ইনসাইড গ্রাউন্ড

ইতিহাস গড়ে চতুর্থ শিরোপা জিতল বসুন্ধরা কিংস

প্রকাশ: ০৭:৪৬ পিএম, ২৬ মে, ২০২৩


Thumbnail

বাংলাদেশের ফুটবলে এখন বসুন্ধরা কিংসের একক আধিপত্য। গত তিন বছর ধরেই প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিতে আসছিল দলটি। এবার চতুর্থ শিরোপা জিতে রেকর্ড গড়ল অস্কার ব্রুজনের শিষ্যরা।

শুক্রবার শেখ রাসেলকে ৬-৪ হারিয়ে বিপিএল ফুটবলে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েল্টন একাই করেছেন চার গোল।

এবার কিংসের শিরোপা নিশ্চিত হয়েছে তিন ম্যাচ হাতে রেখেই।  ১৭ ম্যাচে ১৫ জয়ে ৪৬ পয়েন্ট অস্কার ব্রুজন শিষ্যদের। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ৩৪।  
নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা। তারই ধারাবাহিকতায় ম্যাচের ৭ মিনিটে এগিয়ে যায় ব্রুজনের শিষ্যরা। ২৬ মিনিটে সমতায় ফেরে শেখ রাসেল। ৩৮ মিনিটে দীপক রায়ের গোলে এগিয়েও যায় রাসেল।
  
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে দলকে সমতায় ফেরান কিংসের অধিনায়ক রবসন রবিনহো। দুই মিনিট পর যোগ করা সময়েই আবারও কিংসের গোল। মোরসালিনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কিংস।  
 
দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় কিংস। ৫০ এবং ৬৫ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ডরিয়েলটন। ৬৯ মিনিটে কেনেথ ইকেচুকুর গোল ব্যবধান কমায় রাসেল। ৭৬ মিনিটে নিজের চতুর্থ এবং দলের হয়ে ছয় নম্বর গোলটি করেন ডরিয়েলটন। ম্যাচের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যাবধান কমান কেনেথ ইকেচুকু।

বসুন্ধরা কিংস   বিপিএল ফুটবল  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্যারিস অলিম্পিক: ১৪টি স্বর্ণের লড়াই দিয়ে শুরু হচ্ছে পদকের মহাযজ্ঞ

প্রকাশ: ০১:২৩ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

উৎসব, সংস্কৃতি ও সাহিত্যের নগরীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো অলিম্পিক গেমস-২০২৪ এর। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় সিন নদীতে ইতিহাস গড়া উদ্বোধনীতে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠে এই মহাযজ্ঞের ৩৩তম আসরের। এরই মধ্য দিয়ে শত বছর পর আবারও প্যারিসে ফিরলো অলিম্পিক।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিল নতুনত্ব ও অভিনবত্ব। এই প্রথম মাঠের বাইরে হয়েছে অলিম্পিকের উদ্বোধন। আগে মাঠের ভেতর মার্চপাস্ট করতেন অ্যাথলেটরা। আর এবারই প্রথমবার অলিম্পিকের উদ্বোধন হলো উন্মুক্ত স্থানে। ক্রীড়াবিদরা নৌকা ও বার্জে করে পাড়ি দিয়েছেন সিন নদী।

আজ থেকে শুরু হবে পদকের লড়াইও। আর্চারির কোয়ালিফিকেশন রাউন্ড হয়ে গেছে এর মধ্যেই। বাংলাদেশের সাগর ইসলাম ৪৫তম স্থানে থেকে নক আউট রাউন্ডে নামবেন। প্রথম ম্যাচে তার প্রতিপক্ষ ইতালিয়ান মাউরো নাসপোলি। গত অলিম্পিকে রুপা জেতা এই আর্চারকে ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হারিয়েছিলেন রোমান সানা। সাগরের জন্য সেটি হতে পারে অনুপ্রেরণা।

এবারের অলিম্পিকে মোট ৩২টি ডিসিপ্লিনে ৩২৯ টি স্বর্ণের লড়াই হবে। বরাবরের মতো এবার সবচেয়ে বেশি পদকের লড়াই অ্যাথলেটিক্সে। মোট ৪৮টি। এরপরই রয়েছে সাঁতার। এই ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে ৩৫টি স্বর্ণের লড়াই।

উদ্বোধনের পর আজই গেমসের প্রথম দিন এবং প্রথম দিনই মোট ১৪টি স্বর্ণের ফায়সালা হয়ে যাবে। সাঁতারেই আজ অনুষ্ঠিত হবে মোট ৪টি স্বর্ণের লড়াই। পুরুষ ও নারীদের ৪০০ মিটার ফ্রি-স্টাইল এবং ১০০*৪ ফ্রি-স্টাইল রিলেতে স্বর্ণ পদকের লড়াই হয়ে যাবে।

রোড সাইক্লিংয়ের দুটি ইভেন্ট- পুরুষ ও মহিলাদের টাইম ট্রায়ালের স্বর্ণের লড়াই অনুষ্ঠিত হবে আজ। জুডোতেও অনুষ্ঠিত হবে দুটি স্বর্ণের লড়াই। পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণী এবং মহিলাদের ৪৮ কেজি ওজন শ্রেণী- এই দুটি ইভেন্টের নিষ্পত্তি হবে আজ।

ফেন্সিংয়েও অনুষ্ঠিত হবে দুটি স্বর্ণের লড়াই। পুরুষদের সাবরি এবং নারীদের ইপি ইভেন্টে হবে স্বর্ণের নিষ্পত্তি। এছাড়া ডাইভিংয়ে নারীদের ৩ মিটার স্প্রিংবোর্ড, রাগবি সেভেনে পুরুষদের দলীয় ইভেন্ট, শুটিংয়ে ১০ মিটার মিশ্র দলীয় এয়ার রাইফেল ইভেন্ট, স্কেটবোর্ডিংয়ে পুরুষদের স্ট্রিট ইভেন্টে অনুষ্ঠিত হবে স্বর্ণের লড়াই।


অলিম্পিক গেমস   ফুটবল   খেলাধুলা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টিকে থাকার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

প্রকাশ: ১২:৪৯ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

নাটকীয় হারে অলিম্পিক যাত্রা শুরু করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। অলিম্পিকের নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর কাছে হেরে অনেকটা ব্যাকফুটে আছে আর্জেন্টিনা। টিকে থাকার লড়াইয়ে লিও স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ইরাকের মুখোমুখি হবে তারা।

শেষ আটের আশা বাঁচিয়ে রাখতে ইরাকের বিপক্ষে এই ম্যাচে জিততেই হবে মাসচেরানোর শিষ্যদের। ড্র করলেও অবশ্য সম্ভাবনা থাকবে। তবে সেক্ষেত্রে অনেক হিসাব-নিকাশ মেলাতে হতে পারে ওতামেন্দি-আলভারেজদের। তাই এই ম্যাচে অগ্নিপরীক্ষা দিতে হবে আর্জেন্টিনার।

নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে ইরাক। ইমান হুসেন ও আলী জসিমদের হারানো যে সহজ হবে না তা ইতোমধ্যেই টের পেয়েছেন আর্জেন্টাইন কোচ মাসচেরানো।

অলিম্পিকে প্রথমবার দেখা হচ্ছে আজেন্টিনা ও ইরাকের। তাই জয় নিয়েই ফিরতে চায় আলবিসেলেস্তরা। সেই লক্ষ্যে ম্যাচের আগে অনুশীলনে পুরো দলকে চাঙ্গা রাখার চেষ্টা করেছেন আর্জেন্টিনার কোচ।

২০০৪ সালের অ্যাথেন্স ও ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে স্বর্ণ জিতেছিল আর্জেন্টিনা। এর পর টানা তিন আসরে ব্যর্থ আর্জেন্টিনা প্যারিস অলিম্পিকে ব্যর্থতা ঘোচাতে চাইবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: জেরেনিমো রুলি; গার্সিয়া, ডি সিজার, ওতামেন্দি, সোলার, সিমিওন, মেদিনা, হেজে, আলমাদা, বেল্ট্রান ও আলভারেজ।


আর্জেন্টিনা   ফুটবল   অলিম্পিক   হুলিয়ান আলভারেজ   প্যারিস  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নারী এশিয়া কাপ: ভারতের অষ্টম নাকি শ্রীলংকার প্রথম

প্রকাশ: ১২:৩১ পিএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

দেখতে দেখতে শিরোপার লড়াইয়ে এসে পৌঁছেছে নারী এশিয়া কাপের মঞ্চ। টুর্নামেন্টের নবম আসরের শিরোপার মঞ্চে এবার মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা।এ নিয়ে টানা দ্বিতীয়বার টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুদল। আগের আসরের ফাইনালেও এই দুই দল মুখোমুখি হয়েছিল।

চলমান আসরের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে গুঁড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে উড়ন্ত ভারত। আর পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে শিরোপা মঞ্চে পা রেখেছে লঙ্কানরা।

শুক্রবার আসরের দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। ডাম্বুলায় পাকিস্তানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিকরা। টুর্নামেন্টে এটি তাদের টানা চার জয়। সমান জয়ে ফাইনালে তাদের সঙ্গী হয়েছে ভারতও।

আজ সন্ধ্যায় ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। ম্যাচটি গড়াবে পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলাটি শুরু হবে সন্ধ্য সাড়ে ৭টায়।

এশিয়া কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭ বার শিরোপা ঘরে তুলেছে ভারত। বাকি একবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া বাকি কোনো দলই শিরোপা জয়ের স্বাদ পায়। শ্রীলংকা শিরোপা মঞ্চে গেলেও উৎসব করতে পারেনি। তবে ঘরের মাঠে এবার শিরোপা উৎসব করতে মরিয়া লঙ্কানরা।


নারী এশিয়া কাপ   নারী ক্রিকেট   ভারত   শ্রীলঙ্কা  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

কানাডা লিগেও ব্যাটে-বলে ব্যর্থ সাকিব আল হাসান

প্রকাশ: ১১:৩৯ এএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সাকিব আল হাসান গিয়েছিলেন আমেরিকায়। সেখানে মেজর লিগ ক্রিকেটে খেলার পর এখন খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে। এই ফ্যাঞ্চাইজি লিগে গতকাল মাঠে নেমেছিলেন সাকিব। এই অলরাউন্ডারের ব্যর্থতার দিনে মন্ট্রিয়াল টাইগার্সের কাছে ৩৩ রানে হেরেছে তার দল বাংলা টাইগার্স মিসিসাউগা।

নির্ধারিত ২০ ওভার শেষে উইকেট হারিয়ে ১৮৯ রানের সংগ্রহ করে মন্ট্রিয়ল টাইগার্স। এদিন বাংলা টাইগার্সের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন টাইগার পেসার শরিফুল ইসলাম। বল হাতে বাংলা টাইগার্সের হয়ে এদিন ওভারে মাত্র ১৬ রান খরচায় উইকেট শিকার করেন শরিফুল। তবে অধিনায়ক সাকিব বল হাতে ৩০ রান দিলেও ছিলেন উইকেটশুন্য।

জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সের ওপেনার রহমানউল্লাহ গুরবাজ দারুণ ব্যাটিং করেন। ৩৯ বলে ৬৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি।

তিনে নামা সাকিব ব্যাট হাতেও ব্যর্থ। বলে রান করেন তিনি। এই ব্যর্থতার রেশ চলছে কয়েকমাস ধরে। অনেকের ধারণা ক্যারিয়ারের শেষের দিকে আছেন সাকিব। একই সঙ্গে তার ফর্মও গোধূলি লগ্নে।

গুরবাজের বিদায়ের পর দ্রুত উইকেট হারিয়ে হারের পথে থাকে দল। ২০ ওভারের খেলা শেষে উইকেট হারিয়ে ১৫৬ রানে থামে বাংলা টাইগার্সের ইনিংস। মন্ট্রিয়ল পায় ৩৩ রানের জয়। মন্ট্রিয়ল টাইগার্সের হয়ে উইকেট শিকার করেন আয়ান আফজাল খান।


কানাডা   লিগ   ব্যাট   বল   ব্যর্থ   সাকিব আল হাসান  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

প্যারিস অলিম্পিকে নতুন সব সংযোজন

প্রকাশ: ০৯:১০ এএম, ২৭ জুলাই, ২০২৪


Thumbnail

অবশেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভালোবাসার শহরে আনুষ্ঠানিক উদ্বোধন হলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’-খ্যাত অলিম্পিক গেমস ২০২৪ এর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী প্যারিসের সিন নদীতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ও বাংলাদেশ সময় রাত ১১টায় এই মেগা ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান হয়। আর এর মধ্য দিয়েই পর্দা উঠে এই মহাযজ্ঞের ৩৩তম আসরের।

তবে বৈশ্বিক এই মহাযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই শুরু হয়ে গেছে ফুটবলসহ বেশ কিছু ইভেন্ট। এবার প্যারিসে নজর থাকবে আরও কিছু খেলায় যা প্রথমবার অন্তর্ভুক্ত হয়েছে অলিম্পিকে।

কিছু কিছু খেলায় আবার ফরম্যাটে পরিবর্তন করা হয়েছে। ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে পুল সবখানেই নতুনত্বের ছোঁয়া। টোকিওতে শুরু হওয়া কিছু গেমস থাকছে এবারও। সেই নতুন খেলাগুলো দেখে নেওয়া যাক এক নজরে।

★ ব্রেকিং

এবারের গেমসে অভিষেক হতে চলেছে ‘ব্রেকিং’য়ের! কী এই ব্রেকিং! এটা হচ্ছে চিরাচরিত ব্রেক ড্যান্স যা নাচের একটা নতুন পদ্ধতি বলা যেতে পারে তার ‘শর্ট ফর্ম’। এতে চার ধরনের মুভমেন্ট থাকে—টপ-রক, ডাউন-রক, পাওয়ার মুভ ও ফ্রিজ।

ব্রেকড্যান্সিং ২০১৮ সালের যুব অলিম্পিক গেমসে এর অভিষেক হয়েছিল। তবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে থাকছে না ব্রেকিং।

ব্রেকিংকে বি-গার্লস ও বি-বয়েজের জন্য আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডিজের বাজানো তাৎক্ষণিক ট্র্যাকের সঙ্গে ১৬ জন বি-গার্লস ও ১৬ জন বি-বয়েজ আলাদা করে একে অন্যের মুখোমুখি হবেন। এ খেলার সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক প্রতিযোগিতা রেড বুল বিসি ওয়ান, যা শুরু হয়েছিল ২০০৪ সালে।

★ কায়াক ক্রস

ক্যানোই স্লালোমের ছাতার তলায় এই নতুন বিভাগটি এবার থাকবে প্যারিসে। চারজন অ্যাথলেট পানিতে লড়াই করবেন একে অপরের বিপক্ষে। মাথার উপর মানুষরাই তৈরি করবেন রাম্প। এবারেই ক্যানোয়িংয়ে শুধুমাত্র ঘড়ির বিপক্ষে নয় প্রতিযোগীরা লড়বেন একে অন্যের বিপক্ষেও।

★ ‘লাকি লুজার’

প্যারিস গেমসে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন। ২০০ মিটার থেকে ১৫০০ মিটার দৌড় এমনকি হার্ডলসেও থাকছে নতুন  নিয়ম। যার নাম ‘লাকি লুজার’। হিটে একবার হারের পরেও ভালো পারফরম্যান্স থাকলে আবার জুটতে পারে সুযোগ!

সেমিফাইনালে উঠতে না পারলে একটি রপেসঁ হিটের ব্যবস্থা থাকছে। অনেকটা কুস্তিতে থাকা রপেসঁর মতো, যেখানে জিতলে ‘লাকি লুজাররা’ সেমিফাইনালে খেলার সুযোগ পাবেন।

প্রথমবার হতে যাওয়া আর্টিস্টিক সুইমিং কম্পিটিশনে থাকছে পুরুষরা। মেয়েদের বক্সিংয়ে থাকছে নতুন একটি বিভাগ। অন্যদিকে পুরুষ বক্সিংয়ে আবার কমেছে একটি বিভাগ। শুটিংয়ে এবার মিক্সড টিম ট্র্যাপ ইভেন্টের পরিবর্তে থাকছে মিক্সড টিম স্কিট ইভেন্ট।

★ অন্যান্য

স্কেট বোর্ডিং, সার্ফিং, ক্লাইম্বিং ও ৩*৩ বাস্কেটবলের অভিষেক হয়েছিল টোকিও অলিম্পিক গেমসে। তাহিতিতে অনুষ্ঠিত হবে এবারের সার্ফিং প্রতিযোগিতা। প্যাসিফিক সাগরে এটি একটি সুন্দর দ্বীপপুঞ্জ। বাকি তিনটি ইভেন্টে অভিষেক যদিও হয়েছিল টোকিওতে তবুও এবারের গেমসে থাকছে সেগুলো। ৩*৩ বাস্কেটবলে এবারে আবার প্রতিযোগী সংখ্যা গতবারের ৪০ থেকে বেড়ে হয়েছে ৬৮।


অলিম্পিক গেমস   ফুটবল   খেলাধুলা  


মন্তব্য করুন


বিজ্ঞাপন