ইনসাইড ক্যারিয়ার

এ সপ্তাহের নির্বাচিত চাকরি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:২৭ পিএম, ১৪ এপ্রিল, ২০১৭


Thumbnail

এ সপ্তাহে বিভিন্ন পত্রপত্রিকা ও অনলাইন থেকে সংগৃহীত নির্বাচিত চাকরির বিজ্ঞাপনগুলো নিয়ে বাংলা ইনসাইডারের নিয়মিত আয়োজন ‘এ সপ্তাহের নির্বাচিত চাকরি’। একনজরে দেখে নিন চাকরির বিজ্ঞপ্তিগুলো-

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে বিভিন্ন পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। দেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার এই প্রতিষ্ঠানটিতে ১৭ ধরনের পদে ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদসমূহ
অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদে তিনজন, অটো ইলেকট্রিশিয়ান একজন, জুনিয়র টেকনিশিয়ান একজন, জুনিয়র টেকনিশিয়ান (ওয়েল্ডিং) দুজন, হিট ট্রিটমেন্ট বা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স মেকানিক পদে একজন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান দুজন, অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান (রি-উইন্ডার) একজন, পাম্প মেকানিক তিনজন, ক্রেন অপারেটর একজন, ডিজেল ইঞ্জিন মেকানিক একজন, জুনিয়র কম্পিউটার টাইপিস্ট তিনজন, মেকানিক্যাল পাইপ ফিটার দুজন, এয়ারকন্ডিশন মেকানিক একজন, জুনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট) দুজন, মেকানিক্যাল ফিটার (এক্সেঞ্জার বা অ্যারোকন্ডেন্সার) তিনজন, ফায়ার ফাইটার তিনজন এবং জুনিয়র ল্যাবরেটরি হেলপার তিনজনসহ মোট ৩৩ জনকে এ নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদমর্যাদা অনুযায়ী পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতাসম্পন্নও হতে হবে।

বয়স
আবেদনকারীদের বয়সসীমা ৯ এপ্রিল, ২০১৭ অনুযায়ী অনূর্ধ্ব-৩৫ বছর হতে হবে।

আবেদন প্রক্রিয়া
টেলিটকের ওয়েবসাইট (erlb.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রার্থীরা ২৭ এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2oCgUJ8

আকর্ষণীয় পদে বিনা অভিজ্ঞতায় নিয়োগ দিচ্ছে প্রাণ
নতুনদের মধ্যে আকর্ষণীয় পদে চাকরিপ্রার্থীদের জন্য সুযোগ দিচ্ছে শিল্প প্রতিষ্ঠান প্রাণ। বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি—এসসিএম (চেইনশপ)’ এবং ‘ট্রেইনি এক্সিকিউটিভ—ক্যাশ’ পদে ২৪ জন পুরুষ প্রার্থীকে এই নিয়োগ দেওয়া হবে।

ম্যানেজমেন্ট ট্রেইনি—এসসিএম (চেইনশপ)
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, মানবসম্পদ ব্যবস্থাপনা, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, আন্তর্জাতিক ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। কম্পিউটার চালনায় এবং ইংরেজি ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে।

ট্রেইনি এক্সিকিউটিভ—ক্যাশ
বিকম, বিবিএস বা বিএ পাস প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকায়। এ ছাড়া ট্রেইনি এক্সিকিউটিভ পদে গাজীপুর, নরসিংদী, রাজশাহী ও সিলেট জেলায় নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। ম্যানেজমেন্ট ট্রেইনি পদে ২০ এপ্রিল এবং ট্রেইনি এক্সিকিউটিভ পদে ২৭ এপ্রিল, ২০১৭ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pbWi8u

অফিসার পদে নতুনদের নিয়োগ দিচ্ছে সিটি ব্যাংক
নতুনদের চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। ‘অফিসার, মার্চেন্ট অ্যাকুইজিশন, সার্ভিস অ্যান্ড রিলেশনশিপ, কার্ডস’ পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় জ্ঞানসম্পন্ন হতে হবে।

আবেদন প্রক্রিয়া
বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ২১ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pc1ucb

একাধিক পদে চাকরি ব্র্যাকে, বেতন ২২ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতায় ‘ট্রেইনি অফিসার (দাবি)’ এবং ‘ট্রেইনি অফিসার (প্রগতি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা সমমানের ফলসহ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগ ও ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।

বয়স
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে।

বেতন
নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকম বা ব্র্যাকের ওয়েবসাইট (careers.brac.net) থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার সুযোগ থাকছে ১৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2pbWW5V

বিভিন্ন পদে ১২৭ জন নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ছয় ধরনের অস্থায়ী পদে নিয়োগ পাবেন ১২৭ বাংলাদেশি নাগরিক। বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তবে সব জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদসমূহ
অডিটর ৬৭ জন, জুনিয়র অডিটর (এলডিএ-কাম-টাইপিস্ট) পদে ৪০ জন, ড্রাইভার চারজন, অফিস সহায়ক ১১ জন, নিরাপত্তা প্রহরী চারজন এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে একজনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থেকে স্নাতক পাস পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ ছাড়া পদ অনুযায়ী বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য দক্ষতা থাকতে হবে।

বয়স
আবেদনকারীর বয়সসীমা ১ এপ্রিল-২০১৭ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন
পদমর্যাদা অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে আট হাজার ২৫০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফরম নিজ হাতে পূরণ করে আবেদন করতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের ওয়েবসাইটে (www.cgdf.gov.bd)। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুসরণ করে প্রয়োজনীয় সব কাগজ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা ‘কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন (চতুর্থ তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০’। আবেদন করার সুযোগ থাকছে ১০ মে, ২০১৭ পর্যন্ত।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2nHHjWM

করপোরেট সেলসে ক্যারিয়ার শুরু করুন বেঙ্গল গ্রুপে
ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘এক্সিকিউটিভ (ইনস্টিটিউশনাল বা করপোরেট সেলস)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কর্মস্থল
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে সিলেট, রংপুর, যশোর, খুলনা ও ময়মনসিংহ জেলায়।

আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে ১৮ এপ্রিল, ২০১৭ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
মূল বিজ্ঞপ্তি : bit.ly/2o9V4sF

বাংলা ইনসাইডার/আরকে




মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

মুহূর্তেই ভেঙ্গে গেল তাদের বিসিএস স্বপ্ন

প্রকাশ: ০৩:৪৬ পিএম, ২৬ এপ্রিল, ২০২৪


Thumbnail

৮ বিভাগীয় শহরের ২১৫ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছে আজ (শুক্রবার)। সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়।

পিএসসির নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষাকেন্দ্র প্রবেশ করেছেন। তাই সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। তবে শেষ সময়ে কোনোরকম সতর্কতা না জানিয়ে ফটক বন্ধ করে এবার পরীক্ষা দিতে পারেননি প্রায় ২০ জনের মতো।

শুক্রবার (২৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে। ফলে এই বিসিএসের স্বপ্ন শেষ হয়ে গেল এই পরীক্ষার্থীদের।

তাদের অভিযোগ, পরীক্ষা কেন্দ্রের সামনে অপেক্ষমাণ শিক্ষার্থীদের কোনোরকম সতর্ক না করেই ঠিক ৯টা ৩০ মিনিটে গেট বন্ধ করে দেওয়া হয়। এর এক মিনিটের মধ্যেই ভেতরে প্রবেশ করতে গেটের সামনে থাকা দায়িত্বরতদের আকুতি-মিনতি করেও লাভ হয়নি।

কুমিল্লা থেকে ঢাকায় বিসিএস পরীক্ষা দিতে এসেছিলেন শাউলিনা। ১৫ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হলেও শেষ সময়ে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে পারেনি তিনি। শাউলিনা বলেন, আমি ৯টা ১৫ মিনিটে এই এলাকায় চলে এসেছি। ঠিক ৯টা ৩১ মিনিটে রাস্তায় গেটের সামনে ছিলাম। সর্বশেষও আমি দেখলাম ঢুকতে দিচ্ছে, তখন আমি বাচ্চাটাকে একপাশে বসিয়ে রেখে এসে দেখি গেট বন্ধ করে দিয়েছে।

তিনি বলেন, মূল গেটের দেয়াল টপকিয়ে দ্বিতীয় গেটে এসেছি, কিন্তু এখান থেকে ঢুকতে দেয়নি। ম্যাজিস্ট্রেটকে বারবার অনুরোধ করার পরও ঢুকতে দেননি।

শাউলিনা বলেন, এটাই হয়তো আমার শেষ বিসিএস। আমার কাছে পরিবারের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু এতো প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটাই দিতে পারলাম না। জানি না এখন আমার কী করা উচিত। এই মুখ নিয়ে আমি বাসায় যাব কী করে?

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে জানান, আমাদের নিয়মই ছিল ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এ বিষয়ে আমরা বারবার বলেছি। তারপরও যদি কোনো শিক্ষার্থী যথাসময়ে পরীক্ষার কেন্দ্রে আসতে না পারে, তাহলে আমাদের দৃষ্টিতে সে পরীক্ষার অযোগ্য।

বিসিএস   পিএসসি  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

প্রকাশ: ০৫:৪৬ পিএম, ২৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তাদের ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করেছে। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

জানা গেছে, ৪৬তম বিসিএসে ৩ লাখ ৩৮ হাজার আবেদন জমা পড়েছে। এই বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এই ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে। প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

পরীক্ষার আসন বিন্যাস দেখতে এখানে ক্লিক করুন।

বিসিএস   প্রিলি পরীক্ষা   পিএসসি  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

সহকারী শিক্ষক নিয়োগে সংশোধিত ফল প্রকাশ

প্রকাশ: ০৯:২২ এএম, ২২ এপ্রিল, ২০২৪


Thumbnail

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে (তিন পার্বত্য জেলা বাদে ২১টি জেলা) লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন ৪৬ হাজার ১৯৯ জন।

সোমবার (২২ এপ্রিল) রাত দেড়টায় এ ফলাফল প্রকাশ করা হয়‌। গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, তৃতীয় ধাপের পরীক্ষায় ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে রোববার (২১ এপ্রিল) দুপুরে এই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। পরে রাতে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রকাশিত প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফলে ত্রুটি ধরা পড়েছে। মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি পরিলক্ষিত হওয়ায় এ দুই সেটের ফল আজ রাত ১২টার পর প্রকাশ করা হবে। সেই সংশোধিত ফল রাতে প্রকাশ করা হয়।

গত ২৯ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও মেসেজ পাবেন।

মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। গত বছরের ১৪ জুন এ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশিত হয়।


প্রাথমিক বিদ্যালয়   সহকারী শিক্ষক নিয়োগ   ফল প্রকাশ  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

বিকেলে প্রো-ভিসি নিয়োগ, রাতেই স্থগিত

প্রকাশ: ০৯:৪৭ এএম, ০৫ এপ্রিল, ২০২৪


Thumbnail

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগের আদেশ স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির কয়েক ঘণ্টা পরই বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে ‘জনস্বার্থে’ জারি করা আরেকটি আদেশে নিয়োগ স্থগিতের তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৪ এপ্রিল তারিখের প্রজ্ঞাপনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের নিয়োগাদেশ নির্দেশক্রমে স্থগিত করা হলো।

এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদারের সই করা প্রজ্ঞাপনে ‘রাষ্ট্রপতির আদেশক্রমে’ তাকে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়।

অধ্যাপক মিজানুর রহমানের নিয়োগের বিষয়টি জানাজানি হলে সামনে আসে ২০২১ সালের একটি যৌন হয়রানির অভিযোগ। তাতে দেখা যায়, মিজানুর রহমান যখন ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের (নিটার) দায়িত্বে ছিলেন, তখন তার বিরুদ্ধে নারী সহকর্মীরা যৌন হয়রানি ও নিপীড়নের অভিযোগ করেছিলেন।


প্রো-ভিসি   জাতীয় বিশ্ববিদ্যালয়   উপ-উপাচার্য  


মন্তব্য করুন


ইনসাইড ক্যারিয়ার

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: ০৩:৫৪ পিএম, ০৩ এপ্রিল, ২০২৪


Thumbnail

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১১ হাজার ৭৩২ জন চাকরিপ্রার্থী।

বুধবার (৩ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। 

জানা গেছে, ৪৪তম বিসিএসে মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন। গত বছরের ২৭ মে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ২৫ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। প্রিলিমিনারিতে ১৫ হাজার ৭০৮ পরীক্ষার্থী পাস করেন। তারা লিখিত পরীক্ষায় অংশ নেন।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশে ৫০, পররাষ্ট্রে ১০, আনসারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

বিসিএস   পিএসসি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন