ওয়ার্ল্ড ইনসাইড

বিহারের রাজনীতিতে বইছে দমকা বাতাস


Thumbnail বিহারের রাজনীতিতে বইছে দমকা বাতাস

বিহারের রাজনীতিতে যেনো দমকা বাতাস বইতে শুরু করেছে। অষ্টমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সংযুক্ত জনতা দল (জেডিইউ) নেতা নিতীশ কুমার। যদিও বিজেপির হাত ছেড়ে আরজেডি, কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিহারে মহাজোটের সরকার গড়েছেন নিতীশ। নিতীশের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব। নিতীশ কুমার বিজেপির হাত ছাড়ার ফলে বিহারে ক্ষমতায় আসার দু’বছরের মধ্যেই, ক্ষমতা হারায় জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। ফলে পাঁচ বছর পর আবার বিহারের শাসনভার মহাজোটের হাতে এলো। তেজস্বী ও কংগ্রেসকে পাশে রেখেই নতুন মহাজোটের নেতা নির্বাচিত হলেন নিতীশ কুমার । 

বুধবার রাজভবনে শপথ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিতীশ কুমার বলেন, ‘আমার কাজ হবে বিরোধী ঐক্য গড়ে তোলা। প্রধানমন্ত্রী পদের দাবিদার আমি নই। তবে প্রশ্ন হলো, ২০১৪ সালে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনি কি ২০২৪ সালে তা হতে পারবেন?’ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের পর মন্ত্রিসভার অন্য সদস্যরা শপথ নেবেন। বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় আরজেডির ২০, জেডিইউর ১৩ থেকে ১৫ জন, কংগ্রেস ৪ ও হিন্দুস্তান আওয়াম মোর্চারও (হাম) একজন সদস্য থাকবেন।

এদিকে নিতীশ কুমারের বিজেপির ছাড়ার বিষয়ে বিহার বিজেপির প্রধান সঞ্জয় জয়সওয়াল বলছেন, এনডিএর ব্যানারে আমরা ২০২০ সালে একসঙ্গে লড়াই করেছিলাম। জনগণের ঢল ছিল জেডিইউ ও বিজেপির দিকে। আমরা বেশি আসনে জিতেছিলাম। তা সত্ত্বেও, নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। কিন্তু, যা ঘটলো তা বিহারের মানুষ ও বিজেপির সঙ্গে প্রতারণা। এই পরিস্থিতিতে নিতীশ কুমারকে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। 

বিহারের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে আচমকা ক্ষমতা হারানোর ধাক্কা সামলে বিজেপি আক্রমণাত্মক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপর্যয় নিয়ে মুখ না খুললেও তাঁদের নির্দেশে বিজেপির রাজ্য নেতারা নিতীশকে ‘বিশ্বাসঘাতক’ বলে প্রচার শুরু করে দিয়েছেন। রাজ্যের নেতা সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, নিতীশ তাঁর বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। সবাই তাঁকে সন্দেহের চোখে দেখবে। এদিকে এ নিয়ে প্রশ্ন করা হলে নিতীশ বলেন, ‘আমি টিকব কি না, রাজ্যের মানুষই সেই উত্তর দেবেন।’

নিতীশকে আক্রমণ করেছেন রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা সুশীল মোদিও। তিনি বলেন, ‘উনি দেশের উপরাষ্ট্রপতি হতে চেয়েছিলেন। এ নিয়ে জেডিইউর কেউ কেউ তাঁর কাছে দরবারও করেছিলেন। তাদের বক্তব্য ছিল, নিতীশকে উপরাষ্ট্রপতি করে দিয়ে বিজেপি বিহার চালাক। সুশীল বলেন, ‘নিতীশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারি জনগণের রায়ের অবমাননা করেছেন। মানুষ এনডিএকে ভোট দিয়েছিল। সেই মর্যাদা নিতীশ রাখলেন না। এখন আমরাও দেখব, তেজস্বীকে সঙ্গে করে কীভাবে তিনি রাজ্য চালান। এই সরকারের মেয়াদ বেশি দিন নয়। লালু প্রসাদের অসুস্থতার সুযোগ নিয়ে নিতীশ আরজেডি ভাঙবেন।’

রাজনৈতিক মহল বলছেন, নিতীশ কুমার এমন একজন নেতা যার রাজনীতিতে স্থায়ী কোনও বন্ধু বা শত্রু নেই। অতীতে ক্ষমতার জন্য নাটকীয়ভাবে শরিক বদল করেছেন। বিজেপির সঙ্গে মিলে বিহারে শাসন করাকালীনই তিনি এনডিএর সঙ্গ ছেড়েছিলেন। আরজেডির সঙ্গে গাঁটছড়া বাঁধেন। পরে আবার আরজেডিকে ছেড়ে বিজেপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন। সেই সময় বিজেপির সঙ্গ ছেড়ে এবং আরজেডির সঙ্গে জোট বেঁধে বিহারে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন নিতীশ। জেডিইউ 'জুনিয়র পার্টনার' হওয়া সত্ত্বেও নিতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। তবে, ওয়াকিবহাল মহলের বক্তব্য, ঘন ঘন ইউটার্নের জন্য জনপ্রিয়তা কমেছে নিতীশের। ২০১৩ সালে বিহারে যে দাপট ছিল তাঁর, আজ ২০২২-এ এসে দাঁড়িয়ে সেই জায়গায় তিনি নেই। 

যদিও সংখ্যার বিচারে নতুন জোট সরকারের পতনের কোনো আশঙ্কা অবশ্য নেই। কারণ, ২৪৩ সদস্যের বিধানসভায় আরজেডির ৭৯, জেডিইউর ৪৫, কংগ্রেসের ১৯, হাম-এর ৪ জন ছাড়াও এই মন্ত্রিসভাকে সমর্থনের চিঠি দিয়েছে তিন বামপন্থী দলের ১৬ জন বিধায়ক। একমাত্র স্বতন্ত্র বিধায়কও সরকারের পক্ষে। এই সরকার সেই অর্থে প্রকৃত মহাজোট সরকার। বিজেপির আশঙ্কাও এখানেই। জাতভিত্তিক এই রাজ্যে যাদব, কুর্মী, অনগ্রসরদের পাশাপাশি মুসলমান সমর্থন এক জোট হলে ভোটের বাক্সে তার বিপুল প্রতিফলন ঘটবে। বিহারে বিজেপি এখনো বর্ণহিন্দুদের দল বলে পরিচিত। বিরোধী ভোট ভাগাভাগি না হলে তাদের পক্ষে ভালো ফল করা কঠিন।

এদিকে, নিতীশের এই ইউটার্নে বিজেপির বেশি চিন্তা ২০২৪ সালের লোকসভা ভোট নিয়ে। এটা ঠিক যে সর্বভারতীয় নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদির সমকক্ষ এখনো কেউ নেই। কিন্তু বিজেপির একাংশ নিভৃত আলোচনায় এ কথাও স্বীকার করছেন, ২০১৪ ও ২০১৯ সালে নরেন্দ্র মোদির যে ভাবমূর্তি ছিল, এখন তা কিছুটা নিষ্প্রভ। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দীর্ঘদিনের দাবি এখনো পূরণ হয়নি। নিতীশ নতুন করে সে প্রসঙ্গ টেনে এনেছেন। 

বিহার   রাজনীতি   নিতীশ কুমার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

প্রকাশ: ০৮:১৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়া গেছে। তবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর আল-জাজিরার

এদিকে পার্স টুডের খবরে বলা হয়, হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। 

সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি। 

ইরানের প্রেসিডেন্ট   ইব্রাহিম রাইসি   আল-জাজিরার  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

কিরগিজস্তান থেকে ১৪০ শিক্ষার্থীকে দেশে ফেরালো পাকিস্তান

প্রকাশ: ০৩:৩৬ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে আটকে পড়া ১৪০ শিক্ষার্থীকে দেশে ফিরিয়ে এনেছে পাকিস্তান। গতকাল শনিবার রাতে বিশকেকে বিদেশি শিক্ষার্থীদের হামলার পর একটি বিশেষ ফ্লাইটে করে পাকিস্তানে ফেরেন এই শিক্ষার্থীরা।

আজ রবিবার (১৯ মে) আটকে পড়া শিক্ষার্থীদের পাকিস্তানে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, কিরগিজস্তান থেকে পাকিস্তানি শিক্ষার্থীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সহিংসতার পর যেসব পাকিস্তানি শিক্ষার্থী দেশে ফিরতে চান, তাদের জন্য এমন আরও ফ্লাইট পরিচালনা করা হবে।

উল্লেখ্য, গত ১৩ মে একদল কিরগিজ নাগরিকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান মিশরীয় শিক্ষার্থীরা। ওই ঘটনার জেরে শুক্রবার রাতে বিশকেকের বিভিন্ন হোস্টেলে থাকা বিদেশি মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা চালান স্থানীয় বাসিন্দারা। এমনকি, শিক্ষার্থীদের ব্যক্তিগত বাসভবনে ঢুকেও হামলা চালানো হয়। সেসব শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ভারতীয়রাও রয়েছেন।


কিরগিজস্তান   দেশ   পাকিস্তান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

সৌদি যুবরাজ সালমানের সঙ্গে সুলিভানের বৈঠক

প্রকাশ: ০১:২০ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

সৌদি আরব যুক্তরাষ্ট্রের মধ্যে বিস্তৃত দ্বিপক্ষীয় চুক্তি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি শহর ধহরানে দুজনের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে জানানো হয়েছে, এবারর বৈঠকে দুই দেশের মধ্যে খসড়া কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে। এই চুক্তিটি এখন প্রায় চূড়ান্ত করা হচ্ছে।

বড় ধরনের একটি চুক্তির অংশ হিসেবে মার্কিন নিরাপত্তা গ্যারান্টি বেসামরিক পারমাণবিক সহায়তা নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন রিয়াদ। এই চুত্তির আওতায় সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। তবে চলতি মাসের গোড়ার দিকে রয়টার্স জানায়, ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণ অধরা থাকলেও পরমাণু চুক্তি চূড়ান্ত করতে চাইছে বাইডেন প্রশাসন সৌদি সরকার।


সৌদি যুবরাজ   সালমান   সুলিভান  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত

প্রকাশ: ১২:৫৩ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী শিশুও রয়েছেন এবং তারা সবাই একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

ব্রেক ফেল করে গাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। রোববার (১৯ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের নওশেরায় শনিবার ব্রেক ফেল করে একটি মিনি-ট্রাক গভীর খাদে পড়ে গেলে পুরুষ, নারী শিশুসহ একই পরিবারের ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এই ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।


পাকিস্তান   সড়ক   দুর্ঘটনা   নিহত  


মন্তব্য করুন


ওয়ার্ল্ড ইনসাইড

বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন মোদি: কেজরিওয়াল

প্রকাশ: ১২:২৮ পিএম, ১৯ মে, ২০২৪


Thumbnail

বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন চলছে। সাত দফার নির্বাচনের মধ্যে ইতোমধ্যেই চার দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদি।

নির্বাচনের মধ্যেই মোদির ব্যাপক সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, মোদি বাংলাদেশ ও পাকিস্তানের নির্বাচন থেকে শিক্ষা নিয়ে ভারতের ভোটেও একই কাজ করার চেষ্টা করছেন। 

এমনকি রাশিয়ার সঙ্গেও ভারতের তুলনা করেছেন কেজরিওয়াল। শনিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গত শুক্রবার ভারতের পরিস্থিতিকে রাশিয়ার সাথে তুলনা করেছেন এবং প্রধানমন্ত্রী মোদিকে পরোক্ষভাবে উপহাস করেছেন। একইসঙ্গে ভারত 'খুব বিপজ্জনক' পর্যায়ে যাচ্ছে বলেও দাবি করেছেন তিনি। 

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) বিরোধী ইন্ডিয়া ব্লকের এক সমাবেশে বক্তৃতাকালে কেজরিওয়াল বলেন, 'বর্তমানে দেশের পরিস্থিতি খুবই বিপজ্জনক। পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট... পুতিন হয় তার সব প্রতিদ্বন্দ্বী নেতাদের জেলে পাঠিয়েছেন, আর না হয় তাদের হত্যা করেছেন। তারপর (পুতিন) নির্বাচন পরিচালনা করেন এবং ৮৭ শতাংশ ভোট পেয়েছেন'।

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, 'বাংলাদেশে, সম্প্রতি নির্বাচন হয়েছে। (নির্বাচনের আগে বাংলাদেশে) সব বিরোধী নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং নির্বাচনে শেখ হাসিনা জয়ী হয়েছেন। পাকিস্তানের নির্বাচনে দেশটির প্রবীণ নেতা ইমরান খানকে জেলে পাঠানো হয়েছিল, তার দলকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তার দলীয় প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এরপরই নির্বাচন পরিচালিত হয়েছে...,'।

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, 'মোদিজি, বাংলাদেশ ও পাকিস্তান থেকে শেখার পরে এখানে, ভারতে একই জিনিস প্রয়োগ করার চেষ্টা করছেন।'

তিনি আরও বলেন, 'তারা আমাকে জেলে রেখেছিল, (দিল্লির সাবেক ডেপুটি সিএম) মণীশ সিসোদিয়াকে জেলে রাখা হয়েছিল... কংগ্রেস পার্টির ব্যাংক অ্যাকাউন্ট আটকে দেওয়া হয়েছিল... এভাবেই আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং জিতবেন। এটি কাপুরুষতার চিহ্ন।'


দিল্লি   অরবিন্দ কেজরিওয়াল   বাংলাদেশ   নরেন্দ্র মোদি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন