ইনসাইড গ্রাউন্ড

শুভ জন্মদিন মুস্তাফিজুর রহমান

প্রকাশ: ০৯:১১ এএম, ০৬ সেপ্টেম্বর, ২০২২


Thumbnail শুভজন্মদিন মুস্তাফিজুর রহমান

আজ কাটার মাস্টার ও বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এর ২৭ তম জন্মদিন। ২০১৫ সালে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা পাওয়া মুস্তাফিজুর রহমান এর জন্ম সাতক্ষীরায় ৬ সেপ্টেম্বর ১৯৯৫ সালে।

তিনি খুব অল্প সময়ে বাংলাদেশ ক্রিকেট দলে খ্যাতি অর্জন করেন এবং বিশ্বে একজন বাঁহাতি বোলার হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে দলে তিনি বাহাতি মিডিয়াম বোলিং করে থাকেন। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি তার প্রথম দুই ম্যাচে এগারোটি উইকেট লাভ করেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে আবাহনী লিমিটেড, খুলনা বিভাগের প্রতিনিধিত্ব করছেন তিনি। এছাড়া ২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি "সানরাইজার্স হায়দ্রাবাদ" দলে খেলছেন । এবং সম্প্রতি ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট টি২০ -তে সাসেক্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছেন তিনি। আইসিসি ঘোষিত ২০১৫ সালে আইসিসি বর্ষসেরা দলে অন্তর্ভুক্ত হন। ২০১৮ সালে মুস্তাফিজুর রহমান আবারও আইসিসির সেরা একাদশের অন্তভু্ক্ত হন। এর মাধ্যমে তিনি প্রথম বাংলাদেশী হিসেবে এই গৌরব অর্জন করেন।

শুভ জন্মদিন   মুস্তাফিজুর রহমান  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অপ্রতিরোধ্য লেভারকুসেনের হাফ সেঞ্চুরি

প্রকাশ: ১০:৪৭ এএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

জার্মান লীগ বুন্দেসলীগায় নিজেদের ৩৩ তম ম্যাচে বোচামকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বায়ার লেভারকুসনে। রোববার (১২ মে) বোচামের মাঠ রুহরস্টেডিয়নে অনুষ্ঠিত খেলাটিতে একক আধিপত্য দেখিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা। এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো লেভারকুসেন।

এদিন ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখায় দলটি। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখল ছিলো তাদের। গোল অভিমুখে শট নেই ২৯ টা। তবে বহুল প্রতিক্ষিত গোলটি আসে ম্যাচের ৪১ তম মিনিটে। গোলটি আসে প্যাট্রিক শিকের পা থেকে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুণ করে বনিফেইস।

দ্বিতিয়ার্ধের ৭৬ মিনিটে হফম্যানের কর্ণারে বাড়ানো বলে হেড থেকে বল জালে জড়ান আমিন আদলি। এরপর ৮৬ মিনিটে ব্যবধান - করেন স্ট্যানিসিচ। ম্যাচের অতিরিক্ত সময়ে বোচামের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গ্রিমালদো। এতে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ‘দ্য কোম্পানি ইলেভেন’।

এদিকে ইতোমধ্যেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা লেভারকুসেনের সামনে এখন অপেক্ষা করছে ইউরোপা লিগ ডিএফবি পোকাল জেতার সুযোগ।


বায়ার লেভারকুসেন   হাফ সেঞ্চুরি   অপরাজিত  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

যে সমীকরণে মাঠে গড়াবে এবারের টি-২০ বিশ্বকাপ

প্রকাশ: ০৯:০০ এএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

যতই দিন ঘনিয়ে আসছে ততই জোরেশোরে বাজতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপের দামামা। আগামী জুন মাসের ২ তারিখ থেকেই মাঠে গড়াবে খেলা। যার জন্য ইতোমধ্যেই আয়োজক দেশগুলো শুরু করেছে প্রস্তুতি। সেই সাথে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডগুলোও।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হলেও এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন প্রতিটা দলের জন্যই। কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিছু ভিন্নরূপে। যার জন্য এবারের বিশ্বকাপটি অন্যান্য বারের তুলনায় একটু বেশিই আমেজ তৈরি করেছে ক্রীড়াঙ্গনে।

অন্যান্যবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করলেও এবারের আসরে অংশ নিচ্ছে ২০ দল। আর দল বেশি হওয়ায় এবারের সমীকরণটাও কিছুটা ভিন্ন। নতুন আদলের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ভাগ করা হবে চার গ্রুপে। যার মধ্যে প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার এইট। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনালসহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে উন্নীত হবে। এই পর্বে উন্নীত দলগুলিকে নিয়ে আবারও গ্রুপ হবে। প্রতি গ্রুপে ৪টি দল নিয়ে তৈরি দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে দুটি সেমি-ফাইনাল এবং একটি ফাইনাল থাকবে।

প্রথম পর্বে যে চারটি গ্রুপে দলগুলো বিভক্ত করা হয়েছে তার মধ্যে গ্রুপ এ তে রয়েছে- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ বি তে রয়েছে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। এছাড়া গ্রুপ সি তে রয়েছে- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি এবং সর্বশেষ ও গ্রুপ ডি তে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

শুধু তাই নয়, এবারের টি-২০ বিশ্বকাপের আসরের যৌথ আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্র। খেলা হবে মোট নয়টি ভেন্যুতে। যার মধ্যে থাকছে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ও যুক্তরাষ্ট্রের তিনটি।

ক্রিকেটের এই বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ভারত-ইংল্যান্ডসহ ১৭টি দেশ দল ঘোষণা করে ফেলেছে। এছাড়াও বেশ কয়েকটি দেশ স্কোয়াড চূড়ান্ত করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই তালিকায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানও। ফলে স্কোয়াডে কে আছেন আর কে বাদ পড়লেন, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। অবশ্য নিয়ম অনুযায়ী আইসিসিকে ক্রিকেটারদের তালিকা দেয়া হয়েছে। কিন্তু ২৪ মে পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় নীরব রয়েছে তারা।

এবার টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, কানাডা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড,  পাপুয়া নিউ গিনি, নেপাল, উগান্ডা ও নামিবিয়া।

এছাড়া বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্টের নবম আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২ জুন মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।

উল্লেখ্য, ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।


সমীকরণ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কোপার আগে আর্জেন্টাইন শিবিরে ইনজুরির হানা

প্রকাশ: ০৫:৪৮ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। এবার অবশ্য এই লড়াইয়ে দক্ষিণ আমেরিকা ছাড়াও উত্তর আমেরিকার ৬ দেশ অংশগ্রহণ করবে। এরই মধ্যে এই আসরের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল ও মেক্সিকো। তবে এখনও দল ঘোষণা করেনি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর এই দল ঘোষণার আগেই আকাশী-সাদা শিবিরে হানা দিয়েছে ইনজুরি।

এবারের কোপা আমেরিকা শুরু হবে ২১ জুন। স্বভাবতই এবারের আসরের হট ফেভারিট বলা যায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। অবশ্য তারা এখনও দল ঘোষণা করেনি। কিন্তু এর আগেই দলের দুই খেলোয়ারের ইনজুরি বেশ চিন্তাই ফেলেছে আলবিসেলেস্তেদের। দলের মূল তারকা লিওনেল মেসিও আছেন সেই তালিকায়। 

আজ রবিবার (১২ মে) যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মন্টিয়েলের বিপক্ষে মাঠে নামে মেসির ইন্টার মায়ামি। এই ম্যাচের প্রথমার্ধের ৪২ তম মিনিটেই ইনজুরিতে পড়েন মেসি। যদিও সেই ইনজুরি নিয়েই পুরো ম্যাচ খেলা চালিয়ে গেছেন মেসি। তবে, মার্কিন এক গণমাধ্যম নিশ্চিত করেছে, মেসি সুস্থ নেই এবং তার বিশ্রাম প্রয়োজন।  

ইউএসএ টুডে তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্টার মায়ামির পরের দুই ম্যাচেই হয়ত বিশ্রামে থাকবেন মেসি। টানা ম্যাচের সূচি এবং কোপা আমেরিকার কথা বিবেচনায় এনে মেসিকে নাও দেখা যেতে পারে এই দুই ম্যাচে। 

এর আগে চলতি সপ্তাহেই ইনজুরিতে পড়েছেন আর্জেন্টাইন রক্ষণভাগের অন্যতম ভরসা মার্কাস আকুনিয়া। স্প্যানিশ লা লিগায় সেভিয়ার হয়ে খেলা এই ডিফেন্ডার ভিয়ারিয়ালের বিপক্ষে ৬০ মিনিটে ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচে তিনি এক প্রকার বাধ্য হয়েই বদলি হয়েছেন। 

এদিকে ইনজুরিতে আছেন বিশ্বকাপে উদীয়মান তারকার খেতাব পাওয়া চেলসি বয় এনজো ফার্নান্দেজও। অনেকদিন ধরেই তিনি স্পোর্টস হার্নিয়াতে ভুগছেন তিনি। কোপা আমেরিকার আগে সেই সমস্যা সারিয়ে তুলতে ইংলিশ ক্লাব চেলসি এবং আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্ট তাকে সার্জারি করতে পাঠায়। 

গত ২৬ এপ্রিল হয়েছে তার এই সার্জারি। কোপা আমেরিকায় তাই এনজোকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে আছে সংশয়। উল্লেখ্য, আগামী ২১ জুন থেকে যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার আসর শুরু হবে, যেখানে আলবিসেলেস্তেরা উদ্বোধনী ম্যাচেই খেলবে কানাডার বিপক্ষে।


কোপা আমেরিকা   আর্জেন্টিনা   ইনজুরি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের পূর্বে ইনজুরিতে তাসকিন

প্রকাশ: ০৪:৫২ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ক্রিকেটের এই মেগা ইভেন্টে এবার অংশ নিচ্ছে ২০টি দল। যার মধ্যে ১৭টি দল ইতোমধ্যেই নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। তবে যে তিনটি দেশ এখনও স্কোয়াড প্রকাশ করেনি তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ।

তবে এরই মধ্যে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। টাইগারদের পেস ডিপার্টমেন্টের অন্যতম ভরসার নাম তাসকিন আহমেদ। তবে আসর শুরুর আগেই ইনজুরিতে পড়েছেন এ পেসার।

সাইড স্ট্রেইন ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০তে খেলতে পারেননি তাসকিন। চতুর্থ টি-২০তে ফিল্ডিং করার সময় ডাইভ দিয়ে চার বাঁচাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।

সেই ম্যাচটি  ৫ রানে জিতে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় টাইগাররা। তবে তাসকিনের ইনজুরি কতটা গুরুতর এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। সদ্য সমাপ্ত সিরিজে ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন তাসকিন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-২০তে রান বাঁচাতে গিয়ে ডাইভ দিয়ে ইনজুরিতে পড়েন তাসকিন। এখনো ব্যথা আছে তার। এজন্য পঞ্চম ম্যাচে খেলতে পারেনি সে। তাসকিন পর্যবেক্ষণে আছে। আমরা তার দেখাশোনা করছি।’

পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শুরুর পর থেকেই ইনজুরি তাসকিনের সঙ্গে জড়িয়ে আছে। এমনকি ইনজুরিকে দূরে রাখতে টেস্ট ক্রিকেট থেকে বিশ্রামও নিয়েছেন তিনি।

গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ চলাকালীন কাঁধে চোট পাওয়ার কারণে শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাসকিনকে। ইনজুরি থেকে সুস্থ হয়ে বিপিএল দিয়ে মাঠে ফেরেন তিনি।


তাসকিন আহমেদ   বাংলাদেশ ক্রিকেট বোর্ড   বিসিবি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

এমবাপের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে: কার্লো আনচেলত্তি

প্রকাশ: ০৪:৩৫ পিএম, ১২ মে, ২০২৪


Thumbnail

প্রায় শেষ হওয়ার পথে ইউরোপীয় লীগগুলোর এই মৌসুমের খেলা। এরই মধ্যে চলছে খেলোয়ারদের দল বদলের গুঞ্জন। দল বদলের বাজারে এখন ‘হট টপিক’ বলা যায় কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়া। গুঞ্জন আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিবেন তিনি। কিন্তু রিয়াল বস কার্লো আনচেলত্তির কাছে কাছে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয় আছে বলে উল্লেখ করেছেন তিনি।

এরই মধ্যে এবারের স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেছে গেলাক্টিকোদের। উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালেও উঠেছে ডন কার্লোর শিষ্যরা। চ্যাম্পিয়নস লীগ জিতে তাদের হাতছানি দিচ্ছে ট্রেবল জয়ের সুযোগ। স্বভাবতই তার এখন মূল ভাবনা হওয়ার কথা ওয়েম্বলিতে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে হতে যাওয়া সেই ফাইনাল। কিলিয়ান এমবাপের প্রসঙ্গ তুলতেই আনচেলত্তিও সেই ব্যস্ততাই যেন স্মরণ করিয়ে দিলেন!

দু’দিন আগেই পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন এমবাপে। আজ রবিবার (১২ মে) পিএসজির হয়ে তুলুজের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন ফুটবলের এই তরুণ তুর্কি। এই মৌসুম শেষেই নতুন গন্তব্যে উড়াল দিবেন এমবাপে। তাঁর পরবর্তী গন্তব্য যে হতে যাচ্চে রিয়াল মাদ্রিদ এ বিষয়টিও কারও অজানা নয়। কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যানেজার কার্লো আনচেলত্তির যেন বিষয়টি নিয়ে কোন ভাবনাই নেই। এই মুহূর্তে তার ভাবার মতো আরও গুরুত্বপূর্ণ বিষয় আছে বলেও জানিয়ে দিলেন।

গতকাল শনিবার (১১ মে) রাতে গ্রানাদার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নামে রিয়াল। এই ম্যাচে ৪-০ গোলের বড় জয়ও পায় দলটি। ম্যাচ পরবর্তী এক সংবাদ সম্মেলনে এমবাপের রিয়ালে আসার প্রসঙ্গে জানতে চাওয়া হলে রিয়াল কোচ আনচেলত্তি বলেন, ‘এই প্রসঙ্গে এখন ভাবছি না। এই মুহূর্তে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছুতে মনোযোগ দেওয়ার আছে। আরও অনেক কিছু ভাবার ও করার আছে।’

এদিকে লা লিগার শিরোপা নিশ্চিত হয়ে গেলেও, এখনও আনুষ্ঠানিক উদযাপন করেনি রিয়াল। আসন্ন চ্যাম্পিয়নস লীগ ফাইনালে এখন পুরো মনোযোগ দিচ্ছেন বলে জানান রিয়াল বস। তিনি আরও বলেন, ‘আজকে আমরা খেললাম, জিতলাম। কালকে সমর্থকদের সঙ্গে উদযাপন করার জন্য তর সইছে না আমাদের। এরপরও আরও ম্যাচ আছে। আমাদের ভাবনা খুবই পরিষ্কার যে, ১ জুন পর্যন্ত (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) কী কী নিয়ে ভাবতে হবে।’

জুনে এমবাপের সাথে চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে পিএসজির। এর মধ্যে দিয়ে গত কয়েক মৌসুম ধরে এমবাপের রিয়ালে যোগদান নিয়ে কম নাটক হয়নি। শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলেছেন এমবাপে বারবার। তবে ধারণা করা হচ্ছে, এখনই এমবাপের নিয়োগ দিয়ে কথা বলবে না রিয়াল। আজ তারা ৩৬তম লিগ শিরোপা উদযাপনের বিশেষ আয়োজন করেছে। এরপরও লিগে আরও তিন ম্যাচ বাকি। পরবর্তীতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল শেষেই ফরাসি ফরোয়ার্ডের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম।


দল বদল   এমবাপে   কার্লো আনচেলত্তি   রিয়াল   পিএসজি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন