ইনসাইড বাংলাদেশ

আবার রক্তে লাল সবুজ পাহাড় ও অন্যান্য সংবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৩৬ এএম, ১৯ অগাস্ট, ২০১৮


Thumbnail

সকাল আনুমানিক সাড়ে ৮টা। খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজারের সব দোকান তখনও খোলেনি। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বাজারে বিকিকিনির জন্য সবেমাত্র মানুষ আসতে শুরু করেছে। বাজারের উত্তর পাশেই আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) প্রধান কার্যালয়। বাজার এলাকায় দুপুরে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের ব্যানারে পূর্বনির্ধারিত সমাবেশ থাকায় গতকাল সকাল থেকেই সেখানে সংগঠনটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এমন সময় বাজারের উত্তর-পশ্চিম দিক থেকে ব্রাশফায়ার করতে করতে সামনের দিকে আসতে থাকে একদল দুর্বৃত্ত। অস্ত্রের গর্জনে প্রকম্পিত হয়ে ওঠে পুরো এলাকা। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় মূল সড়ক থেকে বাজারের দোকান পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে ওঠে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ইউপিডিএফভুক্ত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমাসহ ছয়জন। আহত হন অন্তত তিনজন। ঘটনার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরপরই সদরের পেরাছড়া এলাকায় আবারও হামলার শিকার হন ইউপিডিএফ সমর্থকরা। ওই হামলায় গুলিবিদ্ধ হন নারীসহ চারজন। হাসপাতালে নেওয়ার পর তাদের একজনের মৃত্যু হয়। (সমকাল)

অন্যান্য সংবাদ

সড়কে গাড়ির চাপ কিছু স্থানে যানজট

ঈদের ছুটি কাটাতে বাস-ট্রেনসহ বিভিন্ন যানবাহনে ঢাকা ছাড়ছেন অগণিত মানুষ। গতকাল শনিবার রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ তেমন না থাকলেও মহাসড়কে বিভিন্ন স্থানে সৃষ্টি হয় যানজট। পরিবহন সংশ্লিস্টরা জানিয়েছেন, আজ থেকে সড়কে গাড়ির চাপ আরো বাড়বে। ফলে যানজট ভয়াবহ আকার ধারণ করার আশঙ্কা রয়েছে। এদিকে ঈদযাত্রার দ্বিতীয় দিনে গতকাল কমলাপুরে ঘরমুখো ট্রেনযাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। তবে গতকালও কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। (ইত্তেফাক)

শোকেও সংঘাতে এমপি-নেতারা

১৫ আগস্টের শোক দিবসে আওয়ামী লীগের ৩০ সাংগঠনিক জেলায় পাল্টাপাল্টি কর্মসূচি কেন্দ্র করে এমপির সমর্থক এবং তৃণমূল নেতাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অনেক নেতাকর্মী। তার চেয়ে অনেক বেশি ক্ষতি হয়েছে দলের ভাবমূর্তির। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে শাসক দলের এমপি এবং তৃণমূল নেতাদের দ্বন্দ্ব ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শোক দিবসের মিলাদ, দোয়া ও কাঙালিভোজের অনুষ্ঠানে এমপির সমর্থক ও তৃণমূল নেতাকর্মীদের সংঘর্ষে জড়িয়ে পড়া নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দলের হাইকমান্ড। তারা বিস্ময় প্রকাশ করে বলেন, নৃশংসভাবে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিনেও তারা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। এদিনটিও তাদের অশ্র“সিক্ত করতে পারেনি। পারেনি শোকাবহ ১৫ আগস্ট তাদের ঐক্যবদ্ধ করতে। (যুগান্তর)

পাহাড়ে অস্ত্র যেন ছেলের হাতে মোয়া

অস্ত্রের ঝনঝনানিতে কাঁপছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তিন পার্বত্য জেলার অনেক এলাকা। অরক্ষিত এলাকায় প্রায়ই ঘটছে খুনোখুনির ঘটনা। প্রতিটি হত্যাকাণ্ডে ব্যবহার হচ্ছে ভারী অস্ত্র। মেশিনগান, এম-১৬, একে-৪৭ রাইফেল, চাইনিজ রাইফেল, সেভেন পয়েন্ট সিক্স বোরের সেমি-অটোমেটিক রাইফেল পাহাড়ি সন্ত্রাসীদের হাতে হাতে। অস্ত্রবাজি যেন সেখানে ছেলে খেলায় পরিণত হয়েছে। পাহাড়ে গত ১০ মাসে হামলা-পাল্টা হামলায় অন্তত ৩৩ জনের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর মিছিলে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন মুখ। তালিকায় রয়েছে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের নাম। সর্বশেষ গতকাল শনিবার সকালে পার্বত্য জেলা খাগড়াছড়িতে সন্ত্রাসীরা গুলি ছুড়ে ৭ জনকে হত্যা ও তিনজনকে গুরুতর আহত করেছে। এ ছাড়া সেখানে অপহরণের ঘটনাও ঘটছে হরহামেশা। অস্থির অবস্থার মধ্যেও অস্ত্র উদ্ধারে সেখানে নেই কোনো বিশেষ অভিযান। (ভোরের কাগজ)

মেয়েদের হাত ফসকে গেল শিরোপা

এত দিন পরীক্ষাহীন দিন পার করেছে মাহমুদা। কিন্তু যেদিন কঠিন পরীক্ষার মুখোমুখি সেদিনই ফেল মেরে বসেছে। ফেল মেরেছে ফরোয়ার্ডরা, যাদের পায়ে এত দিন অফুরন্ত গোল, সেই তারা মারছে পোস্টে! দুর্ভাগা বাংলাদেশের হাত থেকে ফসকে গেল শিরোপা। সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবলের ফাইনালে ভারতের কাছে ১-০ গোলে হেরে আগেরবারের চ্যাম্পিয়নরা হয়েছে রানার্স-আপ। (কালের কণ্ঠ)

বাংলা ইনসাইডার/এসএইচটি

 



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

আবারও কমলো স্বর্ণের দাম

প্রকাশ: ০৪:৫৯ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

দেশের মানুষের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ২ দিনের ব্যবধানে ভরিতে ৬২৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১২ হাজার ৯৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

 

বিস্তারিত আসছে...

 


বাজুস   স্বর্ণ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

১০ কোটি ১৩ লাখ টাকা লোপাট, ৩ ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ: ০৪:৫৯ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail অর্থ লোপাটের দায়ে গ্রেপ্তার ৩ ব্যাংক কর্মকর্তা

অগ্রণী ব্যাংক পাবনার কাশিনাথপুর শাখার ৩ কর্মকর্তাকে ১০ কোটি ১৩ লাখ টাকা লোপাটের অভিযোগে গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে অগ্রণী ব্যাংকের রাজশাহী সার্কেলের জেনারেল ম্যানেজার আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২৬ এপ্রিল) তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

 

আফজাল হোসেন বলেন, ব্যাংক পরিদর্শনে গিয়ে ১০ কোটি ১৩ লাখ ৬২ হাজার ৩৭৮ টাকা গড়মিলের সত্যতা পাওয়া যায়। পরে পুলিশকে অভিযোগ দিলে তাদের গ্রেপ্তার করা হয়।

 

এঘটনায় অভিযুক্তরা হলেন, শাখা ব্যবস্থাপক হারুন বিন সালাম, ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী ও সিনিয়র অফিসার আবু জাফর।

 

আফজাল হোসেন আরো জানান, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয় থেকে একটি অডিট টিম পুরো বিষয়টি তদন্ত করছে। কমিটির প্রধান হলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার আনোয়ার হোসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখার পর অভিযুক্ত ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এর আগে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মধ্যরাতে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক আনোয়ার হোসেন সাগর গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


অগ্রণী ব্যাংক   ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার   অর্থ লোপাট  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ২

প্রকাশ: ০৪:৪৯ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি

ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ১ নারীসহ ২ জন নিহতের ঘটনা ঘটেছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কের সদর উপজেলার আলালপুর নামক স্থানে নালিতাবাড়িগামী একটি বাসের সাথে ময়মনসিংহগামী অপর একটি সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই ১ নারী ও ১ পুরুষ মারা যায়।

 

তবে, হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে আহত ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

 

এঘটনার সাথে জড়িত চালক পালিয়ে গেছে এবং বাসটিকে আটক করা হয়েচে বলেও এই পুলিশ কর্মকর্তা জানান।


সড়ক দুর্ঘটনা   বাস-সিএনজি সংঘর্ষ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

পুরান ঢাকায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশ: ০৪:১১ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাজধানীর বংশালে বাসার ছাদ থেকে নিচে পড়ে উরাইশিদ ইসলাম আয়ান (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বংশাল আলু বাজার হাজি ওসমান গনি রোডে এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির চাচা মকবুল হোসেন চৌধুরী বলেন, ‘আলু বাজার হাজি ওসমান গনি রোডে আয়ানদের বাড়ি। তারা বাড়িটির ৪র্থ তলায় পরিবারের সঙ্গে থাকত। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা আমিনুল ইসলাম ইমন বংশালে মোটর পার্টসের ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে আয়ান ছিল বড়’।

তিনি আরও বলেন, সারা দিন বাসাতেই ছিল আয়ান। দুপুরে তিনি জানতে পারেন, বাড়ির ৬ তলার ছাদ থেকে নিচে পড়ে গেছে সে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলেও চিকিৎসক মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানায় জানানো হয়েছে।


শিশু মৃত্যু   ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

চলতি বছরেই চালু হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রকাশ: ০৪:০০ পিএম, ২৭ এপ্রিল, ২০২৪


Thumbnail

রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। যার নির্মাণ কাজ প্রায় শেষের পথে। দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) বাস্তবায়নে প্রকল্পটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে আগামী বছর। তবে এর আগে চলতি বছরের অক্টোবর মাসে বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। এমনটাই জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

তারা জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কাজ শেষ পর্যায়ে। ২০২৫ সালে প্রথম ইউনিট থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুতিমূলক সব কাজ চূড়ান্ত পর্যায়ে এগিয়ে চলেছে। পরে দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে যাবে পরের বছর ২০২৬ সালে।

সংশ্লিষ্টরা আরও জানান, এ প্রকল্পটি চালু করার সময় যে বিদ্যুৎ প্রয়োজন হবে, তা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে নেয়া হবে। প্রকল্প এলাকায় এই বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতির কাজও এগিয়ে চলছে। এর প্রথম অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অক্টোবরের আগে বাকি কাজও শেষ হবে।

চূড়ান্তভাবে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার আগে আগামী অক্টোবরে কেন্দ্রটির প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু করার প্রস্তুতি নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গণমাধ্যমকে বলেন, আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু করার দিকে যাচ্ছি। অক্টোবরে প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু হবে।

রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহযোগিতায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত হচ্ছে দেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)। এই প্রকল্পে রাশিয়ার উদ্ভাবিত থ্রিজি(+) ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর স্থাপন করা হয়েছে। এই প্রকল্পের জ্বালানিও সরবরাহ করবে রাশিয়া। গত বছর অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে ইউরেনিয়াম বুঝে পেয়েছে বাংলাদেশ।

এই বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার জন্য বিশেষজ্ঞ তৈরি ও তাদের প্রশিক্ষণের কাজও করছে রাশিয়া। প্রকল্পটি চালুর পর ৫-৬ বছর বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে রাশিয়ার বিশেষজ্ঞরাই এটি পরিচালনা করবেন। পরে বাংলাদেশের বিশেষজ্ঞরা বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্ব বুঝে নেবেন বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।

এরই মধ্যে রাশিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা প্রকল্প বাস্তবায়নের কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। আরো প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরির জন্য রাশিয়ায় প্রশিক্ষণে পাঠানো হচ্ছে। রাশিয়া থেকে প্রশিক্ষণপ্রাপ্তরা বিদ্যুৎকেন্দ্র চালুর পর এর পরিচালনার কাজে যুক্ত হবেন।

এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, আমাদের টিম ওয়ার্ক ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। নির্মাণ কাজ থেকে শুরু করে জ্বালানি আসা পর্যন্ত সব কাজ ভালোভাবে সম্পন্ন হয়েছে। আরো বিশেষজ্ঞ তৈরির জন্য লোক পাঠানো হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র চালুর পর তারা কাজ করবেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুইটি ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা এক হাজার ২০০ মেগাওয়াট অর্থাৎ দুইটি ইউনিট থেকে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

এদিকে, প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি চালুর পর এই একই স্থানেই দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করার প্রস্তুতি নিচ্ছে সরকার। দ্বিতীয় প্রকল্পটিও বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছে রাশিয়া। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রোসটামের প্রধানের প্রাথমিক আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে রাশিয়ার সংশ্লিষ্টদের সঙ্গে সরকারের সংশ্লিষ্টদের আলোচনাও শুরু হয়েছে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র   রোসাটম  


মন্তব্য করুন


বিজ্ঞাপন