ইনসাইড গ্রাউন্ড

মাঠে লড়ছে পোল্যান্ড-মেক্সিকো

প্রকাশ: ১০:২০ পিএম, ২২ নভেম্বর, ২০২২


Thumbnail

বিশ্বকাপের 'সি' গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে পোল্যান্ড ও মেক্সিকো। এই গ্রুপের আগের ম্যাচে সৌদি আরবের কাছে আর্জেন্টিনার পরাজয়ের কারণে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে। এ ম্যাচে জয়ী দল অনেকটাই এগিয়ে যাবে শেষ ষোলর পথে।

দেখে নেয়া যাক দুই দলের একাদশ ও ফর্মেশন:

পোল্যান্ড: ওজসিচ সেজেসনি, জাকুব কিভিওর, ম্যাটি ক্যাশ, কামিল গ্লিক, বার্তোজ বেরেসজিনস্কি, নিকোলা জালেউস্কি, গ্রজেগর্জ ক্রাইচোয়াক, জাকুব কিভিওর, সেবাস্তিয়ান সেজাইমানস্কি, রবার্ট লেভানডফস্কি, পিওতর জিলিনস্কি।

ফর্মেশন:

৫-৩-২

মেক্সিকো: গুইলের্মো ওচোয়া, সিজার মনটেজ, হেক্টর মোরেনো, জর্জ সানচেজ, জেসুস গ্যালার্দো, হেডসন আলভারেজ, হেক্টর হেরেরা, লুইস চ্যাভেজ, অ্যালেক্সিস ভেগা, হেনরি মার্টিন, হিরভিং লোজানো।

ফর্মেশন:

৪-৩-৩


কাতার বিশ্বকাপ   পোল্যান্ড   মেক্সিকো   ফুটবল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের সাথে খেলবে বাংলাদেশ!

প্রকাশ: ০১:৫০ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

আর কিছুদিন পরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হবে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্টে বাংলাদেশ ও ভারত খেলবে দুই ভিন্ন গ্রুপে। তবে টি-২০ ফরম্যাটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের আগে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিউইয়র্কে আইসিসির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

জানা গেছে, বিশ্বকাপের দুই সপ্তাহেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র যাবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের প্রস্তুতিমূলক সিরিজ খেলবে রিয়াদ-শান্তরা। হিউস্টনের প্রেইরি ভিউতে ২১, ২৩ ও ২৫ মে ম্যাচ তিনটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

তবে যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচের পর প্রস্তুতি হিসেবে প্রতিপক্ষ ভারতের সাথেও খেলতে হতে পারে বাংলাদেশকে। আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা না করলেও জানা গেছে, বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ভারতকে। সবকিছু ঠিক থাকলে নিউইয়র্কে ১ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে প্রস্তুতি ম্যাচটি।


বাংলাদেশ   ভারত   টি-২০ বিশ্বকাপ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

সর্বোচ্চ ডাক মারার লজ্জার রেকর্ড গড়লেন সুনীল নারাইন

প্রকাশ: ০১:৪২ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

ক্রিকেটে নিজের ক্যারিয়ার বোলাের হিসেবে গড়ে তুললেও বর্তমানে সুনীল নারাইন পুরোদমে একজন অলরাউন্ডার। শুধু তাই নয়, ব্যাটিংয়েও তিনি ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে খুব একটা না খেললেও নিয়মিত খেলেন বিভিন্ন লিগগুলোতে। সেই ধারাবাহিকতায় এবারের আইপিএলেও অন্যতম সেরা ক্রিকেটার এই ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়।

ভারতীয় ক্রিকেটের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট বা বল হাতে সাহায্য করছেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। তবে এই সুনীল নারাইনই শনিবার ইডেন গার্ডেন্সে একটি লজ্জার রেকর্ড গড়েছেন।

শনিবার ইডেনে এবারের আইপিএলে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন নারাইন। এই নিয়ে টি-২০ ফরম্যাটে ৪৪ বার শূন্য রানে আউট হলেন তিনি। আর কোনো ক্রিকেটার ২০ ওভারের ক্রিকেটে এতবার শূন্য রানে আউট হননি।

আইপিএলে কমলা টুপির পাশাপাশি বেগুনি টুপির দৌড়েও আছেন নারাইন। ১২টি ম্যাচ খেলে তিনি করেছেন ৪৬১ রান। আবার বল হাতেও নিয়েছেন ১৫টি উইকেট। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১ রানে ১ উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। জাসপ্রিত বুমরাহর বলের লাইন বুঝতে ভুল করে লজ্জার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

নারাইনের সঙ্গে এত দিন এই লজ্জার রেকর্ড ভাগ করছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তিনি টি-২০ ফরম্যাটে ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন। মুম্বাইয়ের বিরুদ্ধে তাকে টপকে গেলেন কেকেআরের অলরাউন্ডার।

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। তিনি ৪২ বার শূন্য রানে আউট হয়েছেন।

৩২ বার শূন্য রানে আউট হয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং ইংল্যান্ডের জেসন রয়। তারা ৩১ বার করে শূন্য রানে আউট হয়েছেন।

আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এক সঙ্গে তিন ক্রিকেটারের রয়েছে। দীনেশ কার্তিক, রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। তালিকায় তাদের পর যুগ্ম ভাবে রয়েছেন নারাইন এবং পীযূষ চাওলা। তারা আইপিএলে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন।


সুনীল নারাইন   আইপিএল   গোল্ডেন ডাক  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের সময় অনুসারে টি-২০ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচী

প্রকাশ: ১২:০২ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

আগামী ২ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যেখানে চার গ্রুপে ভাগ হয়ে অংশ নিবে মোট ২০ দল। টুর্নামেন্টটি যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ যুক্তরাষ্ট্র।

বৈশ্বিক এই আসরে বিগত বছরগুলোতে ১০ দল অংশগ্রহণ করলেও এবারই প্রথম অংশগ্রহণ করতে যাচ্ছে ২০ টি দেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার এইট। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনালসহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ।

এবারের বিশ্বকাপ খেলা হবে ওয়েস্ট ইন্ডিজের ৬ টি ও যুক্তরাষ্ট্রের ৩ টি ভেন্যুতে। প্রতি গ্রুপে ৫ দল করে মোট চারটি গ্রুপ করা হয়েছে। গ্রুপ পর্ব শেষে সুপার এইট, সেমিফাইনাল ও ফাইনালের মধ্য দিয়ে ২৯ জুন পর্দা নামবে বৈশ্বিক এই আসরের।

টি-২০ বিশ্বকাপের চারটি গ্রুপ:

গ্রুপ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র
গ্রুপ বি: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান
গ্রুপ সি: ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, উগান্ডা
গ্রুপ ডি: দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল 

বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুসারে):

জুন যুক্তরাষ্ট্র-কানাডা (সকাল ৬টা ৩০ মিনিট)
জুন ওয়েস্ট ইন্ডিজ-পাপুয়া নিউগিনি (রাত ৮টা ৩০ মিনিট)

জুন নামিবিয়া-ওমান (সকাল ৬টা ৩০ মিনিট)
জুন শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা (রাত ৮টা ৩০ মিনিট)

জুন আফগানিস্তান-উগান্ডা (সকাল ৬টা ৩০ মিনিট)
জুন ইংল্যান্ড-স্কটল্যান্ড (রাত ৮টা ৩০ মিনিট)
জুন নেদারল্যান্ডস-নেপাল (রাত ৯টা ৩০ মিনিট)

জুন ভারত-আয়ারল্যান্ড (রাত ৮টা ৩০ মিনিট)

জুন পাপুয়া নিউগিনি-উগান্ডা (ভোর ৫টা ৩০ মিনিট)
জুন অস্ট্রেলিয়া-ওমান (সকাল ৬টা ৩০ মিনিট)
জুন যুক্তরাষ্ট্র-পাকিস্তান (রাত ৯টা ৩০ মিনিট)

জুন নামিবিয়া-স্কটল্যান্ড (রাত ১টা)
জুন কানাডা-আয়ারল্যান্ড (রাত ৮টা ৩০ মিনিট)

জুন নিউজিল্যান্ড-আফগানিস্তান (ভোর ৫টা ৩০ মিনিট)
জুন শ্রীলংকা-বাংলাদেশ (সকাল ৬টা ৩০ মিনিট)
জুন নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা (রাত ৮টা ৩০ মিনিট)
জুন অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (রাত ১১টা)

জুন ওয়েস্ট ইন্ডিজ-উগান্ডা (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট)
জুন ভারত-পাকিস্তান (রাত ৮টা ৩০ মিনিট)
জুন ওমান-স্কটল্যান্ড (রাত ১১টা)

১০ জুন দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ (রাত ৮টা ৩০ মিনিট)

১১ জুন পাকিস্তান-কানাডা (রাত ৮টা ৩০ মিনিট)

১২ জুন শ্রীলংকা-নেপাল (ভোর ৫টা ৩০ মিনিট)
১২ জুন অস্ট্রেলিয়া-নামিবিয়া (সকাল ৬টা ৩০ মিনিট)
১২ জুন যুক্তরাষ্ট্র-ভারত (রাত ৮টা ৩০ মিনিট)

১৩ জুন ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড (সকাল ৬টা ৩০ মিনিট)
১৩ জুন বাংলাদেশ-নেদারল্যান্ডস (রাত ৮টা ৩০ মিনিট)

১৪ জুন ইংল্যান্ড-ওমান (রাত ১টা)
১৪ জুন আফগানিস্তান-পাপুয়া নিউগিনি (সকাল ৬টা ৩০ মিনিট)
১৪ জুন যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড (রাত ৮টা ৩০ মিনিট)

১৫ জুন দক্ষিণ আফ্রিকা-নেপাল (ভোর ৫টা ৩০ মিনিট)
১৫ জুন নিউজিল্যান্ড-উগান্ডা (সকাল ৬টা ৩০ মিনিট)
১৫ জুন ভারত-কানাডা (রাত ৮টা ৩০ মিনিট)
১৫ জুন নামিবিয়া-ইংল্যান্ড (রাত ১১টা)

১৬ জুন অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড (সকাল ৬টা ৩০ মিনিট)
১৬ জুন পাকিস্তান-আয়ারল্যান্ড (রাত ৮টা ৩০ মিনিট)

১৭ জুন বাংলাদেশ-নেপাল (ভোর ৫টা ৩০ মিনিট)
১৭ জুন শ্রীলংকা-নেদারল্যান্ডস (সকাল ৬টা ৩০ মিনিট)
১৭ জুন নিউজিল্যান্ড-পাপুয়া নিউগিনি (রাত ৮টা ৩০ মিনিট)

১৮ জুন ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান (সকাল ৬টা ৩০ মিনিট)

সুপার এইট

গ্রুপ : এ১, বি২, সি১, ডি২
গ্রুপ : এ২, বি১, সি২, ডি১

১৯ জুন এ২-ডি১ (রাত ৮টা ৩০ মিনিট)

২০ জুন বি১-সি২ (সকাল ৬টা ৩০ মিনিট)
২০ জুন সি১-এ১ (রাত ৮টা ৩০ মিনিট)

২১ জুন বি২-ডি২ (সকাল ৬টা ৩০ মিনিট)
২১ জুন বি১-ডি১ (রাত ৮টা ৩০ মিনিট)

২২ জুন এ২-সি২ (সকাল ৬টা ৩০ মিনিট)
২২ জুন এ১-ডি২ (রাত ৮টা ৩০ মিনিট)

২৩ জুন সি১-বি২ (সকাল ৬টা ৩০ মিনিট)
২৩ জুন এ২-বি১ (রাত ৮টা ৩০ মিনিট)

২৪ জুন সি২-ডি১ (সকাল ৬টা ৩০ মিনিট)
২৪ জুন বি২-এ১ (রাত ৮টা ৩০ মিনিট)

২৫ জুন সি১-ডি২ (সকাল ৬টা ৩০ মিনিট)

সেমিফাইনাল

২৭ জুন গ্রুপ চ্যাম্পিয়ন-গ্রুপ রানার্সআপ (সকাল ৬টা ৩০ মিনিট)

২৭ জুন গ্রুপ চ্যাম্পিয়ন-গ্রুপ রানার্সআপ (রাত ৮টা ৩০ মিনিট)

ফাইনাল

২৯ জুন সেমিফাইনাল বিজয়ী-সেমিফাইনাল বিজয়ী (রাত ৮টা ৩০ মিনিট)


টি-২০ বিশ্বকাপ   পূর্ণাঙ্গ সূচী  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অপ্রতিরোধ্য লেভারকুসেনের হাফ সেঞ্চুরি

প্রকাশ: ১০:৪৭ এএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

জার্মান লীগ বুন্দেসলীগায় নিজেদের ৩৩ তম ম্যাচে বোচামকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বায়ার লেভারকুসনে। রোববার (১২ মে) বোচামের মাঠ রুহরস্টেডিয়নে অনুষ্ঠিত খেলাটিতে একক আধিপত্য দেখিয়েছে জাভি আলোনসোর শিষ্যরা। এ ম্যাচ জয়ের মধ্য দিয়ে টানা ৫০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লো লেভারকুসেন।

এদিন ম্যাচে শুরু থেকেই নিজেদের আধিপত্য দেখায় দলটি। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল দখল ছিলো তাদের। গোল অভিমুখে শট নেই ২৯ টা। তবে বহুল প্রতিক্ষিত গোলটি আসে ম্যাচের ৪১ তম মিনিটে। গোলটি আসে প্যাট্রিক শিকের পা থেকে। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল ব্যবধান দ্বিগুণ করে বনিফেইস।

দ্বিতিয়ার্ধের ৭৬ মিনিটে হফম্যানের কর্ণারে বাড়ানো বলে হেড থেকে বল জালে জড়ান আমিন আদলি। এরপর ৮৬ মিনিটে ব্যবধান - করেন স্ট্যানিসিচ। ম্যাচের অতিরিক্ত সময়ে বোচামের কফিনে শেষ পেরেকটি ঠুকেন গ্রিমালদো। এতে ৫ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ‘দ্য কোম্পানি ইলেভেন’।

এদিকে ইতোমধ্যেই বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করা লেভারকুসেনের সামনে এখন অপেক্ষা করছে ইউরোপা লিগ ডিএফবি পোকাল জেতার সুযোগ।


বায়ার লেভারকুসেন   হাফ সেঞ্চুরি   অপরাজিত  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

যে সমীকরণে মাঠে গড়াবে এবারের টি-২০ বিশ্বকাপ

প্রকাশ: ০৯:০০ এএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

যতই দিন ঘনিয়ে আসছে ততই জোরেশোরে বাজতে শুরু করেছে টি-২০ বিশ্বকাপের দামামা। আগামী জুন মাসের ২ তারিখ থেকেই মাঠে গড়াবে খেলা। যার জন্য ইতোমধ্যেই আয়োজক দেশগুলো শুরু করেছে প্রস্তুতি। সেই সাথে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দেশগুলোর ক্রিকেট বোর্ডগুলোও।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপ প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হলেও এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন প্রতিটা দলের জন্যই। কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিছু ভিন্নরূপে। যার জন্য এবারের বিশ্বকাপটি অন্যান্য বারের তুলনায় একটু বেশিই আমেজ তৈরি করেছে ক্রীড়াঙ্গনে।

অন্যান্যবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহণ করলেও এবারের আসরে অংশ নিচ্ছে ২০ দল। আর দল বেশি হওয়ায় এবারের সমীকরণটাও কিছুটা ভিন্ন। নতুন আদলের এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ভাগ করা হবে চার গ্রুপে। যার মধ্যে প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবিলা করবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার এইট। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনালসহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ।

প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে উন্নীত হবে। এই পর্বে উন্নীত দলগুলিকে নিয়ে আবারও গ্রুপ হবে। প্রতি গ্রুপে ৪টি দল নিয়ে তৈরি দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে, যেখানে দুটি সেমি-ফাইনাল এবং একটি ফাইনাল থাকবে।

প্রথম পর্বে যে চারটি গ্রুপে দলগুলো বিভক্ত করা হয়েছে তার মধ্যে গ্রুপ এ তে রয়েছে- ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। গ্রুপ বি তে রয়েছে- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান। এছাড়া গ্রুপ সি তে রয়েছে- নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি এবং সর্বশেষ ও গ্রুপ ডি তে রয়েছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

শুধু তাই নয়, এবারের টি-২০ বিশ্বকাপের আসরের যৌথ আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্র। খেলা হবে মোট নয়টি ভেন্যুতে। যার মধ্যে থাকছে ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ও যুক্তরাষ্ট্রের তিনটি।

ক্রিকেটের এই বিশ্ব আসরকে সামনে রেখে ইতোমধ্যেই ভারত-ইংল্যান্ডসহ ১৭টি দেশ দল ঘোষণা করে ফেলেছে। এছাড়াও বেশ কয়েকটি দেশ স্কোয়াড চূড়ান্ত করেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। এই তালিকায় রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানও। ফলে স্কোয়াডে কে আছেন আর কে বাদ পড়লেন, সেটা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে। অবশ্য নিয়ম অনুযায়ী আইসিসিকে ক্রিকেটারদের তালিকা দেয়া হয়েছে। কিন্তু ২৪ মে পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকায় নীরব রয়েছে তারা।

এবার টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো হচ্ছে- ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, কানাডা, বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আফগানিস্তান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড,  পাপুয়া নিউ গিনি, নেপাল, উগান্ডা ও নামিবিয়া।

এছাড়া বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্টের নবম আসরের উদ্বোধনী ম্যাচে আগামী ২ জুন মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ৬টায়।

উল্লেখ্য, ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত সবশেষ আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা।


সমীকরণ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট  


মন্তব্য করুন


বিজ্ঞাপন