এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার অবস্থা গত ২৪ ঘণ্টায় কিছুটা উন্নতি হয়েছে। তার পাকস্থলী দিয়ে রক্তক্ষরণ বন্ধ করতে পেরেছেন চিকিৎসকরা। এছাড়া তাকে দু’ব্যাগ রক্ত দেওয়ার ফলে তার হিমোগ্লোবিনের মাত্রাও বেড়েছে। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে এখনো সিসিইউতে বেগম খালেদা জিয়া যেখানে আছেন, সেই এলাকায় শুধুমাত্র প্রয়োজনীয় চিকিৎসক এবং পূর্ণকালীন নার্স ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে কঠোর নিরাপত্তা আরোপ করেছেন।
গত বুধবার বেগম খালেদা জিয়ার অবস্থা অবনতি হয়েছিল। তিনি রক্তবমি করেছিলেন এবং তার পায়খানা দিয়েও রক্তক্ষরণ হচ্ছিল, যেটা লিভার সিরোসিসের একটি লক্ষণ। কিন্তু চিকিৎসকরা গত ২৪ ঘণ্টায় তার পায়খানায় রক্ত প্রবাহ বন্ধ করেছে। খালেদা জিয়া গত ২৪ ঘণ্টায় কোনো বমিও করেননি। এখন তিনি চোখ মেলে তাকাচ্ছেন।
চিকিৎসকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আল্লাহর হাতে। এভারকেয়ার হাসপাতালের সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়াকে এখন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তার প্রয়োজনীয় চিকিৎসার জন্য যে বিষয়গুলো দরকার, সে বিষয়গুলো এখনো দেওয়া যাচ্ছে না। কারণ তার নানা রকম শারীরিক জটিলতা আছে। এই রকম জটিলতার রোগীকে সার্জারি বা অন্যকিছু করা সম্ভব নয়।
বেগম জিয়াকে বিদেশে নিলে উন্নত চিকিৎসা সম্ভব হবে কিনা প্রশ্নের জবাবে এভারকেয়ার হাসপাতালের সূত্রগুলো বলছে, বেগম খালেদা জিয়াকে এখন এই অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার কোনো সম্ভাবনাই নাই। এতে তার অবস্থা আরো খারাপ হতে পারে।
মন্তব্য করুন
খালেদা জিয়া প্রবাসী সরকার পরিকল্পনা বিএনপি
মন্তব্য করুন
তারেক জিয়া বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নিষেধাজ্ঞা ভিসা নীতি
মন্তব্য করুন
ঢাকা মেট্রোপলিটন
পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ অক্টোবর। নানা
কারণে বর্তমান ডিএমপি কমিশনারের চুক্তির মেয়াদ আর বাড়াতে চাচ্ছে না সরকার। আগামী জাতীয়
সংসদ নির্বাচন, নির্বাচনের আগে ও পরে রাজধানীর আইনশৃঙ্খলাসহ নানা কারণে এই পদটি অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
ডিএমপি কমিশনার
হওয়ার দৌড়ের তালিকায় সবচেয়ে বেশি আলোচিত নামটি হচ্ছে ট্যুরিস্ট পুলিশের প্রধান (অতিরিক্ত
আইজিপি) হাবিবুর রহমান। তার পুলিশ কমিশনার হিসেবে পদায়নের সিদ্ধান্তটি প্রধানমন্ত্রী
অনুমোদন করেছেন বলে সরকারের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
আগামী দুই-একদিনের
মধ্যেই হাবিবকে ডিএমপি কমিশনার করে গেজেট জারি করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে
জানা গেছে।
উল্লেখ্য, হাবিবুর
রহমান পুলিশ বিভাগে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পর্যন্ত তিনবার বাংলাদেশ পুলিশ
পদক (বিপিএম) ও দুইবার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।
একজন কর্মঠ
ও নিবেদিত উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বাইরে তিনি সফল ক্রীড়া সংগঠক, লেখক, গবেষক,
সমাজ সংস্কারক, সমাজ সেবক এবং বাংলাদেশ পুলিশ প্রকাশিত মাসিক পত্রিকা ‘ডিটেকটিভ’ এর
সম্পাদকও।
১৯৬৭ সালে গোপালগঞ্জের
চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্ম নেওয়া হাবিবুর রহমান ১৭তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগ দেন
সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। বরাবরই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই পুলিশ কর্মকর্তা
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
মন্তব্য করুন
আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগ শুরু করেছে বহু আগে থেকেই। ৩০০ আসনেই চালানো হয়েছে একাধিক জরিপ। সবগুলো জরিপেই ৩০০ আসনে আওয়ামী লীগের বর্তমান এমপিদের মধ্যে ৯৭ জন সংসদ সদস্যের নিরঙ্কুশ জনপ্রিয়তা পাওয়া গেছে। যেকোন পরিস্থিতিতে নির্বাচন হলেও এই ৯৭ জনের মনোনয়ন নিশ্চিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সব সংসদ সদস্যরা আবার দলীয় মনোনয়ন পাবেন। এই সব প্রার্থীদের ইতিমধ্যে সবুজ সংকেত দেয়া হয়েছে। কোন বড় রকমের নাটকীয়তা না হলে, ২০২৪ এর সংসদ নির্বাচনে তারা আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। বিভিন্ন জরিপের তথ্য উপাত্ত বিশ্লেষন করে বাংলা ইনসাইডার এই ৯৭ জনের তালিকা তৈরী করেছে।
এই তালিকায় যাদের নাম আছে তাদের নাম এবং আসন এখানে উল্লেখ করা হলো: