ইনসাইড পলিটিক্স

বিএনপিতে ‘হঠাৎ’ বনে যাওয়া নেতারা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:৫৯ পিএম, ০৪ অগাস্ট, ২০২০


Thumbnail

বিএনপির একজন প্রয়াত সিনিয়র নেতা বলেছিলেন যে, টাকা দিলে বিএনপিতে শুধুমাত্র চেয়ারপারসন ছাড়া সব পদই পাওয়া যায়। তিনি শেষ জীবনে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছিলেন, বিএনপির উপর যারপরনাই ক্ষুব্ধ-বিরক্ত ছিলেন এবং সেই অবস্থায় থেকে তিনি বিএনপির বেহাল দশা দেখেন। ২০১৮ এর নির্বাচনে বিএনপির বিপর্যয়ের পর তিনি ঐ মন্তব্য করেছিলেন।

ঐ নির্বাচনে বিএনপির অনেক ত্যাগী-পরীক্ষিতদের বাদ দিয়ে টাকার বিনিময়ে অনেককে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং প্রকাশ্যে মনোনয়ন বাণিজ্য করা হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের প্রেক্ষিতে ওই প্রয়াত নেতা এমন মন্তব্য করেছিলেন।

টাকা দিলে বিএনপিতে সব পদ পাওয়া যায় কিনা সে এক অন্য প্রসঙ্গ। তবে টাকা দিয়ে যে বিএনপিতে হঠাৎ নেতা বনে যাওয়া যায় সেটা বিভিন্ন সময়ে প্রমাণিত হয়েছে। বিশেষ করে ২০০১ সাল থেকে বিএনপিতে টাকামুখী রাজনীতি এবং টাকা দিয়ে মন্ত্রী বা নেতা হওয়ার অনেক মুখরোচক গল্প কান পাতলেই শোনা যায়। বিএনপিতে টাকা দিয়ে মন্ত্রী হওয়া বা এমপি হওয়া সবথেকে আলোচিত নাম হলো মোর্শেদ খান। ২০০১ সালে বিএনপি-জামাত জোট নির্বাচনে জয়ী হয়। সেই জয়ের পরে হঠাৎ করেই বিএনপির পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয় মোর্শেদ খানের। বিএনপিতে অনেক বড় বড় নেতা থাকার পরেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মোর্শেদ খান কিভাবে নিযুক্ত হলেন তা নিয়ে অনেক চাঞ্চল্যকর গল্প আছে। তবে সব গল্পের উপসংহার একটিই, তা হলো মোর্শেদ খান বিপুল পরিমাণ টাকা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদটি কিনেছিলেন।

বিএনপিতে ২০০১ সালে আরেক নেতা আবির্ভূত হয়েছিলেন, তাঁর নাম হারিস চৌধুরী। হঠাৎ করেই তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে নিযুক্ত হন। এর আগ পর্যন্ত বিএনপির অনেক নেতাকর্মী তাঁকে চিনতো না, তিনি সিলেট অঞ্চলে রাজনীতি করতেন। হারিস চৌধুরীর উত্থানের পেছনেও টাকা ছিল এবং তারেক জিয়াকে মোটা অংকের টাকা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কমিশন বাণিজ্য করার জন্যেই তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব নিযুক্ত হয়েছিলেন বলে জানা যায়। অবশ্য কেউ কেউ বলেন যে, মোসাদ্দেক আলী ফালুর কর্তৃত্ব খর্ব করার জন্যেই হারিস চৌধুরীকে তারেক এনেছিল। তবে অনুসন্ধানে দেখা গেছে যে, এখানে বড় অংকের টাকার লেনদেন হয়েছে।

২০০১ সালে বিএনপির নেতৃত্বের আরেক বিষ্ময় ছিল লুৎফুজ্জামান বাবর। তাঁকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং প্রতিমন্ত্রী হয়েই তিনি পুরো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দণ্ডমুন্ডের কর্তা হয়েছিলেন। বাবরের প্রতিমন্ত্রী হওয়ার আগে বিএনপির অনেক নেতাই তাঁকে চিনতেন না। বাবর বিমানবন্দরে চোরাচালান ব্যবসা করতেন বলে কথিত রয়েছে। আর এজন্যেই তাঁর নাম হয়েছিল ক্যাসিনো বাবর। আর জানা যায়, গিয়াসউদ্দিন আল মামুনের হাত ধরেই বাবরের সঙ্গে তারেকের পরিচয় এবং মামুন-তারেকের যে চোরাচালান ব্যবসা, তাঁর দেখভাল করার জন্যেই বাবরকে ঘনিষ্ঠ করেন তারা। আর ২০০১ এর নির্বাচনের পর বাবরকে দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে বাবর তারেকের ফাইফরমাশ খাটা থেকে শুরু করে সব অপকর্মই করেছিলেন। বাবরও মনোনয়ন নিয়েছিলেন মোটা অংকের টাকা দিয়ে।

তবে ক্ষমতায় থাকলে এরকম প্রচুর টাকা দিয়ে নেতা বনে যায়, সব রাজনৈতিক দলেই কমবেশি এটা ঘটে। কিন্তু বিষ্ময়কর হলো যে, ১২ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকলেও বিএনপিতে টাকার খেলা বন্ধ হয়নি। বিএনপিতে এখনো টাকা দিয়ে এমপি হওয়া যায়, নেতা হওয়া যায়। এর বড় প্রমাণ হলো তাবিথ আউয়াল। তাবিথ আউয়ালের বিএনপি নেতা হয়ে যাওয়াটা ছিল রূপকথার গল্পের মতো। যখন ঢাকা সিটি করপোরেশনকে দুইভাগে বিভক্ত করা হলো, তখন বিএনপি উত্তরের জন্যে মনোনয়ন দিলো আবদুল আউয়াল মিন্টুকে। কিন্তু রহস্যময়ভাবে আবদুল আউয়াল মিন্টু মনোনয়ন পত্রে স্বাক্ষর করলেন না, ফলে সঙ্গত কারণে তা বাতিল হয়ে গেল। অথচ তাঁর ছেলে তাবিথ আউয়ালের মনোনয়ন পত্র ঠিকঠাক হলো। পিতাপুত্র ইচ্ছে করে এই কাজ করেছিলেন বলে এখন সব মহলে চাউর আছে।  যাই হোক, ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ফলে তাবিথ বিএনপির নেতা বনে গেলেন। কোনদিন রাজনীতি করেননি, ফুটবল নিয়ে কিছু ব্যতিব্যস্ত সময় কাটিয়েছেন। কোনদিন ছাত্রদল, যুবদল না করেও তাবিথ আউয়াল নেতা বনে যাওয়ায় আশ্চর্য হয়েছেন অনেকেই। গত নির্বাচনেও কোন রকম বিতর্ক ছাড়া তাবিথ আউয়াল ঢাকা উত্তরের মেয়দ পদে বিএনপি থেকে মনোনয়ন পেলেন। তাবিথ আউয়ালের পিতা আব্দুল আউয়াল মিন্টু একজন ধনাঢ্য ব্যক্তি। তারেক জিয়াকে যারা নিয়মিত মাসোহারা দেয় তাদের মধ্যে এই আউয়াল পরিবার অন্যতম। সেখান থেকেই তাবিথ আউয়াল মনোনয়ন বাগিয়ে নিয়েছেন এবং বিএনপির নেতা হয়েছেন বলে অনেকে মনে করেন।

রুমিন ফারহানার এমপি হওয়াটা ছিলো আরো বিস্ময়কর। কারণ বিএনপিতে অনেক ত্যাগি পরীক্ষিত নারী কর্মী এবং নেত্রী রয়েছে। বিশেষ করে সেলিনা রহমানের মতো দীর্ঘদিনের পোড় খাওয়া রাজনীতিবিদ যখন স্থায়ী কমিটির সদস্য তখন রুমিন ফারহানার এমপি হওয়াটা ছিলো এক রহস্য উপন্যাসের মতোই রোমাঞ্চকর। কারণ রুমিন ফারহানার রাজনীতিতে অংশগ্রহণ বলতে বুঝায় কিছু টকশোতে অংশগ্রহণ করা। সেই রুমিন ফারহানা এমপি হলেন হঠাৎ করে তারেক জিয়ার বদান্যতায়। এখানে কিসের লেনদেন হয়েছিলো তা অনুমিত, প্রমাণিত নয়।

এভাবেই বিএনপিতে হঠাৎ বনে যাওয়া নেতার সংখ্যা বাড়ছে। বিএনপিতে নেতা হওয়ার সহজ উপায় টাকা ঢালা। এখনো ছোট ছোট স্থানীয় পর্যায়ে বিএনপির কমিটিতেও টাকার খেলা হয়। এই কমিটির নেতৃত্ব দিতে টাকা দিতে হয় এমন কথা বিএনপিতে এখন ওপেন সিক্রেট।



মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা আজ

প্রকাশ: ১০:২৫ এএম, ০৬ মে, ২০২৪


Thumbnail

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আজ সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। রাজধানী ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা ডাকা হয়েছে।

রবিবার (৫ মে) আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

দলের সম্পাদকমণ্ডলীর সৃভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


আওয়ামী লীগ   সম্পাদকমণ্ডলী   সভা  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

আন্দোলন ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

প্রকাশ: ০৯:০৩ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

২৬ এপ্রিল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। এরপর একই দিনে আওয়ামী লীগও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। তবে প্রকৃতির বৈরি আচরণের কারণে আপাতত পিছু হঠছে বিএনপি। চলমান তাপদাহ ও হিট অ্যালার্টের কারণে এই সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে দলটি।

বিএনপির দলীয় সূত্রে জানা যায়, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ সমাবেশের কর্মসূচি নিয়েছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এর মধ্য দিয়ে আবার সরকার পতন আন্দোলন শুরু করার পরিকল্পনা ছিল দলটির। ৭ জানুয়ারির নির্বাচনের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণার অংশ হিসেবেই এই কর্মসূচি গ্রহণ করা হয়। 

দলের একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, চলমান তাপদাহ কমে এলে পরিস্থিতি বিবেচনা করে স্থগিত হওয়া সমাবেশ কর্মসূচি করবে বিএনপি। একই সঙ্গে চলমান বিভিন্ন সংকট বিশেষ করে লোডশেডিং ইস্যুতে আন্দোলন করার পরিকল্পনা রয়েছে বিএনপির। ইতোমধ্যে জাতীয় নির্বাচন বর্জনের মতো উপজেলা নির্বাচন বর্জন করে লিফলেট বিতরণ শুরু করেছে বিএনপি। এভাবে ধীরে ধীরে জনসংযোগ বাড়ানোর কৌশল নিয়েছে দলটি। তবে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে স্বাগত জানানো হলেও এবার তা কঠোর হস্তে দমন করা হবে বলে ধারণা করছেন কেউ কেউ। 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অতীতে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো যখন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে লোডশেডিং, দ্রব্যমূল্য, বিদ্যুতের দাম ইত্যাদি ইস্যুতে আন্দোলনে স্বাগত জানিয়েছিল সরকার। তবে এবার সরকার হয়তো কঠোর অবস্থান গ্রহণ করবে এমন ধারণা কারও কারও। বিশেষ করে সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড সফর পরবর্তী গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে এ ধারণা করা হচ্ছে।

সাংবাদিকের করা প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সেদিন বলেছিলেন, ২০২৩ সালের ২৮ অক্টোবর আমি পুলিশকে ধৈর্য ধরতে বলেছিলাম। অথচ ধৈর্য ধরতে গিয়ে তাদেরই মার খেতে হয়েছে। তাদের হাসপাতালে আক্রমণ করা হয়েছে, গাড়ি পোড়ানো হয়েছে। তো আমার মনে হয় আমাদের পুলিশ এখন আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা চাইলে গ্রহণ করতে পারে।

প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে দেশের বাইরে বসেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, নির্দেশ দিয়ে যাচ্ছে। যারা আন্দোলন করে করুক, তাতে আমরা বাধা দিচ্ছি না। এখন আন্দোলন দমাতে আমেরিকান স্টাইল ফলো করা যেতে পারে। আমেরিকান পুলিশ যেভাবে আন্দোলন ও আন্দোলনকারীদের দমন করে, আমার মনে হয় আমাদের দেশের পুলিশ তা অনুসরণ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারবে কিনা সেটিও একটি বড় প্রশ্ন। এখন দেখার বিষয় বিরোধী দলগুলো সেরকম আন্দোলন গড়ে তুলতে পারে কিনা আর আন্দোলন গড়ে তুলতে পারলে সেক্ষেত্রে সরকারের ভূমিকা কী হয়।

আন্দোলন   সরকার   বিএনপি  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান

প্রকাশ: ০৭:১৮ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

দেশব্যাপী সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সোমবার (৬ মে) বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।  

রোববার (৫ মে) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ আহ্বান জানান।

বিশ্বব্যাপী ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণার জন্য এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।  

এর আগে এক বিজ্ঞপ্তিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সংহতি সমাবেশের ঘোষণা দেয় ছাত্রলীগ। এসব কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানাতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সাদ্দাম হোসেন বলেন, কালকের (সোমবার) সমাবেশ বাংলাদেশের পাঁচ কোটি ছাত্র-জনতার সংহতি সমাবেশ। পৃথিবীর সব স্বাধীনতাকামী রাষ্ট্রের পক্ষে ও মানবতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কালকের সমাবেশ হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলোতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের হেনস্তার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা আন্দোলন করায় তাদের অব্যাহতি দেওয়া হচ্ছে, মারধর ও গ্রেপ্তার করা হচ্ছে। শুধু রাজনৈতিক পরিচয় প্রকাশ করার কারণে তাদের হেনস্তা করা হচ্ছে। ছাত্রলীগ এসব অব্যাহতি ও হেনস্তার বিরুদ্ধে।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

শিক্ষাপ্রতিষ্ঠান   ফিলিস্তিনের পতাকা   ছাত্রলীগ  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

মামলা গোপন করায় ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল

প্রকাশ: ০২:০৭ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

রোববার (৫ মে) দুপুর ১২টায় রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল করেন।

জানা যায়, আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, সদর ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন প্রার্থী হয়েছেন। তারা হলেন-

১। ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন

২। উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক, ব্যবসায়ী মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল

৩। সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল

৪। যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন ছাড়া বাকি তিনজনের মনোনয়ন বৈধ হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল বলেন, যাচাই-বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংশোধন পূর্বক জেলা প্রশাসক মহোদয় বরাবর আপিলের পরামর্শ প্রদান করা হয়েছে।

ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহদাত হোসেন বলেন, ‘আমার নামে যে মামলা ছিল তা আমার জানা ছিল না। এ ছাড়া আয় বিবরণীর হিসাব দেওয়া হয়েছে, রিটার্নিং কর্মকর্তা তা খেয়াল করেননি। আপিল করার সুযোগ আছে। আমি আপিল করবো। আশা করি আমার মনোনয়ন বৈধ হবে’।

তিনি আরও বলেন, ‘আমার ভাই মন্ত্রী। স্বজন বলতে সন্তান-স্ত্রীকে বলা হয়েছে। প্রধানমন্ত্রী সেটা ক্লিয়ার করেছেন। আমার ভাই ওবায়দুল কাদের সাহেবও সেটা ক্লিয়ার করেছেন। আশা করি স্বজনের ভুল ব্যাখ্যা থেকে সবাই সরে আসবে’।

প্রসঙ্গত, আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১২ মে, প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোটগ্রহণ হবে আগামী ২৯ মে। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন। একমাত্র চেয়ারম্যান প্রার্থী শাহদাত হোসেন ছাড়া বাকি সবার মনোনয়ন বৈধ হয়েছে।


উপজেলা নির্বাচন   আওয়ামী লীগ   ওবায়দুল কাদের   শাহদাত হোসেন  


মন্তব্য করুন


ইনসাইড পলিটিক্স

মন্ত্রী-এমপি স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত: কাদের

প্রকাশ: ০১:০০ পিএম, ০৫ মে, ২০২৪


Thumbnail

আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত। এখানে আইনগত কোনো বিষয় নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ মে) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশের কর্তাব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে, নিজের দেশে সেই দৃষ্টিতে দেখবে না কেন?

তিনি বলেন, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাতে নেই। তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বলে। আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথাতো আমরা বলিনি।

ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এ প্রভাব থেকে মুক্ত নয়। যেমন, দ্রব্যমূল্যের যে চাপ তা তো অস্বীকার করার উপায় নেই।

সেতুমন্ত্রী বলেন, প্রতীক ছাড়া নির্বাচন করলে নির্বাচনটি আরও বেশি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে—এ ভাবনা থেকে আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ স্থগিত করেছে। এর মানে এই নয় যে অন্যান্য দলগুলো নির্বাচনে প্রতীক বরাদ্দ করতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এসএম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ান আব্দুস সবুর, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।


মন্ত্রী-এমপি   ওবায়দুল কাদের   বিএনপি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন