ইনসাইড গ্রাউন্ড

৩৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে শিরোপা উৎসব নাপোলির

প্রকাশ: ১২:০৫ পিএম, ০৫ মে, ২০২৩


Thumbnail

৩৩টি বছর! কত অপেক্ষা, কত হাহাকার। অবশেষে নাপোলির সমর্থকদের মুখে হাসি ফুটলো। ৩৩ বছরের আক্ষেপ ঘুচিয়ে সিরিআর শিরোপা জয়ের উৎসবে মাতলো ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি। যে অর্জন ফিরিয়ে আনলো প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিও।

১৯৯০ সালে ম্যারাডোনার হাত ধরেই সবশেষ লিগ শিরোপা জিতেছিল নাপোলি। ম্যারাডোনা তার জীবদ্দশায় এরপর আর ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন হতে দেখেননি। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আবারও ইতালিয়ান লিগের ট্রফিটি নিজেদের করে নিলো নাপোলি।

খেলা ছিল উদিনেসের মাঠে। ম্যাচের ১৩ মিনিটের মাথায় সান্দি লভরিকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নাপোলি। মনে হচ্ছিল, শিরোপা উৎসবের অপেক্ষা বোধ হয় আরও বাড়বে তাদের।


তবে বিরতির পর নিজেদের খুঁজে পায় নাপোলি। ৫২ মিনিটে তাদের সমতায় ফেরান পুরো মৌসুমে দারুণ খেলা ওসিমেন। আর এই গোলই নাপোলিকে তৈরি করে দেয় উৎসবের উপলক্ষ। শেষ পর্যন্ত জয় পায়নি নাপোলি, ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচ। তবে উৎসবের রঙে রাঙাতে ওই এক পয়েন্টই যথেষ্ট ছিল।

দ্বিতীয় স্থানে থাকা লাজিওর থেকে ১৬ পয়েন্ট এগিয়ে থাকায় পাঁচ ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে নাপোলির।লিগে এটি তাদের তৃতীয় শিরোপা। এর আগে জিতেছিল ১৯৮৭ আর ১৯৯০ সালে। দুইবারই শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন ম্যারাডোনা।

নাপোলিকে সেই সোনালি দিনের স্মৃতিতে ফেরানো কোচ লুসিয়ানো স্পালেত্তি শিরোপা জয়ের উৎসব নিয়ে বলেন, 'নাপোলির সমর্থকদের এই খুশি দেখেই বোঝা যাচ্ছে তাদের অনুভূতিটা কেমন। জীবন কঠিন হয়ে গেছে, এই মানুষগুলো এই মুহূর্তের অপেক্ষায় ছিল। তাদের পুরোপুরিই এভাবে উদযাপন করার অধিকার আছে। তাদের এই আনন্দ এনে দিতে পেরে ভালো লাগছে।'



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্যারিস অলিম্পিকের শুরুতেই পদকের তালিকায় চীন-যুক্তরাষ্ট্র

প্রকাশ: ০৫:৩৮ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

অলিম্পিকের পদকের লড়াই মানেই যেন শীর্ষ সারিতে চীন ও যুক্তরাষ্ট্রের নাম। এটি যেন এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক মহাযজ্ঞের এবারের আসরেও সেই লড়াইয়ের দেখা মিলছে।

শুধু লড়াই নয়, অলিম্পিকের পদকের খাতায় প্রথম সোনাটাও যেন বরাদ্দ থাকে এই দুই দেশের জন্যই। আর প্যারিসেও তার হলো না ব্যতিক্রম। ২০২৪ অলিম্পিকের প্রথম সোনা জয় করল চীন। অবশ্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের ঝুলিতে যোগ হয়েছে দুই সোনা।

দিনের শুরুতেই শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে সোনা জিতেছে চীন। ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম–হাজুন পার্ক জুটিকে ১৬–১২ পয়েন্টে হারিয়েছে চীনের লিহাও সেং–ইয়ুতিং হুয়াং জুটি। এরপরেই দ্বিতীয় সোনা জিতে নেয় স্প্রিংবোর্ড ইভেন্টে। ওম্যান্স সিনক্রোনাইজ ৩মিটার স্প্রিংবোর্ড ইভেন্টে তাদের স্বর্ণপদক এনে দেন ইয়ানি চ্যাং ও ওয়েইন চেনের জুটি।

এই ইভেন্টেই রৌপ্য পদক জিতেছে যুক্তরাষ্ট্র। প্যারিসে এটি তাদের প্রথম পদক। আধঘণ্টার ব্যবধানে দুই সোনা জয়ে লিডারবোর্ডে ওপরে চীনের নাম। শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বেশ কঠিন লড়াই করেছে তারা। দক্ষিণ কোরিয়ার শ্যুটাররা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। নার্ভ ঠিক রেখেই সেখান থেকে নিজেদের প্রথম পদক নিশ্চিত করেছেন চীনা শ্যুটাররা। আজকের দিনে ১৪টি সোনা নিশ্চিত হওয়ার কথা রয়েছে। তার মাঝে এটিই ছিল প্রথম। এই ইভেন্টে রূপা পেয়েছে দক্ষিণ কোরিয়া।

আর ব্রোঞ্জের লড়াইয়ে জার্মানির ম্যাক্সিমিলিয়ান উলব্রিখ–আনা ইয়ানসেন জুটিকে হারিয়েছে কাজাখস্তানের সাতপায়েভ ইসলাম–লে আলেক্সান্দ্রা জুটি। প্যারিস অলিম্পিকে প্রথম পদকটা তাই গিয়েছে কাজাখাস্তানের দখলে।

আধঘণ্টার ব্যবধানে ডাইভিংয়ে স্বর্ণপদক পেয়ে যায় চীন। তবে এই ইভেন্টে চ্যালেঞ্জ ছিল না তাদের। বরং রীতিমত দাপট দেখিয়েছে তারা। রৌপ্যজয়ী মার্কিন দলের চেয়ে ২৩.০৪ পয়েন্ট বেশি ছিল চীনের মেয়েদের। সারাহ বেকন এবং ক্যাসিডি কুক যুক্তরাষ্ট্রের এবারের জন্য প্রথম পদক জয়ী।

এই ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছে গ্রেট ব্রিটেন। ইয়াসমিন হার্পার এবং স্কারলেট জেনসেন রীতিমত নাটকীয়ভাবে জয় করেছেন ব্রোঞ্জ পদক। অস্ট্রেলিয়ার দুই ডাইভার ম্যাডিসন কেনি এবং অ্যানাবেল স্মিথ শেষ ডাইভের আগপর্যন্ত এগিয়ে ছিলেন। কিন্তু ফাইনাল ডাইভেই বদলে যায় ভাগ্য। ইয়াসমিন ও স্কারলেট ছিটকে দেন অজি জুটিকে। ২০০৪ সালে এথেন্স অলিম্পিকের পর এবারই উদ্বোধনী দিনে পদক জয় করেছে ব্রিটেন। 


অলিম্পিক গেমস   ফুটবল   খেলাধুলা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অলিম্পিকে বাংলাদেশি অ্যাথলিটদের খেলা কবে?

প্রকাশ: ০৩:৪৮ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

উৎসব, সংস্কৃতি ও সাহিত্যের নগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো অলিম্পিক গেমস-২০২৪ এর। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিন নদীতে ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে এই মহাযজ্ঞের ৩৩তম আসরের। এরই মধ্য দিয়ে শত বছর পর আবারও প্যারিসে ফিরলো অলিম্পিক।

ভালোবাসার শহরে শুরু হওয়া এবারের অলিম্পিক আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৫ জন ক্রীড়াবিদ। পাঁচ ক্রীড়াবিদের মধ্যে যোগ্যতার ভরে প্যারিসের বিমানের উঠেছেন কেবল অ্যার্চার সাগর ইসলাম। বাকি চারজন গেমসে অংশ নেবেন আইওসি’র ওয়াইল্ডকার্ড নিয়ে। ৩১ জুলাই মূল পর্বে লড়াই করবে সাগর।

রিকার্ভ এককের র‍্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন সাগর। তিনি স্কোর করেছেন ৬৫২। তার প্রতিপক্ষ ইতালির অ্যার্চার ৬৭০ স্কোর করে হয়েছেন ২০তম।

সাগরের আগে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে অংশ নেবেন রবিউল ইসলাম। তার ইভেন্ট ২৮ জুলাই দুপুর ১টা ১৫ মিনিট।

এরপর ৩০ জুলাই ১০০ মিটার ফ্রিস্টাইলের বাছাইয়ে দুপুর ৩টায় পুলে নামবেন সাঁতারু সামিউল ইসলাম রাফি। আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৩ আগস্ট দুপুর ৩টায় খেলবেন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে।

এছাড়াও ৪ আগস্ট রাত ১০টা ৩০টায় ১০০ মিটার স্প্রিন্টে অংশ নেবেন দেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।


অলিম্পিক   বাংলাদেশ   খেলাধুলা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্যারিস অলিম্পিক: ১৪টি স্বর্ণের লড়াই দিয়ে শুরু হচ্ছে পদকের মহাযজ্ঞ

প্রকাশ: ০১:২৩ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

উৎসব, সংস্কৃতি ও সাহিত্যের নগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো অলিম্পিক গেমস-২০২৪ এর। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিন নদীতে ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে এই মহাযজ্ঞের ৩৩তম আসরের। এরই মধ্য দিয়ে শত বছর পর আবারও প্যারিসে ফিরলো অলিম্পিক।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নতুনত্ব ও অভিনবত্ব। এই প্রথম মাঠের বাইরে হয়েছে অলিম্পিকের উদ্বোধন। আগে মাঠের ভেতর মার্চপাস্ট করতেন অ্যাথলেটরা। আর এবারই প্রথমবার অলিম্পিকের উদ্বোধন হলো উন্মুক্ত স্থানে। ক্রীড়াবিদরা নৌকা ও বার্জে করে পাড়ি দিয়েছেন সিন নদী।

আজ থেকে শুরু হবে পদকের লড়াইও। আর্চারির কোয়ালিফিকেশন রাউন্ড হয়ে গেছে এর মধ্যেই। বাংলাদেশের সাগর ইসলাম ৪৫তম স্থানে থেকে নক আউট রাউন্ডে নামবেন। প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ ইতালিয়ান মাউরো নাসপোলি। গত অলিম্পিকে রুপা জেতা এই আর্চারকে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারিয়েছিলেন রোমান সানা। সাগরের জন্য সেটি হতে পারে অনুপ্রেরণা।

এবারের অলিম্পিকে মোট ৩২টি ডিসিপ্লিনে ৩২৯ টি স্বর্ণের লড়াই হবে। বরাবরের মতো এবার সবচেয়ে বেশি পদকের লড়াই অ্যাথলেটিক্সে। মোট ৪৮টি। এরপরই রয়েছে সাঁতার। এই ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে ৩৫টি স্বর্ণের লড়াই।

উদ্বোধনের পর আজই গেমসের প্রথম দিন এবং প্রথম দিনই মোট ১৪টি স্বর্ণের ফায়সালা হয়ে যাবে। সাঁতারেই আজ অনুষ্ঠিত হবে মোট ৪টি স্বর্ণের লড়াই। পুরুষ ও নারীদের ৪০০ মিটার ফ্রি-স্টাইল এবং ১০০*৪ ফ্রি-স্টাইল রিলেতে স্বর্ণ পদকের লড়াই হয়ে যাবে।

রোড সাইক্লিংয়ের দুটি ইভেন্ট- পুরুষ ও মহিলাদের টাইম ট্রায়ালের স্বর্ণের লড়াই অনুষ্ঠিত হবে আজ। জুডোতেও অনুষ্ঠিত হবে দুটি স্বর্ণের লড়াই। পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণী এবং মহিলাদের ৪৮ কেজি ওজন শ্রেণী- এই দুটি ইভেন্টের নিষ্পত্তি হবে আজ।

ফেন্সিংয়েও অনুষ্ঠিত হবে দুটি স্বর্ণের লড়াই। পুরুষদের সাবরি এবং নারীদের ইপি ইভেন্টে হবে স্বর্ণের নিষ্পত্তি। এছাড়া ডাইভিংয়ে নারীদের ৩ মিটার স্প্রিংবোর্ড, রাগবি সেভেনে পুরুষদের দলীয় ইভেন্ট, শুটিংয়ে ১০ মিটার মিশ্র দলীয় এয়ার রাইফেল ইভেন্ট, স্কেটবোর্ডিংয়ে পুরুষদের স্ট্রিট ইভেন্টে অনুষ্ঠিত হবে স্বর্ণের লড়াই।


অলিম্পিক গেমস   ফুটবল   খেলাধুলা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২:৪৯ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

নাটকীয় হারে অলিম্পিক যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিকের নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরে অনেকটা ব্যাকফুটে আছে আর্জেন্টিনা। টিকে থাকার লড়াইয়ে লিও স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইরাকের মুখোমুখি হবে তারা।

শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে মাসচেরানোর শিষ্যদের। ড্র করলেও অবশ্য সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ মেলাতে হতে পারে ওতামেন্দি-আলভারেজদের। তাই এই ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার।

নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইরাক। ইমান হুসেন ও আলী জসিমদের হারানো যে সহজ হবে না তা ইতোমধ্যেই টের পেয়েছেন আর্জেন্টাইন কোচ মাসচেরানো।

অলিম্পিকে প্রথমবার দেখা হচ্ছে আজেন্টিনা ও ইরাকের। তাই জয় নিয়েই ফিরতে চায় আলবিসেলেস্তরা। সেই লক্ষ্যে ম্যাচের আগে অনুশীলনে পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন আর্জেন্টিনার কোচ।

২০০৪ সালের অ্যাথেন্স ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। এর পর টানা তিন আসরে ব্যর্থ আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকে ব্যর্থতা ঘোচাতে চাইবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরেনিমো রুলি; গার্সিয়া, ডি সিজার, ওতামেন্দি, সোলার, সিমিওন, মেদিনা, হেজে, আলমাদা, বেল্ট্রান ও আলভারেজ।


আর্জেন্টিনা   ফুটবল   অলিম্পিক   হুলিয়ান আলভারেজ   প্যারিস  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নারী এশিয়া কাপ: ভারতের অষ্টম নাকি শ্রীলংকার প্রথম

প্রকাশ: ১২:৩১ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

দেখতে দেখতে শিরোপার লড়াইয়ে এসে পৌঁছেছে নারী এশিয়া কাপের মঞ্চ। টুর্নামেন্টের নবম আসরের শিরোপার মঞ্চে এবার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা।এ নিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। আগের আসরের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।

চলমান আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে উড়ন্ত ভারত। আর পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা মঞ্চে পা রেখেছে লঙ্কানরা।

শুক্রবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ডাম্বুলায় পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। টুর্নামেন্টে এটি তাদের টানা চার জয়। সমান জয়ে ফাইনালে তাদের সঙ্গী হয়েছে ভারতও।

আজ সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। ম্যাচটি গড়াবে পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধ্য সাড়ে ৭টায়।

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তুলেছে ভারত। বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া বাকি কোনো দলই শিরোপা জয়ের স্বাদ পায়। শ্রীলংকা শিরোপা মঞ্চে গেলেও উৎসব করতে পারেনি। তবে ঘরের মাঠে এবার শিরোপা উৎসব করতে মরিয়া লঙ্কানরা।


নারী এশিয়া কাপ   নারী ক্রিকেট   ভারত   শ্রীলঙ্কা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন