ইনসাইড গ্রাউন্ড

মেসি-ফার্নান্দেজের ঝলকে বিশ্বকাপে টিকে রইলো আর্জেন্টিনা

প্রকাশ: ০৩:০১ এএম, ২৭ নভেম্বর, ২০২২


Thumbnail

লুসাইল স্টেডিয়াাম মুখিরত হয়ে উঠে আর্জেন্টাইন সর্মথকেদর উল্লাসে। এই উল্লাসে তারা ভুলিয়ে দিতে চাইলেন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের দুঃসহ স্মৃতি। এই উৎসব সকল শঙ্কা কাটিয়ে বিশ্বকাপে নিজেদের টিকে থাকার, অস্বিত্বের। এমন মাহেন্দ্রক্ষণে তাই এমন বাঁধভাঙা আনন্দ ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ কোথায়।

অনেক সমীকরণ সামনে রেখে মেক্সিকোর বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। তবে ম্যাচে আলবিসিলেস্তেদর খেলা দেখে বোঝার উপায় ছিলো না যে তারা বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। ছন্দহীন-নির্বিষ ফুটবল খেলে মাথার উপরের কালো মেঘের ঘনঘটা থেকে বৃষ্টি ঝড়ার অপেক্ষা করছেন লিওনেল মেসি-ডি মারিয়া। তবে সব শঙ্কা কাটিয়ে মেসি-ফার্নান্দেজের দুর্দান্ত সগোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে শিরোপার স্বপ্ন টিকিয়ে রাখলেন দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

সৌদি আরবের কাছে হেরে গিয়ে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছিলো লিওনেল স্কালোনির দল। এ ম্যাচে মাঠে নামার আগে একাদশে পাঁচটি পরিবর্তন আনেন তিনি। আগের ম্যাচে রক্ষণভাগে নিষ্প্রভ থাকা ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, নিকোলাস তাগলিয়াফিকোর জায়গায় শুরুর একাদশে জায়গা করে নেন গঞ্জালো মন্তিয়েল, লিসান্দ্রো মার্তিনেজ ও মার্কোস আকুনিয়া। অভিজ্ঞতার ঝুঁলি ভারী হওয়ায় টিকে যান শুধু নিকোলাস ওতামেন্দি। আর যে মাঝমাঠ আর্জেন্টিনার সাফল্যের সবচেয়ে বড় কারিগর সেখানেও লাগে পরিবর্তনের ছোঁয়া। গুইদো রদ্রিগেজ ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টারকে জায়গা দিতে বেঞ্চে চলে যান লিয়ান্দ্রো পারেদেস ও পাপু গোমেস।

তবে এতকিছুর পরও খেলায় সেসবের ছাপ খুব একটা পড়েনি। গোছানো ফুটবলের পরিবর্তে এলোমেলো ও অগোছালো ফুটবলের প্রদর্শনী দেখায় আকাশি-নীল জার্সিধারীরা। আর সে পথে ষোলকলা পূর্ণ করে দুই দলের শরীর নির্ভর ফুটবল।

আলবিসিসিলেস্তেদর এমন অবস্থার সুযোগ নিয়ে ম্যাচের প্রথম সুযোগ তৈরি করে মেক্সিকো। ৯ মিনিটে ফ্রি-কিক থেকে আর্জেন্টিনার রক্ষণে আক্রমণ চালান লুইস চাভেজ। কিন্তু হেক্তর হেরেরা সে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। তবে পায়ের শৈলী দেখানোর থেকে পেশির জোড় দেখাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন দুই দলের ফুটবলাররাই। যার ফলে বারবার গতি হারাচ্ছিলো মাঠের খেলা। ইতালিয়ার রেফারি দানিয়েল অরসাতোও ব্যস্ত ছিলেন কার্ড দেখানোয়। ২২ মিনিটে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন নেস্তর আরাউহো। 

ম্যাচে আর্জেন্টিনার পোথম সুযোগ আসে ৩৪ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিক নেনে লিওনেল মেসি। বাঁকানো সে শট সরাসরি প্রতিহত করে দেন মেক্সিকোর গোলরক্ষক গুইলের্মো ওচোয়া। যা ছিল ম্যাচে আর্জেন্টিনার গোলমুখে নেয়া প্রথম শট। ৪১ মিনিটে মার্টিনেজের হেড পোষ্টের উপর দিয় চলে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় আলবিসিলেস্তারা। দুিই মিনিট পর মন্ট্রিয়েলের আরেকট প্রচেষ্টা ব্যর্থ হয়। আর ৪৫ মিনিটে ম্যাচে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় মেক্সিকোর। অ্যালেক্সিস ভেগার বাঁকানো শট ডানে ঝাপিয়ে গ্লাভস বন্দী করেন এমিলিয়ানো মার্টিনেজ। যোগ করা সময়ের শেষ মুহুর্তে ভোগার আরো একটি আক্রমণ নষ্ট হয়ে গেলেলিড নিতে ব্যর্থ হয় মেক্সিকো। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও বদলায়নি ম্যাচের চিত্র। আর্জেন্টিনা-মেক্সিকো কোন দলের খেলাতেই প্রাণ ছিলোনা। বরং তাদের  দৃষ্টিকটু খেলার ধরন বিরক্তির কারণ হয়ে দেখা দেয়। ৫১ মিনিটে মেসির আরো একটি ফ্রি-কিক পোষ্টের অনেক উপর দিয়ে চলে যায়। হতাশায় নিমজ্জিত হয় গ্যালারির দর্শক থেকে ডাগ আউটের কোচিং স্টাফদের সকলেই।

খেলায় গতি আনতে ৬৩ মিনিটের মধ্যে দলে তিনটি পরিবর্তন আনেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগেজ, মার্তিনেজ ও মন্তিয়েলের বদলি হিসেবে মাঠে নামান এনজো ফার্নান্দেস, হুলিয়ান আলভারেস ও নাহুয়েল মলিনাকে। এর ঠিক এক মিনিট পরেই অপেক্ষার অবসান হয় আর্জেন্টিনার। আগের ম্যাচে নিজের ছায়া হয়ে ঘুরতে থাকা ডি মারিয়ার পাস থেকে মাটি কামড়ে থাকা এক শটে মেক্সিকোর রক্ষণভেদ করে বল জালে পাঠান আর্জেন্টিনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। পুরো ম্যাচে তখন পর্যন্ত এটিই ছিলো দলটির একমাত্র পরিকল্পিত আক্রমণ। আরো একবার আলবিসিলেস্তেদের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হলেন এলএম টেন। বাম পাশে ঝাঁপিয়ে পড়েও সে শট রুখতে পারেন নি বিশ্বকাপে চীনের মহাপ্রাচীর হয়ে উঠা মেক্সিকান গোলরক্ষ গুইলের্মো ওচোয়া।

লিড নেয়ার পর যেন আর্জেন্টাইন ফুটবলারদের শরীরি ভাষাই বদলে যায়। পুরো ম্যাচে যে মেক্সিকোর রক্ষণভাগে সামনে অসহায় হয়ে উঠেছিলো আকাশি-নীলরা। তারাই যেন আমূল বদলে দেখা দিলেন স্বরূপে। তবে তার মাঝেও চাপের কাছে ভেঙে পড়ার চিত্রটাও তারা খুব একটা লুকোতে পারেন নি। লাউতারো মার্টিনেজের বদলি হিসেবে নামা হুলিয়ান আলভারেজ দারুণ এক সুযোগ তৈরি করে ৭৬ মিনিটে। তবে সেখান থেকে কোন সাফল্য আসেনি। উল্টো বারবার গোল পরিশোধে মরিয়া মেক্সিকো কাপণ ধরিয়ে তুলছিলো আর্জেন্টিনা শিবিরে।

তবে ম্যাচের ৮৭ মিনিটে আর্জেন্টিনা দলে স্বস্তির বাতান এনে দেন আরেক বদলি ফুটবলার এনজো ফার্নান্দেজ। কর্নার থেকে ছোট পাসে বাম প্রান্ত দিয়ে আক্রমণ চালায় আর্জেন্টিনা। মেসির কাছ থেক বল পেয়ে ডি-বক্সের খানিকটা বাইরে থেকে ক্ষিপ্র গতির এক শটে বল জালে জড়ান ফার্নান্দেজ। ম্যাচে প্রথমবার আধিপত্য দেখায় লাতিন আমেরিকার পরাশক্তিরা। এ গোলে আর্জেন্টিনার ইতিহাসে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতার খেতাব জুড়ে যায় ফার্নান্দেজের নামের পাশে।

বাকি সময়ে খুব একটা কসরত করতে হয়নি লিওনেল মেসিদের। পুরো ম্যাচের হতাশা ভুলে নিজেদের ফিরে পান তারা। লিড ধরে রেখে বাঁচা মরার লড়াইয়ে জয় তুলে নেয় ২-০ গোলে। যা তাদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখে। আর বিশ্বজুড়ে অগণিত ভক্ত-সমর্থকেদর এনে দেন প্রশান্তির পরশ। 

এ ম্যাচ দিয়ে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সমান বিশ্বকাপে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলার রেকর্ড গড়েন লিওনেল মেসি। একই সাথে বিশ্বকাপে গোলসংখ্যায়ও তাকে স্পর্শ করলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর। বিশ্বকাপে সমান ৮ গোল দুজনেরই। ১০ গোল করে বিশ্বকাপের এ তালিকায় সবার উপরে গ্যাব্রিয়েল বাতিস্তুতা। আর জাতীয় দলের জার্সিতে ৯৩তম গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের।

এ জয়ে দুই শ্যাচ শেষে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো আর্জেন্টিনা। শেষ ম্যাচে পোল্যান্ডকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে চলে যাবে মেসি-ডি মারিয়ারা। সুযোগ থাকবে ম্যাচ ড্র করলেও। 


কাতার বিশ্বকাপ   আর্জেন্টিনা   মেক্সিকোম   মেসি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

‘বাংলাদেশ সেই পর্যায়ে এখনও যায়নি যে সেমিফাইনালে খেলবে’

প্রকাশ: ০৫:৩৮ পিএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

সেই ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের আগমুহুর্তে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছিলেন, ‘এবার নয় বরং আগামী ২০২৪ টি-২০ বিশ্বকাপ নিয়ে আমাদের ভাবনা।’ বিসিবি সভাপতির সেই ভাবনার বিশ্বকাপ দরজায় কড়া নাড়ছে। আর কিছুদিন পরই মাঠে গড়াবে খেলা। যেখানে যাওয়ার জন্য ইতোমধ্যেই টাইগাররা সবধরনের প্রস্তুতি গ্রহণও করেছে।

তবে যখন দলের প্রতি আশা-প্রত্যাশা নিয়ে বসে আসে ভক্ত-সমর্থক থেকে শুরু করে পুরো দেশ, তখন প্রধান নির্বাচকের কথায় ভিন্ন সুর। তিনি বলছেন, বাংলাদেশ টি-২০তে সেই পর্যায়ে এখনও যায়নি যে সেমিফাইনাল নিশ্চিতভাবে খেলতে পারবে। আর দলের প্রধান নির্বাচক যখন এমন কথা বলছেন তখন এটা ধরে নেওয়াই যায় যে দল কতদূর যেতে পারবে।

যদিও প্রধান নির্বাচক আরও বলেছেন যে, ‘আমরা আশা করি প্রথম রাউন্ড পার হয়ে দ্বিতীয় রাউন্ডে যেন খেলতে পারি। তখন আবার প্রচেষ্টা থাকবে পরের ধাপে যাওয়ার।’

তবে প্রধান নির্বাচকের এই ধরনের কথার সুরে ক্রীড়াঙ্গনে বর্তমানে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, কিছুদিন আগে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘আমার একটা অনুরোধ, প্রত্যাশা খুব বেশি রাখার দরকার নেই।’ অর্থাৎ বিশ্বকাপে যাওয়ার আগে আশার বেলুন চুপসে দিতে চেয়েছিলেন টাইগার দলপতিও।

আর প্রধান নির্বাচক ও অধিনায়কের এমন কথার পর টাইগারদের পারফরম্যান্সসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। অনেকেই মনে করেন যে, আবারও বিশ্বকাপে ব্যর্থতার আভাস পূর্বেই দিয়ে যাচ্ছেন তারা।


বাংলাদেশ   টি-২০ ক্রিকেট   বিসিবি   প্রধান নির্বাচক   গাজী আশরাফ হোসেন লিপু  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কেন বিশ্বকাপ স্কোয়াডে নেই সাইফউদ্দিন, জানালেন প্রধান নির্বাচক

প্রকাশ: ০৪:৪৩ পিএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে বেশ কিছু চমক থাকলেও স্কোয়াডে সুযোগ হয়নি পেসার মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।

মঙ্গলবার দুপুরে সোয়া ১টার দিকে বিশ্বকাপ দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। কুড়ি ওভারের বৈশ্বিক টুর্নামেন্টে সহ-অধিনায়ক করা হয়েছেন তাসকিন আহমেদকে।

সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকা লিটন দাসের ওপর আস্থা রেখেছে বিসিবি। তবে বিপিএল মাতিয়ে সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে পারফর্ম করা সাইফউদ্দিনকে স্কোয়াডে রাখা হয়নি। আর এই বিষয়টিই সম্ভবত আলোচনার জায়গা দখল করতে চলেছে।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাচক বলেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে–প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’

তিনি আরও বলেন, ‘সাকিবকে আমরা শ্রীলংকা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’

শুধু ১৫ সদস্যের দলেই নয়, ট্রাভেলিং রিজার্ভেও নাম নেই সাইফউদ্দিনের। গত ৩০ এপ্রিলই আইসিসির কাছে বিশ্বকাপের দল পাঠিয়েছিল বিসিবি। সেই দলে কেবল একটি পরিবর্তন হয়েছে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক লিপু। আর তা হচ্ছে সাইফউদ্দিনের বাদ পড়াটা। এর বাইরে বাকি ১৪ জনের জায়গা ঠিক রাখা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।


বাংলাদেশ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট   বিসিবি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বাংলাদেশের বিশ্বকাপ দল: সম্প্রতি পারফরম্যান্সে কতটা এগিয়ে?

প্রকাশ: ০২:৫০ পিএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

বেশ জাকজমকপূর্ণভাবে শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী ২ জুন থেকে মাঠে গড়াবে খেলা। যার জন্য ইতোমধ্যেই জোরেশোরে প্রস্তুতি চলছে আয়োজক দেশগুলোতে। শুধু তাই নয়, ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী দলগুলোও।

প্রতি দুই বছর পর পর বিশ্ব ক্রিকেটের এই মেগা ইভেন্ট অনুষ্ঠিত হলেও এবারের আসরের চ্যালেঞ্জটা একটু ভিন্ন প্রতিটা দলের জন্যই। কারণ এবার বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কিছু ভিন্নরূপে।

প্রতিবার ১০টি দলের সমন্বয়ে এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও এবারের আসরে অংশ নিচ্ছে ২০ দল। শুধু তাই নয়, এবার খেলার সমীকরণটাও বদলেছে। কারণ এবার রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতি গ্রুপের প্রতিটি দল একে অপরের মোকাবেলা করবে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুটি দল নিয়ে অনুষ্ঠিত হবে সুপার এইট। সেখান থেকে সেমিফাইনাল এবং ফাইনালসহ টুর্নামেন্টে মাঠে গড়াবে মোট ৫৫টি ম্যাচ।

ইতোমধ্যেই বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল ১৮টি দল। বাকি ছিল বাংলাদেশ ও পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করা। তবে আজ (মঙ্গলবার) বৈশ্বিক এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুপুর সোয়া ১টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

দীর্ঘদিন অপেক্ষার পর বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা হয়েছে ঠিকই। কিন্তু দল ঘোষণার পরপরই শুরু হয়েছে কঠোর সমালোচনা। কারণ টানা অফ ফর্মে থাকা লিটন দাসকেও নেওয়া হয়েছে দলে। এছাড়া বিপিএলে আলো ছড়ানো এবং সদ্য জিম্বাবুয়ে সিরিজের মধ্য দিয়ে লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাইফউদ্দিন আহমেদ বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াড থেকে। শুধু তাই নয়, বর্তমানে দলের অতি গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মেহেদী মিরাজকেও রাখা হয়নি স্কোয়াডে।

আর মূলত এসকল কারণেই শুরু হয়েছে কঠোর সমালোচনা। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের এই দল বিশ্বকাপে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। শুধু তাই নয়, সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের সাথে দলের যে পারফরম্যান্স সেটির পর বাংলাদেশ বিশ্বকাপে কোনভাবে প্রথম রাউন্ড পার করতে পারবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

কারণ, বিশ্বকাপের যে দল ঘোষণা করেছে বাংলাদেশ তার মধ্যে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে যারা এর পূর্বে কোন বিশ্বকাপে অংশগ্রহণ করেনি। এছাড়াও টপ অর্ডার ব্যাটারদের সম্প্রতি যে পারফরম্যান্স তা নিয়ে ভক্ত-সমর্থকদের মনে সন্দেহপ্রবণতা যেন আরও তীব্র হয়েছে।

সম্প্রতি জিম্বাবুয়ের সাথে ঘরের মাঠে টাইগারদের পারফরম্যান্স বিবেচনা করলে দেখা যায়, টপ অর্ডারে একমাত্র তানজিদ তামিম ছাড়া কেউই সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। পুরো সিরিজে দুই একজন ব্যাটার ছাড়া কারো স্ট্রাইক রেট ১৩০ ছাড়িয়ে যেতে পারেনি। আর চার-ছক্কার এই টুর্নামেন্টে এমন স্ট্রাইক রেট নিয়ে বাংলাদেশ কতদূর এগোতে পারবে সেটি একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এছাড়া তাসকিনের ইনজুরিও বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের বিশ্বকাপের পারফরম্যান্সের ক্ষেত্রে। তাসকিন দলের সহ-অধিনায়ক হিসেবে উড়াল দিচ্ছেন যুক্তরাষ্ট্রে। তবে বিশ্বকাপ শুরুর পূর্বে যুক্তরাষ্ট্রের সাথে যে সিরিজ খেলবে বাংলাদেশ সেখানে খেলতে পারবেন না তাসকিন। এছাড়া মূল পর্বে টাইগারদের প্রথম যে ম্যাচ সেটিতেও তাসকিন থাকবেন কি না সে বিষয়েও সংশয় রয়েছে। আর তাসকিনের এই ইনজুরি টাইগারদের কতটা ভোগাবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এই স্কোয়াড নিয়ে কেমন করবে টাইগাররা সেটিই এখন দেখার বিষয়।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।


বাংলাদেশ   জিম্বাবুয়ে   টি-২০ সিরিজ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট   বিসিবি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশ: ০১:৩০ পিএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্ব ক্রিকেটের এই মেগা টুর্নামেন্টে টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল  হোসেন শান্ত। আর চোটে পড়া তাসকিন আহমেদকে নিয়েই বিশ্বকাপের বিমানে চড়বে টিম টাইগার্স। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টায় আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

চমক হিসেবে দলে জায়গা পেয়েছেন তানভীর ইসলাম, জাকের আলী অনিক ও রিশাদ হোসেন। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।


বাংলাদেশ   টি-২০ বিশ্বকাপ   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

শেষ মুহুর্তের গোলে চ্যাম্পিয়ন্স লীগ আশা বাচিয়ে রাখলো ভিলা

প্রকাশ: ১২:১০ পিএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

ফুটবলে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে আনা নতুন কোন বিষয় নয়। রিয়াল মাদ্রিদ, লেভারকুসেন এই ঘটনাটি ঘটায় নিয়মিতই। তবে দুই গোলে পিছিয়ে থেকে এস্টন ভিলাও যে পয়েন্ট কেড়ে নিতে পারে তা তারা দেখিয়ে দিলো লিভারপুলের বিপক্ষে।

গতকাল রাতে নিজেদের মাঠে পিছিয়ে পড়েও শেষ ৫ মিনিটের নাটকীয়তায় শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে ভিলা। ম্যাচটি শুরু থেকেই ছিলো হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এদিন লীগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড় থেকে ছিটকে পড়া লিভারপুলের বিপক্ষে নিজেদের ঘরের মাঠে খেলতে নামে ভিলা। ম্যাচের শুরুতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক মার্টিনেজের আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ভিলা।

ম্যাচের মাত্র ১ মিনিট ৪৮ সেকেন্ডের মাথায় মোহাম্মদ সালাহ ক্রসের উদ্দেশ্যে বল বাড়ান উইঙ্গার হার্ভি এলিয়টের দিকে। কিন্তু বলটি সোজা চলে যায় ভিলা গোলরক্ষক মার্টিনেজের দিকে। কিন্তু তিনি বলটি তালু বন্দি করতে পারেননি। উল্টো তার ডান হাতের টোকায় জালে জড়ায় বলটি। এতে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে দলটি।  

এরপর ম্যাচের ১২ তম মিনিটে ইউরি টিয়েলম্যানস এর গোলে সমতায় ফিরে এস্টন ভিলা। ম্যাচের ২৩ মিনিটে জো গোমেজের ক্রস থেকে ডাচ তারকা কোডি গেকপো এক দুর্দান্ত গোল করেন। এতে ২-১ গোলে লিড নেই সফরকারীরা। প্রথমার্ধের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ফ্রি-কিক পাই লিভারপুল। হার্ভে এলিয়টের নেওয়া শট দারুণ ভাবে কাজে লাগিয়ে হেডে গোল করেন সেন্টারব্যাক জারেল কুয়ানশা। এতে ৩-১ গোলে এগিয়ে যায় লিভারপুল।

ম্যাচের ৪৮ তম মিনিটে অবশ্য একটি গোলের দেখা পায় ভিলা। কিন্তু লিওন বেইলি অফসাইডে থাকলে গোলটি বাতিল হয়ে যায়। এরপর ৫৯ মিনিটে করা মোহাম্মদ সালাহর গোলও অফসাইডে বাতিল হয়ে যায়।  

এখানেই হয়তো শেষ হতে পারতো ম্যাচের নাটকীয়তা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচের ৮৫ এবং ৮৮ মিনিটে দুই গোল হজম করে লিভারপুল। এর মধ্যে লিভারপুল স্ট্রাইকার ডারউইন নুনেজ ভিলার জালে বল পাঠালেও তা বাতিল হয় অফসাইডে।

এরপর শেষ অতিরিক্ত সময়ে দারুণ একটি সেভ করেন এই ব্রাজিলিয়ান। এতে ম্যাচ শেষ হয় ৩-৩ গোলের সমতায়।

৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে চতুর্থ ভিলা। ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে টটেনহাম। লিভারপুলকে হারাতে পারলে চতুর্থ স্থান নিশ্চিত হতো ভিলার।

আর্সেনাল ৩৭ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।

লীগে আগামী রোববার উলভসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে লিভারপুল।


লিভারপুল   এস্টন ভিলা   অফসাইড   ড্র  


মন্তব্য করুন


বিজ্ঞাপন