ইনসাইড বাংলাদেশ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে আরসাকে

প্রকাশ: ১০:১৬ এএম, ১০ ডিসেম্বর, ২০২১


Thumbnail কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে আরসাকে

কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য মিয়ানমারের সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী আরসাকে ব্যবহার করছে বলে অনেকের ধারণা। রোহিঙ্গারা যদি এখনই ঐক্যবদ্ধ না হয়, তবে আরসার আধিপত্য বিস্তৃত হবে। এতে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার প্রয়াস দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি গভর্ন্যান্সের ফেলো অধ্যাপক মো. শহীদুল হক। 

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রোহিঙ্গাদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠাবিষয়ক এক ওয়েবিনারে শহীদুল হক এ মন্তব্য করেন। বাংলাদেশ, গাম্বিয়া ও ব্রাসেলসভিত্তিক মানবাধিকার সংগঠন ‘নো পিস উইদাউট জাস্টিস’ যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে। 

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) রাষ্ট্রপক্ষগুলোর ২০তম সাধারণ অধিবেশনের ফাঁকে এই আলোচনার আয়োজন করা হয়। আলোচনায় সঞ্চালনা করেন নো পিস উইদাউট জাস্টিসের পরিচালক অ্যালিসন স্মিথ।  

কক্সবাজারের পরিস্থিতি এবং মিয়ানমারের সরকারের বিষয়ে রোহিঙ্গাদের মনোভাব প্রসঙ্গে শহীদুল হক বলেন, মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা দখলের প্রায় এক বছরের এই সময়কালে দেখা যাচ্ছে যে সন্ত্রাসী ও অপরাধী গোষ্ঠীগুলো রোহিঙ্গা শিবিরে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছে। তারা পাহাড় থেকে নেমে আসছে, যা অত্যন্ত উদ্বেগের। 

শুধু বাংলাদেশের নয়, অনেকের ধারণা, মিয়ানমারের সেনাবাহিনী শিবিরে অস্থিতিশীলতার জন্য আরসাকে ব্যবহার করছে। তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের নির্বাসিত গোষ্ঠীগুলো আরসার বিরুদ্ধে যে বিবৃতি দিয়েছে, সে জন্য তাদের সাধুবাদ জানাই। এটা আরও আগেই তাদের করা উচিত ছিল। কারণ, আরসার বিরুদ্ধে এখনই ঐক্যবদ্ধ না হলে রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার প্রয়াস মুখ থুবড়ে পড়তে পারে।’

রোহিঙ্গা সংকট বৈশ্বিক ভূরাজনীতির ফাঁদে আটকা পড়েছে কি না, এমন এক প্রেক্ষাপটে আলোচনা করতে গিয়ে শহীদুল হক বলেন, ‘এ সমস্যা সমাধানে বাংলাদেশ আইসিসি, আইসিজে ও আইআইএমএমে গেছে বলে সমস্যা সমাধানে আমি আশাবাদী। কখনো কখনো ভূরাজনীতির প্রসঙ্গটি বিভ্রান্তিকর। রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা করতে গিয়ে বাংলাদেশ দেখেছে চীন, ভারতের পাশাপাশি আসিয়ানভুক্ত গুরুত্বপূর্ণ দেশগুলো এ বিষয়টির মানবিক ও সমাধানের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখেছে। বাংলাদেশ যখন আইসিসি ও আইসিজেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন তারা আন্তর্জাতিক আদালতে না যেতে চাপ দিচ্ছিল। রোহিঙ্গা গণহত্যার মামলা আইসিজেতে নেওয়ার জন্য গাম্বিয়াকে তাদের উদারতার জন্য ধন্যবাদ জানাই।’

কানাডায় বসবাসরত রোহিঙ্গা মানবাধিকারকর্মী ইয়াসমিন উল্লাহ বলেন, মিয়ানমারে এখন যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে ভবিষ্যতে সেখানে গণহত্যার পুনরাবৃত্তি ঘটবে না, এই নিশ্চয়তা দিচ্ছে না। আন্তর্জাতিক বিচার যে প্রক্রিয়া রয়েছে, তাতে আদালতের নির্দেশনা মাঠে অনুসরণ করা হচ্ছে কি না, সেটা দেখার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। আবার আইসিসির যে প্রক্রিয়া, সেখানেও দ্রুত কিছু ঘটছে না। আইসিসি আরও তথ্য–উপাত্ত সংগ্রহের জন্য কাজ করছে, যার মানে এতে সময় লাগবে।
রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি সহায়ক নয় উল্লেখ করে ইয়াসমিন উল্লাহ বলেন, বিশ্বের অন্যান্য স্থানে বিপুল তরুণ জনগোষ্ঠী ও দারিদ্র্যের সুযোগ নেয় অপরাধী গোষ্ঠীগুলো। আরসার উপস্থিতি অস্বীকার করছি না। এখন আরসার উত্থানের নেপথ্যে কী ঘটছে, সেটা নিয়ে গবেষণা হওয়া জরুরি।

ইয়াসমিন উল্লাহ বলেন, নৃতাত্ত্বিক গোষ্ঠীগুলোর রাজনৈতিক অধিকার গুরুত্বপূর্ণ। মিয়ানমার এখন চরম বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত তারা যথেষ্ট কিছু করেনি। কারণ, এখন পর্যন্ত দেশে জাতিগত বিদ্বেষ অব্যাহত আছে। ফলে এনইউজির জবাবদিহি নিশ্চিত করার একটা ব্যবস্থা থাকা জরুরি। তাই তাদের ব্যাপারে সতর্ক থাকতে চাই।

যুক্তরাজ্যভিত্তিক বার্মা রোহিঙ্গা অর্গানাইজেশনের সভাপতি তুন খিন বলেন, দুই বছর পেরিয়ে গেলেও মিয়ানমার আইসিজের অন্তর্বর্তী আদেশ মানেনি। সেনাবাহিনীর ক্ষমতা দখলের কারণে পরিস্থিতির অবনতি হয়েছে। সেখানে এখনো গণহত্যা সংগঠিত হওয়ার মতো পরিস্থিতি বিরাজ করছে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন পর্যন্ত যথেষ্ট পদক্ষেপ নেয়নি বলে মিয়ানমারে বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত আছে। এটি বন্ধ করতে হলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দিতে হবে।

মিয়ানমারের বিকল্প সরকার বা জাতীয় ঐক্যের সরকারের (এনইউজি) ভূমিকাকে প্রবাসী রোহিঙ্গারা কীভাবে মূল্যায়ন করেন, এমন প্রশ্নের জবাবে তুন খিন বলেন, ‘অন্যদের চেয়ে তারা প্রগতিশীল। তবে অন্তর্ভুক্তির কথা বলার সময় আমরা শুধু রোহিঙ্গাদের অধিকারের কথাই বলছি না। আমরা দেশের সব নৃতাত্ত্বিক গোষ্ঠীর অধিকারের কথা বলছি। তাই তাদের অতীতে যেতে হবে। অতীতে যদি না তাকান, তবে তাঁরা ভবিষ্যতের দিকে কীভাবে পা বাড়াবেন। রোহিঙ্গাদের নাগরিকত্বের স্বীকৃতি তাঁরা কীভাবে দেবেন, সেটা তাঁদের স্পষ্ট করতে হবে। তাঁরা সামরিক সরকারের করা ’৮২ সালের নাগরিকত্ব আইন নিয়ে কী করবেন, সেটাও বলতে হবে। কারণ, আইনটি সেনাশাসনের সময় তৈরি। কাজেই এনইউজিকে অনেক কিছু করতে হবে।’

সূচনা বক্তৃতায় গাম্বিয়ার অ্যাটর্নি জেনারেল হোসেন টমাস বলেন, ভবিষ্যতে রোহিঙ্গা গণহত্যার পুনরাবৃত্তি রোধে আইসিজে দুই বছর আগে সর্বসম্মতভাবে অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিল। কিন্তু আদালতের নির্দেশনা মেনে মিয়ানমার এখন পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। তাই মিয়ানমার যাতে আদালতের নির্দেশনা মেনে চলে, এ জন্য নিরাপত্তা পরিষদকে চাপ দিতে হবে। মিয়ানমারের ওপর নিরাপত্তা পরিষদের শক্তি প্রয়োগ করাটা জরুরি।


রোহিঙ্গা   কক্সবাজার   মিয়ানমার   সেনাবাহিনী  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রাফসানের বাবা-মায়ের নামে আড়াই কোটি টাকা ঋণের মামলা

প্রকাশ: ১০:০২ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

সম্প্রতি বিলাসবহুল এক গাড়ি উপহার দিয়ে বাবা-মাকে চমকে দিয়েছেন রাফসান দ্য ছোটভাই খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এবার রাফসানের বাবা-মায়ের বিরুদ্ধে বিপুল অংকের টাকা ঋণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে।

রাফসানের (রাফসান দ্য ছোট ভাই) বাবা মো. জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেছা সেহেলি ব্যাংক ঋণ পরিশোধ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়। পরে তারা জামিন নিলেও সম্পত্তি নিলামের আদেশ হয়। কিন্তু সেই আদেশ হাইকোর্টে রিট করে আটকে দিয়েছেন বলে জানা যায়।

বিপুল অর্থের ঋণ পরিশোধ না করার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সাইয়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি।

পোস্টের কমেন্টে তিনি রাফসানের বাবা ও মায়ের ঋণ নেয়ার, সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন তিনি।

কন্টেন্ট ক্রিয়েটর   ইফতেখার রাফসান  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অসুস্থ হয়ে আদালতের বেঞ্চে শুয়ে পড়লেন বাবুল

প্রকাশ: ০৯:৪৮ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

চট্টগ্রামে মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে আদালতে হাজির করার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তিনি আদালতের বেঞ্চে কিছুক্ষণ বিশ্রাম নেন। এদিকে সাক্ষী না আসায় সোমবার কোনো সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে তাকে প্রিজন ভ্যানে করে ফেনী কারাগারে পাঠানো হয়। 

চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে। 

আদালতের বেঞ্চ সহকারী নেছার আহমেদ জানান, মামলার সাক্ষ্যগ্রহণের জন্য বাবুল আক্তারকে সকাল ১০টার দিকে ফেনী কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। দুপুর ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বেঞ্চে শুয়ে কিছুক্ষণ রেস্ট করেন। সুস্থবোধ করলে তাকে কারাগারে ফেরত নেওয়া পাঠানো হয়। সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ১৫ মে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে নগরীর পাঁচলাইশ থানার ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে গুলি ও ছুরিকাঘাতে খুন করা হন মাহমুদা খানম মিতু। স্ত্রীকে খুনের ঘটনায় তৎকালীন এসপি বাবুল আক্তার বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর পিবিআই সাতজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। এখনও পর্যন্ত এ মামলায় ৪৯ জন সাক্ষ্য দিয়েছেন।

পুলিশ সুপার বাবুল আক্তার   মিতু হত্যা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

প্রকাশ্যে ভোট দেয়ায় এমপি মল্লিককে তলব করেছে ইসি

প্রকাশ: ০৯:১৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেওয়ায় বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিককে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৩ মে) তাকে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান।

গত ৮ মে অনুষ্ঠিত বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নির্বাচনি অপরাধ করেছেন তিনি। এ জন্য আগামী বুধবার (১৫ মে) দুপুর ১২টায় তাকে নির্বাচন ভবনে উপস্থিত হতে বলেছে ইসি।

চিঠিতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণের দিন গত ৮ মে আপনি ৪৭নং মঙ্গলসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোট দিয়েছেন। যার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায়) ছবিসহ প্রতিবেদন আকারে প্রকাশিত হয়েছে। প্রকাশ্যে ভোট দিয়ে ভোটের গোপনীয়তা রক্ষা না করা উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা অনুসারে শাস্তিযোগ্য নির্বাচনি অপরাধ। ওই অপরাধ সংঘটনের কারণে আপনার বিরুদ্ধে মামলা দায়ের ও পদ্ধতিগতভাবে ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকারের কাছে কেন পত্র দেয়া হবে না, সে বিষয়ে আগামী বুধবার (১৫ মে) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আপনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

এই অবস্থায় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে আপনাকে উল্লিখিত তারিখ ও সময়ে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

প্রকাশ্যে ভোট   উপজেলা নির্বাচন  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

প্রকাশ: ০৮:৩৯ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ইন্দো-প্যাসিফিক স্থলবাহিনীবিষয়ক সম্মেলন ও প্রদর্শনীতে অংশ নিতে সোমবার (১৩ মে) যুক্তরাষ্ট্রে গেছেন।

সফরকালে তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৪-১৬ মে পর্যন্ত অনুষ্ঠেয় দ্যা ল্যান্ড ফোরসেস প্যাসিফিক (এলএএনপিএসি) সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন।

সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া'র বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এ সিম্পোজিয়ামের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সিম্পোজিয়ামে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া'র বাহিনী প্রধানসহ বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সিম্পোজিয়াম শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১৯ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

সরকারি সফর   যুক্তরাষ্ট্র   সেনাপ্রধান   এস এম শফিউদ্দিন আহমেদ  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

কুতুবদিয়ায় পৌঁছেছে এমভি আবদুল্লাহ

প্রকাশ: ০৭:০৭ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ ও ২৩ নাবিক এক মাস পর কক্সবাজারের কুতুবদিয়ায় এসে পৌঁছেছে। 

সোমবার (১৩ মে) বিকেলে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে এসে পৌঁছায় জাহাজটি। আগামীকাল মঙ্গলবার (১৪ মে) বিকেলে সদরঘাট জেটিতে তাদের বরণ করবেন স্বজনরা। 

এমভি আবদুল্লাহর ফোর্থ ইঞ্জিনিয়ার আহমেদ তানভীর গণমাধ্যমকে বলেন, আমরা উপকূল থেকে ৫-৬ নটিক্যাল মাইল দূরে আছি। সাড়ে চারটার দিকে আমরা কুতুবদিয়া পৌঁছেছি। কিছুক্ষণ পর জাহাজ নোঙর করা হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ ২৩ নাবিকসহ জাহাজটি জিম্মি করে সোমালিয়ার জলদস্যুরা। ৩২ দিন জিম্মি থাকার পর মুক্তিপণ নিয়ে ১৪ এপ্রিল জাহাজটি মুক্ত করে দেয় তারা। এরপর আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পণ্য খালাস করে জাহাজটি আরেকটি বন্দরে নতুন পণ্য বোঝাই করে। সেখান থেকে রওনা দেয়ার পর গত শনিবার জাহাজটি বাংলাদেশের জলসীমায় আসে। এর আগে একই মালিক গ্রুপের এমভি জাহান মনিকে নাবিকসহ ২০১০ সালে জিম্মি করেছিল জলদস্যুরা। সেবারও মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়।

কুতুবদিয়া   এমভি আবদুল্লাহ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন