ইনসাইড বাংলাদেশ

রমজানে সরকারের পাঁচ চ্যালেঞ্জ

প্রকাশ: ০৮:০০ পিএম, ০২ এপ্রিল, ২০২২


Thumbnail রমজানে সরকারের পাঁচ চ্যালেঞ্জ

আগামীকাল থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। রমজান মাসেই জনগণের মধ্যে নানান বিষয় নিয়ে চাপ বাড়ে, অস্বস্তি বাড়ে। সরকারকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। একথা ঠিক যে, পবিত্র রমজানে রাজনৈতিক চাপ থাকে না কিন্তু অন্যান্য নানা বিষয় নিয়ে জনমনে এক ধরনের আগ্রহ, উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়। আর এ বছর যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যানজট ইত্যাদি। এবার নানা কারণে এসব বিষয়গুলো নিয়ে আরও বেশি অস্থিরতা দেখা যেতে পারে বলে বিভিন্ন সূত্র মনে করছে। এবার রমজানের আগেই দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে। এখন রমজানে নতুন করে পণ্যের দাম যদি বাড়ে তাহলে সেটা মানুষের জন্য ভয়ঙ্কর হবে। রমজানে সরকারকে এ রকম পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এর মধ্যে রয়েছে-

১. দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: দ্রব্যমূল্য এমনি এখন মানুষের নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় যদি রমজান মাসে আরো বাড়ে তাহলে এই নিয়ে একটি জনঅসন্তোষ তৈরি হতে পারে। মানুষ এমনিতেই দ্রব্যমূল্য নিয়ে অনেকটাই কোণঠাসা অবস্থায় আছে। এরপরও যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, সেটি মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। মানুষ যেকোনো সময় এ নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠতে পারে বলে মনে করছে সংশ্লিষ্টরা। একইসাথে টিসিবির খাদ্য এবং স্বল্পমূল্যের পণ্যের জন্য কার্ড প্রদানের বিষয়গুলো সুষ্ঠুভাবে তদারকি করা দরকার বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

২. যানজট: বর্তমান সময়ে যানজট প্রকট আকার ধারণ করেছে। সামনের দিনগুলোতে বিশেষ করে রমজান মাসেই যানজট আরো বাড়বে এবং এটিও জনগণের মধ্যে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি করবে, জনগণের মধ্যে অস্বস্তি তৈরি করতে পারে। এটি যেকোনো সময় সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

৩. আইনশৃঙ্খলা পরিস্থিতি: গত কিছুদিন ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো কিছু অবনতি হতে হবে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই মনে করছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এখনই নিয়ন্ত্রণে না করা যায় তাহলে রমজান মাসে এটি যেকোনো মুহূর্তে একটি সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে।

৪. সড়ক দুর্ঘটনা: প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরছে এবং সড়ক দুর্ঘটনা নিয়ে এর আগেও শিক্ষার্থীরা নিরাপদ সড়কের আন্দোলন করেছে। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আবার বেড়ে গেছে। বিশেষ করে কয়েকজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। এটা সরকারের জন্য একটি অস্বস্তির কারণ। সড়ক দুর্ঘটনা নিয়ে যেকোনো সময় বড় ধরনের একটা সমস্যায় পড়তে পারে সরকার। বিশেষ করে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মৃত্যু, তারপর আরেকজন শিক্ষার্থীর মৃত্যু সড়ক দুর্ঘটনা পরিস্থিতিকে সরকারের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড় করাতে পারে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।

৫. খাদ্যে ভেজাল: রমজান মাসেই বিভিন্ন সংস্থা ভেজালবিরোধী অভিযান করে এবং এসব ভেজালবিরোধী অভিযানের প্রধান লক্ষ্য হলো জনগণ যেন নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত খাবার পায় তা নিশ্চিত করা। কিন্তু এই ধরনের অভিযানগুলো এবার চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। খাদ্যে ভেজালবিরোধী অভিযান গুলো বিভিন্ন ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মাথাব্যথার কারণ হতে পারে এবং সেটি নিয়েও এক ধরনের অসন্তোষ তৈরি হতে পারে।

রমজানে যেন এই বিষয়গুলো নিয়ে বড় ধরনের কোনো অস্বস্তি তৈরি না হয়, সে কারণে আগে থেকেই বিষয়গুলো নিয়ে সর্তকতা অবলম্বন করা উচিত বলে সংশ্লিষ্টরা মনে করেন।

রমজান   দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি   যানজট  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মেট্রোরেলে ভ্যাট এনবিআরের ভুল সিদ্ধান্ত: কাদের

প্রকাশ: ০২:০০ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রোরেলে হঠাৎ করে ১৫ শতাংশ ভ্যাটের ঘোষণা দিল। বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি। এনবিআরের সিদ্ধান্ত ভুল। এতে করে মেট্রোরেলের সুনাম নষ্ট হয়। প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।

রোববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের মেট্টোরেল অনেক সুন্দর, শব্দদূষণ নেই। মেট্টোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে আমাদের টার্গেট ছিল ৬টি এম আর টি লাইনের যে কাজ শেষ হবে। 

সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।


মেট্রোরেল   ভ্যাট   এনবিআর   ওবায়দুল কাদের  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

মধ্যরাত থেকে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা

প্রকাশ: ০১:৫৪ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা পালনে ইতোমধ্যে কুয়াকাটা উপকূল এলাকাসহ মৎস্য বন্দর আলিপুর-মহিপুরের জেলেরা প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ঘোষিত ৬৫ দিনের সমুদ্রে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে রোববার রাত ১২টায়। এই নিষেধাজ্ঞা চলমান থাকবে রোববার (২৩ জুলাই) রাত ১২টা পর্যন্ত।

বঙ্গোপসাগর তৎসংলগ্ন সমুদ্রে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হওয়াতে জেলেরা পড়বেন অস্তিত্ব সংকটে। একদিকে বছরে দুই বার নিষেধাজ্ঞা। অপরদিকে এই বছর ভরা মৌসুমে সাগরে মাছের আকাল পড়েছে। ঋণের বোঝা এবং ধার-দেনায় জর্জরিত হয়ে জেলেরা রয়েছে চরম বিপাকে। এদিকে দীর্ঘদিন কর্মহীন সময় পার করবেন তারা। তবে সরকার এই ৬৫ দিনের অবরোধের জন্য জেলে প্রতি ৫৬ কেজি করে চাল বরাদ্দ করেছে।

সমুদ্রে বর্তমানে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের প্রজননকাল হওয়ায় বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদীর মোহনায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময়ে দেশের সামুদ্রিক জলসীমানায় সব ধরনের মৎস্য শিকার, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণায় প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

উপকূলীয় জেলেরা জানান, সরকার ঘোষিত ৬৫ দিনের নিষেধাজ্ঞায় সমুদ্রে মাছ শিকার করা যাবে না। এতে মাছের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত থাকলেও উপকূলে এই পেশার সঙ্গে জড়িত অর্ধ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান বন্ধ থাকবে দীর্ঘ দুই মাস।

অনেক জেলে অভিযোগ করে বলেন, অবরোধকালীন সময়ে প্রতিবছর ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমানায় মাছ ধরলেও কোনো ভূমিকা দেখা যায় না প্রশাসনের। তা না হলে আমাদের জালে চাহিদানুযায়ী মাছ ধরা পড়ত। তারা আরও দাবি করে বলেন, সরকার দু'বছরের স্থলে বছরে একবারসহ ভারতের সময়সীমার সঙ্গে যেনো নিষেধাজ্ঞা (অবরোধ) দেওয়া হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, জেলেদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পেশ করা হচ্ছে। এ ছাড়াও জেলেদের ঋণসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির পরিকল্পনাও চলছে।


মাছ শিকার   নিষেধাজ্ঞা   মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

উত্তরা-টঙ্গী পর্যন্ত মেট্রোরেলের আরও ৫ স্টেশন

প্রকাশ: ০১:৪৫ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর স্টেশনের পরে আরও ৫ টি স্টেশন হবে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দক।

রেববার (১৯ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডিএমটিসিএল আয়োজিত ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং সেমিনারে তিনি কথা বলেন।

মেট্রোরেলের এমআরটি লাইন- রুটটি বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছে। এখন মেট্রোরেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত কাজ সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে। 

রুটের কাজ শেষ হলে মেট্রোরেল অতিরিক্ত লাখ যাত্রী পরিবহন করতে পারবে বলে উল্লেখ করেন এম এন সিদ্দিক।

উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত রুটের দৈর্ঘ্য হবে . কিলোমিটার। রুটে নতুন স্টেশন হবে। এগুলো হলো দিয়াবাড়ী বাজার, সোনারগাঁও জনপদ রোড পূর্ব, পশ্চিম, টঙ্গী বাজার, টঙ্গী রেলওয়ে স্টেশন।

সেমিনার উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি প্রমুখ।


মেট্রোরেল   স্টেশন   টঙ্গী   উত্তরা  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সিরাজগঞ্জ শতভাগ ফেল করা ৪ মাদ্রাসাকে শোকজ

প্রকাশ: ০১:২৪ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

শনিবার (১৮ মে') উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম শামছুল হক এসব মাদ্রাসার সুপারদের কারণ দর্শানোর নোটিশ দেন।

 

নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার সুপারকে ২৬ মে দুপুর ২টায় শিক্ষা অফিসে সশরীরে উপস্থিত হয়ে এ বছর দাখিল পরীক্ষায় তার প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী কেন পাস করেনি তার লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

 

মাদ্রাসাগুলো হলো, বগুড়া দাখিল মাদ্রাসা, এলংজানী দাখিল মাদ্রাসা, হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসা ও বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা।

 

এ বছর বগুড়া দাখিল মাদ্রাসা থেকে ১৫ জন, এলংজানী মাদ্রাসা থেকে ১২ জন, হাজী আহমেদ আলী মাদ্রাসা থেকে ১৪ জন এবং বড় কোয়ালিবেড় মাদ্রাসা থেকে ১২ জন দাখিল পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এদের কেউই পরীক্ষায় পাশ করতে পারেনি।

 

উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম শামছুল হক জানান, উল্লিখিত মাদ্রাসার সুপারগণ সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে।

এদিকে কারণ দর্শানোর নোটিশ পাওয়া মাদ্রাসার সুপারদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ‘প্রত্যন্ত অঞ্চলে তাদের মাদ্রাসার অবস্থান। এসব এলাকার ছাত্র-ছাত্রীদের অনেক চেষ্টা করেও শ্রেণিকক্ষে আনা যায় না। অনেক শিক্ষার্থীই মাদ্রাসায় আসে না। লেখাপড়ার প্রতি শিক্ষার্থীদের কোনো আগ্রহ নেই। ফলে পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় হয়েছে।'


মাদ্রাসা   শতভাগ ফেল   এসএসসি  


মন্তব্য করুন


ইনসাইড বাংলাদেশ

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশ: ০১:১৮ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবারে মৃত্যুবরণ করা ওই হজযাত্রীর নাম- মো. মোস্তফা, বয়স ৮৯ বছর। 

রোববার (১৯ মে) হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। গত ১৫ মে মদিনায় তার মৃত্যু হয়। এটি এবার হজে যাওয়া প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। আসাদুজ্জামানের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে।

হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ২৮ হাজার ৭৬০ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ৭৪৭ জন, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৫ হাজার ১৩ জন। মোট ৭২টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। এর মধ্যে বাংলাদেশ বিমান ২৮টি, সৌদি এয়ারলাইন্স ২৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।


সৌদি আরব   বাংলাদেশ   হজযাত্রী   মৃত্যু  


মন্তব্য করুন


বিজ্ঞাপন