চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের সামনে দারুণ সুযোগ ছিল। ব্যাট হাতে ব্যাটাররা ভালো খেললে পাকিস্তানকে বড় রানের চাপে ফেলতে পারতো বাংলাদেশ দল। তবে ব্যাটারদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি টাইগাররা। ফলে, পাকিস্তানকেও জয়ের জন্য বড় লক্ষ্য ছুঁড়ে দেয়া হলো না।
লিটন দাসের অর্ধ-শতকের উপর ভর করে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ দল ১৫৭ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২০২ রান। বাংলাদেশী বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারলে এই রানেও ম্যাচ বের করে আনা সম্ভব। তাইজুল-মিরাজরা সেই কাজটুকু কতোটুকু করতে পারে সেটিই এখন দেখার বিষয়।
সফরকারী পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস। দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত ব্যাট করেছেন লিটন, হাঁকিয়েছেন অর্ধশত। তবে অন্য ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহটা বড় হয়নি।
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ১৫৭ রানে। ৬ উইকেটে ১৫৩ থেকে ১৫৭ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। লিটন খেলেছেন ৫৯ রানের ইনিংস। প্রথম ইনিংসে ৪৪ রানে এগিয়ে থাকায় বাংলাদেশের লিড ২০১ রান। তাই এই টেস্টে জয়ের জন্য পাকিস্তানের দরকার ২০২ রান।
মন্তব্য করুন
ওয়ানডে বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত
মন্তব্য করুন
সেল্তাকে ৩-২
ব্যবধানে হারিয়ে লা লিগা পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। নিজেদের মাঠে
৮০ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে পিছিয়ে থাকলেও ৮ মিনিটের এক ঝড়ে ম্যাচের চেহারাই বদলে
দিয়েছে জাভি হার্নান্দেজের দল।
রবার্ট লেভানডফস্কি
জোড়া গোলে সমতা আনার পর জোয়াও কানসেলো এগিয়ে দিয়েছেন। যার ওপর ভর করে বেশির ভাগ সময়
পিছিয়ে থাকা বার্সেলোনাই সেল্তাকে হারিয়েছে ৩-২ ব্যবধানে।
অলিম্পিক লুইস
স্টেডিয়ামের ম্যাচটিতে ১৯ মিনিটে সেল্তাকে এগিয়ে দেন জর্গেন লারসেন। প্রথমার্ধে দুই
দল মিলিয়ে হয়েছে এই একটি গোলই। দ্বিতীয়ার্ধে এক গোল শোধ দেওয়ার বদলে উল্টো আরও একটি
গোল হজম করে বার্সেলোনা। ৭৬ মিনিটে সেল্তাকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন গ্রিক ফরোয়ার্ড
তাসোস ডভিকাস। সেল্তার ডাগআউটে ছিলেন ২০০৩ সালে ভ্যালেন্সিয়ার হয়ে দুটি অ্যাওয়ে ম্যাচ
জেতানো রাফা বেনিতেজ। ১৯৬৫ সালের পর কোনো কোচ বার্সেলোনায় টানা তিনটি অ্যাওয়ে না জিতলেও
আজ মনে হচ্ছিল সেটি হয়ে যাবে।
কিন্তু ৮১ মিনিট
থেকে শুরু হয় বার্সেলোনার রোমাঞ্চকর প্রত্যাবর্তন। জোয়াও ফেলিক্সের অ্যাসিস্ট থেকে
বল জালে জড়ান লেভানডফস্কি। এর চার মিনিট পর পোলিশ স্ট্রাইকার স্কোরলাইন বানিয়ে দেন
২-২। ম্যাচে সমতা আনা গোলটিতে অ্যাসিস্ট করেন ফেলিক্সের স্বদেশি কানসেলো।
ম্যাচের ৮৯
মিনিটে গাভির দারুণ ক্রস কাজে লাগিয়ে পর্তুগিজ এই ডিফেন্ডারই বার্সেলোনাকে এগিয়ে দেন
৩-২ ব্যবধানে। যা শেষ পর্যন্ত ধরে রেখে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।
মন্তব্য করুন
কিউইদের ২৫৪
রান তাড়ায় চরম ব্যাটিং
বিপর্যয়ের কারণে ৪১.১ ওভারে
১৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। ইশ
সৌধির লেগ স্পিনে বিভ্রান্ত
হয়ে ২৫৫ রানের টার্গেট
তাড়ায় ৮৬ রানে হারল
বাংলাদেশ। তবে এই হারের পরও তামিম ইকবালের মতে,
বাংলাদেশ ম্যাচ হারলেও দীর্ঘদিন পর খেলতে নেমে মাহমুদউল্লাহ খুবই ভালো খেলেছেন।
ম্যাচের পর
তামিম সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার তো মনে হয় উনি চমৎকার খেলেছেন। আমি ওনার সঙ্গে
ছোট একটা জুটিতে ছিলাম। ওনার ইনটেন্ট খুবই ভালো ছিল। আমার মনে হয়নি উনি ছয়-সাত মাস
বিরতির পর খেলতে নেমেছেন।’
মাহমুদউল্লাহর
ব্যাটিংয়ের প্রশংসা করতে গিয়ে ফিল্ডিং প্রসঙ্গও টেনে আনেন তামিম, ‘ওনার ফিল্ডিং খুবই
ভালো হয়েছে। যতবারই বল গেছে, উনি সেরাটাই দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, তিনি
খুবই খুবই ভালো খেলেছেন।’
মাহমুদউল্লাহ
যখন ব্যাটিং করতে নামেন, বাংলাদেশের রান ৪ উইকেটে ৭০। ৩৬তম ওভারে কোল ম্যাকনকির বলে
যখন আউট হয়ে ফেরেন, তখন নামের পাশে ৪ চার ১ ছয়ে গড়া ৪৯ রানের ইনিংস।
মন্তব্য করুন
মন্তব্য করুন
মন্তব্য করুন
প্রথম দুই ওয়ানডের দলে বিশ্রাম দেওয়া হয় বাংলাদেশ দলের বেশিরভাগ ক্রিকেটারকে। দ্বিতীয় ওয়ানডেতেও তাই ছিল। এই ম্যাচগুলোতে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন লিটন দাস। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে বিশ্রাম চেয়েছেন তিনি। এজন্য প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কত্ব করবেন নাজমুল হোসেন শান্ত।