কালার ইনসাইড

বইমেলায় তারকাদের যত বই

প্রকাশ: ১০:০১ এএম, ০২ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail

অবশেষে করোনা মাহামারির প্রকোপ কাটিয়ে শনিবার থেকে শুরু হল অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে মো মো করছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান। প্রতিবছরই মেলায় খ্যাতিমান ও তরুণ লেখকদের বই প্রকাশের পাশাপাশি শোবিজ তারকাদের লেখা বইও প্রকাশিত হয়। এ বছরও এর ব্যত্বয় হয়নি; আসছে বেশ কয়েকজন তারকার বই।

আবুল হায়াতের ‘রঞ্জিত গোধূলি’

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী আবুল হায়াত এবারের বইমেলায় নিয়ে আসছেন উপন্যাস ‘রঞ্জিত গোধূলি’। প্রিয় বাংলা প্রকাশনী থেকে প্রকাশ হচ্ছে উপন্যাসটি। বইটি প্রসঙ্গে তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, ‘রঞ্জিত গোধূলি’ বইটি আমার অনেক প্রিয়। অন্য বইগুলো প্রিয় নয় এমনটা বলছি না তবে এটার প্রতি আলাদা টান আছে। কি লিখেছি সেটা পাঠক পড়লেই বুঝতে পারবে।

জীবনের সারল্যতাকে নিয়ে চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ লিখছেন তার আত্মজীবনী নিয়ে ‘একজন সিনেমাওয়ালা’শিরোনামের বই। বইটি প্রসঙ্গে এই গুণী নির্মাতা বলেন, আমার জীবনের সারল্যতাকে নিয়েই এই বই। জীবনের এবং চলচ্চিত্রের উল্লেখযোগ্য ঘটনা আমি সেখানে তুলে ধরার চেষ্টা করেছি। মুক্তিযুদ্ধের অনেক ঘটনাও পাবে পাঠকেরা।

সিনেমার মানুষ হয়ে বই লিখার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, বই আর স্ক্রিপ্ট কিন্তু ভিন্ন জিনিস। দুইটা দুই ধাচের। সিনেমার স্ক্রিপ্ট সত্য মিথ্যা দিয়ে লিখা হয়, কারণ সেটা বিনোদনের মাধ্যম। আর বইও একটা বিনোদন মাধ্যম তবে পাথর্ক্য হল বইটা সত্য। যা ঘটেছে তাই লিখেছি। সাবলীলভাবে নিজের জীবনের নানা ঘটনা সেখানে লেখা আছে। আমার অনেক ভক্ত আছে যারা আমাকে নিয়ে জানতে চাইবে। তাদের উদ্দেশ্যে বইটি লেখা।

আইয়ুব বাচ্চুর জীবনী নিয়ে জয় শাহরিয়ার লিখেছেন ‘রূপালী গিটার’। প্রয়াত ব্যান্ড তারকার এত তথ্য কিভাবে সংগ্রহ করেছেন প্রশ্নে জয় শাহরিয়ার বলেন, আইয়ুব বাচ্চুর জীবনী নিয়ে লেখা এই বইটির সব তথ্য সংগ্রহ করেছি উনার কাছের মানুষদের থেকে। উনার সঙ্গে যারা কাজ করেছেন, আইয়ুব বাচ্চু ফাউন্ডেসনের তরফ থেকে একটা বায়োগ্রাফি দেয়া হয়েছে সেখানে কিছু তথ্য পেয়েছি। এই বইয়ে বাচ্চু ভাই’র একটা সাক্ষাৎকার এবং ৬০০ গানের তালিকা আছে। সাক্ষাৎকারটি আসিফ রঞ্জন ভাইয়ের নেয়া। সেটা অপ্রকাশিত ছিল। আমি উনার অনুমতি নিয়ে সেটা বইয়ে সংযুক্ত করেছি। নিলু আমান এবং হক ফারুকের ‘বাংলা রক মেটাল থেকে কিছু তথ্য নিয়ে সম্পাদনা করেছি। এর বাইরে যেসব লিখা আছে তাদের প্রত্যেকের সাক্ষাৎকার নিয়েছি এবং অনেকে ঘটনার বিবরণী লিখেও দিয়েছেন। বইটিতে ৯ টা স্মৃতি কথন ১ টা এলআরবি প্রোফাইল ১ টা আইয়ুব বাচ্চুর বিশাল সাক্ষাৎকার। তার ৬০০ গানের তালিকা, অ্যালবামের নাম, প্রকাশ কাল, সর্বশেষ বাচ্চু ভাইয়ের এবং এলআরবি’র একক অ্যালবামের কাভারগুলো চার রঙয়ে ছাপা আছে।

গায়ক-ড্রামার পান্থ কানাই লিখেছেন নিজের আত্মজীবনী বই ‘আমি মুক্তি চেয়েছিলাম’। পান্থ কানাই বলেন, সত্যি বলতে আমি কোনো লেখক না। উচ্চ শিক্ষিত কেউ নই বা সাহিত্য-কবিতা কখনো লিখি নি। তো যখন আমার ৫০ বছর পার হল তখন ভাবলাম আমার জীবনের অনেক স্মৃতি যেগুলো হয়তো আমি ভুলে যাব। শৈশব থেকে এ পর্যন্ত যেভাবে আমি বেচে আছি সেটা, প্রেম করেছি সেগুলোই লিখেছি বইয়ে। আর বইটা লিখার পর ভাবলাম সবার কাছে আমার জীবনী পৌছে যাক তারপর এটা প্রকাশ করা। এরপর যদি আরো বিশ বছর বেঁচে থাকি সেটাও লিখব এরপরের বইয়ে। প্রতিটি পাতায় পাঠক রোমাঞ্চিত হবে। বইটি প্রকাশ করবে কিংবদন্তি পাবলিকেশন্স।

অভিনেত্রী অশনা হাবীব ভাবনা এবার দুটি বই লিখেছেন। একটি কবিতার অন্যটি উপন্যাস। বই দুটি প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, আমার ‘কাজের মেয়ে’ বইটি লিখা এখনো শেষ হয়নি। শেষের দিকে আসার সম্ভাবনা আছে আবার বই মেলার পরেও আসতে পারে। পাঠকরা সেটা অনলাইনে নিতে পারবে। তবে এক সপ্তাহ পর বই মেলায় আমার একটা কবিতার বই আসবে। বইটির নাম ‘ডানপন্থী কবিতারা’। মিজান পাবলিশার্সে পাঠক বইটি পাবে। কবিতাগুলো একেকটা একেক ধরনের। নায়িকা এবং লেখিকা দুটি পেশা এক সঙ্গে কিভাবে ব্যালেন্স করেন প্রশ্নে ভাবনা বলেন, আমার মনে হয় মানুষ চাইলে সব কিছু করা সম্ভব। আর আমি নায়িকা হওয়ার আগে লেখালেখির সঙ্গে জড়িত। আমার লেখতে ভাল লাগে। আমি যাপিত জীবনে যে কথা বলতে পারি না সেগুলো আমার গল্পে, কবিতার মাধ্যমে বইয়ে লিখি।

তার লেখা অষ্টম বই প্রসঙ্গে তিনি বলেন, ২০১৬ সাল থেকে আমি লেখালেখি করি। আমি মূলত নারীর মনস্তত্ব বেশি লেখি। সেটা আমার আগের উপন্যাস বা কাব্যগ্রন্থ গুলোতেও উঠে এসেছে। বিবাহ বিচ্ছেদ খুব সংক্রামক হয়ে গেছে সমাজ ব্যবস্থায়। সেই জায়গায় একজন বিবাহ বিচ্ছেদ নারী তার বিচ্ছেদ পরবর্তী সময়ে আশেপাশের পরিবেশ কিভাবে তাকে আগের স্মৃতি মনে করিয়ে দেয় এবং যে বিষাদের মধ্যে দিয়ে যায় এই গল্পটাই আমার এবারের উপন্যাস ‘প্রেমতান্ত্রিক পৃথিবীর স্বপ্ন থেকে বিচ্যুত হওয়ার আগে’ তে উঠে এসেছে।

এছাড়া বই মেলায় আরো শোভা পাবে লাক্স তারকা মডেল ও অভিনেত্রী শানারেই দেবী শানুর লেখা কবিতার বই ‘ভালোবাসার এপার ওপার’। এটি প্রকাশ করবে আজব প্রকাশনী। বাতিঘর থেকে প্রকাশ পাবে তার থ্রিলার উপন্যাস ‘তক্ষক’। ‘ঘুড়ি’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসানের উপন্যাস ‘মরাতাই’ প্রকাশ করবে অন্যপ্রকাশ প্রকাশনী।

চিত্রনায়িকা সিবা আলী খানের লেখা প্রথম বই প্রকাশ পাচ্ছে এবারের বইমেলায়। এর নাম ‘আত্মা’। সাতটি ভৌতিক ধরানার ছোট গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে এই বইটি। এটি প্রকাশ করবে ‘অন্বেষা প্রকাশন’। ‘অ্যাশেজ’ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান আসছেন কবিতার বই নিয়ে। নাম ‘নিকটবর্তী ব্যবধান’। ইউ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটিতে থাকছে ৫০টি কবিতা। নির্মাতা অনিমেষ আইচ লিখেছেন ‘এক বোতল অন্ধকার’ নামের উপন্যাস। বইটি প্রকাশ করছে কিংবদন্তি পাবলিকেশন্স।

অভিনেতা ও নির্মাতা শামীম জামান লিখেছেন তার প্রথম উপন্যাস ‘কাফনের কথা’।এই অভিনেতার লিখা প্রথম বইটি প্রকাশ করবে কিংবদন্তি প্রকাশনী। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা-পরিচালক তৌকীর আহমেদের বইও আসছে মেলায়।



মন্তব্য করুন


কালার ইনসাইড

ভারতের সবচেয়ে ধনী নায়িকা কে, কত তাঁর সম্পত্তির পরিমাণ

প্রকাশ: ১০:৫২ এএম, ১৪ মে, ২০২৪


Thumbnail

বলিউড কিংবা সাউথ ইন্ডাস্ট্রির নায়িকাদের কি সম্পত্তি আছে তা জানার আগ্রহ সবারই আছে। কারণ এই সব নায়িকাদের বিলাশবহুল জীবন-যাপন সবাইকেই আশ্চর্যন্বিত করে। ভারতের দক্ষিণী চলচিত্রের নয়নতারার কথায় ধরা যাক, তার নিজের প্লেন রয়েছে। তাই অনেকে ভাবেন তিনি বোধহয় ভারতের সবচেয়ে ধনী নায়িকা। আবার কারও কারও ধারণা আলিয়া বা দীপিকাই সবচেয়ে ধনী।

কিন্তু সাধারণ মানুষের এই ধারণা সম্পূর্ণ ভুল। ভারতের সর্বোচ্চ ধনী নায়িকার মুকুট এখনো সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দখলে। সাবেক এই বিশ্বসুন্দরীর মোট সম্পত্তির পরিমাণ ৭৭৬ কোটি রুপি।

সম্প্রতি ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। প্রতিবেদনে উল্লেখ আছে, ভারতের সবচেয়ে ধনী নায়িকা বচ্চন পরিবারের এই বৌমাই। তার সম্পদের পরিমাণ ৭৭৬ কোটি রুপি। প্রতি বছর শুধু মাত্র ব্র্যান্ড এনডরসমেন্ট থেকে ঐশ্বর্যর আয় হয় ৮০-৯০ কোটি। একদিনের কোন- ইভেন্টের জন্য তিনি নিয়ে থাকেন - কোটি।

তালিকার দুই নম্বরে আছেন প্রিয়াঙ্কা চোপড়া। তার মোট সম্পদের পরিমাণ ৬২০ কোটি রুপি। ভারতের ধনী নায়িকাদের তালিকায় তৃতীয় অবস্থানে আছেন আলিয়া ভাট। তার মোট সম্পদ ৫১৭ কোটি রুপি।

এই তালিকায় কারিনা কাপুর খান আছেন চতুর্থ স্থানে। তার মোট সম্পদের পরিমাণ ৪৮৫ কোটি রুপি। এরপরের অবস্থানটি দীপিকা পাডুকোনের। এই অভিনেত্রী ৩১৪ কোটি রুপির মালিক।

এছাড়াও আনুশকা শর্মা (তার মোট সম্পত্তি ২৫৫ কোটি), মাধুরী দীক্ষিত নেনে (তার মোট সম্পত্তি ২৪৮ কোটির), কাজল (তার মোট সম্পত্তি ২৪০কোটির), ক্যাটরিনা কাইফ (তার মোট সম্পত্তি ২২৪ কোটির), শিল্পা শেঠি (তার মোট সম্পত্তি ১৫৮ কোটির), নয়নতারা (তার মোট সম্পত্তি ২০০ কোটির) রানি মুখার্জি (তার মোট সম্পত্তি ২০০কোটির)


ধনী নায়িকা   ঐশ্বরিয়া   সম্পত্তি  


মন্তব্য করুন


কালার ইনসাইড

প্রেম করলে শরীর ও মন ভালো থাকে : অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী

প্রকাশ: ০৪:০৬ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ‘কাজলরেখা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীর। প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। রাজ-মন্দিরার নতুন এই জুটি দর্শকরাও পছন্দ করেছে।

তারই রেশ ধরে এই জুটির প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। বিশেষ করে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে শরিফুল রাজের সংসার ভাঙার পরে তাদের প্রেমের গুঞ্জনে নতুন বাতাস লেগেছে। বিষয়টি নিয়ে একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন মন্দিরা।

যেখানে তিনি জানিয়েছেন, ব্যক্তিজীবনে প্রেমের সম্পর্কে আছেন। তবে কার সঙ্গে প্রেম করছেন সেটা ফাঁস করতে চান না। একইসঙ্গে এই অভিনেত্রী মনে করেন, প্রত্যেকের জীবনেই প্রেম থাকা উচিত।

মন্দিরা বলেন, ‘আমার মনে হয় প্রত্যেক মানুষের জীবনে প্রেম থাকা জরুরি। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে। প্রেম ছাড়া একজন মানুষ ভাল থাকতে পারে না। বাস্তব জীবনে আমারও প্রেম আছে। তবে এখন প্রেম করলেও বিয়ে করার ইচ্ছা নেই। বিয়ে করার জন্য পরিবার থেকেও চাপ নেই। তাই কাজেই পুরো মনোযোগ দিচ্ছি।’

এসময় রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘রাজ আমার অনেক ভালো বন্ধু। বন্ধু থেকে প্রেমিক অনেকেরই জীবনে হয়। তবে আমার জীবনে এমনটা হবে না। সে আমার ভালো বন্ধুই থাকবে।’

 

 


মন্দিরা চক্রবর্তী   শরিফুল রাজ  


মন্তব্য করুন


কালার ইনসাইড

ছেলে আরিয়ানের নির্দেশনায় ওয়েব সিরিজে শাহরুখ খান

প্রকাশ: ০১:২৬ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

বলিউড বাদশাহ শাহরুখ খান। বি-টাউনের বাঘাবাঘা নির্মাতা তাকে নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন। এবার শাহরুখ একদমই নতুন নির্মাতার সঙ্গে কাজ করতে যাচ্ছেন। ছেলে আরিয়ান খানের নির্দেশনায় ওটিটিতে দেখা যাবে তাকে।

অভিনয়ের থেকে আরিয়ান খানকে পরিচালনাই বেশি টানে। এ কথা আগেই জানিয়েছিলেন শাহরুখ পুত্র। বাবাকে নিয়ে এরই মধ্যে তিনি বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এবার আর বিজ্ঞাপনে নয়। শাহরুখকে দেখা যাবে আরিয়ানের পরিচালনায় ওয়েব সিরিজে, যা হতে যাচ্ছে তার প্রথম ওয়েব সিরিজ।

গণমাধ্যমটির সূত্রমতে, সিরিজটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন এডিটিংয়ের পালা। সিরিজে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখকে। সিরিজের নাম স্টারডম। শাহরুখের চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি।

আরিয়ান খান তার প্রথম সিরিজের জন্য বেশ কয়েকবার খবরে উঠে এসেছেন। সম্প্রতি ববি দেওলও তার প্রোজেক্টে এন্ট্রি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। জানা গিয়েছে, এ সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ববিকে। তার একটি অভিনব ভূমিকাও থাকবে। যেটি একজন সাধারণ মানুষ যা ভাবেন, তার থেকে একেবারেই আলাদা।


আরিয়ান   ওটিটি   শাহরুখ খান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

দর্শকের জন্যই বারবার ফিরে আসি: অভিনেত্রী রিচি

প্রকাশ: ০১:১৪ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

অভিনেত্রী রিচি সোলায়মান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা তিনি। এখন সংসার-সন্তান নিয়েই তার ব্যস্ততা। তবে সুযোগ পেলেই ফিরে আসেন দেশে। সময় কাটান সহকর্মীদের সঙ্গে। সম্প্রতি মা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত হন রিচি।

মা দিবস নিয়ে শুরুতেই রিচি বলেন, ‘বিশ্ব মা দিবস উপলক্ষে পৃথিবীর সব মাকে আমার ভালোবাসা ও শ্রদ্ধা। তাদের জন্যই আজ পৃথিবী এত সুন্দর। প্রতিটি সন্তানের সফলতার পেছনেই মায়েদের অবদান রয়েছে। তাই এমন একটি দিনে আমার মাকেও আমার কাজের জন্য সম্মানিত করা হয়েছে। যার জন্য আমি গর্বিত।’

অনেকদিন ধরেই রিচির নতুন কোনো কাজ নেই। তবে ভালো কাজ হলে অবশ্যই তা করবেন তিনি। এমনটা জানিয়ে রিচি আরও বলেন, ‘ভালো গল্প হলে অবশ্যই কাজ করব। আমার পছন্দ হলেই আমি কাজ করি, যা আগেও বলেছি। কারণ দেশের মানুষ আমাকে অভিনয়ের মাধ্যমে চেনে। দূরে থাকলেও দর্শকের সঙ্গে আমার আত্মার একটি যোগাযোগ রয়েছে। সে কারণেই সুযোগ পেলে দেশের দর্শকের জন্য বারবার ফিরে আসি আমি।’

রিচি সোলায়মান নব্বই দশক থেকে একাধারে বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করে দেশ ও দেশের বাইরে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। সব মিলিয়ে ২০টির মতো নাটকে অভিনয় করেছেন তিনি। ২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেকুর রহমানকে বিয়ে করেন রিচি সোলায়মান। এরপর থেকেই সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।


অভিনেত্রী   রিচি   সোলায়মান  


মন্তব্য করুন


কালার ইনসাইড

তারকাদের সঙ্গে ছবি তুলেই লক্ষ রুপি আয় ওরির

প্রকাশ: ১২:৩৮ পিএম, ১৩ মে, ২০২৪


Thumbnail

মাত্র দু’বছরের মধ্যে বলিপাড়ার তারকাদের ‘নয়নের মণি’ হয়ে উঠেছেন ওরহান অবত্রমানি ওরফে ওরি। জাহ্নবী কাপুর, সুহানা খান থেকে সারা আলি খান, অনন্যা পাণ্ডে, এমনকি দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের মতো তারকাদের পাশেও দেখা গেছে ওরিকে।

তিনি ছবিতে অভিনয় করেন না। শুধু ছবি তোলেন। তার সঙ্গে ছবি নেই, ভারতে এমন তারকা খুঁজে পাওয়াই দুষ্কর!  তারকাদের সঙ্গে ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ রুপি উপার্জন করেন তিনি! সেই অর্থের অঙ্কটা নাকি দৈনিক ২০-৩০ লাখ আবার কখনও কখনও ৫০ লাখ ছোঁয়।

বলিপাড়ার যেকোনও পার্টি হোক, কিংবা বিয়েবাড়ি অথবা জন্মদিন, ওরি ছাড়া যেন অনুষ্ঠান অসম্পূর্ণ। নেটপাড়ায় তিনি পরিচত মুখ। তার নিত্যনতুন দামি পোশাক কিংবা ফোনের কভার অথবা চুলের ছাঁট নিয়ে নেটিজেনদের উৎসাহ রয়েছে। পাশপাশি, অনেকেরই কৌতহূল রয়েছে তার আয়ের উৎস নিয়ে।

সম্প্রতি একটি পডকাস্ট শোয়ে এসে তিনি জানান, ছবি তুলেই নাকি লক্ষ লক্ষ টাকা আয় করেন তিনি। করণ জোহরের এজেন্সি তার কাজ দেখাশোনা করে। তবে সিনেমা করতে রাজি নন তিনি। অতো খাটাখাটনি করতে পারবেন না, সাফ কথা এই তারকার।

স্রেফ তারকাদের সঙ্গে সেলফি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় পোস্ট করেই নাকি লক্ষ লক্ষ টাকা উপার্জন করেন তিনি। ওরির কথায়, ‘বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি ছবি তুলি, আর সেই ছবি পোস্ট করার জন্য আমি টাকা পাই। এক রাতেই ওই সব ছবি পোস্ট করে আমি ২০-৩০ লক্ষ টাকা রোজগার করি। তা ছাড়া আমাকে বিয়েতে লোকে ডাকেন। তাদের বিয়েতে ছবি তোলার জন্য ১৫-২০ লক্ষ টাকা দেন।’ সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে নাকি বাড়ে টাকার অঙ্ক! পাশপাশি, ওরি এ-ও জানান শুধুই কাজ নয়, মানুষকে আনন্দ দিতেও চান তিনি।


তারকা   রুপি   ওরি  


মন্তব্য করুন


বিজ্ঞাপন