স্বাধীনতা চিকিৎসা পরিষদ (স্বাচিপ) এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, পৃথিবীতে করোনা আসার পরে সারা বিশ্বে এই করোনা নিয়ন্ত্রণে কাজ করছে, জাতিসংঘ কাজ করছে, ডাব্লিউএইচও এটা নিয়ে কাজ করছে, বিভিন্ন দেশের সাইন্টিস্ট-চিকিৎসকরা এটা নিয়ে কাজ করছে, প্রতিষেধক হিসেবে ভ্যাকসিন আবিষ্কার হবে, করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করছে, চিকিৎসার চেষ্টা করছে। আমাদের দেশেও সরকার সফলতার সাথে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে, হাসপাতালে চিকিৎসকরা যতটা পেরেছে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছে সরকারের সহযোগিতার মাধ্যমে।
আগামী বছর করোনার প্রকোপ থাকবে কিনা, করোনার ট্যাবলেটের কার্যকারিতা সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলা ইনসাইডার এর সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি এসব কথা বলেছেন। পাঠকদের জন্য অধ্যাপক ডা. এম এ আজিজ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক মাহমুদুল হাসান তুহিন।
অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, আমাদের দেশে সফলতার সাথে ভ্যাকসিন প্রয়োগ করতে পারায় এখন কোভিড নিয়ন্ত্রণে। আমাদের দেশের সরকারের টার্গেট যে আক্রান্তের হার জিরোতে নিয়ে আসবে এবং মৃত্যুর হারও জিরোতে নিয়ে আসবে। এই টার্গেটে সরকার কাজ করে যাচ্ছে এবং সারাবিশ্ব এই টার্গেটে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের আগামী জুনের মধ্যে ৮০ শতাংশ জনসাধারণকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার কথা।
তিনি আরও বলেন, তৃতীয় বিশ্বের আধুনিক দেশ প্রায় সবগুলো তাদের টার্গেটে পৌঁছতে পেরেছে। আমরাও আশা করি যে হার্ড-ইমিউনিটি ডেভেলপ করবে বা ৮০ শতাংশে যেতে পারলে ঝুঁকি-মুক্ত হবে। এরফলে করোনা নিয়ন্ত্রণে আসবে। অথবা আমাদের সরকারের যে টার্গেট আক্রান্তের হার জিরোতে চলে আসবে। সেই প্রেক্ষাপটে আগামী বছর করোনা আসলে শূন্যের কোটায় চলে আসবে। একদম থাকবে না এটা এখনো বলার সময় আসেনি।
করোনার ট্যাবলেট প্রসঙ্গে অধ্যাপক ডা. এম এ আজিজ বলেন, করোনার ট্যাবলেট তৈরির সক্ষমতা আমাদের দেশের ঔষধ কোম্পানির আছে। এই প্রেক্ষাপটে কয়েকটা কোম্পানি বের করেছে। এটার কারয়িতা নিয়ে বলা মুশকিল। তবে মনে করা হয় ৫০ থেকে ৬০ শতাংশ কার্যকরী অনেক ক্ষেত্রে। কিন্তু এটা খাওয়ালে ভালো হয়ে যাবে সেটি বলা মুশকিল। এখনো এটা কোন দেশেই এস্টাব্লিশড না। ডাব্লিউএইচও’তেও না, কোন জার্নালে বা গবেষণাও না।
মন্তব্য করুন
‘আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের ভাষ্যমতে ভোটার উপস্থিতি ২৫ শতাংশ। গত ৩০ বছরের নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, গত উপ-নির্বাচনগুলোতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা কম ছিল। এর প্রধান কারণ হচ্ছে মেয়াদের শেষের দিকে উপ-নির্বাচন অুনষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের জয়-পরাজয়, কোন অবস্থাতেই সরকারের ভাগ্য নির্ধারণ করে না। এটা হচ্ছে ভোটার উপস্থিতি কম থাকার প্রধান কারণ।‘
গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) বিএনপির পদত্যাগ করা ৬ আসনে অনুষ্ঠিত হয়ে যাওয়া উপ-নির্বাচন নিয়ে বাংলা ইনসাইডারের সঙ্গে একান্ত আলাপচারিতায় প্রফেসর ড. নাজমুল আহসান কলিম উল্লাহ এসব কথা বলেছেন। পাঠকদের জন্য প্রফেসর ড. কলিম উল্লাহ এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার এর নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান খান।
উপ-নির্বাচনে ভোটার উপস্থিতি কম কেন? এমন প্রশ্নের উত্তরে প্রফেসর ড. কলিম উল্লাহ বলেন, প্রথমত, মেয়াদের শেষের দিকে উপ-নির্বাচন অুনষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের জয়-পরাজয়, কোন অবস্থাতেই সরকারের ভাগ্য নির্ধারণ করে না। দ্বিতীয়ত, বাংলাদেশে এ পর্যন্ত যত উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রায় সবগুলোই ভোটার উপস্থিতি কম ছিল। এই নির্বাচন পরবর্তীকালে প্রার্থীরা কতটুকু অবদান রাখতে পারবে সেটা নিয়ে একটি সংশয় থেকেই যায়। এটি আরেকটি কারণ। তৃতীয়ত মনে রাখতে হবে, এ ছয়টি আসন বিএনপির ছেড়ে দেওয়া আসন। তাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে, তারা এই সংসদে থাকবে না। ব্রাহ্মণবাড়িয়াতে বিএনপির টিকিট ছাড়াই সাবেক বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার দল থেকে পদত্যাগ করেছেন, কিন্তু ব্যক্তি মানুষটাতো ওই ব্যক্তিই রয়ে গেছেন। সেটাও একটি কারণ।
বগুড়া-৪ আসনে প্রথম
দিকে হিরো আলম এগিয়ে
থাকলেও পরে হিরো আলম
হেরে মন্তব্য করেছেন যে, নির্বাচনের ফলাফল
চুরি হয়েছে। এই অভিযোগটা কতটা
সত্যি? - এ বিষয়ে তিনি
বলেন, এই জায়গাটা ঐতিহাসিকভাবেই
ডান ধারার লোক অধ্যুষিত
এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ব্র্যাক যখন
সেখানে তুত গাছ লাগিয়েছিল;
তারা এতোটাই ইমোশোনাল যে, তারা সেই
তুত গাছ ছিড়ে ফেলেছিল,
জায়েজ নয়- এই বিবেচনায়।
আমি পরবর্তীতে জায়গাটা ঘুরে দেখেছি। মাগুরার
যে উপ-নির্বাচনটি হয়েছিল বিএনপির আমলে, তার মাস দুই/তিন পরে, বগুড়া
উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপ-নির্বাচন
আমি পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম এবং
পরিবেশ পরিস্থিতি দেখে মনে হয়েছে
যে, দীর্ঘদিনের ধারাবাহিকতাই এখনো বজায় আছে।
সেখানে যেহেতু বিএনপি নির্বাচন করছে না, তাই
হিরো আলম একটি পপুলার
ফিগার হওয়ায় সহজেই নিম্নবর্গের মানুষদের সমর্থন পেয়েছিল। তিনি যেহেতু একজন
পাবলিক ফিগার, এই ইমেজটি তিনি
ব্যবহার করেছিলেন। ফলে সেই বিবেচনায়
আমার মনে হয, তিনি
ভালোই ভোট পেয়েছেন। তবে
আসলে ব্যক্তি আর দল দুটোর
মধ্যেতো গুণগত পার্থক্য আছে। এখানে যে
প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে, সেখানে বুকে হাত দিয়ে
বলা যাবে না যে,
ইচ্ছাকৃতভাবে তাকে হারিয়ে দেওয়া
হয়েছে।
ড. কলিম উল্লাহ বলেন, আমি তাকে (হিরো
আলম) সম্মান করি। তিনি এটা
বলতে পারেন, সমাজের নিম্নবর্গের একজন মানুষ তিনি
এবং তিনি নির্বাচনে জয়
লাভ করতে চাইছেন, এটি
একটি শ্রেণির মানুষ হয়তো নাও চাইতে
পারে, যদি সমাজের শ্রেণিভুক্ত মানুষজনের বিচার বিশ্লেষন আমরা করতে চাই।
তবে তিনি যে যুক্তি
দাড় করিয়েছেন যে শিল্পী মমতাজ
যদি তৃণমূল থেকে ওঠে এসে
সংসদে থাকতে পারেন, তবে উনি পারবেন
না কেন? এটা হচ্ছে
তার যুক্তি। কিন্তু সমস্যা হচ্ছে, একই সঙ্গে তিনি
দুইটি আসনে দাড়িয়েছেন, ফলে
তার মনোযোগ দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং
তার যে চেষ্টা সেটাও
কিন্তু সীমাবদ্ধ হয়ে গেছে। তিনি
যদি শুধুমাত্র বগুড়া-৪ আসনেই চেষ্টা
করতেন- আমার ধারনা আরও
হয়তো ভালো করতে পারতেন।
উপ-নির্বাচন নির্বাচন বাংলাদেশ হিরো আলম
মন্তব্য করুন
সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমা, যেমন- আয়নাবাজি, মুনপুরা, তামিল সিনেমা ৯৬, জোকার এবং অতি সম্প্রতি বলিউড চলচ্চিত্র থি ইডিয়টসের রিমেক বানিয়ে সোশ্যাল মিডিয়া তে বেশ আলোচনায় এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। পাঠকদের জন্য ড. আ ন ম এহসানুল হক মিলন- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার- এর নিজস্ব প্রতিবেদক কাজী অহনা।
প্রশ্নঃ আপনার
সিনেমা রিমেকের যাত্রা কবে থেকে শুরু এবং এই যাত্রায় কি কি বাধার সম্মুখীন হয়েছেন?
উত্তরঃ আমি তো বর্তমানে শুধু সিনেমা রিমেকের কাজ করছি। আমার অভিনয়ের শুরু ২০১৬ সাল থেকে। শুরুর দিকে আমার পরিবার কিংবা আশেপাশের মানুষজন থেকে খুব একটা সাপোর্ট পাইনি। পরবর্তীতে যখন ধারাবাহিক ভাবে কাজ গুলো করতে থাকি নিজের অদম্য ইচ্ছে নিয়ে, এরপর দেখলাম মানুষজন আস্তে আস্তে আমাকে সাপোর্ট করতে শুরু করে। তবে রিমেকের ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের কথা বলে, যে এইগুলো কোনো মৌলিক কাজ না। তাদেরকে আমি বলবো, একটি সিনেমার বাজেট থাকে শতকোটি টাকা, সেই সিনেমা আমরা জিরো বাজেটে করি। এইজন্য অনেক পরিশ্রম করতে হয়। একটি নেগেটিভ কথা বলার আগে ভাবা উচিত কেননা কাজটি করতে অনেক ধৈর্য, পরিশ্রম ও সময় লাগে।
প্রশ্নঃ পরবর্তীতে
নিজের মৌলিক কোনো কাজের পরিকল্পনা আছে?
উত্তরঃ জ্বী অবশ্যই। খুব সম্ভবত সামনের মাসেই আমরা মৌলিক কাজ শুরু করবো। এরজন্য আমরা নোয়াখালীতে একটি শ্যুটিং এর পরিকল্পনা করেছি। পুরো টিমের সাথে আলোচনা করে বাকি সিদ্ধান্ত আমরা খুব দ্রুত নিয়ে নিবো।
প্রশ্নঃ ব্যক্তিগত
ভাবে আপনার প্রথম যেই কাজটি আমার চোখে পড়েছে, সেটি হলো হূমায়ন ফরিদী স্যারের একটি ছবি
আপনি রিক্রিয়েট করেছিলেন, ৫০ বছর আগে ও পরে। পরবর্তীতে হূমায়ন ফরিদী স্যারের কোনো সিনেমা
রিমেক করার পরিকল্পনা আছে আপনার?
উত্তরঃ হূমায়ন ফরিদী স্যারের সর্বশেষ কাজ দেখেছি ‘জয়যাত্রা’। সেখানে তাঁর ‘পঞ্চানন সাহা’ চরিত্রটি করার পরিকল্পনা আছে। তিনি নিঃসন্দেহে একজন দূর্দান্ত অভিনেতা, তাঁর সব কাজ ই আমার পছন্দ, তবে এই চরিত্রটি আমাকে ভাবাচ্ছে।
প্রশ্নঃ সাম্প্রতিক
সময়ে আপনার করা থ্রি ইডিয়টসের রিমেক নিয়ে একটু কথা বলি। রিমেকটিতে এত মিলিয়ে কাস্ট
কীভাবে পেয়েছেন? কাস্টিং এর ক্ষেত্রে কি আপনাদের আলাদা কোনো টিম আছে?
উত্তরঃ কাস্টিং সিলেকশন গুলো মূলত আমি ই করে থাকি। থ্রি ইডিয়টসের পরিকল্পনা করার পর আমি সিনেমাটি পূনরায় দেখি। এবং তখন থেকেই ভাবতে শুরু করি, কোন চরিত্র কাকে ভালো মানাবে। আমার রিমেকটিতে ‘রাজু’ চরিত্রটিতে যে অভিনয় করেছে, সে আমার বিভাগের ই বন্ধু, শরীফ। আরেকটি চরিত্রের কথা না বললেই না, সেটি হলো রাজুর মায়ের চরিত্র। এটি করেছেন আমার বিভাগের ছোট বোন। আমি যখন ভাবছিলাম এই চরিত্রগুলো কার সাথে ভালো মানায়। তখন ব্যক্তি পর্যবেক্ষনের জায়গা থেকেই আমার মনে হয়েছে তাঁদের সাথে এই চরিত্রগুলো ভালো যায়। এভাবেই আসলে আমার আশেপাশে যার সাথে যেই চরিত্রগুলো ভালোভাবে যায়, তাঁদের সবার সাথে কথা বলে, তাঁদের সুবিধামত অবসর সময়ে কাজ গুলো করেছি।
প্রশ্নঃ এখন
পর্যন্ত আপনার করা কাজের মধ্য থেকে, আপনার সবচেয়ে পছন্দের কাজ কোনটি? এবং সেই কাজের
ক্ষেত্রে আপনার বিশেষ কোনো স্মৃতি আছে?
উত্তরঃ সবগুলো কাজ ই নিজের সন্তানের মত, খুব ই প্রিয়। যদি বিশেষ করে বলতে হয় তবে বলব ‘জোকারের’ কথা। হলিউডের বিখ্যাত সিনেমা ‘জোকার’, এই সিনেমার চরিত্রটি অস্কার ও পেয়েছে। এই সিনেমা রিমেক করতে গিয়ে একটি ঘটনা স্মরণীয় ছিলো। সেটি হলো ‘জোকারের’ ড্রেস টা আমি বাংলাদেশের কোথাও খুঁজে পাচ্ছিলাম না। প্রায় একমাস আমি এই ড্রেস খুঁজেও পাইনি। পরবর্তীতে আমার চারুকলার বন্ধুদের দিয়ে এই ড্রেসটি তৈরী করিয়েছিলাম। এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ও স্মরনীয় ছিলো।
প্রশ্নঃ এখন
পর্যন্ত আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কী?
উত্তরঃ সবচেয়ে বড় প্রাপ্তি মানুষের ভালোবাসা। এটাই আসলে উদ্দ্যেশ, কাজের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জন করা।
প্রশ্নঃ খুব
শীঘ্রই আমরা আপনার নতুন কোনো কাজ দেখতে পাচ্ছি কি?
উত্তরঃ খুব
শীঘ্রই ভালোবাসা দিবস উপলক্ষে চঞ্চল চৌধুরী স্যারের ‘লাল খাম বনাম নীল খাম’
নাটকটির রিমেক করার পরিকল্পনা করছি। এবং এর পরেই আমরা আমাদের মৌলিক কাজ শুরু করবো।
মন্তব্য করুন
মন্তব্য করুন
“আমাদের জনগনের সাপোর্টের যে ডেপোজিট, হালখাতা- এই জায়গায় আমরা সফল। এখন আমরা নববর্ষে, ২০২৩ সালের শেষে কতটা সফল হবো- এটা নিয়েই আমাদের আলোচনার বিষয়। আমরা প্রথম মাসটা কাটিয়েছি। এই মাসটিতেও আমরা বিভিন্নভাবে তৎপর ছিলাম। যদিও এই মাসটিতে আমাদের সকল নেতারা, যারা নীতি নির্ধারক, তাদের সকলেই কারাগারে নিক্ষেপ ছিল, আমাদের মহাসচিব কারাগার থেকে বেড়িয়ে এসে তিনি নতুন উদ্দীপনায়, নতুন গতিতে আবার নতুনভাবে কাজ শুরু করেছেন। এটা বলাবাহুল্য ইতিমধ্যেই আমাদের গ্লোবাল পলিটিক্সও আজকে জনগনের স্বপক্ষের সাথে একাত্বতা ঘোষণা করেছে।”- বলছিলেন বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির বর্তমান নিবার্হী সদস্য ড. আ ন ম এহসানুল হক মিলন।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমি বলবো, আমেরিকার নিষেধাজ্ঞায় থাকা রূপপুরের বিদ্যুৎকেন্দ্রের পণ্যবাহী যে জাহাজটি, তারা ভারতে খালাস করতে চেয়েছিল, সেই জায়গায়ও তারা ব্যর্থ হয়েছে। তার মানে সুস্পষ্ট দেখতে পাচ্ছি, আমাদের এই দেশে আর সুজাতা সিং-এর কোনো প্রভাব থাকবে না। ২০১৪- এর ইলেকশনে সুজাতা শিং এসে এরশাদ সাহেবকে সিএমইচ-এ পাঠিয়ে, পার্শ্ববর্তী রাষ্ট্র অনধিকার চর্চা করে আমাদের দেশের গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করার যে পদক্ষেপ তৎকালীন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং নিয়েছিল, সেইটা আর হবে না- এটা সুনিশ্চিত।
একের পর বিএনপি সভা-সমাবেশসহ, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা, ‘পদযাত্রা’ কর্মসূচি, এর আগে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি, ঢাকায় এসে থমকে দাঁড়িয়েছে বিএনপির আন্দোলন- এছাড়াও বিএনপির ১০ দফা এবং রাষ্ট্র গঠনের রূপরেখা ২৭ দফা ঘোষণা এবং বিএনপির আন্দোলনের পরবর্তী বিভিন্ন কর্মপরিকল্পনা, পদক্ষেপ- এসব নিয়েই বাংলা ইনসাইডারের সাথে কথা হয়েছে বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির বর্তমান নিবার্হী সদস্য ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে। তিনি বাংলা ইনসাইডারের সাথে একান্ত আলাপকালে জানিয়েছেন বিএনপির আন্দোলনের কর্মসূচি, পরিকল্পনা এবং প্রাপ্তির কথা। পাঠকদের জন্য ড. আ ন ম এহসানুল হক মিলন- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার- এর নিজস্ব প্রতিবেদক আল মাসুদ নয়ন। আজ প্রকাশ হচ্ছে এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব।
ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, আমরা ডোনাল্ড লু’র সফরের সময়ও দেখেছি এবং একইসাথে রাশিয়ার সেংশন দেওয়া জাহাজটি ভারতে খালাস করতে চেয়েও সেটা করতে পারেনি দেখেছি এবং এম জে আকবর, ভারতের বিজেপির প্রভাবশালী নেতা, তিনি ঘোষণাই দিয়েছিলেন তারা এই জাহাজটির পণ্য ভারতে খালাস করতে দিবে না। তাহলে ভূ-রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রহীনতার যে চর্চা, সেটা হতে পারবে না। এ জায়গাটিতে, আমাদের বিদেশি যে পরাশক্তিগুলো আমাদের ওপরে দৃষ্টি দিয়ে আছে, তারা এই জায়গাটি কনফার্ম করেছে। আমরা বুঝতে পেরেছি, এবারের নির্বাচন অর্থাৎ ২০২৪-এর যে নির্বাচন আর কোনো যেন-তেন নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। এই জিনিসটি জনগনের মধ্যে বিশাল একটি প্রভাব সৃষ্টি করেছে। আওয়ামী লীগ পর পর তিনটি নির্বাচনে কারচুপি করে, তারা নির্বাচনকে কুক্ষিগত করে যে ক্ষমতায় এসেছে, এইবার সেই সুযোগটি তাদের আদৌ হবে না। এই যে আদৌ হবে না, এই জায়গাটিতেই আমাদের সবচেয়ে বড় বিজয় এসেছে। এখন আমাদের মূল বিষয়টি হলো, করতে পারবে না, কিন্তু কিভাবে করতে পারবে না, সেই সিস্টেমকে ডেভেলপ করা। এই সিস্টেমকে ডেভেলপ করতে হলে, আমাদের নির্বাচনকালে একটি সরকারের জন্য জোড় দাবি করতে হবে।
তিনি বলেন, যেহেতু ইতিমধ্যেই আমরা ছোট্ট নেতা হতে বড় নেতা, প্রত্যেকেই জেল-জুলুম হুলিয়ায় এতোটাই অভ্যস্থ হয়েছি, আমাদের সীমাহীন আত্মবিশ্বাসের একটি শক্তি আমরা অর্জন করেছি। আমরা জেলে যেতে পারি কিন্তু আমরা হার মানবো না। এই যে বিশ্বাস, এই যে আত্মবিশ্বাস- এটাই হচ্ছে আমাদের ২০২২ সালের সবচেয়ে বড় বিজয়। এ বিজয়টাকে নিয়েই আমরা ২০২৩ সালে আবার নতুন ধারাবাহিকতায়, আবার এই আন্দোলনটাকে ক্রমান্বয়ে যে ১০ মাস আছে, এই ১০ মাসে আন্দোলনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। যেহেতু এইবার বাংলাদেশের নাগরিক, জনগন হতে শুরু করে বহির্বিশ্বে সকলেই বুঝতে পেরেছে, এই সরকার একটি জুলুমের সরকারের জায়গায় তারা নিজেদেরকে শাষক হিসেবে আত্মপ্রকাশ করেছে- এটি আর জনগনের কাছে বুঝবার বাকি নয়।
আরও পড়ুন: (প্রথম পর্ব )‘প্রশাসনের ফাঁদে আমরা কিন্তু খানিকটা ধরা খেয়ে গেছি’
সুজাতা সিং আ ন ম এহসানুল হক মিলন বিএনপি
মন্তব্য করুন
বিএনপি আ ন ম এহসানুল হক মিলন সাক্ষাৎকার
মন্তব্য করুন
‘আমাদের মাননীয় নির্বাচন কমিশনারের ভাষ্যমতে ভোটার উপস্থিতি ২৫ শতাংশ। গত ৩০ বছরের নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে, গত উপনির্বাচনে সবগুলোতে ভোটরেদের উৎসাহ উদ্দীপনা কম ছিল। এর প্রধান কারণ হচ্ছে মধ্যবর্তী সময়ে বা শেষের দিকে উপনির্বাচন অুনষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের জয়-পরাজয়, কোন অবস্থাতেই সরকারের ভাগ্য নির্ধারণ করে না- এটা হচ্ছে প্রধান কারণ-ভোটার উপস্থিতি কম থাকার কারণ।‘
সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমা, যেমন- আয়নাবাজি, মুনপুরা, তামিল সিনেমা ৯৬, জোকার এবং অতি সম্প্রতি বলিউড চলচ্চিত্র থি ইডিয়টসের রিমেক বানিয়ে সোশ্যাল মিডিয়া তে বেশ আলোচনায় এসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শেখ জিসান আহমেদ। পাঠকদের জন্য ড. আ ন ম এহসানুল হক মিলন- এর সাক্ষাৎকার নিয়েছেন বাংলা ইনসাইডার- এর নিজস্ব প্রতিবেদক কাজী অহনা।
‘আমাদেরকে আসলে যেতে হবে অনেক দূর। তার মাঝখানে আমি বলতে পারি যে, এইটা অনেক ছোট একটা পদক্ষেপ। যেভাবে এ রায়টিকে যুগান্তকারী বলা হচ্ছে- আসলে এই রায়টি এমন যুগান্তকারী তেমন কিছু না। এটা এজন্য নয়, কারণ অভিভাবকত্ব বিষয়ে বিভিন্ন মিডিয়াতে আমি দেখছি এক ধরনের প্রচার-প্রচারণা চলছে- যেটা কিনা পুরোপুরি একটা ভুল ধারণা থেকে ‘এখন থেকে সন্তানের অভিভাবক মা’। এই বিষয়টি একদমই ঠিক নয়। আমাদের দেশে যে আইনগুলো রয়েছে মুসলিম পারিবারিক আইন বা যার যার ধর্ম অনুযায়ী পারিবারিক আইনগুলো পরিচালিত হয়ে থাকে।
“আমাদের জনগনের সাপোর্টের যে ডেপোজিট, হালখাতা- এই জায়গায় আমরা সফল। এখন আমরা নববর্ষে, ২০২৩ সালের শেষে কতটা সফল হবো- এটা নিয়েই আমাদের আলোচনার বিষয়। আমরা প্রথম মাসটা কাটিয়েছি। এই মাসটিতেও আমরা বিভিন্নভাবে তৎপর ছিলাম। যদিও এই মাসটিতে আমাদের সকল নেতারা, যারা নীতি নির্ধারক, তাদের সকলেই কারাগারে নিক্ষেপ ছিল, আমাদের মহাসচিব কারাগার থেকে বেড়িয়ে এসে তিনি নতুন উদ্দীপনায়, নতুন গতিতে আবার নতুনভাবে কাজ শুরু করেছেন। এটা বলাবাহুল্য ইতিমধ্যেই আমাদের গ্লোবাল পলিটিক্সও আজকে জনগনের স্বপক্ষের সাথে একাত্বতা ঘোষণা করেছে।”- বলছিলেন বিএনপি দলীয় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিএনপির বর্তমান নিবার্হী সদস্য আ ন ম এহসানুল হক মিলন।
“মূলত বিএনপির আন্দোলনটাকে ধারাবাহিকভাবে এস্কেলেট (ধাপে ধাপে বৃদ্ধি) করতে হবে। টাইম বার্সেস ফারেনহাইট (সময় বনাম উত্তাপ বা চাঙ্গা), আমরা যদি গ্রাফে এটি দেখাই। তাহলে আমাদের সময় আছে মাত্র ১১ মাস। আবার নির্বাচনের আগে আছে ১০ মাস। তাহলে আমাদের গড়ে এদিকে ১০ মাস, ওদিকে ১০ মাস। বিএনপি যেভাবে এগুচ্ছিলো, অর্থাৎ ১০ই ডিসেম্বরের যে মহা সমাবেশ, সেখানে এসে বিএনপিকে আনেকটা নাজেহাল করলো প্রশাসন। তখন বিএনপি বনাম প্রশাসন হয়ে গেলো।