ইনসাইড গ্রাউন্ড

উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশ: ০৩:১৪ পিএম, ২৯ নভেম্বর, ২০২১


Thumbnail উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

২০০৩ সালে মুলতান টেস্টের খুব কাছে গিয়েছিল বাংলাদেশ। তবে ১ উইকেটের হারে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এরপর দীর্ঘ আক্ষেপ। পাকিস্তানের বিপক্ষে সাকুল্য ১১ টেস্ট খেলেও জয়ের স্বাদ পাওয় হয়নি। ঘরের মাঠে এবার খুব ভালো সুযোগ ছিল, সেই সুযোগ অবশ্য এখনো মিলিয়ে যায়নি। তবে চট্টগ্রাম বাংলাদেশ দলের জয়ে সুরে খানিক ভাঙন ধরেছে। বলা যায় ধীরে ধীরে জয়ে থেকে দূরে সরে যাচ্ছে স্বাগতিকরা। ম্যাচে ফিরতে হলে বাংলাদেশ দলকে করতে হবে দুর্দান্ত বোলিং। তাইজুল-মিরাজরা সেই কাজটুকুই দ্রুত সময়ের মধ্যে করতে পারে কিনা দেখার বিষয়। 

পাঁচদিনের ম্যাচে বাংলাদেশের দেওয়া ২০২ রানের লক্ষ্যে ব্যাট করছে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে বেশ ভালো অবস্থানে তারা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। আবিদ আলী ২৪ ও শফিক ১৮ রানে অপরাজিত রয়েছেন। 



মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

সময়টা মেয়েদের

প্রকাশ: ০৯:১৯ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

সময়টা ভালোই যাচ্ছে দেশের নারী খেলোয়াড়দের। দেশের জন্য সুনাম বয়ে আনছেন তারা। খুবই ভালো সংবাদ এগুলো। ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেট দল হারিয়েছে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। আর এদিকে দেশের মাটিতে নারী ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে সিরিজ জিতলো।

বাংলাদেশ নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা সফরে আছে। সেখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়লাভ করেছে। বেশ দাপট দেখিয়েই খেলেছেন মুর্শিদা-জ্যোতিরা। এই জয়ে ১১ বছর পর প্রোটিয়া নারীদের হারালো বাংলাদেশ।

নারী ক্রিকেট দলের সময়টা ভালোই গেছে এই বছর। তাদের পারফর্মেন্সে উন্নতির ছাপ স্পষ্ট। এই বছরে তারা ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টির মধ্যে একটি জিতে দুটিতে হেরে সিরিজ হারলেও ওয়ানডেতে সিরিজ ড্র করেছে।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে। টি-টোয়েন্টি সংস্করণে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতে ইতিহাস গড়েছে টাইগ্রেসরা। ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে এটি বাংলাদেশের তৃতীয় সিরিজ জয়। ৪ বছর পর এমন কিছুর স্বাদ পেল তারা। এর আগে ২০১৮ সালে আয়ারল্যান্ডকে ২-১ ও ২০১৯ সালে থাইল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। ওই দুটি সিরিজই অনুষ্ঠিত হয়েছিল ভিনদেশে। আয়ারল্যান্ডকে তাদের মাটিতে মোকাবিলা করলেও থাইল্যান্ডের বিপক্ষে মেয়েরা খেলেছিল নেদারল্যান্ডসের মাঠে।

এবার জ্যোতি-ফারজানারা আশায় আছে দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে হারিয়ে এক রেকর্ডের জন্ম দিতে।

বলে রাখতে হচ্ছে, পুরুষ ক্রিকেট দল সকলরকম সুযোগ-সুবিধা পেয়েও এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে নারী ক্রিকেটের ইতিহাস খুব দীর্ঘ না হলেও বাংলার নারীরা এশিয়া কাপ জয় করেছে।

ফুটবলেও গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে নারী ফুটবলারদের সাফল্য। ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সাফ গেমসের ফাইনালে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়, এতে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল নেপালকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে তাদের প্রথম শিরোপা অর্জন করে। ২০২২ সাফ নারী চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন দলটি তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছে।

এখন দেশের মাটিতে সিঙ্গাপুরের সঙ্গে সিরিজ চললেছ। সিঙ্গাপুর ফিফা রেংকিংয়ে এগিয়ে থাকায় প্রীতি ম্যাচ দুটিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আগেভাগে খুব বেশি কিছু বলা যায়নি। কিন্তু এই দুই ম্যাচে খুবই ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের মেয়েরা। সাবিনাদের পারফর্মেন্সে সিঙ্গাপুর কোচ করিম বেঞ্ছেরিফা সাধুবাদ জানিয়েছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশ সিঙ্গাপুরকে ৩-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় ম্যাচে ৮-০ গোলে সফরকারী সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা চাকমা জোড়া গোল করেছেন। আবার জোড়া গোল করতে অ্যাসিস্টও করেছেন তিনি।  

নারী ফুটবলে বয়সভিত্তিক পর্যায়ে দশের অধিক গোল দেওয়ার রেকর্ড রয়েছে। সিনিয়র দল ভুটানকে সর্বোচ্চ ৯-০ ব্যবধানে হারিয়েছিল। ৮ গোলের ব্যবধানে জয় রয়েছে একাধিক।

বছরটা শেষ যদি হয় ভালো খবরে আর সাফল্যে তাহলে নতুন বছরে নব উদ্যমে শুরু করতে পারবে। নারী ক্রিকেট ও ফুটবলের এই সুবাতাস আরও দীর্ঘ সময় ধরে থাকুক। নারীরা এগিয়ে যাক। 


নারী ফুটবল দল   নারী ক্রিকেট দল   বাফুফে   ফিফা   বিসিবি   ক্রিকেট   সাবিনাা   জ্যোতি  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

দুই হালি দিয়ে বাংলাদেশের মেয়েদের জয়

প্রকাশ: ০৬:০২ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

র‌্যাঙ্কিংয়ে সাবিনাদের থেকে বেশ এগিয়ে সিঙ্গাপুরের নারীরা তবে এতো এগিয়ে থেকেও বাংলাদেশের কাছে পাত্তাই পেল না তারা। প্রথম ম্যাচে ৩-০ গোলের জয় এরপরের ম্যাচে আরও ভয়ংকর চেহারায় বাংলাদেশের নারীরা। একচেটিয়া আধিপত্য দেখিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে গোল উৎসবে মাতে সাবিনা খাতুনের দল। সিঙ্গাপুরের জালে এবার গুনে গুনে ৮ বার বল পাঠালেন সাবিনা-তহুরারা। 

সোমবার (৪ ডিসেম্বর) কমলাপুরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। এতে করে সফরকারীদের সাথে দুই ম্যাচের সিরিজ জিতলো ২-০ ব্যবধানে। ২০২৩ সালের নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশ নারী দল জিতেই বছরের ইতি টানল।

কমলাপুর স্টেডিয়ামে প্রথমার্ধে সিঙ্গাপুরকে তিন গোল দেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধে আরও পাঁচ গোল হজম করে বাংলাদেশের নারী দল থেকে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলটি। দ্বিতীয় হাফে গোল করেন সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, সুমায়া মাতসুশিমা ও শামসুর নাহার। প্রথমার্ধেও একটি গোল দিয়েছিলেন ঋতুপর্ণা চাকমা। তহুরা খাতুন প্রথম হাফে দুই গোল দিয়েছিলেন। দ্বিতীয় হাফে একটি গোল অফসাইড হওয়ায় তা বাতিল হয়ে যায়।


বাংলাদেশ   নারী ফুটবল দল   সিঙ্গাপুর নারী ফুটবল দল   ফিফা প্রীতি ম্যাচ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

নারী কেলেঙ্কারি আছে যেসব তারকা ক্রিকেটারের

প্রকাশ: ০৪:৪৪ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ক্রিকেট ভদ্রলোকের খেলা তা সবারই জানা। ভদ্রলোকের খেলা হলেও এই খেলায় বিভিন্নভাবেই কালিমা লেপন করা হয়েছে। ভদ্র খেলোয়াড়দের দ্বারাই সংঘটিত অনেক বিতর্কিত কর্মকাণ্ডের সাক্ষ্মীও হয়েছে বিশ্ব। সেগুলোরে মধ্যে ম্যাচ ফিক্সিং, বল টেম্পারিং সবচেয়ে বেশি আলোচিত। মাঠের ভেতরে ও বাইরেও নানা কথা নিয়ে তর্ক-বিতর্ক থাকে। আবার মাঠের বাইরের ঘটনা বিবেচনায় আনলে ক্রিকেটারদের জীবনেও নারী কেলেঙ্কারির ঘটনা নেহায়েৎ কম নয়।

অভিযোগ উঠার পরে কেউ হয়তো দোষী প্রমাণিত হয়েছেন, কারো ক্ষেত্রে আবার সেসব ছিল নিছকই গুজব। কিন্তু নারী কেলেঙ্কারির কারণে বহুবার ক্রিকেটের ভাবমূর্তিও নষ্ট হয়েছে;। সেই সাথে সংশ্লিষ্ট ক্রিকেটারেরও ব্যক্তিগত ও পেশাগত জীবনেও বড় ঝড় নেমে এসেছে।

এমনই কয়েকজন তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলা যাক, যারা নিজেদের সময়ে ছিলেন ক্রিকেটের ব্যাড বয়।

শেন ওয়ার্নঃ

অস্ট্রেলিয়ার ইতিহাসে অন্যতম সেরা ক্রিকেটার শেন ওয়ার্ন। ক্রিকেটের পাশাপাশি বিতর্কিত কর্মকাণ্ডের ক্ষেত্রেও সেরা ছিলেন ওয়ার্ন। তাঁর ক্যারিয়ারে প্রথম বিতর্কের শুরু হয় ২০০০ সালে।

সে সময় ব্রিটিশ সেবিকা ডোনা রাইটকে মেসেজ এবং ফোন কলে হয়রানি করেন অজি স্পিনার যা পরে প্রকাশিত হলে জাতীয় দলের সহ-অধিনায়কত্ব ছাড়তে হয় তাকে। এর তিন বছর পর আরো গুরুতর কাজ করে বসেন শেন ওয়ার্ন। মেলবোর্নের অ্যাডাল্ট মডেল অ্যাঞ্জেলা গ্যালাগারের তিন মাসের সম্পর্কের কথা জনসম্মুখে আসে।

তবে ক্যারিয়ারে সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনা ঘটে ২০০৬ সালে। সেই বছর শেন ওয়ার্ন দুইজন ব্রিটিশ মডেলের সঙ্গে এক বিছানায় ক্যামেরাবন্দী হন। ক্রিকেটের বাইরে বারবার এমন সব ঘটনার জন্য আলোচনায় উঠে আসতেন অজি কিংবদন্তি।

ইয়ান বোথাম (ইংল্যান্ড)

ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম তাঁর স্ত্রী ক্যাথি বোথামের সঙ্গে প্রতারণা করে নিন্দিত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার ওয়েট্রেস কাইলি ভেরেলসের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এই জুটি দুই বছর এই অবৈধ সম্পর্কে ছিলেন এবং তাদের প্রায় বিভিন্ন পাঁচ তারকা হোটেলে ছদ্ম নামে অবস্থান করার খবর জানা যায়।

এমনকি ইয়ান বোথাম তাঁর স্ত্রীকে ডিভোর্স দিয়ে কাইলিকে বিয়ে করার প্রতিজ্ঞা করেছিলেন। তবে শেষ পর্যন্ত অবশ্য কথা রাখেননি বোথাম। মজার ব্যাপার, কাইলি এই ঘটনা নিয়ে অভিযোগ করলে স্বয়ং ক্যাথি বোথাম তাঁর স্বামীকে সমর্থন করেছিলেন।

হার্শেল গিবস (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকার হার্ড হিটার হার্শেল গিবসের কেলেঙ্কারির কথা তিনি নিজেই সামনে আনেন। নিজের লেখা আত্মজীবনী ‘টু দ্য পয়েন্ট’-এ গিবস তাঁর খারাপ দিকগুলো তুলে আনেন। গিবস জানান ১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার জন্য তাকে অনুপ্রাণিত করেছিল একজন নারী, যার সাথে তিনি এর আগে রাত কাটিয়েছিলেন।

আবার ১৯৯৭/৯৮ সালে এক অ্যাডাল্ট মডেল গিবসকে তাদের পার্টিতে আমন্ত্রণ জানায় এবং বলাই বাহুল্য, গিবস সেই আমন্ত্রণ রক্ষা করেছিলেন। এছাড়া টু দ্য পয়েন্ট বইতে এই প্রোটিয়া ক্রিকেটারের আরো কয়েকটি নারী কেলেঙ্কারির কথা লেখা রয়েছে।

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় নাম ক্রিস গেইল কেলেঙ্কারির ক্ষেত্রেও ছিলেন অগ্রণী। আলো ঝলমলে পার্টিতে মগ্ন থাকা গেইল সব সময় পাশে নারী সঙ্গী কামনা করেন। ২০১২ সালে বিশ্বকাপ চলাকালীন হোটেল রুমে গেইল এবং তাঁর কয়েকজন সতীর্থের সাথে তিনজন ইংলিশ নারীকে দেখা যায়।

এমনকি ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে এক হোটেল স্টাফকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ক্রিস গেইলের নামে। এছাড়া অস্ট্রেলিয়ান উপস্থাপিকাকে অশ্লীল ইঙ্গিত করে সমালোচিত হন ক্যারিবীয় তারকা।

কেভিন পিটারসেন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের তৎকালীন ড্রেসিংরুমে অনেক ভদ্র ক্রিকেটারের মাঝে কেভিন পিটারসেন ছিলেন উচ্চ বিলাসী একজন। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকেই নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন পিটারসেন।

এসময় বিউটি গার্ল খ্যাত ভেনেসা নিম্মোর সাথে কেভিন পিটারসেনের অবৈধ সম্পর্কের কথা প্রচার হয়ে যায়। মূলত পিটারসন কর্তৃক প্রতারিত হওয়ার পরে ভেনেসা জনসম্মুখে ইংলিশ ব্যাটারকে নিয়ে বাজে মন্তব্য করেন। তাদের ব্যক্তিগত সম্পর্কের বেশকিছু ঘনিষ্ঠ মুহূর্তের কথাও প্রকাশ করেন এই তরুণী।

শহীদ আফ্রিদি (পাকিস্তান)

পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার। তবে ক্রিকেট জীবনের একেবারে শুরুতে ২০০০ সালে নারী ঘটিত কারনে খবরের শিরোনাম হন এই অলরাউন্ডার। এসময় হাসান রাজা, আতিক উজ জামানদের সাথে আফ্রিদিকে কয়েকজন তরুণীর সঙ্গে আড্ডা দিতে দেখা যায়।

অবশ্য পাকিস্তানি ক্রিকেটাররা দাবি করেছিলেন এরা তাদের ভক্ত এবং সেখানে শুধু আড্ডা দিতেই এসেছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের সাময়িক সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয় এবং পরবর্তী সময়ের জন্য সাবধান করে।

এদের ছাড়াও নারী কেলেঙ্কারির কারণে ড্যারেল টুফে, আন্ড্রে নিল, ইমাম উল হক, সাব্বির রহমানের মত অনেক বিখ্যাত খেলোয়াড়দের ক্যারিয়ারে দাগ লেগেছিল।

রুবেল হোসেন (বাংলাদেশ)

রীতিমত ধর্ষণের অভিযোগ উঠেছিল বাংলাদেশের এই পেসারের বিরুদ্ধে। সেই অভিযোগ আর কেউ না, করেছিলেন তাঁরই সাবেক প্রেমিকা। সেই অভিযোগে শুধু গ্রেফতার নয়, তিনদিন তাঁকে হাজতেও থাকতে হয়।

জামিন পেয়ে তিনি ২০১৫ বিশ্বকাপ খেলতে যান, সেখানে ইংল্যান্ডের বিপক্ষে দলকে ঐতিহাসিক এক জয় উপহার দেন। অভিযোগদাতা নাজনীন আক্তার হ্যাপি অবশ্য এরপরে অভিযোগ তুলে নেন। তাঁর আইনজীবী দাবী করেন, হ্যাপি আর আইনী লড়াই চালিয়ে যেতে চান না।


নারী কেলেঙ্কারি   ক্রিকেটার   ক্রিকেট   আফ্রিদি   রুবেল   বোথাম  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধ্বে ৩-০ গোলে এগিয়ে বাংলাদেশ

প্রকাশ: ০৪:২৯ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলছে বাংলাদেশ। ভালো সুযোগ মিললেও কাজে লাগাতে পারছিল না বাংলাদেশ। বার বার আক্রমণের ফলে অবশেষে সফল বাংলাদেশ। পেল গোলের দেখা।

আগের ম্যাচে জোড়া গোল করা সেই তহুরা খাতুন এনে দিলেন এগিয়ে যাওয়া গোলটি। এরপর আরো দুইবার গোল উৎসবে মাতল বাংলাদেশের মেয়েরা। তাতে প্রথমার্ধে ৩-০ গোলে লিড নিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।

কমলাপুর স্টেডিয়ামে আজ শুরুর দশ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও দুইবার সুযোগ নষ্ট করেন অধিনায়ক সাবিনা খাতুন।

 

সুযোগ মিলছিল কিন্তু তা গোলে পরিণত করতে পারছিল না মেয়েরা। অবশেষে ১৬ মিনিটে এগিয়ে যাওয়া গোলটি পায় বাংলাদেশ। সাবিনার ফ্রিকিক দূরের পোস্ট থেকে ব্যাক ভলিতে ছয় গজ বক্সে পাঠান আফিদা খন্দকার। হাওয়ায় ভাসা বল মাসুরা হেডে বাড়িয়ে দিলে সেই বলেই মাথা ছুঁইয়ে জালে পাঠান তহুরা খাতুন।

 

দুই মিনিট পরেই ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। সাবিনার কর্নার সিঙ্গাপুরের এক ডিফেন্ডার ঠিকমত ক্লিয়ার করতে না পারায় গোলমুখে ফাঁকায় পেয়ে অনায়াসে লক্ষ্যভেদ করেন ঋতুপর্ণা চাকমা। ২৪ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলে মেয়েরা। বক্সের ভেতর থেকে ঋতুপর্ণার জোড়াল শট সিঙ্গাপুর গোলরক্ষক গ্লাভসে নিতে না পারায় দৌড়ে গিয়ে বল জালে পাঠান তহুরা। শুরুর ৪৫ মিনিটে বাংলাদেশের ওপর কোনওরকম প্রভাবই ফেলতে পারেনি সিঙ্গাপুরের মেয়েরা।


নারী ফুটবল   বাংলাদেশ নারী ফুটবল দল   বাফুফে   ফুটবল   বাংলাদেশ-সিঙ্গাপুর  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

ভারতের বিপক্ষে বাদ বাভুমা, অধিনায়ক মার্করাম

প্রকাশ: ০৪:১৪ পিএম, ০৪ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

চলতি মাসের ১০ তারিখে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। প্রোটিয়ারা ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ এবং ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

তিন ফরম্যাটের সিরিজের জন্য এরইমধ্যে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ঘোষিত স্কোয়াডে দেখা গেছে, টি-টোয়েন্টি ও ওয়ানডে স্কোয়াডে নেই নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও পেসার কাগিসো রাবাদা।

জানা গেছে, টেস্ট সিরিজের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে বাভুমা ও রাবাদাকে বিশ্রাম দিয়েছে বোর্ড। বাভুমার পরিবর্তে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।

এছাড়া জেরাল্ড কোয়েৎজি, মার্কো জানসেন ও লুঙ্গি এনগিদি শুধু প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তারাও টেস্ট সিরিজের প্রস্ততি নেবেন। আর দীর্ঘ ফরম্যাটের খেলায় ভালো প্রস্তুতির জন্য বাভুমা, জানসেন, এনগিদি ও কোয়েৎজি আগামী ১৪ থেকে ১৭ ডিসেম্বর তাদের ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলবেন।

এদিকে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে তিন ক্রিকেটারের অভিষেক হতে পারে। তারা হলেন- ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও নান্দ্রে বার্জার। তবে স্কোয়াড থেকে ছিটকে গেছেন এনরিক নরকিয়া। ভারত বিশ্বকাপের আগে লোয়ার ব্যাক ইনজুরিতে পড়েছিলেন তিনি। যে কারণে বিশ্বকাপ তো খেলতে পারেনেইনি, এবং এবার ভারতের বিপক্ষে সিরিজেও এই ডানহাতি পেসারকে স্কোয়াডে রাখা সম্ভব হয়নি।

 

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াডঃ

এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, ম্যাথু ব্রিটজকে, নান্দ্রে বার্জার, জেরাল্ড কোয়েৎজি (১ম ও ২য় টি-টোয়েন্টি), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিক্স, মার্কো জানসেন (১ম ও ২য় টি-টোয়েন্টি), হেনরিক ক্লাসেন, কেশব মাহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি (১ম ও ২য় টি-টোয়েন্টি), আন্দিল ফেহলুকাইয়ো, তাবরিজ শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাদ উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা ওয়ানডে স্কোয়াডঃ

এইডেন মার্করাম (অধিনায়ক), অটনিয়েল বার্টম্যান, নান্দ্রে বার্জার, টনি ডি জর্জি, রিজা হেনড্রিক্স, হেনরিক ক্লাসেন, কেশব মাহারাজ, মিহলালি পংওয়ানা, ডেভিড মিলার, ওয়ান মালদার, আন্দিল ফেহলুকাইয়ো, তাবরিজ শামসি, রাসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইন ও লিজাদ উইলিয়ামস।

দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াডঃ

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, নান্দ্রে বার্জার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জর্জি, ডিন এলগার, মার্কো জানসেন, কেশব মাহারাজ, এইডেন মার্করাম, ওয়ান মালদার, লুঙ্গি এনগিদি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইন।


দক্ষিণ আফ্রিকা   ক্রিকেট   ভারত   অধিনায়ক   ক্রিকেট বোর্ড   সিরিজ  


মন্তব্য করুন


বিজ্ঞাপন