চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের সামনে দারুণ সুযোগ ছিল। ব্যাট হাতে ব্যাটাররা ভালো খেললে পাকিস্তানকে বড় রানের চাপে ফেলতে পারতো বাংলাদেশ দল। তবে ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি টাইগাররা। ফলে, পাকিস্তানকেও জয়ের জন্য বড় লক্ষ্য ছুঁড়ে দেয়া হলো না।
লিটন দাসের অর্ধ-শতকের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল ১৫৭ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। বাংলাদেশী বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে এই রানেও ম্যাচ বের করে আনা সম্ভব। তাইজুল-মিরাজরা সেই কাজটুকু কতোটুকু করতে পারে সেটিই এখন দেখার বিষয়।
সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করেছেন লিটন, হাঁকিয়েছেন অর্ধশত। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহটা বড় হয়নি।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৫৭ রানে। ৬ উইকেটে ১৫৩ থেকে ১৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। লিটন খেলেছেন ৫৯ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লিড ২০১ রান। তাই এই টেস্টে জয়ের জন্য পাকিস্তানের দরকার ২০২ রান।
মন্তব্য করুন
ডি মারিয়া আর্জেন্টিনা পিএসজি ফুটবল
মন্তব্য করুন
টাইগার ব্যাটিং ব্যর্থতা সেন্ট লুসিয়া টেস্ট
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
ভারত করোনা ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ
মন্তব্য করুন