কালার ইনসাইড

ফিরে দেখা ২০২২: শোবিজের যত আলোচিত ঘটনা

প্রকাশ: ০৮:০১ এএম, ২৫ ডিসেম্বর, ২০২২


Thumbnail

দেখতে দেখতে ২০২২ সাল শেষের পথে। আর মাত্র কিছুদিন পরই নতুন বছরের সূচনা হতে যাচ্ছে। বহু ঘটনাপ্রবাহের সাক্ষী হয়ে আছে ২০২২ সাল। নতুন আশা আর সম্ভাবনায় বরণ করে নেয়া হবে ২০২৩ সালকে। ২০২২ বছরটি ছিল শোবিজের জন্য বেশ আলোচিত। এ বছরের অনেক ঘটনাই গণমাধ্যমের শিরোনাম হয়েছে, ব্যাপক আলোচিত হয়েছে মানুষের মধ্যে। এক নজরে দেখা যাক, কেমন ছিল ২০২২ সাল।

 

পরীমনির বিয়ে:

বছরের শুভ সূচনা হয় আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিয়ের খবর প্রকাশ্যে আসার মধ্যে দিয়ে। গত ১০ জানুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরী। তিনি জানান, ২০২১ সালের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে গোপনে বিয়ে করেন তিনি। এরপর ২১ জানুয়ারি গায়ে হলুদ করেন রাজ-পরী দম্পতি। ২২ জানুয়ারি করেন বিবাহোত্তর অনুষ্ঠান। ১০ আগস্ট পুত্রসন্তানের মা-বাবা হন তারা।

 

শিল্পী সমিতি নির্বাচন:

পরীমনির খবর শেষ হতে না হতে আসে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২৮ জানুয়ারির (বুধবার) নির্বাচনের আগে জায়েদ খান ও নিপুণ আক্তারের পাল্টাপাল্টি অভিযোগে বেশ সরগরম ছিল বিএফডিসি। নির্বাচন সামনে রেখে সেসময় অভিনেত্রী শিমু হত্যা ঘিরেও নানা নাটকীয়তা দেখা যায়। শিমু হত্যাকে এক পক্ষ চাপিয়ে দিতে চেষ্টা করে জায়েদের ঘাড়ে। তবে শেষ পর্যন্ত প্রমাণিত হয় অভিনেত্রীর স্বামী এই হত্যাকাণ্ডে জড়িত। রেহাই পান জায়েদ খান। নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন ঘটনায় বেশ উত্তাপ্ত ছিল এফডিসি প্রাঙ্গণ। নির্বাচনে মিশাকে হারিয়ে ইলিয়াস কাঞ্চন সভাপতি পদে নির্বাচিত হলেও নিপুণ হেরে যান জায়েদ খানের কাছে।

নির্বাচনের পর জায়েদ খানের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন নিপুণ। এর প্রেক্ষাপটে সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসলে আপিল বোর্ড অভিযোগগুলো আমলে নিয়ে ৫ ফেব্রুয়ারি (রোববার) এফডিসিতে বৈঠকে বসে। সেই বৈঠকের পর আপিল বোর্ডের প্রধান চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন না জায়েদ খান।

এরপর বিষয়টি আদলাত পর্যন্ত গড়ায়। সবশেষ জায়েদের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিপুণের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) গ্রহণ করে তাকে আপিলের অনুমতি দিয়েছেন আদালত। এর ফলে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ‘আপাতত’ দায়িত্ব পালন করছেন নিপুণ। তবে পদটি নিয়ে এখনো চূড়ান্ত সমাধান হয়নি। এক বছর হতে চললেও এখনো শেষ হয়নি শিল্পী সমিতির জায়েদ-নিপুণ দ্বন্দ্ব। কবে শেষ হচ্ছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।

শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এ নির্বাচনে অংশ নিয়ে জায়েদের সঙ্গে দীর্ঘ দুই বছরের মনোমালিন্যর অবসান ঘটান ওমর সানী ও মৌসুমী। তবে নির্বাচন শেষ হতেই পুনরায় দ্বন্দ্বে জড়ান তারা। অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের ছেলের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে ওমর সানীকে পিস্তল বের করে গুলি করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছিল জায়েদ খানের বিরুদ্ধে।

মৌসুমীর সঙ্গে জায়েদ খারাপ আচরণ করেছেন। সে কারণে অনুষ্ঠানে ঢুকেই ওমর সানী সরাসরি জায়েদকে চড় মারেন। তারপর জায়েদ এমন কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছিলেন ওমর সানী। যদিও অভিযোগটির প্রমাণ পাওয়া যায়নি। ঘটনার দুদিন পর গণমাধ্যমে পাঠানে এক অভিওবার্তায় উল্টো জায়েদের পক্ষে সাফাই গেয়েছিলেন মৌসুমী। মিথ্যবাদী বানিয়েছিলেন স্বামী ওমর সানীকে। এ নিয়ে অন্তর্জাল বেশ সরগরম ছিল। ওমর সানী-মৌসুমীর দীর্ঘ ২৬ বছরের সংসার ভাঙনের কথাও সেসময় শোনা যায়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়ে যায়।

 

শাকিব-বুবলী জুটি:

ঢালিউড চিত্রনায়ক শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। এরপর শাকিব-বুবলী জুটি হয়ে একসঙ্গে প্রায় এক ডজনের মতো সিনেমায় কাজ করেন। একের পর এক কাজ করায় বেশ কয়েক বছর ধরে তাদের প্রেম, বিয়ে ও সর্বশেষ শাকিবের সন্তানের মা বুবলী। এ নিয়ে বেশ চর্চা হচ্ছিল চলচ্চিত্রপাড়ায়। এতসব খবরের মধ্যে নীরব ছিলেন তারা। তবে গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেবি বাম্পের ছবি প্রকাশ করে গুঞ্জন সত্যতা প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন এ নায়িকা।

এরপর ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) প্রথমে বুবলী জানান, তার সন্তানের বাবার নাম শাকিব খান। এ নায়িকার পোস্টের বেশ কিছুক্ষণ পর শাকিব খান সামাজিক মাধ্যমে একইরকম পোস্ট করে সন্তানকে স্বীকৃতি দেন। ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে হয় শাকিব-বুবলীর। আর সন্তানের জন্ম হয়েছে ২০২০ সালের ২১ মার্চ। বিয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যে আসে বিচ্ছেদের খবর। বুবলী এটি ভিত্তিহীন দাবি করলেও শাকিবের এক বক্তব্য ঘিরে দেখা দেয় জল্পনা। বর্তমানে তাদের মধ্যে দূরত্ব রয়েছে। এক ভিডিও বার্তায় বুবলী জানিয়েছিলেন শাকিব তার ও সন্তানের ভরণপোষণ দেন না।

সন্তানের খবর প্রকাশ্যে আসার কিছুদিন পর নাকফুল নিয়ে দ্বন্ধে জড়ান শাকিব, বুবলী ও অপু বিশ্বাস। বুবলীর জন্মদিনে স্বামী শাকিব খানের কাছ থেকে হীরার নাকফুল পেয়েছিলেন বলে দাবি করেছিলেন বুবলী। এটা শুনে কিং খানের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস তাকে খোঁচা দিয়ে পোস্ট করেন। পাল্টা উত্তর দেন বুবলী। এভাবে পাল্টাপাল্টি আক্রমণের এক পর্যায়ে শাকিব জানান, তিনি বুবলীকে কোনো হীরার নাকফুল দেননি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চা হয়।

 

মেহজাবীন চৌধুীর ও আদনান আল রাজীবের বিয়ে:

চলতি বছর আরও একবার ছোট পর্দার সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুীর ও ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের বিয়ের খবর চাউর হয়। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছিল, তারা একসঙ্গে বসবাস করছেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি মেহজাবীন। তবে সামাজিক মাধ্যমে বিয়ের খবর প্রকাশকে ‘অপসাংবাদিকতা’ বলে বিরক্তি প্রকাশ করেন এ অভিনেত্রী।

 

বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ:

বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজ বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বলে দাবি করেছিলেন পরীমণি। সেজন্য নাকি তাদের সংসারে অশান্তি দেখা দেয়। সামাজিক মাধ্যমে এই অভিযোগ করেন তিনি। ওই পোস্টে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ বলে আক্রমণ করেছিলেন। ফেসবুকে পরীমণির এমন স্ট্যাটাস দেয়ার কয়েক ঘণ্টা পরই মিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে কারও নাম উল্লেখ না করেই নিজের অবস্থান পরিষ্কার করেন। এরপর পরীমণি আরেকটি স্ট্যাটাস দেন মিমকে নিয়ে। সেই স্ট্যাটাসে মিমের সঙ্গে তার কথা বার্তার স্ক্রিনশটও ফাঁস করেন।

পরীমনি যে ঈর্ষান্বিত হয়ে কাজটি করেননি, সেটা নিজের স্ট্যাটাসেই বুঝিয়েছেন। আর মিমও ফেসবুক স্ট্যাটাসে পরীমনির নাম না উল্লেখ জানিয়েছিলেন কেউ ঈর্ষান্বিত হয়ে গুজব বা কুৎসা রটাচ্ছে তার নামে।

 

রাফি ও তমা মির্জার প্রেমের গুঞ্জন:

চলচ্চিত্রপাড়ায় দীর্ঘদিন ধরেই নির্মাতা রায়হান রাফি ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। চলতি বছর এটিও আরও জোড়ালো হয় তাদের একসঙ্গে বিভিন্ন রেস্টুরেন্ট ও নির্মাতার অফিসে একান্ত সময়ের স্থিরচিত্র থেকে। তবে এ ব্যাপারে নির্মাতার দাবি, তারা শুধুই ভালো বন্ধু। কিন্তু তমা জানিয়েছেন, তাদের আড়াই বছরের প্রেম রয়েছ।

এ দিকে, বছরের শেষ দিকে এসে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়েন নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দীঘির একটি পোস্ট শেয়ার করে মিডিয়ায় সিন্ডিকেট ও তাকে বার বার কাস্ট করেও সিনেমা থেকে বাদ দেয়ার বিষয়ে ক্ষোভ ঝাড়েন, যদিও সেই পোস্টে দীঘি কারও নাম উল্লেখ করেনি। তবে দীঘির সেই অভিযোগের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন নির্মাতা রাফি। দীঘির শারীরিক গঠন নিয়ে মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন এই নির্মাতা।

 

আশীর্বাদ’র মুক্তি:

সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘আশীর্বাদ’র মুক্তি সামনে রেখে এর নায়িকা মাহিয়া মাহি ও সহ-প্রযোজক জেনিফার ফেরদৌসের মধ্যে চলমান বিবাদ গত আগস্টে সিনেমাপাড়ার অন্যতম আলোচিত বিষয় ছিল। প্রথম দিকে এই দ্বন্দ্ব ‘আশীর্বাদ’ চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে থাকলেও আস্তে আস্তে তা বৃহৎ আকার ধারণ করে। বিশেষ করে গত ২৪ আগস্ট (শনিবার) এফডিসির সামনে প্রযোজক নেতাদের নিয়ে জেনিফার ফেরদৌস নায়ক-নায়িকা ও পরিচালকদের নিয়ে ঢালাওভাবে যে ধরনের আপত্তিকর কথা বলেন তাতে নড়েনড়ে বসেছে পুরো ঢালিউড। নায়িকার বিরুদ্ধে প্রযোজক একগুচ্ছ অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে। এ নিয়ে বেশ চর্চা হয়। পরবর্তীতে সেই দ্বন্দ্বের অবসান ঘটান শিল্পী সমিতি।

 

হাওয়া:

অন্যদিকে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ লঙ্ঘনের অভিযোগে আলোচিত ‘হাওয়া’ সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে মামলা করেছিল বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গত ১৭ আগস্ট (বুধবার) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারগিস সুলতানা বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এরপর শোবিজের সবাই এ নিয়ে বেশ সরব হলে তার কিছুদিন পর বিষয়টি সমাধান হয়।

 

‘ব্যবসার পরিস্থিতি’:

জি-সিরিজে প্রকাশিত ‘ব্যবসার পরিস্থিতি’ গান গেয়ে তুমুল ভাইরাল হয়েছিলেন নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। তার গাওয়া র‌্যাপ গানটি নেট দুনিয়ায় তুমুল আলোড়ন তুলেছিল। এখনো গানটি মানুষের মুখে মুখে। গানে উঠে এসেছে একজন ব্যবসায়ীর করুণ গল্প। এ গানের মাধ্যমে রাতারাতি পরিচিত পান আলী হাসান।

 

আবু হেনা রনি:

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর (শুক্রবার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা পুলিশ লাইন্স মাঠে নাগরিক সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দ্বগ্ধ হয়েছিলেন অভিনেতা আবু হেনা রনি। টানা ২৯ দিনের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেন এই অভিনেতা।

 

সারিকা সাবরিনের দ্বিতীয় বিবাহবিচ্ছেদ:

দীর্ঘ সাত বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেছিলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী সারিকা সাবরিন। বিয়ের এক বছরের মাথায় অভিনেত্রীর কোলজুড়ে আসে কন্যাসন্তান সেহরিশ আনায়া। তবে দুজনের বনিবনা না হওয়ায় ২০১৬ সালে সারিকার ভালোবাসার সেই সংসারটি ভেঙে যায়। জীবনের একাকীত্ব ঘুচিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে দ্বিতীবারের মতো বিয়ের পিঁড়িতে বসেন সারিকা। পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়। এরপর ঘটা করে সেপ্টেম্বরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। তবে বিয়ের ৯ মাসের বিরুদ্ধে স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে মামলা করেন অভিনেত্রী। এখন বিষয়টি আদালতে রয়েছে। জানা গেছে, বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন তারা! তাদের সম্পর্ক আর জোড়া লাগার সম্ভাবনা নেই।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ঢাকাই সিনেমায় অভিনয় করতে চাইলেন নাসিরুদ্দিন শাহ

প্রকাশ: ০৯:০৯ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

‘কান চলচ্চিত্র উৎসব’ এর ৭৭তম আসরে হাজির হয়েছেন বলিউডের কিংবদন্তী অভিনেতা নাসিরুদ্দিন শাহ। উৎসবে চতুর্থ দিনে নাসিরুদ্দিন শাহ’র ‘মন্থন’ সিনেমাটি প্রদর্শিত হয়েছে ‘কান ক্লাসিকে’।

চার যুগ আগে ‘মন্থন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই তারকা। যেটি ছিল অভিনেতার ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র। গুজরাটের দুগ্ধখামারীদের ওপর কর্পোরেট আগ্রাসন ঘিরে বর্ষীয়ান নির্মাতা শ্যাম বেনেগালের ধ্রুপদি এই সিনেমাকে সম্মান জানিয়ে এই বিভাগে ঠাই দিয়েছে উৎসব কর্তৃপক্ষ।

এই শ্যাম বেনেগালই নির্মাণ করেছেন বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। যেখানে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। এই অভিনেতার অভিনয় বেশ মনে ধরেছে বলিউডের বিখ্যাত এই তারকার।

নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিক সিনেমাটি আমি দেখেছি। খুবই ভালো সিনেমা। তবে দুর্ভাগ্যজনকভাবে বলতে হয়, শ্যাম বেনেগালের সিনেমাটি ব্যাপকভাবে প্রদর্শিত হয়নি। কিন্তু আমি মনে করি, মূল চরিত্রে যিনি (শুভ) অভিনয় করেছেন তিনি দারুণ করেছেন। আমি সিনেমাটি উপভোগ করেছি। সিনেমাটি দারুণ ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং নাটকীয়।’

এ সময় বাংলাদেশে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি কখনো বাংলাদেশে সিনেমা করার অফার পাইনি। পেলে খুব খুশি হতাম। যদিও আমি দুইবার গিয়েছি সেখানে থিয়েটারে পারফর্ম করতে। কিন্তু সিনেমাটা করা হয়নি। বাংলাদেশের নির্মাতাদের জন্য আমার দরজা সব সময় খোলা।’


ঢাকা   সিনেমা   অভিনয়   নাসিরুদ্দিন শাহ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না: শাহরুখ খান

প্রকাশ: ০৭:৫১ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে এক পয়সাও নেন না বলিউডের এই বাদশাহ। ভারতের সাংবাদিক রজত শর্মার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে এসে এমনটাই জানিয়েছেন তিনি। যেই ভিডিও ইতোমধ্যেই ভাইরাল।

ভিডিওটিতে শাহরুখের কাছে প্রশ্ন রাখা হয়, ‘সিনেমায় অভিনয়ের জন্য আপনার পারিশ্রমিক কেমন?’। উত্তরে শাহরুখ বলেন, ‘আমি বিভিন্ন শো’র জন্য পারিশ্রমিক নেই, এন্ডোর্সমেন্টের জন্য নেই, লাইভ শো’র জন্য নেই। কিন্তু কখনোই সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক নেই না। গেল ২০ বছরে কোনো নির্মাতা এই কথা বলতে পারবে না যে, আমি সিনেমায় অভিনয়ের জন্য তাদের কাছে অর্থ চেয়েছি। আমি নির্মাতাদের বলি- আপনারা সিনেমায় আমাকে নিন। যদি লাভ হয় আমাকে দিয়েন। না হলে আমাকে দেওয়ার প্রয়োজন নেই।’

এমন উত্তরের পর তার কাছে জানতে চাওয়া হয়, ‘তাহলে তার আয়ের উৎস কী?’। এ সময় অভিনেতা আরও বলেন, ‘সিনেমায় অভিনয়ের জন্য আমি পারিশ্রমিক না নিলেও আমি সিনেমার বাইরে এত কাজ করি যে, তা দিয়েই আমার সংসার চলে যায়। কারণ সিনেমায় অভিনয় আমার কাছে পূজা করার মতো। এই কাজ করে আমি কখনোই পারিশ্রমিক নেই না।’


সিনেমা   অভিনয়   পারিশ্রমিক   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মারা গেছেন ডা. খোদেজা বেগম মৃধা

প্রকাশ: ০৫:৩৭ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

বিশিষ্ট ডা. খোদেজা বেগম মৃধা মৃত্যুবরণ করেছেন। গত রবিবার (১২ মে) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

প্রয়াত ডা. খোদেজা বেগম মৃধা কবি, সাহ্যিতিক ও গীতিকার জোবেদা খাতুনের জেষ্ঠ্য কন্যা ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। 

মরহুমার ভাই তবলা বাদক জাহাঙ্গীর মির্জা বাবুলের মহাখালীর নিজ বাড়িতে তার কুলখানি গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। কুলখানিতে দেশের বহু ব্যক্তিত্বদের মাঝে উপস্থিত ছিলেন মরহুমার ভাগনি আঁখি আলমগীর, কবি খোশনূর আলমগীর, ফটো সাংবাদিক মোস্তাফিজুর রহমান মিন্টু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


ডা. খোদেজা বেগম মৃধা  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ফারিণের সঙ্গে নতুন গান গাইতে আগ্রহী তাহসান

প্রকাশ: ০৫:০০ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সংগীতশিল্পী তাহসান খান গান গেয়েছিলেন। পেশাদার সংগীতশিল্পী না হয়েও তাহসানের সঙ্গে খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন ফারিণ। এরপর তা ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হয়।

ফারিণের সঙ্গে নতুন করে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তাহসান খান। শুক্রবার (১৭ মে) গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তাহসান জানান, ভালোবাসার জন্য বছরের পর বছর ধরে গান করেন তিনি।

সংগীতশিল্পী তাহসান বলেন, আমাকে এবং তাসনিয়া ফারিণকে একসঙ্গে গান করার জন্য বলা হয়েছিল এবং কবির বকুল ভাইকে ধন্যবাদ জানাই তিনি সুযোগটা করে দিয়েছিলেন। আমরা ভেবেছি নতুন গান নিয়ে আরও কাজ করবো তবে এখন না। আমাদের যখন মনে হবে গানটা প্রকাশ করার সময় হয়ে গিয়েছে ঠিক তখন আমরা কাজ করবো।

রঙে রঙে রঙিন হব গানের বিষয়ে তাহসান বলেন, মানুষ যে গান ভালোবাসে এটা তারই বহিঃপ্রকাশ। কারণ আমাকে অনেকদিন পর এবার অনেকে বলেছে, ভাই গানটা খুব ভালো লেগেছে। তবে ঈদকে কেন্দ্র করে সামনে ব্যস্ততা রয়েছে আমার নতুন গান আসবে।


ফারিণ   তাহসান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

মায়ের পৃথিবীর মঞ্চ ছাড়ার সময়ে ঢাকার মঞ্চে মোনালি

প্রকাশ: ০৩:০৪ পিএম, ১৮ মে, ২০২৪


Thumbnail

ভারতীয় সংগীতশিল্পী অভিনেত্রী মোনালি ঠাকুর। জীবন থেকে কঠিন এক শিক্ষা পেলেন তিনি। ঢাকার মঞ্চে তিনি যখন গান গাইছেন। তখন পৃথিবীর মঞ্চ ছেড়ে তার মা মিনতি ঠাকুর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। বিষয়টি জানতে পেরেও গান থামান নি এই শিল্পী। শ্রোতাদের গেয়ে শুনিয়েছেন মায়ের প্রিয় গানতুমি রবে নীরবে

চলতি বছরের এপ্রিল মাসের শেষে মোনালির মাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার দুটো কিডনিই কাজ করছিল না, ডায়ালাইসিস চলছিল। শুক্রবার (১৭ মে) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মায়ের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মোনালি লিখেছেন, ‘শেকল ছিঁড়ে গেছে, অবশেষে কষ্টের অবসান।

বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন মোনালি। তার গাওয়া উল্লেখযোগ্য গানগুলো হলো— ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘গুডনাইট’ (দিল কাবাডি), ‘খুদায়া খায়ের’ (বিল্লু), ‘গোলামাল’ (গোলমাল থ্রি) প্রভৃতি। শুধু গান নয়, বলিউডের বেশকিছু সিনেমাতে অভিনয়ও করেছেন এই গায়িকা।

এর আগে একটি কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার (১৬ মে) বাংলাদেশে এসেছিলেন মোনালি। রাজারবাগ পুলিশ লাইনসের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি অনেক আগেই ঠিক হয়ে ছিল।


মা   পৃথিবী   মোনালি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন