বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, প্রশ্ন ফাঁস স্কুলের হোক, কলেজের হোক, নিয়ো পরীক্ষার হোক, এটা তো নিশ্চয়ই কাম্য নয়। কারণ, এতে অনেকের ভোগান্তি হয়। কারণ, পরীক্ষাগুলো বাতিল হয়ে যায়, আবার পরীক্ষা দিতে হয়। যে পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে সেটা হচ্ছে ব্যাংকের নিয়োগ পরীক্ষা। আমি যখন ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন ব্যাংকের পরীক্ষা কয়েকবারই আমার হাত দিয়ে হয়েছে। কখনো কিন্তু তেমন ঘটনা ঘটেনি। কারণ, আমরা খুবই কেয়ারফুল (সতর্ক) ছিলাম। সুতরাং, যারা এ ধরণের পাবলিক পরীক্ষা, যে ধরণেরই পরীক্ষা হোক না কেন, ব্যাংকের পরীক্ষা তো অন্য পাবলিক পরীক্ষার চাইতে একটু ভিন্ন। কারণ, এটা কন্ট্রোল করা একটু সহজ। একটি পাবলিক পরীক্ষা, এসএসসি-এইচএসসি পরীক্ষা অনেক হাত ঘুরে যায়, যেকোনো যায়গা থেকে এটা লিক হতে পারে। কিন্তু একটা ইনটেক পরীক্ষা, একটা চাকরীর পরীক্ষা তেমন না।
সম্প্রতি ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দিক নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় এসব কথা বলেছেন অধ্যাপক আবদুল মান্নান। পাঠকদের জন্য অধ্যাপক আবদুল মান্নান এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান তুহিন।
অধ্যাপক আবদুল মান্নান বলেন, ২০০৪-৫ সালের দিকে ইস্ট-ওয়েস্টে থাকতে আমি কয়েকবার পরীক্ষা নিয়েছি। যারা প্রশ্ন করেন, প্রশ্ন ছাপেন, প্রশ্ন প্যাকেজিং করেন ওদেরকে একটু বাড়তি সতর্ক হতে হবে। আর আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সাইন্স এবং টেকনোলোজি তো একটি ভালো ইউনিভার্সিটি। যারা এই দায়িত্বটা পালন করেছেন তারা সম্ভবত একটু বেখেয়ালি ছিলেন, এটা উচিৎ হয়নি। এটা ওদের বেখেয়ালির কারণে প্রচুর ছেলেমেয়ের বাড়তি ভোগান্তি হয়, যেটি কখনো কাম্য নয়।
তিনি আরও বলেন, ব্যাংকগুলো চাইলে নিজেরা ব্যবস্থা করতে পারে, সেটার মধ্যেও ঝুঁকি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ পরীক্ষা নেয়, বিজনেস ফ্যাকাল্টি পরীক্ষা নেয়। সেই সময় কিন্তু এরকম পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, এটা আমার জানা নেই। পাবলিক সার্ভিস কমিশনের জন্য পাবলিক সার্ভিস কমিশন আছে, বোর্ডের পরীক্ষার জন্য বোর্ডগুলো আছে, চাকরী প্রার্থীদের পরীক্ষা বিভিন্ন দেশে এভাবে নেয়া হয়। আমাদের দেশের ব্যাংকগুলোর ব্রাঞ্চ আছে সারাদেশে, কিন্তু আমেরিকাতে ব্রাঞ্চ ব্যাংকিংটা খুব বেশি নাই। একটা স্টেটে যে ব্যাংক আছে তা ওই স্টেটের মধ্যে সীমাবদ্ধ। সারা আমেরিকাব্যপী কোন ব্যাংক নাই। আমাদের দেশে যেহেতু ব্রাঞ্চ ব্যাংকিং ব্যবস্থা আছে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের ব্রাঞ্চ আছে, সেখানেও লোক নিয়োগ দিতে হবে। সেই পরীক্ষা নেওয়ার মত সক্ষমতা আছে বলে আমার মনে হয়না। যেটা করেছিল তারা ঠিকই করেছিল, কিন্তু গাফলতিটা হয়েছিল ইউনিভার্সিটির।
মন্তব্য করুন
‘শেরাটন হোটেলের লিফটের ১৪ তলায় ওপেন টু দ্য স্কাই একটি জায়গা, ছাদের ওপর। সেখানে দেখলাম একটি মঞ্চ সংস্থাপন করা হয়েছে। সেখানে জাতীয় ইনসাফ কায়েম কমিটি- লেখা আছে। মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছেন কমরেড ফরহাদ মজহার, উন্নয়ন বিকল্প নীতিনির্ধারিনী গবেষণার কর্ণধার এবং আমাদের সতীর্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কৃতি ছাত্র শওকত মাহমুদ। স্বাগত বক্তব্য রেখেছেন কমরেড ফরহাদ মজহার। সেখানে শওকত মাহমুদ একটি ইশতেহার পাঠ করেন- অর্থাৎ একটি প্রস্তাবনা জাতীয় ইনসাফ কায়েম কমিটির প্রস্তাবনা। সেখানে ড. ফারহাদ নামের একজন নারী সেখানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন। তারপর সবাইকে নৈশভোজে আ্যপায়িত করা হয়েছে।’ - বলছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ।
গত ১৬ই মার্চ (বৃহস্পতিবার) রাজধানীর বনানীর একটি পাঁচ তারকা হোটেলে লেখক ও কবি ফরহাদ মজহার ও সাংবাদিক শওকত মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় ইনসাফ কায়েম কমিটির (ন্যাশনাল কমিটি ফর সিভিল রাইটস) নৈশভোজে অংশ নিয়েছেন বিরোধী দলের একাধিক রাজনৈতিক নেতা। সেখানে অতিথি হয়ে নৈশভোজে অংশ নিয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ (জানিপপ) এর চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ। সেখানে কি হলো? - এ নিয়ে কথা হয়েছে প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ- এর সঙ্গে। বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন ওই নৈশভোজে ‘আলোচনার বিষয়বস্তু ’ কি ছিল। পাঠকদের জন্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন।
প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, ‘সেখানে ছিলেন গণঅধিকার পরিষদের ড. রেজা কিবরিয়া, মাহমুদুর রহমান মান্না, লে. জেনারেল (অব.) সোহরাওয়ার্দী প্রমুখ। আমি দ্বিতীয় সাড়িতে বসেছি। প্রায় শ’ খানেক লোক ছিলেন। পেছনে কিছু চেয়ার খালিও ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বাঙালি নারী নাগরিক- তিনিও উপস্থিত ছিলেন, নাম সীমা। আমাদের এনবিআর- এর সাবেক চেয়ারম্যান মজিদ মহোদয় সেখানে ছিলেন। এখানে ইশতেহারে যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে, তারা উপসংহারে বলেছেন যে, যথাসম্ভব একটি বৃহত্তর ঐক্যের ভিত্তিতে যৌথ কিংবা একটি যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে ব্যাপক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে চান তারা।’
তিনি বলেন, তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে চান। অন্তর্বর্তী সরকারের কাজ হবে নতুন গঠনতন্ত্র বা শাষনতন্ত্র প্রণয়নের সভা আহবান করা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশেকে নতুনভাবে একটি শাষনতন্ত্র উপহার দেওয়া। স্বাধীন নিরপেক্ষ নির্বচন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশন পূনর্গঠন এবং নির্বাচনের সময় সকল নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের অধীনে নিয়ে আসা। নতুন গঠনতন্ত্র প্রণয়নের পরপরই অন্তর্ববর্তী নতুন সরকার এবং নতুন গঠনতন্ত্রের ভিত্তিতে নতুন জাতীয় নির্বাচন হবে। নতুনভাবে বাংলাদেশ গঠনের এটাই সঠিক পথ বলে তারা মনে করেন।
প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ বলেন, ওখানে আমি অনেককেই দেখেছি- যারা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, যারা আয়োজক তাদের মতে, ১৯১৩ সালে তারা এই কমিটি গঠন করেছেন। নতুন করে তারা পুনরুজ্জীবিত করলেন এই কমিটি। এছাড়া ল্যাংলে-তে কাজ করেন বলে একজন পরিচয় দেন, অর্থাৎ আমেরিকাতে সিআইএ হেডকোয়ার্টারে তিনি কাজ করেন, নাম মাসুদ করিম। অনেক দিন থেকেই এই অঞ্চলে তাকে দেখা যায়, কখনও ব্যাংককে কখনও কাডমান্ডুতে, কখনও কলোম্বতে এবং দুবাইয়ে এসব জায়গায়- তিনি বাংলাদেশি আমেরিকান, তার এলাকা সিলেটে। আমাদের দেশের প্রথিতযশা অ্যাক্টিভিস্ট যারা তাদের সঙ্গে বিভিন্ন সময় তিনি বৈঠকে মিলিত হন। যাদের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হন, তাদের অনেকেই ওই সভায় উপস্থিত ছিলেন। তাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী একাধিক ব্যক্তি, যারা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় উপস্থাপক- তারা তাকে বিতর্কিতভাবে উপস্থাপন করেছেন।
তিনি বলেন, ফলে তাকে জড়িয়ে একটা রহস্য, একটা ধোঁয়াশা ওয়াকিবহাল মহলের মধ্যে আছে। এই আয়োজনটার টাকা কোত্থেকে এসেছে- এটা নিয়েও অনেকেই সোশ্যাল মিডিয়ায় আলোচনা করেছেন। প্রায় ১২ লক্ষ্য টাকা খরচ হয়েছে। কিন্তু এই টাকা কোত্থেকে এসেছে সেটাতো কেউ বলেন নাই। তবে এইটা বিভিন্ন ব্যবসায়ীরা হয়তো সহায়তা করেছেন।
তিনি বলেন, তারা একটি অন্তর্বর্তী সরকার চাচ্ছে যে- নতুন সরকার আসবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবে। একটা লম্বা সময় ধরে এই সরকার শাষনতন্ত্র প্রনয়ণ অ্যাসেম্বলি করবে, এই প্রক্রিয়াটা তারা করবে। তারা দাবি করেছেন, ২০১৩ সাল থেকে তারা কাজ করছেন- এটা নিয়ে। তবে আমি মনে করি এটা বিএনপির উদ্যোগের কোনো আয়োজন না। কারণ সেখানে বিএনপির কোনো লোককে দেখা যায়নি। অনেকেই আমন্ত্রিত হয়ে সেখানে আসেননি।
প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ সাক্ষাৎকার জানিপপ শেরাটন হোটেল
মন্তব্য করুন
হুমায়ুন ফরীদি নিশো সুড়ঙ্গ তমা মির্জা সিনেমা রাফি হুমায়ুন ফরীদি
মন্তব্য করুন
‘১৯৯২ সাল থেকে এই সংগঠনের মাধ্যমে আমি জাতিসংঘের সাথে প্রতিবন্ধী বিষয়ক কাজ করেছি, অংশগ্রহণ করেছি। ইউএনস্কেপ- এর অ্যাওয়ার্ডটা এক বারই হয়েছে। এইটা হয়েছে ২০১২ সালে। এই অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে এই কারণে যে, ওনাদের বিবেচনায় আমার কাজের প্রতি তারা সন্তুষ্ট হয়েছে, এটা একটা ভিন্ন রকম কাজ ছিল এবং এই সেক্টরে যারা কাজ করেছেন- তাদের মধ্য থেকে আমার কর্মকাণ্ডটা প্রতিবন্ধী মানুষদের অধিকার প্রতিষ্ঠায়- তাদের উন্নয়নে অবদান রেখেছে এবং প্রতিবন্ধী বিষয়ক তাদের যে মানবাধিকার আছে- সেই কারণেই মূলত আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। তাছাড়া ইউনাইটেড ন্যাশন কনভেনশন অন রাইটস অব পার্সোনাল ডিসাবিলিটি (ইউএনসিআরপিডি)- এটিও একটি আন্তর্জাতিক সনদ- এই সনদটি পৃথিবীর সবচেয়ে বেশি দেশ স্বাক্ষর করেছে। এই সনদটি স্বাক্ষর করার ক্ষেত্রেও ১৯৯৬ সালের পরের দিকে আমি সম্পৃক্ত ছিলাম। এটিও একটি মানবাধিকার কনভেনশন- এটির মূল কথা হচ্ছে- আপনি যাই করেন প্রতিবন্ধী মানুষদের বাদ দিয়ে কিছু করা যাবে না।’- বলছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী আবদুস সাত্তার দুলাল।
২০১২ সালে ইউএনস্কেপ ডিসাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী আবদুস সাত্তার দুলাল। সম্প্রতি কথা হয় বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী আবদুস সাত্তার দুলাল- এর সঙ্গে। বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে তার এই অর্জন, প্রতিবন্ধীদের জন্য করণীয় এবং প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ- এর কথা। পাঠকদের জন্য আবদুস সাত্তার দুলাল- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন।
আবদুস সাত্তার দুলাল বলেন, ইউএনসিআরপিডি-তে যেসব রাষ্ট্রসমূহ স্বাক্ষর করেছে, তারা তাদের রাষ্ট্রগুলোতে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এখন আমরা এসডিজির কথা শুনছি- কেউ পিছনে পড়ে থাকবে না। এটাও কিন্তু আমরা প্রমোট করেছি। এমডিজি-তে প্রতিবন্ধী মানুষদের কথা ছিল না। এসডিজি-তে এই বিষয়টি তৈরি হয়েছে আমাদের প্রভাবের কারণে। সেখানে ‘নাথিং ইউথ আউট আস-অ্যাবাউট আস’- এইটা আমাদের একটা শ্লোগান। ‘নো ওয়ান লেফট বিহাইন্ড’- কেউ পেছনে পড়ে থাকবে না- এইটা কিন্তু এসডিজিতে যুক্ত হয়েছে। সতরাং সকলকে নিয়ে আপনাকে এগুতে হবে।
তিনি বলেন, পৃথিবীতে- এই সমাজ এই রাষ্ট্রে প্রতিবন্ধী মানুষদের অবদান আছে। আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি প্রতিদিন খাচ্ছি, বাজার করছি, একটি জামা কিনছি- এতে সরকার পরোক্ষভাবে ট্যাক্স পাচ্ছে। এই ট্যাক্সতো আমি দিচ্ছি। বাংলাদেশে যদি এক কোটি প্রতিবন্ধী মানুষ থাকে- ১৫% ট্যাক্স যদি মানুষের কাছ থেকে সরকার পায়, তাহলে প্রতিবছর সরকার প্রতিবন্ধী মানুষের কাছ থেকে ২০ হাজার কোটি টাকা ট্যাক্স পায়। এর প্রতিদান সরূপ সরকার যেন এতোটুকু বুঝতে পারে- তারা যেন প্রতিবন্ধী মানুষদের দায়িত্ব নেয়, ভূমিকা নেয়। বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষদের জন্য অনেকগুলো কাজ করেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু কাজ করেছেন। আমরা ২০১০ সালে উনার সঙ্গে দেখা করেছি। বিশেষ করে একটি আইন- ‘প্রতিবন্ধী সুরক্ষা আইন- ২০১৩’ তিনি অনুমোদন করেছেন। ভাতাটাকে তিনি অনুমোদন করেছেন।
আবদুস সাত্তার দুলাল বলেন, আরও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করছে সরকার। শিক্ষার ক্ষেত্রে প্রতিবন্ধীদের বৃত্তি দিচ্ছে। এছাড়া প্রতিবন্ধীদের চাকরির ব্যবস্থাও করছে সরকার। আজকে বর্তমান প্রধানমন্ত্রীর মেয়ে, তিনি এই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। মানুষের ভেতরে এই পরিবর্তনগুলো কিভাবে এসেছে, কারণ আমাদের কাজ, আমরা কাজ করেছি। এইটাকে এক সময় দয়ার কাজ মনে করা হতো, করুণা করা হতো। প্রতিবন্ধীদের বাদ রাখা হতো। অনেক ধনী পরিবারে তাদেরকে আলাদা করে রাখা হতো, বেঁধে রাখা হতো। এখন আর সেই জায়গা নেই। এখন পরিবর্তন হয়ে গেছে। অনেক পরিবর্তন হয়ে গেছে। প্রতিবন্ধী মানষরা সাড়া বিশ্বে আজকে তারা একত্রিত হয়েছে। প্রতি ৬ জনে একজন প্রতিবন্ধী বলা হয়, এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত বছরের বিশ্ব প্রতিবেদন অনুযায়ী। এটা সারা পৃথিবীতে এখন সার্বজনীনভাবে বলা হচ্ছে ১৫% মানুষ প্রতিবন্ধী মানুষ।
আবদুস সাত্তার দুলাল প্রতিবন্ধী কল্যাণ সমিতি ইউএনস্কেপ ডিসাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন
মন্তব্য করুন
মন্তব্য করুন
‘আমেরিকায় ব্যাংক বন্ধ হয়ে গেছে- এতে আমেরিকার সাথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। এতে বাংলাদেশের কিছুই হবে না। আমেরিকায় যে তিনটা ব্যাংক বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে- অর্থনৈতিক সঙ্কটের সময়ে মন্দা হয়। এ কারণেই অর্থনৈতিক সঙ্কটে পড়ে ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। আমার মনে হয় না এটার সঙ্গে আমাদের দেশিয় অবস্থায় আপাতত কোনো ধরনের সমস্যা হবে। কারণ আমাদের রপ্তানি বাণিজ্যে বাহিরের যে ব্যাংকগুলো গ্যারান্টি দেয়- তার মধ্যে এই ব্যাংকগুলো পড়ে না। অতএব আমি মনে করি না আপাতত এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অথবা আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে।’- বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত।
সম্প্রতি আমেরিকায় অব্যাবস্থপনা এবং দুর্নীতির কারণে বেশ কয়েকটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। এর মধ্যে রয়েছে সিলিকন ভ্যালি ব্যাংক, সিগন্যাচার ব্যাংক এবং সিলভারগ্যাট ব্যাংক। আমেরিকার এসব ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকার সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের কোনো প্রভাব পড়তে পারি কি না এবং বাংলাদেশের ব্যাংকগুলো এসব ঘটনা থেকে কি ধরনের শিক্ষা নিতে পারে- এসব বিষয় নিয়েই কথা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত- এর সঙ্গে। বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপচারিতায় তিনি জানিয়েছেন আমেরিকার সাথে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণ এবং বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য শিক্ষনীয় কি হতে পারে সেসব বিষয়ে। পাঠকদের জন্য অধ্যাপক ড. আবুল বারাকাত- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডারের বিশেষ প্রতিনিধি আল মাসুদ নয়ন।
অধ্যাপক ড. আবুল বারাকাত বলেন, ব্যাংক কেন বন্ধ হয়, কখন বন্ধ হয়- সেটা আগে ভালো করে জানা দরকার। ব্যাংকে যদি ঋণ খেলাপির মাত্রা অনেক বেশি হয়, ক্যাপিটাল অ্যাডিকুয়িটি অর্থাৎ ব্যাংকের নিজের পুঁজি যেটাকে বলে- পর্যাপ্ত থাকা, সেটা যদি কম হয়, তাহলে যে কোনো ব্যাংকই বন্ধ হয়ে যেতে পারে। বাংলাদেশে ঋণ খেলাপির অবস্থাটা ভালো না। খারাপই বলা যায়। বাংলাদেশে ঋণ খেলাপির যে তথ্যটা দেয়া হয়, কারো কারো বোধহয় ১৬ শতাংশ- এই তথ্যটা বোধ হয় ঠিক না। এইটা ২৬ শতাংশ বলে আমার ধারনা এবং যেসব ব্যাংকে বেশি ঋণ খেলাপি সেইসব ব্যাংকে যদি ক্যাপিটাল অ্যাডিকুয়িটি কম থাকে অর্থাৎ মূলধন পর্যাপ্ততা যদি কম থাকে- তাহলে সেই ব্যাংকগুলোতে সমস্যা দেখা দিবে।
তিনি বলেন, প্রবলেম ব্যাংক কেন হয়, সেটা আমাদের জানা আছে। প্রবলেম থেকে ব্যাক উদ্ধার কিভাবে হয় সেটাও আমাদের জানা আছে। প্রবলেম ব্যাংক কোনটা কোনটা সেটা চিহ্নিত করা আমাদের প্রধান কাজ। সেটা যেমন চিহ্নিত করা দরকার তেমনি প্রবলেম ব্যাংককে নন-প্রবলেম ব্যাংকে রূপান্তর ঘটানো- সেই চেষ্টা করা। এর বাইরে কোনো কিছু করার নাই। এই ক্ষেত্রে মূল দায়িত্ব পালন করতে পারে কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক।
অধ্যাপক ড. আবুল বারাকাত ব্যাংক খাত বাংলাদেশ ব্যাংক
মন্তব্য করুন
শেরাটন হোটেলের লিফটের ১৪ তলায় ওপেন টু দ্য স্কাই একটি জায়গা, ছাদের ওপর। সেখানে দেখলাম একটি মঞ্চ সংস্থাপন করা হয়েছে। সেখানে জাতীয় ইনসাফ কায়েম কমিটি- লেখা আছে। মঞ্চের ওপরে দাঁড়িয়ে আছেন কমরেড ফরহাদ মজহার, উন্নয়ন বিকল্প নীতিনির্ধারিনী গবেষণার কর্ণধার এবং আমাদের সতীর্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কৃতি ছাত্র শওকত মাহমুদ। স্বাগত বক্তব্য রেখেছেন কমরেড ফরহাদ মজহার। সেখানে শওকত মাহমুদ একটি ইশতেহার পাঠ করেন- অর্থাৎ একাটি প্রস্তাবনা জাতীয় ইনসাফ কায়েম কমিটির প্রস্তাবনা। সেখানে ড. ফারহাদ নামের একজন নারী সেখানে স্বাগত বক্তব্য প্রদান করেছেন। তারপর সবাইকে নৈশভোজে আ্যপায়িত করা হয়েছে।
‘১৯৯২ সাল থেকে এই সংগঠনের মাধ্যমে আমি জাতিসংঘের সাথে প্রতিবন্ধী বিষয়ক কাজ করেছি, অংশগ্রহণ করেছি। ইউএনস্কেপ- এর অ্যাওয়ার্ডটা এক বারই হয়েছে। এইটা হয়েছে ২০১২ সালে। এই অ্যাওয়ার্ডটা আমাকে দিয়েছে এই কারণে যে, ওনাদের বিবেচনায় আমার কাজের প্রতি তারা সন্তুষ্ট হয়েছে, এটা একটা ভিন্ন রকম কাজ ছিল এবং এই সেক্টরে যারা কাজ করেছেন- তাদের মধ্য থেকে আমার কর্মকাণ্ডটা প্রতিবন্ধী মানুষদের অধিকার প্রতিষ্ঠায়- তাদের উন্নয়নে অবদান রেখেছে এবং প্রতিবন্ধী বিষয়ক তাদের যে মানবাধিকার আছে- সেই কারণেই মূলত আমাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। তাছাড়া ইউনাইটেড ন্যাশন কনভেনশন অন রাইটস অব পার্সোনাল ডিসাবিলিটি (ইউএনসিআরপিডি)- এটিও একটি আন্তর্জাতিক সনদ- এই সনদটি পৃথিবীর সবচেয়ে বেশি দেশ স্বাক্ষর করেছে। এই সনদটি স্বাক্ষর করার ক্ষেত্রেও ১৯৯৬ সালের পরের দিকে আমি সম্পৃক্ত ছিলাম। এটিও একটি মানবাধিকার কনভেনশন- এটির মূল কথা হচ্ছে- আপনি যাই করেন প্রতিবন্ধী মানুষদের বাদ দিয়ে কিছু করা যাবে না।’- বলছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং মানবাধিকার কর্মী আবদুস সাত্তার দুলাল।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মীজানুর রহমান বলেছেন, বিভিন্ন স্কুলে মডেল টেস্ট নেয়ার প্রচলন রয়েছে। এ ধরনের প্রচলন থাকার কারণে আবার ওই স্কুলগুলো বিভিন্ন ধরনের কোচিংও চালায় এবং এগুলো এখন বাণিজ্যিক রূপ নিয়েছে। স্কুলগুলোতে এ ধরনের বাণিজ্যিক মানসিকতা দূর করবে ২০২৩ সালে শুরু হওয়া নতুন শিক্ষাক্রম।
‘আমেরিকায় ব্যাংক বন্ধ হয়ে গেছে- এতে আমেরিকার সাথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। এতে বাংলাদেশের কিছুই হবে না। আমেরিকায় যে তিনটা ব্যাংক বন্ধ হয়ে গেছে। তার কারণ হচ্ছে- অর্থনৈতিক সঙ্কটের সময়ে মন্দা হয়। এ কারণেই অর্থনৈতিক সঙ্কটে পড়ে ব্যাংকগুলো বন্ধ হয়ে যায়। আমার মনে হয় না এটার সঙ্গে আমাদের দেশিয় অবস্থায় আপাতত কোনো ধরনের সমস্যা হবে। কারণ আমাদের রপ্তানি বাণিজ্যে বাহিরের যে ব্যাংকগুলো গ্যারান্টি দেয়- তার মধ্যে এই ব্যাংকগুলো পড়ে না। অতএব আমি মনে করি না আপাতত এই ব্যাংকগুলো বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে অথবা আমদানি-রপ্তানি বাণিজ্যে কোনো প্রভাব পড়বে।’- বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাকাত।