ইনসাইড বাংলাদেশ

জিয়া পরিবারের দুর্নীতি ফাঁস করেন সাবেক একান্ত সচিব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:০৭ পিএম, ১২ ডিসেম্বর, ২০১৭


Thumbnail

এ এইচ এম নূরুল ইসলাম। ২০০১-২০০৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে জাতীয় দৈনিক ‘প্রথম আলো’তে একটি সাক্ষাৎকার দেন নূরুল ইসলাম, যেখানে তাঁর কথায় উঠে আসে বেগম জিয়ার ছেলে ও স্বজনদের অসখ্য দুর্নীতির কথা। একই সঙ্গে জানা যায় এসব দুর্নীতির কথা জেনেও বেগম জিয়া নিশ্চুপ ছিলেন। নূরুল ইসলামের ওই সাক্ষাৎকার পরে ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করে ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’। এ এইচ এম নূরুল ইসলামের সুদীর্ঘ সাক্ষাৎকারের চুম্বক কিছু অংশ বাংলা ইনসাইডারের পাঠকদের জন্য দেওয়া হলো:

প্রশ্ন: টানা পাঁচ বছর আন্তর্জাতিক দুর্নীতির তালিকার শীর্ষে অবস্থান করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেক কর্মকর্তা এবং এর ঘনিষ্ঠ অনেক ব্যক্তি দুর্নীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। ওই বছরগুলোর মধ্যে তিন বছর আপনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করেছেন। আপনার মন্তব্য কী?

এ এইচ এম নূরুল ইসলাম: প্রত্যেক মন্ত্রণালয়ের জন্য এর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। এরপরও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ছাড়া কোনো মন্ত্রীরা দুর্নীতি করতে পারে না। জোট সরকারের গত পাঁচ বছরে দুর্নীতির অধিকাংশ ক্ষেত্রেই দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাধ্যমে মন্ত্রণালয়গুলো রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের মধ্যে কেউ যদি বিপদে পড়লে তাঁকে উদ্ধারে এগিয়ে আসতো অপর দুর্নীতিবাজ কর্মকর্তারা।

উদাহরণ হিসেবে বলা যায়, খাদ্য মন্ত্রণালয়ের গম কেনা, বেসামরিক বিমান চলাচাল ও পর্যটন মন্ত্রণালয়ের যন্ত্রাংশ কেনা, জ্বালানি মন্ত্রণালয়ের পিলার ও ট্রান্সফরমার কেনা এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের গ্যাসক্ষেত্র বরাদ্দ। এই বিষয়গুলো দেশের গণমাধ্যমে স্থান পেয়েছে। কিন্তু এখানে সরকারের কোনো পদক্ষেপ দেখা যায়নি। ক্ষেত্রবিশেষে সরকারের সর্বস্তর থেকে বিষয়গুলো ঢাকবার চেষ্টার বিষয়টিও প্রমাণিত হয়েছে।

গত পাঁচ বছরে সরকার সংশ্লিষ্ট চার ধরনের মানুষ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিল। প্রথমত, সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তারা। দ্বিতীয়ত, মন্ত্রীদের সন্তান ও স্বজনরা যারা অবৈধভাবে সিদ্ধান্ত গ্রহণকারী মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন (সামাজিক চাপ)। তৃতীয়ত, সংসদ সদস্যরা (রাজনৈতিক চাপ)। চতুর্থত ও শেষ, পেশাদার লবিস্ট, সুবিধাভোগী এবং দালালরা (আর্থিক প্রভাব)।

চারটি শ্রেণির মধ্যে কারা সবচেয়ে বেশি প্রভাবশালী ছিল?

সাবেক প্রধানমন্ত্রীর ছেলে ও স্বজনরা। বেগম জিয়ার (বড়) ছেলে তারেক রহমান প্রায়ই প্রধানমন্ত্রীর কার্যালয় আসতেন। তবে প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সচিব তাঁর (তারেকের) এজেন্ডাগুলো বাস্তবায়ন করতেন। ক্যাবিনেট মিটিংয়ে বড় কোনো ক্রয়ের বিষয়ে সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রীর নিকট আত্মীয়দের আনাগোনা বাড়তো। বড় অংকের কেনাকাটায় তারা প্রধানমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের প্রভাবিত করতেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংরক্ষিত অংশেও তাঁদের যাতায়াত ছিল। বেগম জিয়ার সাবেক ব্যক্তিগত সচিব সাইফুল ইসলাম ডিউক তাঁদের সহায়তা করতেন। সেও প্রধানমন্ত্রীর নিকটাত্মীয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর কোন স্বজনের সবচেয়ে বেশি যাতায়াত ছিল?

একটি পরিত্যাক্ত গ্যাসক্ষেত্র কানাডার কোম্পানি নাইকোর কাছে বরাদ্দের আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত বাড়ে তারেক রহমানের। এছাড়া পায়শই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতো বেগম জিয়ার ছোট ছেলে অরাফাত রহমান, বোনের ছেলে শাহরিন ইসলাম তুহিন, ভাই সৈয়দ ইস্কানদার ও দেবর এবং আরেক ভাই শামীম ইস্কানদার।

গত পাঁচ বছরের দুর্নীতি হাওয়া ভবনের নাম কখনো এসেছে?

পাঁচ বছরে অনেক দুর্নীতি ও অনিয়ম ঘটেছে বেশ কয়েকজন মন্ত্রী ও সচিবের মাধ্যমে, যাঁরা হাওয়া ভবনের সঙ্গে নিরবচ্ছিন্ন সম্পর্কে রেখেছেন এবং সেখান থেকে সমর্থন ও সহায়তা পেয়েছেন।

ক্ষমতায় গিয়ে খালেদা জিয়া তাঁর রাজনৈতিক সচিব হিসেবে নিয়োগ দেন হারিস চৌধুরী ও মোসাদ্দেক আলী ফালুকে। গত পাঁচ বছরের দুর্নীতিতে তাঁদের ভূমিকা কী?

প্রথম জন হাওয়া ভবনের স্বার্থ উদ্ধার করতো। বিভিন্ন খাতে লবিংয়ে যুক্ত ছিলেন তিনি। অধিকাংশ ক্ষেত্রেই বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই লবিং হতো। আর বড় ছেলের ইচ্ছাপূরণ করতেন তিনি। দ্বিতীয় জন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে তিন বছর কাজ করেছেন। তাঁর সম্পদ যেভাবে বেড়েছে তা বৈধভাবে তিনি আয় করতে সক্ষম নন। ধারণা করা হয়, তাঁর প্রদর্শিত সম্পদের চেয়ে অপ্রদর্শিত সম্পদের পরিমাণই বেশি। আর বিশেষ গোষ্ঠির মানুষের অবৈধ অর্থ রাখার ব্যবস্থা করেন তিনি। বিষয়গুলোর তদন্ত হলে অনেক কিছুই জানা যাবে।

জোট সরকারের বড় কোনো দুর্নীতির কথা মনে আছে?

২০০২-২০০৩ সালের গম কেলেঙ্কারি উল্লেখযোগ্য। ওই কেলেঙ্কারিতে সরকারের বড় অংকের ক্ষতি হয়। এ ঘটনায় খাদ্যমন্ত্রী আবদুল্লাহ আল নোমান এবং বগুড়ার এমপি হেলালুজ্জামানের নাম আসে। তারেক জিয়ার অন্যতম সহযোগী হেলালুজ্জামান। তারেক বগুড়ায় গেলেই সবসময় পাশে থাকতেন হেলাল। গণমাধ্যমে আলোচিত হওয়ায় ওই ঘটনায় কয়েক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও রাজনীতিবিদরা থেকে যান বহাল তবিয়তে। হাওয়া ভবনের প্রভাবেই বেঁচে যান রাজনীতিবিদরা। দুর্নীতির বিষয়টি এখানে পরিষ্কার ভাবে প্রমাণিত।

দুর্নীতির অভিযোগ এলে প্রধানমন্ত্রী কী চাপ প্রয়োগ করতেন?

হাওয়া ভবনের সংশ্লিষ্টতা থাকলে, দুর্নীতি প্রমাণিত হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতেন প্রধানমন্ত্রী। আর কোনো মন্ত্রী দুর্নীতিতে অভিযুক্ত হলে অন্যান্যরা তাঁর সমর্থনে এগিয়ে অসতো।

চুক্তিভিত্তিক নিয়োগে দুর্নীতি?

আমাদের সময়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল চুক্তভিত্তিক নিয়োগ ও বদলি নিয়ে দুর্নীতি ও অনিয়ম। চুক্তিভিত্তিক নিয়োগে কোনো নিয়ম মানা হয়নি। সরকার সবসময় চিন্তা করেছে কাকে নিয়োগ দেওয়া হলে দুর্নীতি ও অনিয়মে সর্বোচ্চ সহায়তা পাওয়া যাবে। আইন ও নিয়মের বাইরে গিয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশিকা অনুযায়ী যোগ্যাতা নেই এমন অন্তত ২০০ কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সুশাসনের স্বার্থে বিষয়গুলোর তদন্ত হওয়া উচিত।

সরকারি সম্পত্তি নামমাত্র মূল্যে বিক্রির অভিযোগও গণমাধ্যমে এসেছে?

সরকারের দুর্নীতির আরেকটি খাত ছিল মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দ এবং সরকারি বাড়ি, জমি ও সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি খাতে বিক্রি। একটি ঘটনা আমি মনে করতে পারি। লিরা ইন্ডাস্ট্রিজ ইন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান পিভিসি পাইপ তেরি করতো। টঙ্গিতে ১০ বিঘা জমির ওপর প্রতিষ্ঠানটি গড়ে উঠেছিল। তবে মাত্র দুই কোটি ৮০ লাখ টাকায় ওই জমি প্রতিষ্ঠানটির কাছে বিক্রি করা হয়। ওই সময় টঙ্গিতে বিঘাপ্রতি জমির দাম ছিল নূন্যতম এক কোটি। এই হিসেবে ওই জমির দাম হয় ১৮ কোটি। কিন্তু ১০ বিঘা জমি সহ, প্রতিষ্ঠানের সবকিছু বিক্রি করা হয় মাত্র দুই কোটি ৮০ লাখ টাকায়। কে এস আলমগীর নামে এক ব্যক্তি এটি কেনেন। হারিস চৌধুরী নিজে চুক্তি সম্পন্ন করতে উঠে পড়ে লাগেন। অনেক সরকারি সম্পত্তি বিক্রিতে তাঁকে বেশ দৌড়ঝাঁপ করতে দেখা যায়।

নামমাত্র মূল্যে সরকারি সম্পদ বিক্রির আরেকটি ক্ষেত্র ছিল গুলশানের পরিত্যক্ত বাড়ি। সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্রে। অধিকাংশ বাড়িই কেনে জোট সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। প্রতিটি বাড়ির জন্য দুই থেকে তিনটি আবেদন পড়তো। এ বিষয়ে তদন্ত করলেই সবকিছু বেরিয়ে আসবে।

অনিয়মের মাধ্যেমে বিশেষ সুবিধাপ্রাপ্ত প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হতো। এ বিষয়ে কোনো উদাহরণ?

গ্লোবার অ্যাগ্রো ট্রেড প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান অভ্যন্তরীণ কনটেইনার ডিপোর (আইসিডি) দায়িত্বে ছিল সাত বছর। ২০০৩ সালে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষের দরপত্র অনুযায়ী কাজটি দেওয়া হয় সর্বোচ্চ পাঁচ বছরের জন্য। আর ওই প্রতিষ্ঠানেরও এমন কাজের পূর্ব অভিজ্ঞতা ছিল না। আমার মনে আছে ওই প্রতিষ্ঠানের জন্য লবি করতে আরাফাত রহমান কয়েকবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিল। একবার বাদ দিয়েও পরে আবার প্রতিষ্ঠানটি কাজ দেওয়া হয়।

ছেলেদের বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কেমন হতো?

২০০৩ সালের শুরুতে প্রধানমন্ত্রীর ছোট ছেলে আরাফাত রহমান হংকংয়ে যান। তাঁর সঙ্গে ছিল ছয়-সাতজন বন্ধু। পররাষ্ট্র মন্ত্রণালয় আরাফাত রহমান কোনোর বিষয়ে হংকংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল একেএম আতিকুর রহমানকে অবহিত করে। কিন্তু তাঁর বন্ধুদের ব্যাপারে কিছু জানানো হয়নি। রাষ্ট্রদূত তাই আরাফাতের বন্ধুদের ব্যাপারে জানতেন না। হংকংয়ের ইমিগ্রেশন আরাফাত রহমানকে দ্রুত ভিসা দিলেও তাঁর বন্ধুদের ভিসা আটকে যায়। আরাফত রেগে মেগে তাঁর মাকে ফোন করে। বেগম জিয়া আতিকুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দেন। তবে এরই মধ্যে ২৫ বছর সরকারি চাকরি করায় তাঁকে বরখাস্ত করা যাবে না বলে জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে আরাফাত রহমানকে বলে কয়ে কর্মকর্তারা আতিকুর রহমানকে হংকংয়ে পাঠানোর ব্যবস্থা করেন। তবে পরে আবার কোনো কারণ ছাড়াই আতিকুর রহমানের পদোন্নতি আটকে দেন বেগম জিয়া।

কোনো বিশেষ ঘটনার কথা কি মনে আছে?

সরকারের ক্রয় কমিটির মাধ্যমে টেলিটকের যন্ত্রপাতি কেনার প্রস্তাব দুবার প্রত্যাখ্যান হলে প্রধানমন্ত্রী অস্থির হয়ে পড়েন। তৃতীয় সর্বনিম্ন দরদাতার সঙ্গে ছিলেন তাঁর এক ছেলে। তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে কাজ দিতে গেলে বিষয়টি আদালতে নিয়ে যায় সর্বনিম্ন দরদাতা। আদালত বিষয়টি সমাধানে পদক্ষেপ নেয়। আর বরাদ্দকৃত বাজেটের চেয়ে তৃতীয় সর্বনিম্ন দরদাতার দেওয়া মূল্য ছিল বেশি। তাই বাজেটও বাড়ানো হয়। দুবার পত্যাখ্যানের পর তৃতীয়বার বিষয়টি ক্রয় কমিটির বৈঠকে ওঠে। তবে পরে আইনি জটিলতার আশঙ্কায় ওই বৈঠকে উপস্থিত ছিলেন মাত্র দুজন জ্বালানি মন্ত্রী এ কে এম মোশারফ হোসেন এবং অর্থমন্ত্রী এম সাইফুর রহমান।

বৈঠকের সংক্ষিপ্ত বিবরণ যখন প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য পাঠানো হলে, আমি একটি নোট সংযুক্ত করি। সেখানে আমি লিখেছিলাম, দুর্নীতি দমন কমিশন এরই মধ্যে অনেকের বিরুদ্ধে এমন অভিযোগে মামলা করেছে। নোটটি দেখেই আমার প্রতি বিরক্তি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে কে মামলা করবে?’ প্রধানমন্ত্রী হারিস চৌধুরীকে বলেন, নোটটি সরিয়ে নিতে। এখনো আমি ওই নোটটি পাইনি।


বাংলা ইনসাইডার/জেডএ



মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: ০১:৪৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

সিরাজগঞ্জে ২৮৮ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি')। গত শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১৮ মে) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

গ্রেপ্তারকৃতরা হলো মানিকগঞ্জ জেলার দেড়গ্রাম ইউপি-জাগির এলাকার মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ ছানোয়ার হোসেন সানি (৩৭) ও একই জেলার দক্ষিন বিল ডাউলি গ্রামের মোঃ মন্টু মিয়ার ছেলে মোঃ হৃদয় মিয়া (১৯) ।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, শুক্রবার (১৭ মে) রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট বসিয়ে একটি হাইচ এ্যাম্বুলেন্সে তল্লাশী চালিয়ে ২৮৮ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়। এসময় হাইচ এ্যাম্বুলেন্সটিকে জব্দ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ রয়েছে, মোঃ ছানোয়ার হোসেন সানি এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।'


ফেনসিডিলসহ আটক   মাদক নিমূল অভিযান  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০

প্রকাশ: ০১:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

সাতক্ষীরার তালায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।

শনিবার (১৮ মে) ভোরে সাতক্ষীরার তালা-পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল ইসলাম (৩৮) একই উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের তোফাজ্জল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)

তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

আহত শ্রমিক জাহিদুল ইসলাম জানান, তারা গোপালগঞ্জে ধান কাটতে গিয়েছিলেন। কাজ শেষে পারিশ্রমিক হিসেবে পাওয়া ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হরিশ্চন্দ্রকাটি এলাকায় পৌঁছে ট্রাকটি উল্টে যায়। এতে ধানের বস্তায় চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন।


সড়ক দুর্ঘটনা   ট্রাক উল্টে   শ্রমিক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

লোকসভা নির্বাচন: ভারতে ভ্রমণ ভিসায় তিন দিনের নিষেধাজ্ঞা

প্রকাশ: ০১:৩০ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভ্রমণ ভিসায় তিনদিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) সকাল থেকে লোকসভা নির্বাচনের দিন ২০ মে পর্যন্ত ভ্রমণ ভিসার পাসপোর্টধারী যাত্রীদের ভারতে প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করতে পারবেন। সংক্রান্ত একটি নির্দেশনা চিঠির মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষকে জানিয়েছে ভারত।

বলা হয়েছে, ভারতে লোকসভা নির্বাচন উপলক্ষে দিন বেনাপোল পেট্রাপোল চেকপোস্ট বন্ধ থাকছে। সময়ে কোন পাসপোর্টধারী যাত্রী দু'দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন না। এছাড়া বাংলাদেশে সরকারি ছুটির কারণে দু'দেশের মধ্যে ১৭ মে থেকে আগামী ২১ মে পর্যন্ত দিন আমদানি-রপ্তানি কার্যক্রমও বন্ধ থাকছে। ভারতে নির্বাচনের কারণে এই প্রথমবার ভারত-বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তবে গুরুতর অসুস্থ মেডিকেল ভিসাধারী যাত্রী সাধারণ নিষেধাজ্ঞার বাইরে থাকছেন।

বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার শাফায়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ভারতে লোকসভা নির্বাচনের কারণে পেট্রাপোল বন্দর দিন বন্ধ থাকবে বলে পেট্রাপোল কাস্টমস থেকে একটি নির্দেশনা পেয়েছি।


লোকসভা   নির্বাচন   ভারত   ভিসা   নিষেধাজ্ঞা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ৪


Thumbnail

যশোরের বেনাপোল ঘিবা সীমান্ত দিয়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যাবার সময় এক মায়ানমার নাগরিক সহ ৪ জন কে আটক করেছে বিজিবি।

 

শনিবার (১৮ মে) সিমান্তের ঘিবা মাঠ নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ ঘিবা বিওপির একটি টহল দল ৩ বাংলাদেশী নাগরিক এবং ১ জন মায়ানমার নাগরিককে আটক করে।

 

আটককৃত বাংলাদেশী নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলো এবং মায়ানমার নাগরিক ভারতে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো । তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি ঘিবা ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সামাদ।  

 

আটককৃত ব্যক্তিরা হলো কৃষ্ট ধর মন্ডল (৫০) পিতা-ধূপিচাদ মন্ডল, গ্ৰাম- জুরবিটা, পোস্ট-কাশিরকান্দি, থানা-খিলগাঁও, জেলা-ঢাকা, আশা রানী বাছার (৪০) পিতাঃ শ্রী সুধীর চন্দ্র বৈরাগী, গ্ৰাম- সন্দুয়া ‌থানা-মুন্সিগঞ্জ সদর, জেলাঃ মুন্সিগঞ্জ, মোছাঃ শিউলী খাতুন, পিতাঃ মোঃ খোকা শেখ, গ্রাম- পেড়লি, পোস্ট-পেড়লি বাজার, থানা কালিয়া, জেলা- নড়াইল এবং মায়ানমার নাগরিক, মোঃ হোসেন, পিতা-অজ্ঞাত।


ভারতে প্রবেশ   অবৈধভাবে   মায়ানমার নাগরিক  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

রাঙামাটিতে সশস্ত্র হামলায় ইউপিডিএফ কর্মীসহ নিহত ২

প্রকাশ: ০১:১১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

রাঙামাটির লংগদু উপজেলায় সশস্ত্র হামলায় গুলিবিদ্ধ হয়ে প্রসীত বিকাশ নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দুইজন নিহত হয়েছে। ইউপিডিএফ এ ঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) গ্রুপকে দায়ী করছে। 

শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলী এলাকার ধনপুতি বাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইউপিডিএফ সদস্যের তিনক চাকমা (৫০) ও দুদকছড়া গ্রামের জুরেন্দ্র চাকমার ছেলে ধন্যমতি চাকমা (৪০)। 

তিনি জানান, আমরা শুনেছি সন্তু লারমা জেএসএস কর্তৃক এক ইউপিডিএফ কর্মী ছাড়াও স্থানীয় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো যাবে।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলীয় সূত্র থেকে জানা যায়, আজ সকালে ধনপুতি এলাকায় সাংগঠনিক কাজ করার সময় জেএসএসের হামলায় দুইজন নিহত হয়। এর মধ্যে একজন তাদের কর্মী আরেকজন স্থানীয় বাসিন্দা।   

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সন্তু লারমা আবারও তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের ওপর হত্যাকাণ্ড শুরু করেছেন।পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

বিজ্ঞপ্তিতে অবিলম্বে লংগদুতে ইউপিডিএফ কর্মী, সমর্থককে হত্যাকারীদের গ্রেপ্তার এবং মদদদাতা সন্তু লারমাকে গ্রেপ্তারপূর্বক আঞ্চলিক পরিষদ থেকে অপসারণ করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।


রাঙামাটি   হামলা   ইউপিডিএফ কর্মী   নিহত  


মন্তব্য করুন


বিজ্ঞাপন