ইনসাইড গ্রাউন্ড

মাশরাফি না সাকিব- শেষ হাসি হাসবে কে?

প্রকাশ: ১২:০৫ পিএম, ২৪ জানুয়ারী, ২০২৩


Thumbnail

দুই টেবিল টপারের লড়াই। দুই দলই এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। ৬ ম্যাচ থেকে ৫টি করে জয়ের বিপরীতে দুই দলই হেরেছে ১টি করে ম্যাচ। ফলে পয়েন্টও সমান ১০ দুই দলের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের নবম আসরে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের সামগ্রিক পরিসংখ্যান এটি। তবে নেট রান রেটের এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে সিলেট।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে ৮ উইকেটের বড় জয় দিয়ে আসর শুরু করে সিলেট। টানা পাঁচ জিতে সবার উপরে উঠে যায় স্ট্রাইকার্স। তবে সবশেষ ম্যাচে তাদের জয়রথ থামায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের সবশেষ ৩ আসরে সিলেটের প্রাপ্তি ছিলো একরাশ হতাশা। তিনটি আসরেই টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে দলটি। তবে নতুন ফ্রাঞ্চাইজির অধীনে ঢেলে দল সাজিয়েছে সিলেট। বদলেছে নামও। সাফল্যের আশায় দলের দ্বায়িত্ব তুলে দেয়া হয়েছে বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির বিন মুর্তজার কাঁধে। দলটির হেড কোচ হিসেবে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজির সালেহ। ব্যাটিং-বোলিং কোচদের ভূমিকাতেও রয়েছেন দেশিয়রা। নেই তেমন কোন বড় নাম। তবে এতেই তড়তড়িয়ে সাফল্যের পথে ছুঁটছে দলটি।চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দলও তারাই।

ফরচুন বরিশালও এগোচ্ছে দুর্দান্ত গতিতে। বিপিএলের বর্তমান রানার্সআপ বরিশাল। গত আসরে কুমিল্লার কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকতে হয় দলটিকে। তবে এবার দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী দল গড়েছে বরিশাল। সাকিব আল হাসান-মেহদী মিরাজ-ইফতিখার আহমেদরা রয়েছেন দারুণ ছন্দে। চলতি আসরে মাঠের খেলায় এরই মধ্যে তাই শিরোপার দাবি জানিয়ে রাখছে দলটি।

বরিশালের এবারের বিপিএলে পথচলা শুরু হয়েছিলো হার দিয়ে। এই সিলেটের বিপক্ষেই টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র হারের স্বাদ পেতে হয়েছিলো দলটিকে। ৪র্থ মাচে সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটকে ১৯৫ রানের টার্গেট দিয়েছিলো বরিশাল। তবে তৌহিদ হৃদয়ের ব্যাটে ভর করে সে ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিলো সিলেট। এরপর থেকে যেন বদলে গেছে ফরচুন বরিশাল। একটির পর একটি ম্যাচ জিতে নিজেদের সাফল্যের পারদ বাড়িয়ে নিয়েছে দলটি। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।

দ্বিতীয় দফায় বিপিএলের ঢাকা পর্বের শেষ দিন আজ। মিরপুরে দিনের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই দল। যা টুর্নামেন্টের সবচেয়ে প্রতিন্দন্দ্বীতাপূর্ণ ম্যাচের তকমা পাবে সেটি বলা যায় নিশ্চিতভাবেই। সেই সাথে শিরোপার দৌড়ে থাকা দুই দলের সামনেই রয়েছে একে অন্যের থেকে এগিয়ে যাওয়ার সুযোগ। সে সুযোগ কাজে লাগাতে চাইবে দুই দলই। মাঠে দুই দলের এই লড়াইয়ের সাথে নজর থাকবে দুই দলের অধিনায়কের উপরও। এটি যে বাংলাদেশের দুই সেরা ক্রিকেটার ও দলপতির লড়াইও। একদিকে মাশরাফি বিন মুর্তজা, অন্যদিকে সাকিব আল হাসান- এই দুই সেরার লড়াইয়ে শেষ হাসি হাসবে কে? তা জানতে অপেক্ষায় সকলে।


বিপিএল   সিলেট স্ট্রাইকার্স   ফরচুন বরিশাল   মিরপুর  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

টি-২০ বিশ্বকাপেও ফিক্সিংয়ের অভিযোগ

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ১৮ জুন, ২০২৪


Thumbnail

টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাঠের লড়াই চলমান। দীর্ঘ ১৬ দিন যাবত উত্তাপ ছড়াল সুপার এইটের লড়াই। এরই মধ্যে গ্রুপ পর্ব পেরিয়ে সেরা আট নিশ্চিত হয়েছে।

তবে এরই মাঝে বিশ্বকাপে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে কেনিয়ার সাবেক এক ক্রিকেটারের বিরুদ্ধে।  যদিও আইসিসির তৎপরতায় অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জল বেশি দূর গড়ায়নি বলে জানিয়েছে ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা পিটিআই।

পিটিআইয়ের বরাত দিয়ে একই সংবাদ দিয়েছে ভারতের প্রায় সব সংবাদমাধ্যম। সংবাদ সংস্থাটির পাওয়া তথ্যমতে– গায়ানায় অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বের একটি ম্যাচে এমন ঘটনা ঘটানোর চেষ্টা চলেছে। ভিন্ন ভিন্ন ফোন নম্বর থেকে কেনিয়ার সাবেক এক বোলার যোগাযোগের চেষ্টা করেন উগান্ডার এক ক্রিকেটারের সঙ্গে। যা তাৎক্ষণিকভাবেই উগান্ডার পক্ষ থেকে আইসিসির দুর্নীতিবিরোধী বিভাগকে অবহিত করলে তারা পদক্ষেপ নেয়।

বলে রাখা ভালো, ফিক্সিংয়ের প্রস্তাব এলে আইসিসিকে না জানানোও অপরাধের শামিল বলে ধরা হয়। এমন ঘটনায় এর আগে বেশ কয়েকজন ক্রিকেটার নিষিদ্ধও হয়েছিলেন, সেই তালিকায় আছে বাংলাদেশের সাকিব আল হাসানের নাম–ও। সাবেক এই টাইগার অধিনায়ক ম্যাচ গড়াপেটার ফাঁদে পা না দিলেও, আইসিসিকে না জানানোয় দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যদিও পরে সেটি নেমে আসে এক বছরে।

এদিকে, পিটিআইকে একটি সূত্র জানিয়েছে, ‘উগান্ডার ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য লক্ষ্য বানানো হয়েছে, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সাধারণত সহযোগী দেশগুলোই পরাশক্তিদের তুলনায় এক্ষেত্রে সহজ লক্ষ্য। কিন্তু এটা ভালো বিষয় যে, তারা দ্রুত আইসিসির সঙ্গে যোগাযোগ করেছে। ফলে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া গেছে।’ তবে কোন ক্রিকেটারকে প্রস্তাব দেওয়া হয়েছিল ও অভিযুক্তের নাম প্রকাশ করেনি আইসিসি।

আরেকটি সূত্র জানিয়েছে, ‘ক্রিকেটারদের সব সময়ই এ ধরনের পরিস্থিতিতে পড়তে হয়, বিশেষত ছোট দলগুলোই বেশি শিকার হয় এই ঘটনায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ইভেন্টে এ চেষ্টা আরও বেশি হয়ে থাকে, সে কারণে এরকম কোনো ইঙ্গিত পেলেই জানাতে হয় আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে (আকু)। তারপর তারা যথাযথ প্রক্রিয়া মেনে তদন্ত ও এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।’ একইভাবে কেউ যদি ওই ঘটনায় জড়িত না সত্ত্বেও আইসিসিকে না জানায়, তথ্য গোপনের অপরাধে তাকেও শাস্তি পেতে হবে।

এবার ইতিহাস তৈরি করে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল উগান্ডা। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে তারা জিম্বাবুয়ের মতো দেশকে বিদায় করে দিয়ে তারা পা রাখে বিশ্বকাপে। এরপর প্রথমবারের ম্যাচ জয়ের ইতিহাসও গড়ে উগান্ডা, গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে তারা ৩ উইকেটে হারায়। যদিও বাকি তিনটি ম্যাচই হেরেছে। এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বনিম্ন রানের রেকর্ডও সঙ্গী হয়েছে তাদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ এবং নিউজিল্যান্ডের বিপক্ষে তারা অলআউট হয় মাত্র ৪০ রানে। দুটিই টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড।

উল্লেখ্য, আজই (মঙ্গলবার) শেষ হলো চলতি বিশ্বকাপের গ্রুপপর্ব। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার এইটের খেলা। যেখানে এক নম্বর গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। এ ছাড়া দুই নম্বর গ্রুপে অবস্থান দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের।


ফিক্সিং   ক্রিকেট   বাংলাদেশ   কেনিয়া  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

চলে গেলেন বিসিবি কোচ জাফরুল

প্রকাশ: ০৮:০৩ পিএম, ১৮ জুন, ২০২৪


Thumbnail

সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার আশা ছিল তার, কিন্তু সেটি আর হলো না। অবশেষে দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্লাড ক্যান্সারের সাথে লড়াই করে হার মানলেন। চলে গেলেন না ফেরার দেশে।

বলছিলাম বিসিবির সিনিয়র হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ জাফরুল এহসানের কথা। ২০২২ সালের ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার (এএমএল) সঙ্গে লড়াই করে আজ মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তার মেয়ে লামিসা তাহসিন কায়নাত। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০।

জাফরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে বিসিবি জাফরুল এহসানের কোচিং ক্যারিয়ারের বিস্তারিত তুলে ধরে।

গত সেপ্টেম্বর থেকে পুরোপুরি কাজের বাইরে ছিলেন তিনি। চিকিৎসা করাতে গিয়েছিলেন ভারতের চেন্নাইয়েও। সেখানে নানা জটিলতার সৃষ্টি হওয়ায় দুই মাস পর ফিরে আসেন। এরপর ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সোমবার রাতে শরীরের পরিস্থিতি খারাপ হলে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখান থেকে আর ফেরা হয়নি।

২০০৬ সালে বিসিবির সঙ্গে যুক্ত হন জাফরুল। এরপর থেকে ক্রিকেট বোর্ডের বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন তিনি। হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত। এর আগে ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন জাফরুল। তারও আগে জাতীয় নারী দলের প্রধান কোচ ছিলেন ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত। জাফরুল কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবেও।

২০১৫ সালে ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভিভিয়ান পল টেরি পুনরায় বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট গঠন করেন। এহসান দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন।

লেভেল ৩ সার্টিফাইড কোচ জাফরুল এহসান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ভিন্ন ভিন্ন পর্যায়ে কোচিং স্টাফে যুক্ত ছিলেন। ২০১৭ বিপিএলে সিলেট সিক্সার্সের প্রধান কোলন করেছেন।


বিসিবি   জাফরুল এহসান   কোচ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

বাবা হলেন মোহাম্মদ সাইফউদ্দিন

প্রকাশ: ০৭:৫২ পিএম, ১৮ জুন, ২০২৪


Thumbnail

বাংলাদেশ ক্রিকেটের তরুণ অলরাউন্ডার সাইফউদ্দিন। চলমান টি-২০ বিশ্বকাপের পূর্বে ইনজুরি কাটিয়ে ফিরেছিলেন দলে। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সের দিক বিবেচনায় তাকে রাখা হয়নি বিশ্বকাপ স্কোয়াডে। যার জন্য দেশেই রয়েছেন তিনি।

গতকাল বাংলাদেশে পালিত হয়েছে ঈদুল আজহা। আর এই উৎসবের দিনে আনন্দ দ্বিগুণ হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনের। এই পেস বোলিং অলরাউন্ডার প্রথমবারের মতো বাবা হয়েছেন। কন্যা সন্তানের আগমনের খবর নিজেই জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার (১৭ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন সাইফউদ্দিন। স্ট্যাটাসে মেয়ের ছবি প্রকাশ করে সাইফউদ্দিন লেখেন, ‘আসসালামু আলাইকুম...আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে, সবাই দোয়া করবেন।’

২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। পরিবারের পছন্দেই সেসময় সাইফউদ্দিন বিয়ের পিঁড়িতে বসেন। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি।

এদিকে মাঠের ক্রিকেটে সময়টা খুব একটা ভালো কাটছে না সাইফউদ্দিনের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে লম্বা সময় পর মাঠে ফিরেছিলেন। তবে বিশ্বকাপ দলে জায়গা পাননি তিনি।


মোহাম্মদ সাইফউদ্দিন   ক্রিকেট   বাংলাদেশ  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

অবশেষে সত্যি হচ্ছে গুঞ্জন, ভারতের কোচ হচ্ছেন গম্ভীর!

প্রকাশ: ০৬:২৮ পিএম, ১৮ জুন, ২০২৪


Thumbnail

ভারতের ২০০৭ এর টি-২০ বিশ্বকাপ ফাইনালের নায়ক কে? এমন প্রশ্নের উত্তরে অনেকের মনে অনেকরকম উত্তর আসতে পারে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, যুবরাজ সিংদের মতো কিংবদন্তিদের নাম নিতে পারেন অনেকেই। কিন্তু সেই ফাইনালের আসল নায়ক ছিলেন গৌতম গম্ভীর। যার ব্যাট থেকে এসেছিল মহাগুরুত্বপূর্ণ ৭৫ রান। গম্ভীরের এমন পারফরম্যান্সের উপর ভর করে সেবার শিরোপা ঘরে তুলেছিল ভারত।

শুধু সেই বিশ্বকাপই নয়, ২০১১ ক্রিকেট বিশ্বকাপেও ভারতের জয়ে অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। সেই সাথে ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জেতার জন্য কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব দিয়েছিলেন গম্ভীর। আর সর্বশেষ আইপিএলের ১৭তম আসরে যেবার তৃতীয় শিরোপা ঘরে তুলল কলকাতা, সেবার ছিলেন কোচের দায়িত্বে।

জীবনে অর্জনের ঝুলিতে গম্ভীরের রয়েছে অনেক কিছু। তবে এর মধ্যে আরেক অর্জনের দিকে ছুঁটছেন তিনি। আর সেটি হচ্ছে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচ। আর এই দৌঁড়ে বেশ ভালো অবস্থানে আছেন তিনি। কারণ ভারতীয় জাতীয় ক্রিকেট দলের কোচের পদে একমাত্র আবেদনকারী গৌতম গম্ভীর।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে মঙ্গলবার (১৮ জুন) তার সাক্ষাৎকার নিবে ক্রিকেট উপদেষ্টা কমিটি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হবে বর্তমান কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ।

ভারতীয় গণমাধ্যমের দাবি একক প্রার্থী হওয়ায় ভারতের সাবেক ক্রিকেটারই হতে পারেন রোহিত কোহলিদের পরবর্তী কোচ। এর আগে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ছিলেন তিনি।

মেন্টরশিপে কয়েকদিন আগে শেষ হওয়া আইপিএলের ১৭তম আসরে শিরোপা যেতে কেকেআর। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) উপদেষ্টা কমিটিতে থাকা অশোক মলহোত্র, যতীন পারাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক গম্ভীরের সাক্ষাৎকার নেবেন।

মঙ্গলবারই এই সাক্ষাৎকার নেওয়া হবে বলে জানিয়েছে বিসিসিআইয়ের এক সূত্র, ‘প্রধান কোচ এবং একজন নির্বাচক নেওয়ার জন্য সাক্ষাৎকার নেওয়া হবে। উপদেষ্টা কমিটি নিজেদের সিদ্ধান্ত জানানোর পর বোর্ডের তরফে ঘোষণা করা হবে কোচ এবং নির্বাচকের নাম।’

এর আগে অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি রিকি পন্টিং এবং জাস্টিন ল্যাঙ্গার বলেছিলেন, তারা ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাবে রাজি হননি। যদিও বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয় ভারত জাতীয় দলের কোচ হওয়ার জন্য কোনো অস্ট্রেলিয়ানকে প্রস্তাব দেওয়া হয়নি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, আমি বা বোর্ডের কেউ কোনো অস্ট্রেলীয় ক্রিকেটারকে কোচ হওয়ার জন্য প্রস্তাব দিইনি।’

আইপিএলের ১৭তম আসর চলাকালে ভারতের কোচের পদের অন্য আবেদনপত্র আহবান করে বিসিসিআই। গত ২৭ মে ছিল আবেদন করার শেষ দিন। সেই সময় কেকেআরের দায়িত্ব সামলাচ্ছিলেন গম্ভীর।

কয়েকদিন আছে দুবাইয়ের এক অনুষ্ঠানে গম্ভীর বলেছিলেন, ‘ভারতীয় দলের কোচ হতে পারলে ভালো লাগবে। দেশের কোচ হওয়ার থেকে বড় গর্বের কিছু হয় না। কোচ হলে ১৪০ কোটি ভারতীয়ের প্রতিনিধি হওয়া যায়।’ এখন সবকিছু ঠিক থাকলে, রাহুল দ্রাবিড়ের পর ভারতের প্রধান কোচের দায়িত্ব পাবেন গৌতম গম্ভীরই।


গৌতম গম্ভীর   ভারত   ক্রিকেট  


মন্তব্য করুন


ইনসাইড গ্রাউন্ড

‘নাম নয়, পারফরম্যান্স দিয়েই দলে রোনালদো’

প্রকাশ: ০৫:৪১ পিএম, ১৮ জুন, ২০২৪


Thumbnail

এইতো কিছুদিন আগের কথা, কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে পর্তুগাল দল যখন মাঠে খেলছে, তখন দলটির মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো বেঞ্চে বসে দলের ছিটকে যাওয়া দেখছেন। শুধু তাই নয়, বর্তমানে পর্তুগাল দলে প্রতিভার যে ছড়াছড়ি, তাতে কেউ কেউ প্রায়ই সুর তোলেন দলে রোনালদোর গুরুত্ব নিয়ে। তবে ইউরো শুরুর পূর্বেই আয়ারল্যান্ডের সাথে শেষ প্রস্তুতি ম্যাচেও জোড়া গোল করে বিশ্ব ফুটবলের এই মহাতারকা জানান দেন যে তিনি ফুরিয়ে যাননি।

বয়স ৩৯ হলেও আল নাসর তারকা একের পর এক চোখ ধাঁধানো পারফরম্যান্স করে চলেছেন। কিন্তু ক্লাবে রোনালদোর আধিপত্য থাকলেও সাম্প্রতিক সময়ে জাতীয় দলে যেন কিছুটা উপেক্ষিত মনে হয়েছিল তাকে। কিন্তু চলতি ইউরো কাপের মধ্য দিয়ে আবারও তিনি ফিরেছেন নিজস্ব আঙ্গিকে।

আর তাইতো নাম দেখে নয়, পারফরম্যান্সের উপর ভর করেই দলে রাখা হয়েছে রোনালদো। এমনটাই জানিয়েছেন দলটির কোচ রবের্তো মার্তিনেজ। তিনি বলেন, “কেউই নামের কারণে জাতীয় দলে সুযোগ পায়নি, পারফরম্যান্স করেছে বলেই সুযোগ মিলেছে। রোনালদো আমাদের জন্য গোলস্কোরার। সে এমন একজন যে তার মুভমেন্ট দিয়ে ডিফেন্ডারদের ব্যস্ত রাখতে পারে, আর আমাদের জন্য জায়গা তৈরি করে দেয়। সে তার খেলার ধরণ চেইন্জ করেছে। জাতীয় দলে তার গোল সংখ্যাই তাকে ডিফেন্ড করার জন্য যথেষ্ট।”

ইউরোতে এবার ফেভারিট হিসেবেই খেলতে যাবে পর্তুগাল। তবে সব ছাপিয়ে মূল আলোচনা রোনালদোকে নিয়ে। পর্তুগাল অধিনায়ক নিয়মিত দলটির একাদশে থাকবেন কিনা, সেদিকেই নজর সবার। আলোচনাটা আসছে গত বিশ্বকাপের কারণেই। সেবার আগের কোচের অধীনে আসর শেষের দিকে একাদশে জায়গা হারান সাবেক রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

তবে মার্তিনেজ শুরু থেকেই পরিকল্পনায় রাখছেন রোনালদোকে। চেকি রিপাবলিকের বিপক্ষে ম্যাচের আগে আরও একবার শিষ্যর প্রশংসা করেন তিনি। আর শুধু গোলই নয়, রোনালদোর অভিজ্ঞতাই দলের কাজে আসবে বলেও মানছেন মার্তিনেজ। তিনি আরও বলেন, “ক্রিস্টিয়ানো একমাত্র খেলোয়াড় যিনি পাঁচটা ইউরোতে খেলেছেন এবং তিনি এখন ছয় নম্বরটিও খেলবেন। তার অভিজ্ঞতা ড্রেসিংরুমে বেশ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে আমাদের কঠিন সময় পার করতে হতে পারে, দেখার বিষয় আমরা সেটা করতে পারি কিনা।”

এবার সহ রেকর্ড টানা ছয়টি ইউরো খেলতে যাওয়া রোনালদো শেষ পাঁচ ইউরোতেই গোলের দেখা পেয়েছেন। এই আসরে গোল করতে পারলে সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়বেন রোনালদো।

পর্তুগিজ অধিনায়কের থাকাটাকে সতীর্থ রুবেন দিয়াস দারুণ ব্যাপারই মানছেন। “তাকে আমাদের সাথে পেয়ে আনন্দিত। এই বয়সেও সে দলের সাথে থাকার জন্য সেরাটাই দিয়ে যাচ্ছে। সে শেষ মূহর্ত পর্যন্ত আমাদের সাথেই থাকবে। সবচেয়ে বড় ব্যাপার সে আমাদের অধিনায়ক।”


ক্রিস্টিয়ানো রোনালদো   পর্তুগাল  


মন্তব্য করুন


বিজ্ঞাপন