ইনসাইড গ্রাউন্ড

টিকতে হলে ৫ হাজার কোটি টাকা প্রয়োজন বার্সার!

প্রকাশ: ১০:৪৮ এএম, ১০ জুন, ২০২২


Thumbnail টিকে থাকতে ৫ হাজার কোটি টাকা প্রয়োজন বার্সেলোনার!

বড় ধরণের আর্থিক দুরবস্থায় রয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির মাথার ওপর ঝুলছে প্রায় ১০ হাজার কোটি টাকারও বেশি অঙ্কের ঋণ। আয় কমে যাওয়ায় মিটছে না দেনার দায়। অবস্থা এমন যে ক্লাব টিকিয়ে রাখতে ঋণ করে হলেও খেলোয়াড়দের বেতন, ক্লাবের ব্যয় মেটাতে হবে। এমন ভয়াবহ বিপর্যয় থেকে উদ্ধার পেতে অন্তত পাঁচ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন ক্লাবের সহ-সভাপতি এদুয়ার্দ রোমেউ। 

স্প্যানিশ জায়ান্টের কাছে দুটো ঋণের প্রস্তাব ছিল। একটা ছিল সিভিসি ক্যাপিটাল পার্টনার্সের পক্ষ থেকে। সেই চুক্তিটা হয়ে গেলে বার্সেলোনা এককালীন ঋণ পেত ২৭০০ কোটি টাকা, যা যোগ হতো ক্লাবের আয় হিসেবে, যে কারণে ব্যয়ের সীমা বেড়ে যেত ক্লাবটির। 

এই চুক্তির শর্তানুসারে দীর্ঘ ৫০ বছর টিভিস্বত্বের ১০ শতাংশ ভাগ দিতে হতো প্রতিষ্ঠানটিকে। তাতে সব মিলিয়ে অন্তত ৮ হাজার ২৫০ কোটি টাকা মেটাতে হতো বার্সার। ২ হাজার ৭০০ কোটি টাকার বিপরীতে এই পরিমাণ অর্থ দেওয়ার প্রস্তাবকে ‘বাজে’ বলেই আখ্যা দিয়েছেন রোমেউ। এই চুক্তি গ্রহণ করবে না বার্সা, এমন ইঙ্গিতই দিয়েছেন তিনি।

ক্লাবটি ইতোমধ্যেই সাবেক চেলসি ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিশ্চিয়ানসেন আর এসি মিলানের ফ্র্যাঙ্ক কেসির সঙ্গে চুক্তির বিষয়ে সম্মতিতে পৌঁছেছে। তবে বর্তমান অর্থনৈতিক অবস্থায় তাদেরও নাম নিবন্ধন করাতে পারছে না ক্লাবটি।



সম্প্রতি স্পোর্তকে দেওয়া এক সাক্ষাৎকারে বার্সা সহ-সভাপতি এর পেছনে দায় দিলেন ক্লাবের দেনাকে। বললেন, ‘এই সংখ্যাটা যে ক্ষতিটা সবচেয়ে বেশি করছে, তা হলো আমাদের এটা সম্পদের ভারসাম্যহীনতার দিকে ঠেলে দিচ্ছে। আমাদের ঋণের পরিমাণ ৫০ কোটি ইউরোর (প্রায় ৫০০০ কোটি টাকা)।’

ঝামেলা এখানেই শেষ নয়। দ্রুত পদক্ষেপ না নিলে চক্রবৃদ্ধি ঋণে যোগ হবে আরও ১৫০০ কোটি টাকা। বার্সা মুখপাত্র জানান, ‘চলতি মৌসুমে ক্ষতির খাতায় আরও ১৫ কোটি ইউরো যোগ হবে, যদি আমরা কিছু না করি।’ 

এই পরিস্থিতি মোকাবেলায় করণীয় কী? রোমেউর উত্তর, ‘আমি আগেও বলেছি, কেউ যদি আমাদের ৫০ কোটি ইউরো দেয়, সেটাই কেবল বার্সাকে বাঁচাতে পারে।’

আয় কমে যাওয়ার কারণে ক্লাবের ব্যয় সংকুচিত হয়েছে। খরচে সামঞ্জস্য রাখতে বার্সেলোনার সিনিয়র বেশ কয়েকজন তারকা বেতন কমাতে সম্মত হয়েছেন। কারো কারো চুক্তি আবার নতুন করে ঢেলে সাজাতে হয়েছে। 

টিকে থাকতে চাইলে এখন বার্সার বিপুল অর্থ প্রয়োজন। বার্সার মতো না হলেও লা লিগার বাকি সব ক্লাবও বেশ ক্ষতির মুখে পড়েছে করোনাকালে। সিভিসি লা লিগার ক্লাবগুলোকে সেই অর্থ দেওয়ারই প্রস্তাব দিয়েছিল। লা লিগার প্রায় সব ক্লাব তা মেনে নিলেও বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ তা মানেনি। বরং সিভিসি ও স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আদালতে অভিযোগও তুলে বসেছে।

এই চুক্তি প্রত্যাখ্যানের বিষয়ে রোমেউ বলেন, ‘যে চাপ আমরা সহ্য করেছি, আর যে ‘ফেয়ার প্লে’র ভাবনা সবসময় আমাদের মাথায় থাকে, তা আমলে আনলে এটা বেশ বাজে একটা চুক্তি হতো। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলেও এটা এমনই মনে হচ্ছে, আর আমি মনে করি আমাদের সভাপতিও এই বিষয়ে বেশ পরিষ্কার।’

বার্সেলোনা   আর্থিক সংকট   ফুটবল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুতেই চাপে বাংলাদেশ

প্রকাশ: ০৯:৪১ পিএম, ২১ মে, ২০২৪


Thumbnail

তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০তে আজ যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন না কেউই। রান করতে ধুঁকছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে তিন উইকেটে ৬০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। ব্যাট হাতে শুরুটা মোটামুটি ভালো করেছিলেন দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। ব্যক্তিগত ১৪ রানে লিটন আউট হলে ভাঙে দুজনের ৩৪ রানের জুটি।

সঙ্গীর বিদায়ের পরপরই আউট হন সৌম্য। তিনি ২০ রান করেন। তিনে নেমে ৩ রানের বেশি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তাওহীদ হৃদয় ও সাকিব আল হাসান এখন দলকে এগিয়ে নিচ্ছেন। দুজনে যথাক্রমে ১৮ ও ৩ রানে অপরাজিত আছেন।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

টি-২০   যুক্তরাষ্ট্র   বাংলাদেশ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে বোলিংয়ে কলকাতা

প্রকাশ: ০৮:০৫ পিএম, ২১ মে, ২০২৪


Thumbnail

শেষ মুহুর্তে এসে পৌঁছেছে আইপিএলের ১৭তম আসর। সেমিফাইনাল, এলিমিনেটর ও ফাইনাল মিলিয়ে আর মোট ৪ ম্যাচ বাকি। এর মধ্যে প্রথম সেমিফাইনালে আজ মাঠে নেমেছে কলকাতা ও হায়দরাবাদ। যেখানে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। মঙ্গলবার (২১ মে) ফাইনালে ওঠার এই মহালড়াইয় অনুষ্ঠিত হচ্ছে আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে।

লিগ পর্বে হায়দরাবাদকে ৩ রানের হারিয়ে আসর শুরু করেছিল কালকাতা। তাই হায়দরাবাদের বিপক্ষে সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই কলকাতা। এই ম্যাচ দিয়ে কলকাতার হয়ে চলতি আসরের প্রথম ম্যাচ খেলতে নামছে রাহমানুল্লাহ গুরবাজ।

অন্যদিকে লিগ পর্বের হারের প্রতিশোধ নিয়ে ফাইনাল নিশ্চিত করতে চাই কামিন্সের দল। আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে হায়দরাবাদ।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, রাহুল থ্রিপাঠী, হেনরিক ক্লাসেন, নীতিশ রেড্ডি, আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, বিজায়কান্থ ভিয়াশান্থ ও টি-নটরাজন।

কলকাতা নাইট রাইডার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সুনীল নারিন, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, ভাইভাভ আরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।


আইপিএল   সানরাইজার্স হায়দরাবাদ   কলকাতা নাইট রাইডার্স  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

আজ মাঠে নামছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, দেখা যাবে যেভাবে

প্রকাশ: ০৬:২৭ পিএম, ২১ মে, ২০২৪


Thumbnail

আসন্ন টি-২০ বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই সিরিজের প্রথম ম্যাচে আজ টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামছে টাইগাররা।

সিরিজের এই প্রথম টি-২০ ম্যাচটি দু’দলের কাছে ঐতিহাসিক হতে যাচ্ছে। কারণ প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে দেখা হবে দু’দলের। ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি-২০ খেলার পর এরই মধ্যে এই ফরম্যাটে ২০টি দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আসন্ন টি-২০ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র হবে বাংলাদেশের ২১তম প্রতিপক্ষ।

এই সিরিজ সরাসরি কোন চ্যানেলে খেলা যাবে সেটি গতকাল দুপুর পর্যন্তও নিশ্চিত ছিল না। তবে অবশ্য রাত নাগাদ মিলেছে সুখবর। বিসিবি কর্মকর্তা তানভীর আহমেদ টিটু জানিয়েছিলেন, যে ভাবেই হোক সরাসরি দেখা যাবে এই সিরিজ। পরে রাতেই বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে পরিস্কার করা হয় খেলা দেখার চ্যানেল সম্পর্কে। সরাসরি নাগরিক টিভিতে দেখা যাবে খেলা। এছাড়া অনলাইন প্লাটফর্ম হিসেবে দেখা যাবে টফি অ্যাপে।

আগামী ২ জুন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির মেগা আসরটিতে অংশ নেওয়ার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ২১, ২৩ ও ২৫ মে হবে সিরিজের ম্যাচগুলো।

এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ জুন থেকে। যুক্তরাষ্ট্রের ডালাসে শান্তর দল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। ১০ জুন বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে বাংলাদেশ।


যুক্তরাষ্ট্র   বাংলাদেশ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্রথম ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের একাদশ

প্রকাশ: ০৬:০৭ পিএম, ২১ মে, ২০২৪


Thumbnail

আসন্ন টি-২০ বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই সিরিজের প্রথম ম্যাচে আজ টেক্সাসের হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামছে টাইগাররা।

সিরিজের এই প্রথম টি-২০ ম্যাচটি দু’দলের কাছে ঐতিহাসিক হতে যাচ্ছে। কারণ প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে দেখা হবে দু’দলের। ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম টি-২০ খেলার পর এরই মধ্যে এই ফরম্যাটে ২০টি দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। আসন্ন টি-২০ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র হবে বাংলাদেশের ২১তম প্রতিপক্ষ।

সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২৩ ও ২৫ মে। একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের সব ম্যাচ। তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষে ২৮ মে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। অর্থাৎ একই ভেন্যুতে চারবার মুখোমুখি হবে দু’দল।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় টেক্সাসের হিউস্টোনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে।

অভিবাসীদের খেলোয়াড়দের নিয়ে মূলত দল সাজিয়েছে যুক্তরাষ্ট্র। যেখানে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও উইন্ডিজ বংশোদ্ভূত খেলোয়াড়দের আধিপত্যই বেশি। এর মধ্যে একজনের নাম স্পটলাইটে রয়েছে। তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার কোরি অ্যান্ডারসন।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফেভারিট হিসেবে শুরু করবে বাংলাদেশ। তবে প্রথম টি-২০ ম্যাচের একাদশ কেমন হবে তা নিয়ে আছে প্রশ্ন। লিটন দাস রান পাননি।

অন্যদিকে ইনজুরির কারণে সৌম্য সরকার জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলার সুযোগ পাননি। তাকে তাই পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। আবার জিম্বাবুয়ে সিরিজ দিয়ে অভিষেক হওয়ায় তানজিদ তামিমও পর্যাপ্ত ম্যাচ পাওয়ার দাবি রাখেন।

যদিও লিটন দাসকে ফর্মে ফেরাতে টিম ম্যানেজমেন্ট সম্ভাব্য সব কিছুই করতে চায়। যে কারণে তাকেও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হতে পারে। ছন্দে না থাকলেও অধিনায়ক হওয়ায় একাদশে টিকে যাবেন নাজমুল শান্ত। তাসকিন আহমেদ ইনজুরিতে পড়ায় শরিফুল-মুস্তাফিজের সঙ্গে তানজিম সাকিব বা হাসান মাহমুদকে দেখা যেতে পারে।

যুক্তরাষ্ট্র সম্প্রতি কানাডার বিপক্ষে ম্যাচ খেলেছে। সিরিজের চার ম্যাচেই জয় পেয়েছে তারা। বাংলাদেশের বিপক্ষেও একইরকম একাদশ নিয়ে নামতে পারে যুক্তরাষ্ট্র। দলটির বড় ভরসার জায়গা হবেন ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও পেস অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন। কানাডার বিপক্ষে ধারাবাহিক রান করেছেন তারা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভীর ইসলাম।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য একাদশ:
স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল, আন্দ্রিয়েস গোউস,অ্যারন জোনস, মিলিন্ড কুমার, গজনন্ড সিং, হারমিট সিং, জসদ্বীপ সিং, নসথাস কেনজিগে, সৌরভ নেত্রভালকার, শ্যাডলি ফন শালকউইক।


যুক্তরাষ্ট্র   বাংলাদেশ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

এলপিএলে ৫৮ লাখ টাকায় দল পেলেন তাসকিন

প্রকাশ: ০৪:০৭ পিএম, ২১ মে, ২০২৪


Thumbnail

ক্রিকেট জীবনের নিজের সেরা সময় কাটাচ্ছেন তাসকিন আহমেদ। আসন্ন টি-২০ বিশ্বকাপে প্রথমবারের মত সহ-অধিনায়ক হিসেবে দলে আছেন। এরই মাঝে নতুন আরেক সুখবর পেলেন তাসকিন।

চলতি বছরের জুলাইয়ে মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। শ্রীলংকায় লিগটি শুরু হওয়ার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে নিলাম। যেখানে চড়া মূল্যে দল পেয়েছেন জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ।

আসন্ন এলপিএলে তাসকিনকে দেখা যাবে কলম্বো স্টাইকার্সের জার্সিতে। ফ্র্যাঞ্চাইজিটি তাকে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে দলে ভিড়িয়েছে। বাংলাদেশি মুদ্রা মানে যা প্রায় ৫৮ লাখ টাকা।

এলপিএলে তাসকিন দল পেলেও অবিক্রিত রয়ে গেছেন বাকি দুই টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাস এবং মুশফিকুর রহিম। বিরতির আগে ভিত্তিমূল্য ৫০ হাজার ডলারে নিলামে ওঠে মুশফিকের নাম। কিন্তু অভিজ্ঞ এই ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো।

অপরদিকে এলপিএলে এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটনের। তার ভিত্তিমূল্য ছিল ৩০ হাজার ডলার। কিন্তু তার প্রতিও কোনো আগ্রহ ছিল না লিগে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর।

এর আগে একাধিকবার আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ এসেছিল তাসকিনের। কিন্তু বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তার। যদিও জিম্বাবুয়ের টি-১০ টুর্নামেন্টে খেলেছিলেন। সেবার বল হাতে আগুন ঝরিয়েছিলেন এই টাইগার পেসার।


তাসকিন আহমেদ   বাংলাদেশ ক্রিকেট বোর্ড   বিসিবি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন