ইনসাইড ক্যারিয়ার

বাণিজ্য মেলায় চাকরি পেতে চাইলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:১৭ পিএম, ০১ ডিসেম্বর, ২০১৭


Thumbnail

প্রতিবারের মতো আসছে বছরের প্রথম দিন থেকেই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।  আর এ মেলা ঘিরে প্রস্তুতিও নিতে শুরু করেছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো।

সংশ্লিষ্টরা জানান, মেলা উপলক্ষে এবারও বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে শুরু করেছে খণ্ডকালীন কর্মী নিয়োগ-প্রক্রিয়া। চারটি বড় প্রতিষ্ঠান খণ্ডকালীন কর্মী নেয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানে এক মাসের জন্য মোট ২৪৫ কর্মী নিয়োগ দেয়া হবে। নিজের পছন্দমতো পদ ও প্রতিষ্ঠানে যোগাযোগ করে যোগ দিতে পারেন আপনিও।

শিক্ষাগত যোগ্যতা

বাণিজ্য মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রযুক্তি ও সেবা প্রতিষ্ঠান ‘আমরা’ হেড অব পিপলস অজেয় রোহিশ্বাস আল কাযী বলেন, ‘খণ্ডকালীন কর্মী নিয়োগের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদেরই বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। বিশেষ করে সদ্য স্নাতক অথবা বর্তমানে যারা স্নাতক সম্পন্ন করছেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেয়া হয়। তবে এইচএসসি পাস করা প্রার্থীদেরও নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেয়া হয় বলে জানান তিনি।

বাড়তি যোগ্যতা

বাণিজ্য মেলায় কাজ করতে প্রয়োজন হয় বাড়তি কিছু যোগ্যতার। এ ব্যাপারে এসিআই লিমিটেডের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, মেলায় কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যোগাযোগের দক্ষতা, প্রেজেন্টেশন স্কিল, স্মার্টনেস, উপস্থিত বুদ্ধিমত্তা, দায়িত্ববোধ, ব্যক্তিত্ব ইত্যাদি বিষয়ও খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। এছাড়া প্রার্থী কতটা দক্ষ, সে বিষয়েই জোর দেয়া হয়ে থাকে । এ ক্ষেত্রে কাজের পূর্ব অভিজ্ঞতা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ, কাজ শুরুর আগে প্রত্যেক কর্মীকেই বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়’।

কোথায় পাবেন খোঁজ

বাণিজ্য মেলায় ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেই বেশির ভাগ প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে থাকে। এ ক্ষেত্রে মেলায় যেসব প্রতিষ্ঠান অংশ নেয়, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে মেলায় কাজ পাওয়া সহজ হয়। সে জন্য মেলা শুরুর মাস  দুয়েক আগে থেকেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া মেলায় যেসব ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কর্মী সরবরাহ করে, তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।

সুযোগ-সুবিধা

বাণিজ্য মেলায় এক মাস খণ্ডকালীন চাকরির জন্য কর্মীরা প্রতিষ্ঠানভেদে ১৫ -৩৫ হাজার টাকা আয় করতে পারেন। এছাড়া সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা, রাতের খাবার, ক্ষেত্রভেদে মোবাইল এবং যাতায়াত খরচ দেয়া হয়। মেলার কাজ করার সময় কর্মীদের মেলার জন্য প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক দেয়া হয়। এর বাইরে কেউ চাইলে এক মাসের কাজের অভিজ্ঞতা সনদও দেয়া হয়। ভালো পারফরমারদের অনেক সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে স্থায়ী চাকরিও হয়ে যায়।

এক্ষেত্রে বিডিজবস, প্রথম আলো জবসসহ বিভিন্ন জব পোর্টালগুলোতে চোখ রাখতে পারেন। মাঝে মধ্যে পত্রিকায়ও বিজ্ঞপ্তি দেয়া হয়।

যেসব প্রতিষ্ঠান কর্মী নিচ্ছে

আরএফএল গ্রুপ

কনজ্যুমার, হাউসহোল্ড পণ্য উৎপানকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আরএফএল গ্রুপ বাণিজ্য মেলায় সেলস এক্সিকিউটিভ পদে ২০০ কর্মী নেবে। বিডিজবসডটকমে কর্মী চেয়ে প্রকাশ করা হয়েছে বিজ্ঞাপন। আবেদনের ন্যূনতম যোগ্যতা স্নাতক। স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত হলেও আবেদন করা যাবে। এরই মধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

বিডিজবস ডটকমের মাধ্যমে সিভি পাঠানোর শেষ তারিখ ৬ ডিসেম্বর। আবেদন শেষে ডাকা হবে বাছাই পরীক্ষার জন্য। আলোচনার মাধ্যমে ঠিক করা হবে কাজের সময়, বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা। যোগাযোগ : আরএফএল গ্রুপ, প্রাণ আরএফএল সেন্টার, ১০৫ মধ্য বাড্ডা, ঢাকা।

বেঙ্গল গ্রুপ
৪০-৫০ জন ব্র্যান্ড প্রমোটর নেবে বেঙ্গল গ্রুপ। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করতে হবে। আবেদনের যোগ্যতা এইচএসসি বা স্নাতক। একই কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। ভাতা হিসেবে প্রতিদিন দেয়া হবে ৫০০ টাকা এবং সঙ্গে বিকেলের খাবার। রাতে বাসায় ফেরার জন্য মেয়েদের দেয়া হবে পরিবহন সুবিধা। সিভি জমা নেয়া হচ্ছে। সিভি জমা দেয়া যাবে বেঙ্গল গ্রুপের প্রধান কার্যালয়ে। যোগাযোগ : বেঙ্গল হাউস, ৭৫ গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।

এসকোয়ার ইলেকট্রুনিকস

সেলস অফিসার পদে ৩০ জন বিক্রয়কর্মী নেবে এসকোয়ার ইলেকট্রুনিকস লিমিটেড। স্নাতক হলেই পাঠানো যাবে সিভি। স্নাতকোত্তর পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। ইলেকট্রুনিকস পণ্য বিক্রয়ের কাজে দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে। বিডিজবস ডটকম ও পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মী চেয়েছে প্রতিষ্ঠানটি। কাজ করতে হবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা করে নির্ধারণ করা হবে। যোগাযোগ : আইডিয়াল ট্রেড সেন্টার (১০ তলা), ১০২তাজউদ্দীন আহমদ এভিনিউ, তেজগাঁও, ঢাকা।

আকতার ফার্নিচার

মেলায় খণ্ডকালীন কাজের জন্য ৫০ জন জুনিয়র সেলস এক্সিকিউটিভ নেবে আকতার ফার্নিচার। ন্যূনতম যোগ্যতা স্নাতক। ফার্নিচার বিষয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। নতুনদের এক মাসের বেতন দেয়া হবে ১২ হাজার টাকা। অভিজ্ঞদের বেতন নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। সঙ্গে দেয়া হবে নাশতা ও ট্রান্সপোর্ট সুবিধা। যোগাযোগ : ৬৬ প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২১২।

কোকোলা ফুড প্রোডাক্টস

মেলায় ৪০ জন খণ্ডকালীন সেলস প্রমোটর (মহিলা ও পুরুষ) নেবে কোকোলা ফুড প্রোডাক্টস। ন্যূনতম যোগ্যতা এইচএসসি, বয়স অনধিক ৩০ বছর। বাণিজ্য মেলার স্টল বা প্যাভিলিয়নে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। বেতন-ভাতা নির্ধারণ করা হবে আলোচনার মাধ্যমে। আবেদনপত্র পাঠাতে হবে কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেডের মানবসম্পদ বিভাগ বরাবর। যোগাযোগ : কোকোলা ফুড প্রডাক্টস লিমিটেড, ইসলাম লজ, বাড়ি নম্বর ১৪, রোড নম্বর ১৬/এ, গুলশান,ঢাকা-১২১২।

ফিট এলিগ্যান্স
রেডিমেড পোশাক বিক্রয় ও বিপণনের জন্য সেলস এক্সিকিউটিভ নেবে ফিট এলিগ্যান্স। আবেদনের যোগ্যতা এইচএসসি। স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরতরাও সিভি পাঠাতে পারবেন। আগে কোনো ইভেন্ট বা বিক্রয়প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। দুই শিফটে কাজের সুযোগ রয়েছে। প্রতি শিফটে ছয় ঘণ্টা কাজ করতে হবে। নির্ধারিত ১০ হাজার টাকা বেতনের সঙ্গে অ্যালাউন্স হিসেবে দেয়া হবে প্রতিদিন ১০০ টাকা। যোগাযোগ : ১৮৬ তেজগাঁও শিল্প এলাকা, শান্তা ওয়েস্টার্ন টাওয়ার, বীর-উত্তম শওকত রোড (গুলশান-তেজগাঁও লিংক রোড), ঢাকা-১২০৮।

বাংলা ইনসাইডার/এসএ/টিবি



মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

মুহূর্তেই ভেঙ্গে গেল তাদের বিসিএস স্বপ্ন

প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে আজ (শুক্রবার)। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

পিএসসির নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্র প্রবেশ করেছেন। তাই সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে শেষ সময়ে কোনোরকম সতর্কতা না জানিয়ে ফটক বন্ধ করে এবার পরীক্ষা দিতে পারেননি প্রায় ২০ জনের মতো।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফলে এই বিসিএসের স্বপ্ন শেষ হয়ে গেল এই পরীক্ষার্থীদের।

তাদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের কোনোরকম সতর্ক না করেই ঠিক ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয়। এর এক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের আকুতি-মিনতি করেও লাভ হয়নি।

কুমিল্লা থেকে ঢাকায় বিসিএস পরীক্ষা দিতে এসেছিলেন শাউলিনা। ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেও শেষ সময়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারেনি তিনি। শাউলিনা বলেন, আমি ৯টা ১৫ মিনিটে এই এলাকায় চলে এসেছি। ঠিক ৯টা ৩১ মিনিটে রাস্তায় গেটের সামনে ছিলাম। সর্বশেষও আমি দেখলাম ঢুকতে দিচ্ছে, তখন আমি বাচ্চাটাকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, মূল গেটের দেয়াল টপকিয়ে দ্বিতীয় গেটে এসেছি, কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি। ম্যাজিস্ট্রেটকে বারবার অনুরোধ করার পরও ঢুকতে দেননি।

শাউলিনা বলেন, এটাই হয়তো আমার শেষ বিসিএস। আমার কাছে পরিবারের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এতো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটাই দিতে পারলাম না। জানি না এখন আমার কী করা উচিত। এই মুখ নিয়ে আমি বাসায় যাব কী করে?

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, আমাদের নিয়মই ছিল ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বিষয়ে আমরা বারবার বলেছি। তারপরও যদি কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে, তাহলে আমাদের দৃষ্টিতে সে পরীক্ষার অযোগ্য।

বিসিএস   পিএসসি  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

প্রকাশ: ০৫:৪৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করেছে। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

জানা গেছে, ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

পরীক্ষার আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন।

বিসিএস   প্রিলি পরীক্ষা   পিএসসি  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ

প্রকাশ: ০৯:২২ এএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন।

সোমবার (২২ এপ্রিল) রাত দেড়টায় এ ফলাফল প্রকাশ করা হয়‌। গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তৃতীয় ধাপের পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে রোববার (২১ এপ্রিল) দুপুরে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রকাশিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি ধরা পড়েছে। মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের ফল আজ রাত ১২টার পর প্রকাশ করা হবে। সেই সংশোধিত ফল রাতে প্রকাশ করা হয়।

গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। গত বছরের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়।


প্রাথমিক বিদ্যালয়   সহকারী শিক্ষক নিয়োগ   ফল প্রকাশ  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

বিকেলে প্রো-ভিসি নিয়োগ, রাতেই স্থগিত

প্রকাশ: ০৯:৪৭ এএম, ০৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগের আদেশ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টা পরই বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ‘জনস্বার্থে’ জারি করা আরেকটি আদেশে নিয়োগ স্থগিতের তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৪ এপ্রিল তারিখের প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগাদেশ নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে ‘রাষ্ট্রপতির আদেশক্রমে’ তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

অধ্যাপক মিজানুর রহমানের নিয়োগের বিষয়টি জানাজানি হলে সামনে আসে ২০২১ সালের একটি যৌন হয়রানির অভিযোগ। তাতে দেখা যায়, মিজানুর রহমান যখন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) দায়িত্বে ছিলেন, তখন তার বিরুদ্ধে নারী সহকর্মীরা যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ করেছিলেন।


প্রো-ভিসি   জাতীয় বিশ্ববিদ্যালয়   উপ-উপাচার্য  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: ০৩:৫৪ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন চাকরিপ্রার্থী।

বুধবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

জানা গেছে, ৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বিসিএস   পিএসসি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন