ইনসাইড গ্রাউন্ড

প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ উপহার দিল ৯০ হাজার গাছ!

প্রকাশ: ০৯:২২ এএম, ২৬ মে, ২০২৩


Thumbnail

আইপিএলের প্লে অফে এক একটি ডট বলে ফলছে ৫০০টি গাছ। সবুজ হবে দেশ। অভিনব উদ্যোগ নিয়েছে আইপিএল কর্তৃপক্ষ ও বিসিসিআই। প্লে অফের ম্যাচে ডট ব প্রতি ৫০০টি করে গাছ লাগানো হবে। মোট ৪টি ম্যাচ। 

এরই মধ্যে প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ খেলা হয়ে গিয়েছে। কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটান্স। এলিমিনেটর ম্যাচ খেলেছে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। ধোনি-হার্দিকদের ম্যাচে ৮৪টি ডট বল ধরলে ৪২ হাজার বৃক্ষের রোপণ করা হবে। এলিমিনেটর ম্যাচের ডট বলের সংখ্যা আরও বেশি। রোহিত-ক্রুণালদের ম্যাচ উপহার দিয়েছে ৪৮ হাজার গাছ। সব মিলিয়ে এখনও পর্যন্ত আইপিএলে প্লে অফ থেকে মোট ৯০ হাজার গাছ উপহার পেয়েছে দেশ।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচ চলাকালীন টিভির পর্দায় ডট বলের জায়গায় গাছের চিহ্ন দেখে অনেকে অবাক হয়ে যান। হঠাৎ গাছ কেন? ধারাভাষ্যকার রবি শাস্ত্রী অবশ্য ম্যাচ শুরুর আগেই বলে দিয়েছিলেন, যত ডট বল হবে তত গাছ লাগানো হবে। পরে জানা যায়, ডট বল প্রতি ৫০০টি গাছ লাগানো হবে। পরিবেশ সবুজ করতে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সকলে। 

তবে পরিবেশ বা সমাজ সচেতনতায় আইপিএলের উদ্যোগ এটাই প্রথম নয়। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফে প্রতি মরসুমে একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলা হয়। পরিবেশ সচেতনায় এই উদ্যোগ। এছাড়া গুজরাট টাইটান্স ল্যাভেন্ডার রঙের জার্সি পরে একটি ম্যাচ খেলেছে। ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা দিতেই এমন উদ্যোগ।

আজ, শুক্রবার আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচ নির্ধারণ করে দেবে, কোন দল এ বারের আইপিএলের ফাইনালে উঠবে। চেন্নাই সুপার কিংস আগেই ফাইনালে চলে গিয়েছে। আজ ফাইনালের লড়াই গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে। কোনও এক দলের ফাইনাল খেলার স্বপ্ন পূরণ হবে। অন্য দলের স্বপ্ন ভঙ্গ। ম্যাচের ফলাফল যাই হোক, হার্দিক-রোহিতদের লড়াই আরও কয়েক হাজার গাছ উপহার দেবে এতেই খুশি পরিবেশপ্রেমীরা।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

আবারও বিশ্বের দামি ক্লাব রিয়াল

প্রকাশ: ০১:০৬ পিএম, ০২ জুন, ২০২৩


Thumbnail

ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। মার্কিন ব্যবসা সাময়িকী ফোর্বসের হিসাব অনুসারে, এই মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার।

দ্বিতীয় সর্বোচ্চ দামি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংল্যান্ডের এই ক্লাবটির বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার।

ফুটবল ক্লাবগুলোর মধ্যে ৬ বিলিয়ন ডলার মূল্যের ক্লাব শুধু এ দু'টিই। ২০০৪ সাল থেকে ফুটবল ক্লাবগুলোর বাজারমূল্যভিত্তিক তথ্য হালনাগাদ করছে ফোর্বস। প্রতিবারই প্রথম পাঁচের মধ্যে থাকা ক্লাবও শুধু রিয়াল আর ইউনাইটেডই।

ফোর্বস বলছে, গত এক বছরে রিয়ালের বাজারমূল্য বেড়েছে ১৯ শতাংশ। সংস্কার করা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে ৪০ কোটি মার্কিন ডলারের একটি অর্থায়ন তাদের মূল্য বাড়াতে ভূমিকা রেখেছে।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টাইব্রেকারে রোমাকে হারিয়ে ইউরোপা চ্যাম্পিয়ন ‘কিং’ সেভিয়া

প্রকাশ: ১২:২২ পিএম, ০১ জুন, ২০২৩


Thumbnail

ইউরোপিয়ান ফাইনালে হোসে মরিনহো কখনো হারেননি। আবার সেভিয়া কখনো ইউরোপা লিগের ফাইনালে উঠে হারেনি। ষষ্ঠবারের মতো ইউরোপিয়ান ফাইনালে ওঠে মরিনহোর পরিচালনাধীন দল। আর সপ্তমবারের মতো ইউরোপা লিগের ফাইনাল খেলতে নামে সেভিয়া। এ ক্ষেত্রে বুধবার রাতে তো একটি পক্ষকে হারতেই হবে। ফুটবল ভক্তরা অপেক্ষায় ছিলেন, কে হবে সেই পক্ষ?

আক্ষরিক অর্থে, বুধবার রাতে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় কেউ হারেনি। দুই পক্ষের মধ্যে ফাইনাল ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিন্তু ফাইনাল যেহেতু, সেখানে তো জয়-পরাজয় নির্ধারণ করতে হবে!

সুতরাং, ফাইনাল গড়ালো ভাগ্যের খেলায়। অর্থাৎ টাইব্রেকারে। সেখানে সেভিয়ার দাপটের সামনে টিকতে পারলো না হোসে মরিনহোর এএস রোমা। ৪-১ ব্যবধানে ইতালিয়ান ক্লাব রোমাকে হারিয়ে সপ্তমবারের মতো ইউরোপা লিগের শিরোপা ঘরে তুলে নিলো স্প্যানিশ ক্লাব সেভিয়া।

এএস রোমার দুর্ভাগ্য। ম্যাচের নির্ধারিত সময় ৯০ মিনিট এবং এরপর আরও অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় যে দুটি গোল হয়েছে, সে দুটি গোলই এসেছে তাদের ফুটবলারদের পা থেকে। কিন্তু এর একটি যে নিজেদের জালেই জড়িয়েছেন রোমার ডিফেন্ডার জিয়ানলুকা মানচিনি।

পুস্কাস অ্যারেনায় হোসে মরিনহোর ট্যাকটিসের কাছেই হেরে যেতে পারে সেভিয়া। কিন্তু স্প্যানিশ ক্লাবটিও সে পরিকল্পনা করে মাঠে নামে, যেন মরিনহোর যে কোনো কৌশলকে পরাভূত করে তারা এগিয়ে যেতে পারে।

তবে, সে আশায় গুড়েবালি। উল্টো এএস রোমা সেভিয়ার সামনে দাপট দেখিয়ে খেলতে শুরু করে। যার ফলশ্রুতিতে ৩৪ মিনিটেই গোল আদায় করে নেয় তারা। রোমার আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা দুর্দান্ত এক গোল করে রোমাকে এগিয়ে দেন।

কিন্তু ম্যাচের ৫৫তম মিনিটে জিয়ানলুকা মানচিনি বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন। এরপর নির্ধারিত সময়ের ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়ের ৩০ মিনিট শেষ হওয়ার পরও কোনো গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে।

এখানেই বাজিমাত করে সেভিয়া। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গঞ্জালো মন্টিয়েলের ফিনিশিং গোলেই বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠে লিওনেল মেসিরা। সেই গঞ্জালো মন্টিয়েল এবারও টাইব্রেকারে ফিনিশিং গোলটি দিয়ে সেভিয়ার শিরোপা নিশ্চিত করেন।

এএস রোমার হয়ে টাইব্রেকারে একমাত্র গোলটি করেন ব্রায়ান ক্রিসতান্তে। আত্মঘাতি গোল দেয়া জিয়ানলুকা মানচিনি এবং ইবানেজ গোল মিস করেন।

সেভিয়ার জয়ে শেষ মুহূর্তের নায়কে পরিণত হন মরক্কোর সেই গোলরক্ষক ইয়াসিন বোনো। যার বীরত্বে কাতার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আরব-আফ্রিকান দেশটি। এবারও ইউরোপা লিগের ফাইনালে জিয়ানলুকা মানচিনি এবং ইবানেজের স্পট কিক ফিরিয়ে দিয়ে দলের শিরোপা জয়ে মূল ভূমিকা পালন করেন।

সেভিয়ার হয়ে গোল চারটি করেন লুকাস ওকাম্পোজ, এরিক লামেলা, ইভান রাকিটিক এবং গঞ্জালো মন্টিয়েল।



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের কাজ সহজ হবে না!

প্রকাশ: ০৯:১১ এএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

২ মাস ধরে আইপিএল-এ খেলার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারতীয় দল। আগামী সপ্তাহে লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। আইপিএল-এর লিগ পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার পরেই লন্ডনে চলে যান বিরাট কোহলিরা। মুম্বই ইন্ডিয়ানস প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ভালোভাবেই প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় দল। আইপিএল-এর ঠিক আগে দেশের মাটিতে ৪ টেস্ট ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। কিন্তু এবার খেলা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে। ওভালে ভারতীয় দলের কাজ সহজ হবে না বলেই মনে করেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, টি-২০ মানসিকতা থেকে বেরিয়ে টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে না।

মঙ্গলবার একটি ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেলে গভাসকর বলেছেন, 'ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই টি-২০ ফর্ম্যাটে খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে। এটাই ভারতীয় দলের সবচেয়ে কঠিন কাজ। টি-২০ খেলার পর টেস্ট ফর্ম্যাটে মানিয়ে নেওয়া সহজ হবে না। ফলে ভারতীয় দলের কাজটা কঠিন।'

ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা আইপিএল-এর কোনও দলে ছিলেন না। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে মাসখানেক আগেই ইংল্যান্ডে পৌঁছে যান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ব্যাটার। তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা পূজারা। তাঁর সম্পর্কে গাভাসকর বলেছেন, 'ভারতীয় দলের সদস্যদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারাই ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছিল। ফলে ও-ই ভারতের একমাত্র ক্রিকেটার যে ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটে খেলেছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের কাজ কঠিন।'

চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারছেন না কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানেকে। এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রাহানে। তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করবে বলেই আশা গাভাসকরের। তিনি বলেছেন, ‘অজিঙ্কা রাহানের ইংল্যান্ডের মাটিতে খেলার অনেক অভিজ্ঞতা আছে। ও ইংল্যান্ডে রানও করেছে। ফলে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, ওর নিজেকে প্রমাণ করার ব্যাপার আছে। আমি এখনও বিশ্বাস করি, ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। ওর কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খুব ভালো সুযোগ। আশা করি ও অভিজ্ঞতার সাহায্যে এই সুযোগ কাজে লাগাবে এবং ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাবে।’



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

আইপিএল জিতেই লঙ্কান দলে জায়গা পেলেন পাথিরানা, ফিরলেন করুণারত্নেও

প্রকাশ: ০৯:১০ এএম, ৩১ মে, ২০২৩


Thumbnail

বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লঙ্কানরা। যার জন্য দলটি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। তবে চমক হল, দুই বছর ওয়ানডে দলে জায়গা না পাওয়া দেশটির সাবেক অধিনায়ক দিমুথ করুণারত্নকে  দলে রাখা হয়েছে। এছাড়াও ফরম্যাটটিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই পেসার মাথিশা পাথিরানা।

আগামী শুক্রবার (২ জুন) থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে রয়েছে আরোও বেশ কয়েকটি চমক । অ্যাঙ্কেলের সফল অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার দুশমান্ত চামিরা এবং সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করা সাদিরা সামারাবিক্রমা। তবে হ্যামস্ট্রিং চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কুশল পেরেরা। জায়গা হয়নি বাঁ-হাতি স্পিন-অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগেরও। তার পরিবর্তে প্রথমবারের মতো লঙ্কান জাতীয় দলে ডাক পেয়েছেন দুশান হেমন্তকে। এই স্পিনার ৫৮ লিস্ট ‘এ’ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে রান করেছেন ১ হাজার ১১৪। এই সংস্করণে তার নামের পাশে উইকেট রয়েছে ৬৪টি।

আইপিএলে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এবার চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন মাথিশা পাথিরানা। বোলিং অ্যাকশনের কারণে লঙ্কান এই পেসার ইতোমধ্যেজুনিয়র মালিঙ্গাহিসেবে পরিচিতি পেয়েছেন। শিরোপাজয়ী চেন্নাইয়ে তারও বেশ অবদান ছিল। আসরে ১২ টি ম্যাচ খেলে তিনি শিকার করেছেন ১৯ টি উইকেট।

 


শ্রীলঙ্কা ক্রিকেট   মাথিশা পাথিরানা   করুণারত্নে  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

১৪ বছর পর আবাহনীকে হারিয়ে শিরোপা নিলো মোহামেডান

প্রকাশ: ০৭:০০ পিএম, ৩০ মে, ২০২৩


Thumbnail ১৪ বছর পর আবাহনী হারিয়ে শিরোপা নিলো মোহামেডান।

ফেডারেশন কাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে আবাহনী লিমিটেডকে হারিয়ে ১৪ বছর পর শিরোপা ঘরে তুললো মোহামেডান স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার (৩০ মে) কুমিল্লার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে ৪-২ গোলে হারিয়েছে মোহামেডান। এর আগে ৪-৪ গোলে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।

দুই দল সবশেষ শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল সেই ২০১১ সালে; ‘কোটি টাকার’ সুপার কাপে। সেবার মোহমেডানকে হারিয়ে শিরোপা জিতেছিল আবাহনী। এবার মধুর প্রতিশোধ নিল সাদা-কালো জার্সিধারীররা।

ম্যাচের শুরুতে অবশ্য আাধিপত্য বিস্তার করে আবাহনী। প্রথমার্ধে তারা ২-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু মাত্র ৫ মিনিটের ব্যবধানে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতের জোড়া গোলে দারুণভাবে খেলায় সমতায় ফেরে।

ম্যাচের ১৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় আবাহনী। খেলার ৪৩তম মিনিটে কোস্টারিকার ড্যানিয়েল কলিন্দ্রেসের গোলে ব্যবধান দ্বিগুণ করে ধানমণ্ডির ক্লাবটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলে যায় দৃশ্যপট। চার মিনিটের ব্যবধানে অধিনায়ক সুলেমান দিয়াবাতের জোড়া গোলে সমতায় ফেরে মোহামেডান।

মোহামেডান সমতা আনার মিনিট পাঁচেক তথা খেলার ৬৫ মিনিটে নাইজেরিয়ান এমেকার গোলে আবাহনী ফের (৩-২) ব্যবধানে এগিয়ে যায়। ৮৩ মিনিটে ফেডারেশন কাপের ফাইনালে হ্যাটট্রিক পূর্ণ করেন মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে। তার কল্যাণে মোহামেডান আবারও (৩-৩) সমতায় ফেরে।  

খেলার ১০৫ মিনিটে সোলেমান দিয়াবাতে গোলের জন্য এগিয়ে যান। আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে একা পেয়ে নিজের চতুর্থ গোলের জন্য মরিয়া ছিলেন তিনি। গোল ঠেকাতে পা বাড়িয়ে দেন গোলরক্ষক সোহেল। রেফরি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি শটে মোহামেডানের অধিনায়ক সোলেমান দিয়াবাতে গোল করে দলকে ৪-৩ এ এগিয়ে নেন।

১১৯ মিনিটে রহমতের দুর্দান্ত গোলে ফের সমতায় ফিরে আবাহনী। অতিরিক্ত সময়ে খেলা ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আবাহনীর দুই বিদেশি খেলোয়াড় রাফায়েল এবং দানিয়েল কলিঞ্জ গোল মিস করায় জয়ের উল্লাসে মেতে ওঠে মোহামেডান।


আবাহনী   শিরোপা   মোহামেডান  


মন্তব্য করুন


বিজ্ঞাপন