ক্লাব ইনসাইড

চবি উপাচার্যের কার্যালয় ভাঙ্কচুর তদন্তে কমিটি গঠন

প্রকাশ: ০৩:৩২ পিএম, ০১ ফেব্রুয়ারী, ২০২৩


Thumbnail

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত  থাকা এক প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্যের কার্যালয় ভাংচুর করেছে দলটির অনুসারীরা। এ ঘটনায় পরদিন তিন সদস্যের এক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক নোটিশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। নোটিশে তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত পূর্বক সুপারিশসহ প্রতিবেদন পেশ করার জন্য অনুরোধ করা হয়। 

নোটিশে বলা হয়, গত ৩০-০১-২০২৩ তারিখ মাননীয় উপাচার্য দপ্তরে কতিপয় উশৃংখল ব্যক্তি কর্তৃক সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক সুপারিশসহ প্রতিবেদন পেশ করার জন্য মাননীয় উপাচার্য নিম্নরূপ একটি তদন্ত কমিটি গঠন করেছেন। 

তদন্ত কমিটির তিন সদস্যের মধ্যে সিন্ডিকেট সদস্য ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলামকে আহ্বায়ক, আইন বিভাগের অধ্যাপক নির্মল কুমার সাহাকে সদস্য ও আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমানকে সদস্য সচিব করা হয়েছে।

এর আগে গত সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে চবি উপাচার্যের কার্যালয়ে ভাংচুর করে ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ একাকারের অনুসারীরা। এ সময় বিশ্ববিদ্যালয়কে অচল করতে চবির প্রধান পরিবহন শাটল ট্রেনও বন্ধ করে দেয় তারা।  

জানা গেছে, রাইয়ান আহমেদ নামে কেন্দ্রীয় ছাত্রলীগের একজন সদস্য শিক্ষক নিয়োগ প্রার্থী ছিলেন। তবে তিনি মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় বাদ পড়েছেন। নিয়োগ বোর্ডে সুপারিশপ্রাপ্তদের বিষয়টি গোপন থাকায় সিন্ডিকেট সভার অনুমোদনের অপেক্ষায় ছিলেন ছাত্রলীগের অনুসারীরা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভায় রাজনীতি বিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, মেরিন সায়েন্সেস এবং ফিশারিজসহ বিভিন্ন বিভাগের সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগ অনুমোদন করা হয়। সভা শেষে উপাচার্যের কার্যালয়ের বাইরে ভাংচুর করা হয়।

চবি   ভাঙ্কচুর  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

জাবির রেজিস্ট্রারের পূর্ণ দায়িত্বে মোঃ আবু হাসান

প্রকাশ: ১১:২৫ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রারের পূর্ণ দায়িত্ব পেলেন শিক্ষা শাখায় কর্মরত থাকা ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবু হাসান।

গতকাল সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৫ জুন এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ্যাক্টের ১২(৬) ধারা অনুযায়ী রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোঃ আবু হাসানকে গত ০৬ জুলাই পূর্বাহ্ন হতে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

এ ব্যাপারে রেজিস্ট্রার মোঃ আবু হাসান বলেন, 'আমার কখনও মনে হয়নি আমি ভারপ্রাপ্ত ছিলাম। তখন যেভাবে দায়িত্ব পালন করেছি এখনও যথাযথ ভাবে সেই দায়িত্ব পালন করতে চাই। এই দায়িত্বে আমাকে সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ জানাই।'

প্রসঙ্গত, মোঃ আবু হাসান পাবনার ফরিদপুর উপজেলায় ১৯৬২ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ে্র চাকুরিতে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে পর্যন্ত টাঙ্গাইলের দেলদুয়ার থানায় অবিস্থিত সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি কর্মময় জীবনে ২০০৯ সালের জানুয়ারি মাসে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। এরপর এস্টেট শাখা , টিচিং শাখা ও কাউন্সিল শাখার দায়িত্ব পালন করেন।পরে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।


জাবি   রেজিস্টার  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

দূর্ঘটনার ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার জবি শিক্ষার্থীদের

প্রকাশ: ০৯:৩৯ এএম, ০৫ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনের রাস্তা শিক্ষার্থীদের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। বাহাদুর শাহ পার্কের পাশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় সবসময় লেগে থাকে তীব্র যানজট। বেপরোয়া গতিতে চলে রিকশা, ভ্যান, লেগুনা, সিএনজি ও বাস। তবুও রাস্তা পারাপারের জন্য বিশ্ববিদ্যালয়ের বিশ হাজারের অধিক শিক্ষার্থীর জন্য নেই একটিও ফুটওভার ব্রিজ। সাধারণ শিক্ষার্থীরা এই সংকটের দ্রুতই অবসান চায়।

 

রাস্তা পারাপার হতে গিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ধেয়ে আসা বেপরোয়া লেগুনা, বাইক ও বাসের তান্ডবে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। কিছুদিন আগে বেপরোয়া বাহাদুর শাহ লেগুনার ধাক্কায় রিকশা থেকে পড়ে আহত হন বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টর। এছাড়াও সাভার পরিবহন বাসের চাপায় গুরুতর আহত হয়েছেন নিরাপত্তাকর্মী।

 

সরেজমিনে দেখা যায়, প্রধান ফটকের সামনে কয়েকটি সড়ক একত্রিত হয়েছে। গুলিস্তান, যাত্রাবাড়ির গাড়িগুলো রায়সাহেব বাজার দিয়ে জবির প্রধান ফটকের সামনে দিয়ে যায়। এদিকে সদরঘাট থেকে ছেড়ে আসা গাড়িগুলোও প্রধান ফটকের সামনে দিয়ে যায়। অপরদিকে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের দিক থেকে আসা একটি সড়কও মিলিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। শুধু মেইন গেটই না শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের সামনে দিয়ে রাস্তাটি হওয়ায় আরও ঝুঁকি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে ছাত্রীদেরকেও। অথচ এত গুরুত্বপূর্ণ একটি মোড়েও শিক্ষার্থীদের রাস্তা পারাপারের জন্য নেই কোনো ফুটওভার ব্রিজ।

 

সাধারণ শিক্ষার্থীরা ফুটওভার ব্রিজের জন্য কয়েকবার দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তেমন কোনো জোরালো উদ্যোগ দেখা যায়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তায় স্পিডব্রেকার থাকলেও ফটক থেকে তা দূরে হওয়ায় বেড়েছে সমস্যা। স্পিডব্রেকার পার হয়েই যানবাহনগুলো আরো দ্রুতগতিতে চলতে থাকে সড়কে। অতি সরু এই রাস্তায় ফুটপাতে দোকান আর রিকশার অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কটিতে দিনের সিংহভাগ সময়ই থাকে যানজট।

 

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজুল ইসলাম বলেছেন  ‘প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে আমরা রাস্তা পারাপার হই। রাস্তা পার হতে গিয়ে সাধারণত নারী শিক্ষার্থীরা অনেক বেশি বিড়ম্বনার শিকার হন।

 

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমরা ট্রাফিকের দায়িত্বরত পুলিশের সঙ্গে এসব নিয়ে কথা বলেছি। এছাড়াও মেয়র ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বরাবর চিঠি পাঠিয়েছি। খুব দ্রুতই আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড সাদেকা হালিম জবির নতুন ক্যাম্পাস, আবাসন ব্যবস্থা  ও যাবতীয় সমস্যা দ্রুতই সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন। 


জবি   শিক্ষার্থী   দূর্ভোগ  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

ইবির ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণের নয়া সভাপতি কপিল, সম্পাদক নাহিব

প্রকাশ: ০৪:১১ পিএম, ০৩ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঠাকুরগাঁও জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কপিল দেব রায়কে সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবুনূর হাসান নাহিবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ফারহান ও সাধারণ সম্পাদক মামুন অর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়৷

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সানজিদা ফেরদৌসী লাবণ্য, আবু রায়হান রনি, আবু নাঈম রনি, মেঘনাথ বর্মণ, খোকন রেজা, আফতাব আহমেদ আলাব্বী, হৃদয় ইসলাম, হৃদয় চন্দ্র সিনহা, শফিকুল আজম ভূঁইয়া আকাশ, পুর্ণিমা রাণী, পজিট্রন রায়, সাদমান সাকিব, আফসানা জেরিন আশা, রুমান রানা ও রিমন আল হেলাল। যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তারুল ইসলাম, সাব্বির হোসেন, সাহানা শানু, খালিদ বিন আশরাফ অন্তর, শাহরিয়ার হাসান সাকিব, সোহানুর রহমান সোহান, সিফাত জাহান আইডি, নাহিদা হিমু ও তুষার হক। সাংগঠনিক সম্পাদক হিসেবে তাহমিদ হাসান সৌরভ, সাব্বির সায়েম, আতিয়া বুশরা ইশা ও রাকিব রানা, অর্থ সম্পাদক হিসেবে মিলন রানা মুরাদ, উপ-অর্থ সম্পাদক রিফাতুন জান্নাত নীলা, দপ্তর সম্পাদক মুস্তাফিক আলাব্বী স্বপন, উপ-দপ্তর সম্পাদক মারুফ হাসান মিম, প্রচার সম্পাদক পবিত্র রায়, উপ-প্রচার সম্পাদক ইয়াশ রোহান, ছাত্র বিষয়ক সম্পাদক নূর ইসলাম, উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মানিক, ছাত্রী বিষয়ক সম্পাদক নাফিসা বিনতে ইকবাল, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক জাকিয়া ফেরদৌস, সাংস্কৃতিক সম্পাদক জয়া রায়, উপ-সাংস্কৃতিক সম্পাদক রুমি আক্তার, আইন সম্পাদক জয়তুন নাহার জেমি, উপ-আইন সম্পাদক সামসুন্নাহার সুরভি সাদিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক, লোকমান শাকিল, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক সাকিব ইয়াশীর, উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক কামরুজ্জামান কাশিফ, সমাজ কল্যাণ সম্পাদক তানমিন সুইটি শিনা, উপ-সমাজ কল্যাণ সম্পাদক মামুন আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদুল হাসান মারুফ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আব্দুল আল কাইয়ুম ফারাবী ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সুবংকর রায়, সুমাইয়া সুমু, রিফা তাসফিয়া রাইতা, মারুফ, আরিক আকবর প্রাঞ্জল, নোমান, সাউফা ইয়াসমিন,সুবর্ণ অধিকার, আব্দুস সবুর, তোজামুল, ইদুল, আবির ক্রান্তি, মেহেরুন ঝিনুক, মুন্না, রাশেদ, আশিকুর, তোজাম্মেল হক, তৌফিক ও জাকিয়া সুলতানা।

কমিটির নতুন সভাপতি কপিল দেব রায় বলেন, জেলা ছাত্রকল্যান সমিতি একটি মায়ার সংগঠন। নাড়ীর টানেই এই সংগঠের প্রতি ভালোবাসা ও আগ্রহটা অনেক বেশি। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনা করবো। সর্বোপরি দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে সংগঠনটিকে ইবিতে সুপরিচিত ও স্তবির হয়ে পড়া কার্যক্রম বেগবান করার চেষ্টা করবো। এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।


ইবি   সভাপতি  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

ভূমিকম্পে ঢাবির হলে খসে পড়ল পলেস্তারা

প্রকাশ: ০৪:০৩ পিএম, ০২ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। একই সঙ্গে ভেঙে পড়েছে পাঠকক্ষের দরজার গ্লাস। তবে এতে কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। 

শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯ টা ৩৫ মিনিটে ৫.৬ রিখটার স্কেলে এই ভূমিকম্পের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, হলে প্রায়ই বিভিন্ন কক্ষে ওপর থেকে ইট-সুরকি খুলে পড়ে। আজকে ভূমিকম্পে বেশ কয়েক জায়গায় এরকম ফাটল, পলেস্তারা খুলে পড়েছে। এ ছাড়া পাঠকক্ষের দরজার গ্লাসও ভেঙেছে।

জানতে চাইলে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাসুদুর রহমান বলেন, ‘গতবার ভূমিকম্পেও আমাদের হল ক্ষতিগ্রস্ত হয়। তখন আমরা বুয়েটের বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে চিহ্নিত করে তাদের সুপারিশ অনুযায়ী হল সংস্কার করেছি। কাল প্রকৌশল দপ্তরকে জানিয়ে যেসব স্থানে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করব। পুরনো হল হওয়ায় এগুলো ঘটছে।’ তিনি শিক্ষার্থীদেরকে এরকম বিষয় ঘটলে তাকে অথবা হল অফিসে জানানোর অনুরোধ করেছেন।  

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূকম্পনটির উৎপত্তিস্থল ছিল লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ৮ কিলোমিটার দক্ষিণ-উত্তরদক্ষিণে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

ভূমিকম্প   হাজী মুহম্মদ মুহসীন হল   ঢাকা বিশ্ববিদ্যালয়  


মন্তব্য করুন


ক্লাব ইনসাইড

জাবিতে ফের বন্ধ মসজিদের নির্মাণ কাজ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়ার আল্টিমেটাম

প্রকাশ: ০৮:৫৫ পিএম, ০১ ডিসেম্বর, ২০২৩


Thumbnail

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম বরকত হল ও আ ফ ম কামাল উদ্দিন হল সংলগ্ন মসজিদের ৪র্থ বারের মত বন্ধ হয়ে থাকা নির্মাণ কাজ পুনরায় চালু করার দাবি নিয়ে মানববন্ধন করেছে দুই হলের আবাসিক শিক্ষার্থীরা। এসময় চলতি মাসেই নির্মান কাজ সম্পন্ন করার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১লা ডিসেম্বর) বাদ জুমা নির্মাণাধীন মসজিদের সামনে দুই হলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ পুনরায় চালু করার জোর দাবি জানান। এছাড়া আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ আরম্ভ করা না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও প্রকল্প অফিসে তালা ঝুলিয়ে দেয়ার আল্টিমেটাম দেন তারা।

মানববন্ধনে রসায়ন বিভাগের শিক্ষার্থী ও শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র রাফিউল ইসলাম রনি মানববন্ধনে বলেন, 'মসজিদ নির্মাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালবাহানা শুরু করেছে। এক বছরের মধ্যে বিভিন্ন অজুহাতে বারবার এ মসজিদের নির্মাণ কাজ বন্ধ হয়েছে। আমরা এই মানববন্ধন থেকে ঘোষণা দিচ্ছি, আগামী ১০ তারিখ মধ্যে কাজ শুরু না হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং প্রকল্প অফিসে আমরা তালা ঝুলিয়ে দিবো। যতদিন কাজ শুরু না হবে ততদিন এই তালা থাকবে। আমরা আগামী মাসের মধ্যে এই মসজিদে নামাজ শুরু করতে চাই।'

নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী ও কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র মোঃ মূসা ভূঁইয়া মানববন্ধনে বলেন, 'মসজিদের কাজ নিয়ে এতো তালবাহানা আমরা আর কোথাও দেখি নাই। এক বছরের মধ্যে এখনো নির্মাণ কাজ শেষ করতে পারেনি। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে এই মসজিদে নামাজ পড়তে চাই।'

মানববন্ধনে অন্যান্য শিক্ষার্থীরা জানান, 'মসজিদের নির্মান কাজ এতোদিন ধরে বন্ধ। নানা টালবাহানা করছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। এখানে নামাজের সময় জায়গার সংকুলান হয় না, তাই বাহিরে পাটি বিছিয়ে নামাজ পড়তে হয়। শীত-বৃষ্টিতে সমস্যা আরো প্রকট আকার ধারণ করে সকলের ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ে একটার পর একটা উন্নয়ন প্রকল্প হচ্ছে এবং সেগুলোর কাজ-ও চলমান। কিন্তু আমরা দেখছি শুধুমাত্র এই মসজিদ নির্মাণ কাজে যত অবহেলা, যত অসংগতি, যত সংকট। আশা করবো মসজিদ নির্মাণ কাজ দ্রুত সময়ে সম্পন্ন করতে প্রশাসন আন্তরিকতার সাথে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।'

উল্লেখ্য, আ ফ ম কামালউদ্দিন হল ও শহীদ সালাম-বরকত হলের শিক্ষার্থীদের জন্য ১৯৯০ সালে সমন্বিত একটি মসজিদ নির্মাণ করা হয়। তবে নির্মাণকাজ সমাপ্ত হওয়ার কিছুদিন পর থেকে পাঁচবার সংস্কার করা হয়েছিল পুরাতন মসজিদটি। পরবর্তিতে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে জরাজীর্ণ মসজিদ ভেঙে নতুন মসজিদ নির্মাণের কাজ শুরু হয় ২০২২ সালের এপ্রিলে। এর মধ্যে নকশা এবং আসন ও অর্থ জটিলতায় কয়েক দফায় কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে চলতি বছরের  ১৯ আগস্ট সকালে ঢালাইয়ের কাজ চলাকালীন ছাদ ধসের ঘটনা ঘটে। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  


মন্তব্য করুন


বিজ্ঞাপন