছাইয়ে সারা দেশে যত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। নিয়মানুযায়ী, ১ শতাংশ ভোটারের সাক্ষর না দেয়া, ঋণ খেলাপি আয়কর রিটার্নে ক্রটির কারণে বেশিরভাগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে সোমবার (৪ ডিসেম্বর)। ১৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

প্রার্থিতা   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন   নির্বাচন কমিশন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল: ইসি আলমগীর

প্রকাশ: ০৩:৩০ পিএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

নির্বাচন সুষ্ঠু করতেই প্রশাসনে রদবদল করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ জেলার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন ইসি আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করার জন্য যা দরকার, তাই তারা করেছেন। বিদেশিরা তাদের কার্যক্রমে এখন পর্যন্ত সন্তুষ্ট। 

নির্বাচন কমিশন কোনো চাপে আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, নির্বাচন কমিশন কোনো চাপে নেই। বরং নির্বাচন কমিশনের চাপে আছে সবাই। সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর।

নির্বাচন   প্রশাসন   রদবদল   ইসি আলমগীর   দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

জয়পুরহাটে দলিত জনগোষ্ঠীর ৮দফা দাবিতে মানববন্ধন

প্রকাশ: ১১:৩১ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

বিশ্ব মানবিক মার্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে দলীত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৮দফার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন।

মঙ্গলবার সকাল ১০টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে এই মানববন্ধন করা হয়।

জেলা দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলনের সভাপতি মনো হরিজনের সভাপতি বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এ্যাড. বাবুল বরিদাস, সাধারণ সম্পাদক দুলদুল হরিজন, সদস্য দিপু হরিজন, জয় হরিজন, সাজু হরিজন প্রমুখ।

এসময় বক্তরা বলেন, সরকারি চাকরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন, জাতপাত ও পেশাত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে দলিত জনগোষ্ঠীর সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত, জাতীয় বাজেটে দলিত জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্টভাবে সামাজিক নিরাপত্ত কর্মসূচির বরাদ্দ বৃদ্ধিসহ ৮ দফা দাবি জানান। 


জয়পুরহাট   দলিত   জনগোষ্ঠী   মানববন্ধন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চলন্ত অবস্থায় খুলে গেল বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি

প্রকাশ: ১০:২১ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের দুটি বগি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১০ টা ৪৫ মিনিটে জামালপুর চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস জামালপুরের উদ্দেশে যাত্রা করে।

পথিমধ্যে সোমবার রাতে ট্রেনটি জামালপুর -চট্টগ্রাম রেলপথের ঈশ্বরগঞ্জ স্টেশন অতিক্রম করার পর ট্রেনের সর্বশেষ ১৬ ও ১৭ নম্বর বগির হুক খোলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেনের পরিচালক গৌরীপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এসে টের পায়।

ওই ট্রেনের পরিচালক উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি ট্রেনের সাথে যুক্ত করে নিয়ে গৌরীপুর স্টেশনে এসে যাত্রাবিরতি করে। সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়।

ট্রেনের পরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর ও ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি এলাকায় চলন্ত ট্রেনের দুটি বগির হুক খোলে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ট্রেন থামানের পর উল্টো পথে ট্রেন নিয়ে বিচ্ছিন্ন বগি যুক্ত করে গৌরীপুর স্টেশনে নিয়ে আসি। কোন হতাহতের ঘটনা ঘটেনি।


বিজয় এক্সপ্রেস  


মন্তব্য করুন


বিজ্ঞাপন